নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

এটিএন নিউজের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা সরকার ফিরোজের প্রায়ণে আমরা শোকাহত

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৩


বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট টিভি ব্যক্তিত্ব ও এটিএন নিউজের প্রধান উপদেষ্টা সরকার ফিরোজ মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) রাজধানীর ‘বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল’-এ তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন। বিকেল ৩টায় এটিএন নিউজ কার্যালয়ে প্রথম নামাজে জানাজা এবং বাদ আসর ধানমন্ডি ঈদগাহ মসজিদে দ্বিতীয় নামাজে জানাজার পর শাহজাহানপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘ ৫০ বছর দেশের টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত ছিলেন সরকার ফিরোজ। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত।

দীর্ঘ ৫০ বছর দেশের টেলিভিশন মাধ্যমের সাথে যুক্ত ছিলেন সরকার ফিরোজ। তিনি ১৯৭১ সালে তৎকালীন পাকিস্তান টেলিভিশনের ঢাকা কেন্দ্রের (এখনকার বিটিভি) একজন ঘোষক ছিলেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ টেলিভিশনের ট্রান্সমিশনের দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন বিটিভিতে কাজ করে সেখান থেকে অবসর নেওয়ার পর যুক্ত হন দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। ২০১২ সালের নভেম্বরে দেশের প্রথম সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজে উপদেষ্টা হিসেবে যোগ দেন। খান আতাউর রহমানের ‘আবার তোরা মানুষ হ’ চলচ্চিত্রে ববিতার বিপরীতে অভিনয় করেছেন তিনি। এছাড়া তিনি আরো কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। মৃত্যুর আগে তিনি ধানমন্ডি বাঁচাও আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। টিভি ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা সরকার ফিরোজের প্রায়ণে আমরা শোকাহত।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫২

ঢাবিয়ান বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ঢাবিয়ান
মিডিয়া ব্যক্তিত্ব ও বীর মুক্তিযোদ্ধা
সরকার ফিরোজের আত্মার মাগফেরাত
কামনার জন্য।

২| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৩

রাজীব নুর বলেছেন: ব্লগার ঢাবিয়ানও তাকে নিয়ে একটা পোষ্ট দিয়েছেন।
দু'টা পোষ্ট'ই পড়লাম।
বলতে দ্বিধা নেই আপনার পোষ্ট টাই ভালো হয়েছে।

আর ঢাবিয়ান এক কথা থেকে অনেক কথায় চলে গেছেন।

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
আমাদের সবার একই উদ্দেশ্য
প্রায়ত সরকারের আত্মার মাগফেরাত কামনা।
ঢাবিয়ান তার ব্যক্তিগত জীবনের স্মৃতিচারণ করেছেন
যা আমার লেখায় পেতেন না। আপনাদের উভয়কেই সম্মান জানাই।

৩| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:১০

মাহমুদুর রহমান বলেছেন: আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিন।
প্রার্থনার জন্য ধন্যবাদ।

৪| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩০

খায়রুল আহসান বলেছেন: তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। একজন রুচিশীল মানুষ ছিলেন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ খায়রুল ভাই.
আপনার দোয়া কবুল হোক
মহান আল্লাহর দরবারে।

৫| ২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৪২

বলেছেন: আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।

২১ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
্আমিন। আপনার প্রার্থনা কবুল হোক
খোদার দরবারে।

৬| ২১ শে ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২১

চাঁদগাজী বলেছেন:


নিজের অর্জিত দেশে উনি ভালো জীবন যাপন করেছেন, মনে হচ্ছে!

২১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দুঃখ লাগে আপনার জন্য
দেশ স্বাধীন করেও আজ আপনি
পরবাসী!! উপযুক্ত হতে পারলেন না
দেশের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.