নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
কান নিয়েছে চিলে (ছড়া)
নূর মোহাম্মদ নূরু
চিল নিয়েছে কানটা শুনে
ছুটছি চিলের পিছে,
সারাটি দিন ছোটাই হলো
দিনটা গেলো মিছে।
কানের দুঃখে কাঁদছি বসে
গালে দিয়ে হাত,
মুখ দেখানো আর যাবেনা
চলে গেলো জাত।
কান ছাড়া যে মান রাখা দায়
কান হারিয়ে কাঁদি,
চোঁখের জলে ভাসছি আমি
উঠোন হলো নদী।
ছোট্ট শিশু খেলার ছলে
কানে দিলো হাত,
খুশি হলাম কান টানাতে
ফিরে পেলাম জাত।
শোনা কথায় ফাল পেড়োনা
মোটা মাথার দল,
নিজের উপর ভরসা রাখো
নিজের বলই বল।
প্রথম প্রকাশ কালঃ
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০১৫ ইং
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে কাবিল ভাই।
ইদানিং খুব কম আসছেন!
কানটান সব ঠিকতো!
২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: বাহ বাহ বেশ বেশ
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রইলো খুশির রেশ
আহা বেশ বেশ বেশ !!
৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০২
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ছন্দ চমৎকার লেগেছে।
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভালো লাগার জন্য ধন্যবাদ।
পরের কথায় কান দেয়ার দিন শেষ!
এবার কানটা ঠিক মতো আগলে রাখতে হবে।
চিল যেন সুযোগ না পায় কান নিবার।
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮
প্রামানিক বলেছেন: চিলে কান নেয়ার মত কাজ কে করল ভাই?
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অগ্র পশ্চাৎ না ভেবে যারা
পরের কথায় নাচা নাচি করে
তাদের কানতো চিলেই নিক বা না নিক
হই চই করবেই তারা। তাই মাঝে তাদের
কান বাচ্চাদের দিয়ে টেনে পরখ করতে হবে
কান সত্যিই আছে না গেছে!
৫| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
গেম চেঞ্জার বলেছেন: এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা গেল উড়ে,
কান না পেলে চার দেয়ালে মরব মাথা খুঁড়ে।
কান গেলে আর মুখের পাড়ায় থাকল কি-হে বল?
কানের শোকে আজকে সবাই মিটিং করি চল।
যাচ্ছে, গেল সবই গেল, জাত মেরেছে চিলে,
পাঁজি চিলের ভূত ছাড়াব লাথি-জুতো কিলে।
সুধী সমাজ! শুনুন বলি, এই রেখেছি বাজি,
যে-জন সাধের কান নিয়েছে জান নেব তার আজই।
মিটিং হল ফিটিং হল, কান মেলে না তবু,
ডানে-বাঁয়ে ছুটে বেড়াই মেলান যদি প্রভু!
ছুটতে দেখে ছোট ছেলে বলল, কেন মিছে
কানের খোঁজে মরছ ঘুরে সোনার চিলের পিছে?
নেইকো খালে, নেইকো বিলে, নেইকো মাঠে গাছে;
কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে।
ঠিক বলেছে, চিল তবে কি নয়কো কানের যম?
বৃথাই মাথার ঘাম ফেলেছি, পণ্ড হল শ্রম।
এটার কথা মনে পড়ে গেল!
কেমন আছেন নুরু ভাই!!
০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সুন্দর শেয়ারিংএর জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ
গেম চেঞ্চার! পাঠক ডাবল মজা পাবে
ইনসাআল্লাহ !
৬| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
বাকপ্রবাস বলেছেন: কান থাকিতে তবু যারা ছুটছে চিলে পিছে
ধুম ধাড়াক্কা হয়ে যাক কানের ইঞ্চি নিচে
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মারতে আমি কম যাইনা
ভালো করেই জানেন,
লম্ফ ঝম্প কমে গেছে
সে কথা কি মানেন ?
আবার যদি কভু দেখি
উল্টা পাল্টা কাজ,
কান কাটিবো তােদের আমি
নেইকো যাদের লাজ !
৭| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩০
বিচার মানি তালগাছ আমার বলেছেন: ছড়া সুন্দর হয়েছে...
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ভাই
তবে ভয় করছে যদি
তাল গাছের দাবী না ছাড়েন !
৮| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪
ঠ্যঠা মফিজ বলেছেন: বাকপ্রবাস ভাইয়ের সাথে তাল মিলিয়ে বলি ঠিক কানের এক ইঞ্চি ফারাক রেখে তারপর জোরছে মারুন।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাথে পেলে আপনাদের মতো
সুহৃদ জনে জনে,
নির্লজ্জরা কান হারিয়ে
ঘুরবে বনে বনে।
৯| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬
আকিব হাসান জাভেদ বলেছেন: ভয় পেয়ে তাই কানে দিলাম হাত
কান আমার ঠিকই আছে
হাতটির নাই খুজ ।
ভালো লাগলো ।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কান থাকিলে মান থাকিবে
হাত তো সেথা নস্যি
গর্দন গেলেও মান রাখা চাই
জানুক পারা পরশি।
১০| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ভালো লাগা রইলো।
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ সৌরভ ভাই
খুশী হলাম ভালো লাগাতে।
১১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২১
চাঁদগাজী বলেছেন:
২য় কান হারানোর পর, আবার পোষ্ট করলেন?
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুনলেই যখন চিলে নিয়েছে কান
গাজীসাবের কান নেবে সে
কোন সোনার চান?
১২| ০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন!!!
আপনার ছন্দ ছন্দ খেলা আমার পছন্দ!!!
০৩ রা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
ভালো থাকবেন শুভেচ্ছা জানাই।
১৩| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬
রাজীব নুর বলেছেন: আমাদের দেশের বেশির ভাগ মানুষই নির্বোধ।
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাটি কথা।
১৪| ০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৮
ঢাবিয়ান বলেছেন:
০৩ রা জানুয়ারি, ২০১৯ রাত ৯:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।
©somewhere in net ltd.
১| ০৩ রা জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬
কাবিল বলেছেন: ভালো লাগা রইলো।