নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

যে রমনীরা স্বামীদের দিয়ে গৃহস্থালির কাজ করান তাঁদের জন্য দুঃসংবাদ!!!

০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:৪৭


যাঁরা স্বামীদের দিয়ে গৃহস্থালির কাজ করান তাঁদের জন্য দুঃসংবাদ!! গবেষণায় দেখা গেছে, যেসব দম্পতি ঘরের কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি; অন্তত যে সংসারে নারীই ঘরের কাজের প্রায় পুরোটাই করেন তাঁদের তুলনায়। কিন্তু এমনটা কেন ঘটে? টমাস হানসেন বলছেন, ‘কার কী দায়িত্ব, সে বিষয়ে দুজনই পরিষ্কার থাকবে এবং একজন আরেকজনের কাজে ঝামেলা সৃষ্টি করবে না—সাধারণত এটাকেই ভালো বলে মনে করা হয়। এতে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটি কম হয়। কিন্তু দুজন যদি একই কাজ করেন এবং এর মধ্যে একজনের যদি মনে হয় অন্যজনের যতটা করার কথা ছিল, ততটা করছেন না, তখনই লেগে যেতে পারে তুমুল ঝগড়া।’

আধুনিক জীবনে স্বামী-স্ত্রী দুজনই অনেক সময় চাকরিবাকরি করেন। সে ক্ষেত্রে কর্মব্যস্ত দিন শেষে ঘরের কাজ সামাল দেওয়া নারীর একার পক্ষে কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় অনেক স্বামীই ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করেন। এতে জীবন সুখের হয়। পুরুষের এই মানসিকতা প্রশংসাযোগ্যও। সাধারণত মানুষ মনে করে, যে পরিবারে ঘরের কাজে স্বামী-স্ত্রীর মধ্যে বৈষম্য আছে, সেখানেই সাধারণত বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে। অথচ গবেষণায় দেখা গেছে এটা ভালোর চেয়ে মন্দই বেশী। কারণ যে দম্পতি ঘরের কাজ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন, তাঁদের মধ্যে বিবাহবিচ্ছেদের হার বেশি। গৃহস্থালির দায়িত্বের সমতা এবং এর সঙ্গে বিচ্ছেদের ঘটনার এই অসামঞ্জস্যতায় বিস্মিত হয়েছেন গবেষকেরাও।

(Thomas Hansen, M.D.)
নরওয়ের গবেষকদের গবেষণার এই ফলাফল প্রকাশিত হয়েছে ‘ঘরে সমতা’ শিরোনামে। গবেষণা নিবন্ধের সহ-লেখক টমাস হানসেন বলেন, ‘সাধারণত মানুষ মনে করতে পারে, যে পরিবারে ঘরের কাজে স্বামী-স্ত্রীর মধ্যে বৈষম্য আছে, সেখানেই সাধারণত বিচ্ছেদের ঘটনা বেশি ঘটে। কিন্তু আমাদের গবেষণা বলছে ঠিক উল্টো কথা।’ তিনি আরও বলেন, ‘যে পরিবারের পুরুষ যত বেশি ঘরের কাজ করেন, সেই পরিবারে বিচ্ছেদের হার তত বেশি।’ গবেষণার ফলাফল অনুযায়ী তা প্রায় ৫০ শতাংশ বেশি। খবরঃ দ্য টেলিগ্রাফ। তবে বিচ্ছেদের পেছনে শুধু ঘরের কাজ নিয়ে তুচ্ছ ঝগড়াঝাঁটি বড় কারণ হিসেবে দেখছেন না গবেষকেরা। এর পেছনে ব্যক্তিগত মূল্যবোধও অন্যতম কারণ। বিয়ে বা বিচ্ছেদের ব্যাপারেও স্বামী-স্ত্রীর ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে। গবেষক টমাস হানসেন বলেন, ‘আধুনিক দম্পতিদের মধ্যে নারীরা অনেক উচ্চশিক্ষিত এবং ভালো বেতনে চাকরি করেন। এ কারণে আর্থিকভাবে তাঁরা স্বামীর ওপর নির্ভরশীল নন। বিবাহবিচ্ছেদ হয়ে গেলেও তাঁরা নিজেদের ভালোভাবে সামলে নিতে পারেন।’
সূত্রঃ
লিংকঃ যে রমনীরা স্বামীদের দিয়ে গৃহস্থালির কাজ করান তাঁদের জন্য দুঃসংবাদ!!!

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১০:৫৮

চাঁদগাজী বলেছেন:



আজকাল গবেষণায় হাদিস থেকে ডাটা নেয়া হচ্ছে নাকি?

০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার গিন্নির অবস্থা কি?
কাজ করিয়ে নিচ্ছে নাতো ইচ্ছা মতো !!
কি আর করা, বিদেশে গৃহকর্মী রাখা
বেশ খরচার ব্যাপার। সয়ে যান নীরবে !!

২| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ১১:২৩

মামুন ইসলাম বলেছেন: টমাস হাসনের কি আর কোনো কামকাজ নাই ? আজাইরা একটা গবেষনা। :-B

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হতে পারে।
তবে গবেষণা অনেক
কাঠ খড় পুড়িয়ে করতে হয়।

৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:২০

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: পুরুষেরা গৃহস্থালির কাজ করলে অনেকটা সাহায্য হলেও অনেক নারী বিষয়টাকে মেয়েলিপনা মনে করে। ভালো চোখে দেখে না।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নারী পুরুষ উভয়ের কর্মক্ষেত্র ভাগ করে দেওয়া আছে।
সেই নিয়মে চললে অনেক সংঘাত এড়ানো সম্ভব।

৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৭:৪৭

রাজীব নুর বলেছেন: আজ কারো জন্ম মৃত্যু নেই?

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
'আমার ব্লগে হানা দিন
জানবেন কার মৃত্যুদিন।

৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৮:১৩

বনসাই বলেছেন: বিদেশীর এই গবেষণা দেশে গো-চানা বই বাড়তি কিছু নয়। বাংলাদেশের জরীপ থাকলে দেন।

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন: ধন্যবাদ আপনাকে
বাংলাদেশে অনেক
পুরুষই তিরস্বকারের
শিকার হন যদি বাচ্চাদে
টয়ল্টে করা বিছান পরিস্কার করে।
আপনি করব্নে কি?

৬| ০৪ ঠা মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬

সোহানী বলেছেন: শুধু একখান পয়েন্টেরই ব্যাখ্যা দেন নুরু ভাই..., "ঘরের কাজে পুরুষরা সাহায্য করা প্রশংসনীয় কাজ"???

কার কাছে প্রশংসনীয়?
ঘরের এ কাজগুলো কি কি?

পারলে আমার লিখাটা আরেকবার পড়ার অনুরোধ করলাম।

পতিসেবার- একাল ও সেকাল.......... নারী দিবসের নারী ভাবনা

০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মশারি টানানো কি পুরুষের কাজ?
অথচ এই সামান্য কাজটি নিয়ে
অনেক সংসারে অশান্তি !!
ইগোর ব্যাপারে কেউ
কাউকে ছাড় দিতে
রাজি নন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.