নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
রাহু মুক্ত সামু
নূর মোহাম্মাদ নূরু
কোথায় ওগো প্রাণের সুহৃদ
কোথায় মোদের মামু।
আয় দেখে যা নতুন প্রাতে
রাহু মুক্ত সামু।
বন্দি হলো রাহুর জালে
সবার প্রিয় সামু,
নিকষ কালো অন্ধকারে
খুঁজতে তারে যামু?
যুদ্ধে নামে লাখো যোদ্ধা
ছাড় নাহি তায় দিমু।
রাহু মুক্ত করতে তারে
দৃঢ় শপথ নিমু।
সাথে ছিলো বীর সেনানী
সামু রাজ্যের রানী
জানা আপা নামটি যে তার
আমরা সবাই জানি।
লেখা লেখির বাণ মেরে সে
করলো রাহু বধ।
মুক্ত স্বাধীন হলো সামু
শোনা যায় নিনাদ।
সামু আছে সামু রবে
আজীবনের তরে।
রাহু এলে পালাবে সে
আমাদেরই ডরে।
প্রকাশ কালঃ
ঢাকাঃ শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯ইং
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ বৈরাগী ভা্ই
ভুল টুল কিছুনা, সব হলো আবেগের ব্যাপার।
আবেগে বইল্লা ফেলাইছি।
২| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৭
পদাতিক চৌধুরি বলেছেন: খাসা হয়েছে নুরু খাসা।
রাহুমুক্তের পর সামুকে নিয়ে পোস্ট গুলোর মধ্যে আপনার ছন্দময় কবিতাটি ইউনিক। ++
আপনার সুরে বলতে চাই,
"সামু আছে সামু রবে
আজীবনের তরে।
রাহু এলে পালাবে সে
আমাদেরই ডরে।"
চমৎকার স্লোগান।
শুভেচ্ছা অফুরান।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ব্যাপারনা চৌধুরি ভাই
যেমন বলছেন খাসা।
আপনার এই শব্দটি ভাই
ভালোবাসায় ঠাসা !!
৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৯
পদাতিক চৌধুরি বলেছেন: একটু টাইপো হয়ে গেছে।
প্রথম লাইনে বলতে চেয়েছিলাম,
খাসা হয়েছে নুরু ভাই খাসা।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজ গুণে মার্জনা করে নিলাম!!
ভালোবাসা ঢেলে দিলাম।
৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৩১
জুনায়েদ বি রাহমান বলেছেন: সামুর মুক্তিতে সবাই আনন্দিত,
আনন্দিত আমিও...
রাহু পালালো, মুক্ত হলো
সামহোয়্যার ইন ব্লগ।
এই খুশিতে থেমে গেছে
মোর নিত্য কাজের ক্লক!
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ক্লক টাকে ঠিক করে নিন
সময় থাকতে ভাই।
সামনে আছে ম্যালা কাজ
সময় যে আর নাই।
৫| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪০
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই এখন ঈদের খুশির মতো লাগছে, কেমন আছেন নূরু ভাই?
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ
কুশলে আছি ভাই।
আপনার ভ্রমন পর্ব
আবার দেখতে চাই।
৬| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:০০
সাদা মনের মানুষ বলেছেন:
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
৭| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১০
জোবাইর বলেছেন:
নুরু ভাই,
সামুর প্রতি আপনার ভালোবাসা যে নিঁখুত তা অনেক আগেই পরীক্ষীত ও প্রমাণিত। তাই সামুর একজন খাঁটি প্রেমিকের সাথে আমাদের প্রিয় সামুর রাহু মুক্তির আনন্দ শেয়ার করতে আপনার ব্লগে আসলাম। ছড়া খুবই চমৎকার হয়েছে।
প্রীতি ও শুভেচ্ছা। ভালো থাকুন।
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ জোবাইর ভাই
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ও
আন্তরিক শুভেচ্ছা।
৮| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:১৪
শাহিদা খানম তানিয়া বলেছেন: দারুন ছন্দে সামুর প্রতি ভালোবাসা। ++++
২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে আমার ব্লগে স্বাগতম তানিয়া আপু।
ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন সর্বদা।
৯| ২৫ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৩০
তারেক ফাহিম বলেছেন: সামুর মুক্তি, সামুর প্রতি ভালোবাসা আরও বাড়িয়ে তুলল।
চমৎকার ছড়ায় ছড়ায় সামুর গুণগান।
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ ফাহিম ভাই
আসুন
সবাই মিলে আবার
সামুকে রাঙিয়ে তুলি।
১০| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:১৬
শাহিন-৯৯ বলেছেন:
বন্দের দিনগুলিতে চাঁদগাজী আপনাকে খুব মিস করেছে। ফেসবুকে নক দিতে চেয়েছিলাম, কিন্ত গিয়ে দেখি দশটা তালা ঝুলিয়ে রেখেছেন!!!
২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ৮:৩৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আর আমি মিস করেছি সামুকে।
সামু ফিরে আসায় প্রাণ ফিরে
পেয়েছে গাজীসাব।
সবাইকে ব্লগীয় শুভেচ্ছা।
১১| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:৪১
রাজীব নুর বলেছেন: চমৎকার ছড়া।
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ রাজীব ভাই
সব কুশলতো?
১২| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:০৬
আরোগ্য বলেছেন: সামুর জয় অনিবার্য। সব প্রতিকূল পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবিলা করবো।
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইনসাআল্লাহ
রাহু মুক্ত সামুর পথচলা অব্যাহত থাকুক।
১৩| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৩৯
প্রামানিক বলেছেন: এক কথায় চমৎকার ছড়া।
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ প্রমানিক ভাই
আপনাকে পেলাম অনেক দিনের পরে
যেন কাঠফাটা রোদে এক পশলা বৃষ্টির পরশ।
১৪| ২৫ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৭
আপেক্ষিক মানুষ বলেছেন: মন্তব্যে চাঁদ গাজী সাহেবকে কেন দেখতে পারছিনা বুঝলাম না
ভাল আছেন নূরু ভাই?
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ ভালো আছি।
গাজীসাব রাতে একটু কম দেখেনতো
তাই হয়তো দৃষ্টি এড়িয়ে গেছে।
তবে এসে যাবেন শিঘ্রই।
১৫| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৮:৫১
নগরসাধু বলেছেন: আহা বেশ বেশ বেশ
দারুন ছড়ায় আনন্দ রেশ
মুক্তি পাবার খুশিতে
ছড়া পড়লাম খুশীতে
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ নগর সাধু
শুভেচ্ছা রইলো আমার ব্লগে
পদধুলি দেবার জন্য।
১৬| ২৬ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর। সামু অপ্রতিরোধ্য। জানা আপু অভিনন্দন।
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আনোয়ার ভাই
অনেক দিন পর রাহুমুক্ত
সামুতে আপনাকে স্বাগতম।
১৭| ২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:২৬
কিরমানী লিটন বলেছেন: আবার জমুক মুগ্ধ প্রাণের মেলা- মুখরিত সামুর আঙিনায়। কবিতায় ভালোলাগা......
২৬ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৫০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসংখ্য ধন্যবাদ আপনাকে লিটন ভাই
আবার জমবে মেলা, বট তলা হাটখোলা
১৮| ২৬ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৩:৪৮
নতুন নকিব বলেছেন:
সুন্দর ছড়া। ধন্যবাদ।
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ নকিব ভাই।
কেমন আছেন?
১৯| ২৬ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ
কত মাস পরে নুরু ভাইর ছড়া!
সামু এমনি মুক্ত থাকুক অনন্ত কাল
সামুর মতো মানুষের মৌলিক অধিকারের দাবীও মুক্ত হোক শৃংখল থেকে
৩০ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৫৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভৃগু'দা
অনেক দিন পরে আপনাকে
পেয়ে দারুন খুশী হলাম।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ২৫ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:১৩
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: ছড়া ভালো হৈছে। তয় নামটা জনা না হয়ে জানা হবে।