নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
ফিরো এসো গাঁজীসাব
অনেক দিন হয় সামুর পাতায়
গাঁজীর দেখা নাইরে, গাজীর দেখা নাই,
বন বাদাড়ে নিঝুম দ্বীপে
দেখছো নাকি ভাইরে, দেখছো নাকি ভাই।
রাজীব নূরের আহাজারী,
মনটা কেমন করে রে, মনটা কেমন করে।
কত জনে সান্তনা দেয়
প্রাণটা আনচান করে রে, মনটা আনচান করে।
গাঁজী ছাড়া সামুর পাতা
বিবর্ণ যে ভাইরে, বিবর্ণ যে ভাই,
বলো তোমরা মানুষটাকে
কোথায় খুঁজতে যাইরে, খুঁজতে কোথায় যাই।
কেউ কি জানো গাঁজীর খবর
আছে কেমন সুখেরে, আছে কেমন সুখে।
নাকি থাকে দুঃখে কাতর
ব্যাথা নিয়ে বুকেরে, ব্যাথা নিয়ে বুকে।
বুড়ো মানুষ, তায় দৃষ্টি ক্ষীন
স্মৃতি টলমল রে, তার স্মৃতি টলমল।
বিদেশ ভূমে কি যে করে ভেবে
চোখ যে ছল ছলরে, চোখ যে ছলছল ।
ফিরে এসো গাঁজীসাব
দেবনা আর বকা রে, দেবনা আরে বকা
তোমায় ছাড়া সামু যে আজ
লাগছে ভীষণ ফাঁকারে, লাগছে ভীষণ ফাঁকা।
গাঁজীসাবের অন্তর্ধানে আমরা ম্রিয়মাণ!
লেখাতে নাই প্রাণরে ভাই, লেখাতে নাই প্রাণ।
গাঁজীর খোঁচায় জানি সবাই
ফিরে পাবে জানরে, ফিরে পাবে জান।
গাজীকে চাই আবার কাছে
বিবাদ ভুলে যাইরে, বিবাদ ভুলে যাই।
গাঁজঁ ছাড়া হুল ফোটানোর
আরতা কেহ নাইরে, আরতো কেহ নাই
গাধার পিঠে সওয়ার হয়ে,
পেঁচা কিংবা বান্দর হয়ে আর দিওনা আড়ি।
চাঁন্দের গাড়ি ঠেলতে ঠেলতে
দাও দূর্গম পথ পাড়ি রে দূর্গম পথ পাড়ি।
বরণ ডালা হাতে নিয়ে
অপেক্ষাতে আছি যে, অপেক্ষাতে আছি।
আসলে ফিরে সবাই মিলে,
করবো নাচা নাচিরে, করবো নাচা নাচি।
রচনাকালঃ ঢাকাঃ ১১ নভেম্বর ২০১৯
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মারহাবা !!
অনেক ধন্যবাদ স্যার আপনাকে
চমৎকার ছন্দে মন্তব্য প্রদানের জন্য।
২| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৪৬
জুনায়েদ বি রাহমান বলেছেন: চাঁদগাজী নাই, রাজীব নুর'কেও দেখছি না আজ। কি ব্যাপার!
অবশ্য মেলাদিন পর হাবিব স্যারকে মন্তব্যে দেখে ভালো লাগছে।
কবিতা মন্দ না, ভালোই
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কারো দুঃখে কেউ যদি বিবাগী হয়
আমাদের কিইবা করার আছে।
আমরা সবাইকে ফিরে পেতে চাই।
৩| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০৮
নুরহোসেন নুর বলেছেন: চাঁদগাজী ফিরে আসুক আপনার সাথে ঝগড়া করার জন্য হলেও.....
-ছন্দে তালে গাজী সাহেবের বিরহ হৃদয় বিদারক!
ভয় হচ্ছে, না জানি চাঁদগাজী সাহেব ফিরে এসে আবার কি মন্তব্য করে বসে কে জানে!
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে মন্তব্যই করুন
কোন মাথা ব্যাথা নাই
চাই কেবল তার ফিরে আসা।
৪| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: মনেহয় উনি অসুস্থ । উনি ভাল থাকুন । বুঝলাম না কয়দিন ধরে উনাকে নিয়ে অনেকেই লিখছে। ভালই তো ছন্দ মিলিয়েছেন।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাব মারিজূয়ানার স্রষ্টা!
অত্যন্ত প্রীত হলাম আপনার মন্তব্যে।
আবার আসব্নে।
৫| ১১ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১
আরোগ্য বলেছেন: ব্লগে উনার অনতিবিলম্বে আগমন কামনা করছি।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও চাই সে ফিরে আসুক।
যদি অসুস্থ্য থাকেন তবে তার
আরোগ্য কামনা করছি।
৬| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:২৪
কিরমানী লিটন বলেছেন: বকা ঝাড়ি কিম্বা আড়ি
তাতেও সবাই রাজী,
সবার মনে আহাজারি
ফিরে আসুন গাজী।
তোমার বিরহে রাজীব নূর ভাই হিজরত করেছেন কলকাতায়, তোমার হাহাকারে কাভা ভাই গ্রুপে পোষ্টায়। তোমাকে না পেয়ে ধত্তরি ভাই প্রক্সি দেয়। ফিরে এসো গাজী ভাই, তুমি না ফিরলে সামুর সব যুবতি থুরথুরে বুড়ি হয়ে যাবে কিংবা প্রতিটি যুবক মৃত্যুমাত্রায় খাবে ঘুমের বড়ি........ ফিরে এসো গাজী ভাই সামুর ঝলমলে আকাশের নক্ষত্রের নীলিমায়.....
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবকিছুতেই রাজী
ফিরে আসুক গাঁজী।
হাল ধরুক সামুর নায়ে
সে যে পাকা মাঝি।
৭| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৫
আখেনাটেন বলেছেন: উনি স্বরূপে ফিরবেন।
আজকে টম অ্যান্ড জেরির একটি এপিসোড দেখতে হবে।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:১৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
স্ব রূপে কিংবা বিরূপে
বানর কিংবা পেঁচা!
কোন কিছুতেই না করিনা
তেড়ামি করলে ছ্যাচা!!
৮| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২১
ওমেরা বলেছেন: উনাকে নিয়ে তো আপনার অনেক আগেই কবিতা লিখার কথা ছিল ! উনি চলে আসবেন তারাতারিই আশা করি।
১২ ই নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওমেরা আপু (!) ওনাকে নিয়ে ইতিমধ্যে আমার বহু কবিতা প্রকাশিত হয়েছে।
খোঁজ নিলে দেখতে পাবেন। একটা নমুনা এখানে
যা আপনাকে উৎসর্গ করা হয়েছিলো।
৯| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৩০
সোহানী বলেছেন: গাজী ভাইকে নিয়ে সবাই খুব চিন্তিত মিন্তিত। ঠিকানা মিখানা জানলে একবার ঢু টু মারতাম...........।
গাজী ভাইকে ফলো করার চেস্টা......হাহাহাহাহা। উনি স্বরুপেই ফিরে আসবেন অচিরেই, চিন্তার কিছু নাই নুর ভাই্।
১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি তার ঠিকানা রাখিনি
ছবিও আঁকিনি
কোথা সে জানিনা।
তার ছায়াতো রাখিনি ধরে
ধরার মতো ছিলো কী আর
ধূ ধূ মনের প্রান্তরে।
তাই অরণ্যে পর্বতে
অন্য মনের জগতে
আমি সেই পলাতকায়
বেঁধেছি প্রতি পলে।
১০| ১২ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:১৭
মা.হাসান বলেছেন: ওনার মতো করে কেউ আমাকে ভালো বাসে না। আমার পোস্ট গুলোতে উনি বারে বারে আসতেন, গঠনমূলক কমেন্ট করতেন। আমার বুদ্ধি কম বলে সহজ করে বুঝিয়ে দিতেন। কোন কোন পোস্টে ৬-৭বার বা আরো বেশি বার এসে আমার ভুল গুলো ঠিক করে দেয়ার চেষ্টা করেছিলেন।। ওনাকে অনুরোধ করেছিলাম ওনার লেখা একটা ভ্রমন কাহিনী আমাকে ইমেইল করতে। উনি হয়তো সেই ভ্রমন কাহিনী লেখার জন্য সফর করছেন। কাভা ভাইয়ের পোস্টানোর দরকার নাই, ওনাকে অনুরোধ করবো গাজী সাহেব ফিরলে ওনাকে ২০৪১ সাল পর্যন্ত ইনডেমনিটি দিতে, উনি যাই লিখুন না কেন ওনাকে ব্লক করা যাবে না।
১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:১০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রহস্যের গন্ধ পেলাম আপনার মন্তব্যে!!
কোন কারনে কি উনি ব্লক হেযেছেন!!
ঝেড়ে কাসুন দাদা।
১১| ১৩ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৯
মা.হাসান বলেছেন: ব্লগার রাজীব নূরের 'চাঁদগাজীর নিখোজ সংবাদ' বা এরকম শিরোনামের পোস্টে ব্লগার ওমেরার মন্তব্য থেকে অনুমান করা যায় চাঁদগাজী সাহেব ভালো আছেন, সম্ভবত কোন কারণে ব্যস্ত থাকায় কিছুদিনের জন্য ব্লগ থেকে বাইরে আছেন।
আমি জনাব চাঁদগাজীকে অনুরোধ করেছিলাম ওনার একটা ভ্রমন কাহিনী লিখে আমাকে মেইল করতে । অপেক্ষায় আছি যদি উনি মেইল করেন। এমন সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না উনি আমার অনুরোধ রক্ষা করতে ভ্রমনে আছেন।
সাম্প্রতিক সময়ে উনি একাধিক বার মডারেটরদ্বারা অন্যায় ভাবে নির্যাতিত (ব্যান) হয়েছিলেন। ব্লগের মডারেটর নিজেও ব্লগে জনাব চাঁদগাজীর চেয়ে বেশি সময় দেন না। এই ব্যানের প্রতিবাদ স্বরূপ উনি স্বেচ্ছা নির্বাসনেও যেতে পারেন।
তবে আমার আরেকটা অনুমান উনি চোখের চিকিৎসার জন্য ব্লগ থেকে দুরে আছেন।
আমার জানা মতে উনি এখন ব্যানের মধ্যে নেই।
আশা করি উনি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসবেন, ব্লগের আবর্জনা দূর করার কাজে ব্রতী হবেন।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গার্বেজ দূর করার ব্রত নিয়ে মােঠে নেমেছেন গাজীসাব
তাইহো হলেন ব্যান
নিজের খেয়ে বনের মোষ
তিনি তাড়ান ক্যান !!
১২| ১৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ২:২৬
রাজীব নুর বলেছেন: আশা করি চাঁদ গাজী দুই একদিনের মধ্যে ফিরে আসবেন।
১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ৮:৫৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হিমালয় পাহাড়ে নাকি
নাগাদের দেশে।
আসবেন ফিরে দিগম্বর
নাজি জটা সাধুর বেশে?
©somewhere in net ltd.
১| ১১ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:৩৩
হাবিব বলেছেন:
চাঁদগাজী স্মরণে দারুণ এ বন্দনা
ছন্দের তালে ডাক একেবারে মন্দ না!
যার সাথে আড়িভাব দিন কাটে দ্বন্দ্বে
তবু তাকে পেতে চাও জীবনের ছন্দে???