নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আসবে ফিরে গাজী (ছড়া)

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৯


আসবে ফিরে গাঁজী (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

রাজীব ভাই আইছে ফিরে
নিয়ে নতুন খবর।
গাজীসাব আইবে ত্বরা
চমক আছে জবর!!

রাজীব ভাইয়া খুঁজতে তাকে
ছাড়েন নিজের দেশ।
খঁজেন তাকে হন্যে হেয়ে
পাল্টে ফেলেন বেশ।

বন জঙ্গল আর পাহাড় নদী
খোঁজেন অহর্নিশি,
অবশেষে পেলেন তাকে
সাথে কে এক ভিনদেশী।

জিজ্ঞাসিলে দেয়না জবাব
ইতি উতি চায়।
চুপটি কেন, কি এর মানে
বলতে নাহি চায়।

ছিলেন তিনি পাহাড়ে
নাকি নাগাদের দেশে।
আসবেন ফিরে দিগম্বরে
নাকি জটা সাধুর বেশে?

রহস্যের জট খোলেনা
রাজীব ভাই মিচকি মিচকি হাসে,
বলে সবুর করেন দেখতে পাবেন
নতুন এক বেশে।

কি আর করা, অপেক্ষা ছাড়া
বিকল্প যে নাই,
পেঁচা কিংবা শাখামৃগ
দেখতে যেন পাই।

আসবে ফিরে গাঁজী,
ধরতে পারো বাজী,
দিন ক্ষণ জানিনাকো
দেখতে হবে পাজি।


রচনাকালঃ শুক্রবার ১৫ নভেম্বর ২০১৯ ইং
উৎসর্গঃ রাজীব নূর ভাইকে
তিনি শুসংবাদ দিয়েছেন ২/১ দিনের
মধ্যে তিনি ফিরবেন।



মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:০৯

রাজীব নুর বলেছেন: একজন আমাকে বললেন, সামুর চাদ্গাজী হচ্ছেন সাদেক হোসেন খোকা।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শোনা কথায় কান দিতে নেই।

২| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৩৭

জগতারন বলেছেন:
জিজ্ঞাসিলে দেয়না জবাব
ইতি উতি চায়।
চুপটি কেন, কি এর মানে
বলতে নাহি চায়।


ছড়া যব্বর হইয়াছে।
ব্লগার নূর মোহাম্মদ নূরু-এর অভিন্দন !

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ দাদা,
প্রীত হলাম রাত জেগে
আমার ছড়া পড়ার জন্য।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুভ সংবাদ ছড়া ছড়ায় বেশ হইছে। গাজী সাহেব আসুন আবার সেই আগের মতো।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আগের মতো হবে কি সব?
কান্ পেতে শুনুন কলরব।
আড়াইশ টাকা পেঁয়াজ বিকায়
টু-শব্দ নাই সবাই নীরব।


৪| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: চাঁদগাজী একজন ডেডিকেটেড মুক্তিযোদ্ধা ব্লগার, কিন্তু তার মন্তব্যে তিনি বিতর্কিত চরিত্র।

১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই সবার মতো নয়
কেউ কেউ বিতর্কিত।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৮

জগতারন বলেছেন:
আপনাকে ধন্যবাদ দাদা,
প্রীত হলাম রাত জেগে
আমার ছড়া পড়ার জন্য।


বর্তমানে আমি যেখানে আছি;
এখন সময়ঃ সকাল ১০ ঘটিকা, শুক্রবার নভেম্বর, ১৫/ ২০১৯।

ত্বরিত আমার মন্তব্যের উত্তর দেয়ার জন্য সুভেচ্ছা জানাই আপনার প্রতি।

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে আবারো ধন্যবাদ
আপনার প্রবাস জীবনের
ধারণা দেবার জন্য।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১:২০

নার্গিস জামান বলেছেন: সুন্দর ছড়া।:)

১৬ ই নভেম্বর, ২০১৯ সকাল ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ নার্গিস আপু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.