নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

ভেঙে গেল এলডিপিঃ কর্নেল অলি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না

১৮ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৭


(আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম। ফাইল ছবি)
কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) অবশেষে ভেঙে গেল। আজ ১৮ নভেম্বর'১৯ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে দলটির নতুন অংশের কমিটি গঠন করা হয়েছে। গত ৯ নভেম্বর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদকে সভাপতি এবং ড. রেদোয়ান আহমেদকে মহাসচিব করে এলডিপির নতুন কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এই কমিটি থেকে বাদ পড়েন দলটির সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারপর থেকেই মূলত দলটির মধ্যে ভাঙনের সুর ওঠে। আজ তা চূড়ান্ত রূপ পেল। সোমবার প্রেস ক্লাবে এলডিপির পদবঞ্চিত নেতারা সংবাদ সম্মেলন করে অলি আহমেদ এবং রেদোয়ান আহমেদ কমিটির বিপরীতে পাল্টা সাত সদস্যের একটি সমন্বয় কমিটি ঘোষণা করেন। এলডিপির (একাংশ) সদ্য ঘোষিত সভাপতি আবদুল করিম আব্বাসী বলেন কর্নেল অলি আহমদের সঙ্গে কোনো দেশপ্রেমিক মানুষ রাজনীতি করতে পারেন না বলে মন্তব্য করেছেন । তিনি বলেছেন, কর্নেল অলি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না। সব কিছুতেই তিনি নিজের স্বার্থ দেখেন। নিজের রাজনৈতিক জীবন নিয়ে করিম আব্বাসী বলেন, বিশ্ববিদ্যালয় পর্যন্ত ছাত্রলীগ করেছি। রাজনীতি করতে গিয়ে অনেক দুঃখকষ্ট সহ্য করেছি। মুক্তিযুদ্ধ করেছি। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়াউর রহমানের হাত ধরে বিএনপিতে যোগদান করি। আমি ২৪ বছর নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ছিলাম। জাতীয় স/সংসদে পাঁচবার নির্বাচন করেছি, তিনবার হুইপ ছিলাম। আমার এলাকার মানুষ, এই দেশ আমাকে অনেক দিয়েছে। ৩০ ডিসেম্বরের নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হতো তাহলে ফলাফল কী দাঁড়াতো তা আমরা সবাই জানি। কেউ সত্যি কথা বলতে চায় না, কবি-সাহিত্যিক-সাংবাদিকদের কলম স্তব্ধ হয়ে গেছে। তারপরও বলব, জাতির প্রয়োজনে সবার এগিয়ে আসা উচিত।

দলের ভাঙ্গনের বিষয়ে জানতে চাইলে এলডিপি প্রধান কর্নেল (অব.) অলি আহমেদ বলেন, বাংলাদেশে কয়েকশ রাজনৈতিক দল রয়েছে। তার মধ্যে আরেকটা হবে। প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার রয়েছে সংঘটিত হওয়ার। ‘তবে শাহাদত হোসেন সেলিম বিএনপির প্রতি দুর্বল। তিনি আগের দলের যোগ দেবেন বলে এর আগে জানিয়েছেন। এমনকি তার নিজ এলাকায় এলডিপির কমিটি নেই,’ বললেন এই প্রবীণ রাজনীতিবিদ। সেলিম এলডিপি নামেই সংঘটিতে হচ্ছেন বলে জানতে চাইলে কর্নেল (অব.) অলি বলেন, এলডিপি একটি নিবন্ধিত রাজনৈতিক দল। আর নিবন্ধনে আমিই হচ্ছি দরখাস্তকারী। অন্য কেউ এই নাম নেয়ার প্রশ্নই আসে না। এছাড়া যারা তার সঙ্গে যাচ্ছেন, তাদের অনেকেই আমার দলের সাধারণ সদস্যও না বলে দাবি করেন তিনি। রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন রয়েছেএলডিপির নতুন অংশের বেশ কয়েক নেতা খুব শিগগিরই বিএনপিতে যোগ দেবেন।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এই পাগলগুলো যদি ব্লগ পড়ে থাকে তাহলে আমার অনুরোধ এসব ছোট দল না করে হয় আওয়ামী লীগ, না হয় বিএনপিতে যোগ দিন। যত্তসব...

২| ১৮ ই নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

মা.হাসান বলেছেন: কর্নেল অলি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না

নূরু ভাই, এ মুহূর্তে নিঃস্বার্থ জননেতা বলতে তো আমাদের মাদার অফ হিউম্যানিটি ছাড়া কাউকে দেখি না।

৩| ১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৫৪

রাজীব নুর বলেছেন: এই ভেঙ্গে যাওয়াতে কারো কোনো সমস্যা হয়নি।
সমস্যা হয়েছে পেঁয়াজের দাম বৃদ্ধিতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.