নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
জ্যোতিষ শাস্ত্র বিজ্ঞানীদের মতে জন্মতারিখ মানুষের ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে। রাশিতত্ত্বের নিউমারলজি বা সংখ্যাতত্ব অনুযায়ী, আপনার ব্যক্তিত্বের ওপর জন্মদিনের রয়েছে অনেক বড় প্রভাব। জ্যোতিষীরা বলেন মানুষের আচার আচরণ এবং চারিত্রিক বৈশিষ্ট্যের ওপরে জন্মতারিখের এক ধরণের প্রভাব রয়েছে। অনেকেই এই ধরণের কথা বিশ্বাস করেন না। কিন্তু একই জন্মগত তারিখের মানুষদের মধ্যে আসলে চারিত্রিক বৈশিষ্ট্যের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। আমরা সবাই জানি সব মানুষ একই ধরনের হয় না। একেকজন মানুষের ব্যক্তিত্ব এবং সত্ত্বা আলাদা হয়। কিন্তু প্রশ্ন হল কে কোন ধরনের মানুষ হবেন তা কি আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে? বিভিন্ন জনের বিভিন্ন ধরণের এই আচার আচরণ জিনগত বৈশিষ্ট্য থেকে আসে। আমরা সবাই নিজের নিজের জন্মদিন জানি। জন্মদিন ব্যবহার করে আপনার ব্যক্তিত্ব নির্ণয় করার রয়েছে একটি চমৎকার উপায়। এ প্রক্রিয়ায় আপনি নিজের জন্মদিন থেকে বের করে নিতে পারবেন একটি বিশেষ সংখ্যা যা বলে দেবে আপনার ব্যক্তিত্বের বিচিত্র সব তথ্য। কি করে বের করবেন আপনার এই সংখ্যাটি। পদ্ধতিটি বেশ সহজঃ জন্মদিন ১ তারিখ হলে আপনার এই সংখ্যাও ১। ধরে নেওয়া যাক আপনার জন্মদিন হলো ২৬ তারিখে। তাহলে (২+৬)= ৮ হবে আপনার সংখ্যা। জন্মদিন যদি হয় ১০ তারিখে, তবে সংখ্যা হবে (১+০)=১। একই কথা ২০ এবং ৩০ তারিখের ক্ষেত্রেও প্রযোজ্য। এখন যদি জন্মদিন হয় ২৯ তারিখে তবে সংখ্যা কত হবে? (২+৯)= ১১ হবে। কিন্তু এই ১১ কে আবারও যোগ করতে হবে যতক্ষণ না একটা সংখ্যা আসে অর্থাৎ (১+১)=২ হবে তার সংখ্যা। এখানে আরেকটা কথা আছে। যার জন্মদিন ১১ বা ২২, তার সংখ্যাও ১১ বা ২২, একে আর যোগ করতে হবে না। যেমনঃ আপনার জন্মের তারিখ যদি ১, ১০, ১৯, ২৮ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ১, আপনার জন্মের তারিখ যদি ২, ১১, ২০, ২৯ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ২, আপনার জন্মের তারিখ যদি ৩, ১২, ২১, ৩০ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৩, আপনার জন্মের তারিখ যদি ৪, ১৩, ২২, ৩১ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৪, আপনার জন্মের তারিখ যদি ৫, ১৪, ২৩ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৫, আপনার জন্মের তারিখ যদি ৬, ১৫, ২৪ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৬, আপনার জন্মের তারিখ যদি ৭, ১৬, ২৫ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৭, আপনার জন্মের তারিখ যদি ৮, ১৭, ২৬ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৮, আপনার জন্মের তারিখ যদি ৯, ১৮, ২৭ হয় তাহলে আপনার জন্ম সংখ্যা ৯ ৷ এবার দেখে নেওয়া যাক আপনার জন্মের তারিখের সাথে আপনার চারিত্রিক মিল খুঁজে পাওয়া যায় কিনা।
আপনার জন্ম সংখ্যা ১ হলেঃ
আপনি অনেক উচ্চাভিলাষী এবং ভীষণ জেদি মানুষ। নিজেকে প্রতিনিয়ত উন্নতির শিখরে নিয়ে যাবার জন্য আপনি অনেক কঠোর পরিশ্রম করেন। বর্তমানে যদি বেশি সফলতা নাও পান তবে আপনার হাতে সফলতা নিশ্চিত ভাবেই আসবে। আপনি মোটেও স্বার্থপর নন। কিন্তু মানুষ আপনাকে গম্ভীর ভেবে আপনার সাথে কম মেলামেশা করেন এবং আপনাকে স্বার্থপর ভেবে থাকেন। আপনি কাউকে ভালোবাসলে খুব বেশি ভালোবেসে ফেলেন। এমনকি যদি কেউ কোনও ভুল কাজ করেন তাহলে তাকে মাফ করে ভালবাসতেও আপনি পারেন। আপনাকে বোঝার মতো কম মানুষই রয়েছে এই পৃথিবীতে।
আপনার জন্ম সংখ্যা ২ হলেঃ
আপনি অত্যন্ত সৎ ব্যক্তি। মাঝে মাঝে আপনি সততার জন্য অনেক বিপদেও পরে থাকেন তারপরও আপনি সৎ থাকার পথটাই বেছে নেন। আপনি নিজের দায়িত্বজ্ঞান সম্পর্কে অনেক বেশি সচেতন এবং বেশ বিশ্বসী। মানুষ খুব সহজেই আপনাকে বিশ্বাস করে। এবং আপনি সেই বিশ্বাসের মর্যাদা রাখেন। আপনি একই সাথে বেশ রসিক একজন মানুষ এবং আপনার চিন্তাধারা আর দশজনের তুলনায় খুবই আধুনিক।
আপনার জন্ম সংখ্যা ৩ হলেঃ
আপনি খুবই আত্মকেন্দ্রিক একজন মানুষ। নিজের নতুন নতুন চিন্তা ও তত্ত্ব আপনার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনি নিজের এইসব চিন্তাভাবনা নিয়ে অনেকটা সময় পার করে দেন। তবে সবথেকে ভালো কথা হচ্ছে চিন্তা ভাবনা করে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়ে থাকেন। এইক্ষেত্রে আপনাকে অনেক স্মার্ট চিন্তাশীল মানুষ বলা চলে। তবে আপনার সিদ্ধান্তটি অনেক মানুষের কাছে গ্রহন যোগ্য নাও হতে পারে। এমনটা হলেও আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকেন।
আপনার জন্ম সংখ্যা ৪ হলেঃ
আপনি একজন দর্শন তত্ত্বে বিশ্বাসী এবং বেশ আবেগ প্রবন। আপনার চিন্তাভাবনা আপনার বন্ধু বান্ধব এবং অন্য সবার থেকে সম্পূর্ণ আলাদা। কিছু ঘটনা ঘটার আগে থেকেই আঁচ করে ফেলার ক্ষমতা আপনার আছে। মানুষ বেশিরভাগ সময় আপনাকে ভুল বুঝে দূরে চলে যায়। আপনি কোন ধরণের মানুষ তা মানুষজন একেবারেই বুঝতে পারে না। এমনকি পরিবারের অতি আপনজনও আপনাকে আপনার প্রাপ্য সম্মান দিতে পারেন না।
আপনার জন্ম সংখ্যা ৫ হলেঃ
আপনি বেশ ‘ডমিনেটিং’ স্বভাবের একজন মানুষ। আপনার আত্মনির্ভরশীলতা এবং স্বাধীনতা অনেক বেশি পছন্দ করেন। আপনি নেতৃত্ব দিতে পছন্দ করেন। অনেক ক্ষেত্রেই আপনি ভাবেন ‘সব কিছু আমার মতো করে হতে হবে’। আপনি নিজে অনেক বেশি স্বাবলম্বী। আপনি আপনার নিজের ও পছন্দের মানুষের জন্য অনেক বেশি কষ্ট করতে পারেন। তবে যদি তারা আপনার কথা মতো চলেন।
আপনার জন্ম সংখ্যা ৬ হলেঃ
আপনি অনেক বেশি হাসিখুশি এবং ভীষণ সেনসিটিভ। মানুষ আপনাকে অনেক বেশি পছন্দ করে থাকেন। আপনি প্রায় সকলের কাছেই বেশ জনপ্রিয় একজন ব্যক্তি। আপনার আন্তরিকতা ও আচার আচরণের কারনে সবাই আপনাকে পছন্দ করে। তবে একই সাথে আপনার সেনসিটিভ স্বভাবের কারণে মানুষজন কিছুটা দূরে দূরে থাকেন। আপনি নিজেকে প্রতিনিয়ত আরও বেশি চিন্তা ভাবনায় উন্নত করতে চান। আপনি ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে চান। আপনি মানুষকে ভালোবাসেন।
আপনার জন্ম সংখ্যা ৭ হলেঃ
আপনি একজন হাসিখুশি ও উদ্বেগহীন মানুষ। আপনি একই সাথে সমঝোতায় বিশ্বাসী একজন মানুষ। আপনি একজনের ভালো করলে সেও আপনার ভালো করবে এই ধরণের চিন্তা করেন আপনি। আপনি খুব ভালো একজন শ্রোতা। আপনি আপনার সব আপনজনের কাছে জনপ্রিয় এই কারণে যে আপনি সবার হাসিমুখ দেখতে পছন্দ করেন। অনেক বেশি সমস্যা ও দুশ্চিন্তাও আপনি ঝেড়ে ফেলে তা সমাধানের চেষ্টা করতে পারেন। আপনাকে কোন ধরনের চিন্তা ও উদ্বেগ স্পর্শ করতে পারে না। সব কিছু ঠাণ্ডা মাথায় চিন্তা করার অসাধারণ ক্ষমতা রয়েছে আপনার।
আপনার জন্ম সংখ্যা ৮ হলেঃ
আপনি ভীষণ এনার্জেটিক৷ আপনি ভ্রমণ করতে পছন্দ করেন। ‘জীবন একটিই, যতোটা মজা করে নেওয়া সম্ভব ততটাই করা উচিৎ’ এই ধরণের চিন্তা করেন আপনি। আপনার মধ্যে কোনো মেকি ভাব নেই। আপনি যেমন ঠিক তেমনই সবার সামনে নিজেকে উপস্থাপন করেন এবং করতে পছন্দ করেন। মানুষজন বেশীরভাগ সময় আপনার সোজাসাপ্টা কথা বলার ধরন অপছন্দ করে থাকে। কিন্তু আপনি নিজের চিন্তাটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন।
আপনার জন্ম সংখ্যা ৯ হলেঃ
আপনি খুব ভাগ্যকে বিশ্বাস করেন। আপনি জীবনকে সৃষ্টিকর্তার উপহার হিসেবে দেখেন। কারন আপনি অনেক আশাবাদী একজন মানুষ। আপনি জীবনে যা চেয়েছেন তার বেশিরভাগি পেয়েছেন এবং পাবেন বলেও আশা আছে আপনার। যে কারণে আপনি নিজের ভাগ্যের ওপর ভরসা করে চলতেই বেশি পছন্দ করেন এবং আপনি আপনার পাওয়া নিয়ে খুব গর্বিত। আপনি আপনার আপনজন এর জন্য অনেক কিছুই করে থাকেন। আপনার পথ অনেকেই অনুসরণ করেন।
যদি এই পরিসংখ্যান আপনার সাথে মিলে যায় তা হলে জানাতে ভুলবেননা। ভালো থাকুন সবাই
নূর মোহাম্ম নুরু
গণমাধ্যমকর্মী
[email protected]
২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:০২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেটাই ভালো।
বল বল বাহু বল।
পরের বলে রসাতল!!
২| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:২২
রুমী ইয়াসমীন বলেছেন: ভাইয়া আপনার লিখাটা পড়ে অনেক সুন্দর করে রাশিফলের সংখ্যাতত্বটা নির্নয় করা বুঝেছি তাই আপনাকে আমার অশেষ ও বিশেষ প্রকারের ধন্যবাদ জানাচ্ছি!
আর জন্মতারিখ দিয়ে সংখ্যাতত্ব অনুযায়ী মনে হচ্ছে আমার সাথে পুরোপুরি মিলে গেছে!
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটাই জ্যোতিষ বিজ্ঞানের বিশেষত্ব।
কোন মানুষই তার নিজের সম্পর্কে
নেতিবাচক কথা শুনতে ভালোবাসেনা।
তাই জ্যোতিষরা ভালো ভালো কথা বলে
মানুষকে আবেগে আপ্লুত করে এতে তাদের
পসার বাড়ে। তাদের ফাঁদে পা দেয় বলেই
তাদের ব্যবসা হয় রমরমা। দেখবেন সবার
ভাগ্যরাশিই তার নিজের সাথে মিলে যায়।
৩| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫
রূপম রিজওয়ান বলেছেন: আমার ক্ষেত্রে কাকতালীয়ভাবে কিভাবে যেন বেশিরভাগই মিলে গেল। যদিও এগুলো সিউডোসাইন্স। যাহোক,বেশ মজা পেলাম।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বর্তমান সমেযে কাউকে মজা দেওয়া
বিরাট শক্ত কাজ। মজা দিতে পেরে
আমি ধন্য।
৪| ২১ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: আমার জন্মদিন ১৫ অক্টোবর
৬ এর সাথে তো পুরাই মিলে গেছে
হা হা হা
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্যোতিষ শাস্ত্র কাউকে
আঘাত দেয়না। সবার
মন রক্ষা করে চলে।
৫| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৮:১৯
জুনায়েদ বি রাহমান বলেছেন: ২। সবিই তো পজেটিভ। তয়,ভাই মুই কিন্তু রসিকতা জানিনা।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পজেটিভই হলো জ্যোতিষ শাস্ত্রের মূল মন্ত্র।
জ্যোতিষরা কাউকে নিরাশ করেনা। আশায়
বুক বাধায় তারা।
৬| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৭
চাঁদগাজী বলেছেন:
আজকের দিনটা ভালো যাচ্ছে, কোন কবি, লেখক মরেননি এখ অধধি।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চোখটা একেবারে গেছে
তাল কানা যাকে বলে!!
কানা ভাই আমার আজকের
এর আগের পোস্ট টা দেখেন,
যদি চশমার পাওয়ার বদলাতে হয়
দেরী করবেন না।
৭| ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:১৫
হাবিব ইমরান বলেছেন:
প্রিয়,
আমার সিরিয়াল ১ -এ পড়েছে।
পড়ার সময় আবেগে একেবারে গদগদ অবস্থা।
অবিশ্বাস্য ব্যাপার। একজন গুণী মানুষ হিসেবে নিজেকে নিয়ে খুব গর্ব হচ্ছে।
বিঃদ্রঃ এসবে আমার বিশ্বাস নেই।
২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৩
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমারও বিশ্বাস নাই
তবে কে নিজের সম্পর্কে
খারাপ কিছু শুনতে চায়?
৮| ২২ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:১৫
মুজাহিদুর রহমান বলেছেন: ২১ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:৩৮
১
লেখক বলেছেন:
এটাই জ্যোতিষ বিজ্ঞানের বিশেষত্ব।
কোন মানুষই তার নিজের সম্পর্কে
নেতিবাচক কথা শুনতে ভালোবাসেনা।
তাই জ্যোতিষরা ভালো ভালো কথা বলে
মানুষকে আবেগে আপ্লুত করে এতে তাদের
পসার বাড়ে। তাদের ফাঁদে পা দেয় বলেই
তাদের ব্যবসা হয় রমরমা। দেখবেন সবার
ভাগ্যরাশিই তার নিজের সাথে মিলে যায়
এটাই হল আসল কথা।
২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১০:০০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হ্যাঁ আমিও তাই বলি।
৯| ২৩ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০৫
জুল ভার্ন বলেছেন: অনেক তথ্যবহুল লেখা।
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: এই সব আমি বিশ্বাস করি না।
যা করার আমার নিজেকেই করতে হবে।