নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণের বৃষ্টি মুখর প্রভাতের বিক্ষিপ্ত ভাবনা

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫২


শ্রাবণের বৃষ্টি মুখর প্রভাতের বিক্ষিপ্ত ভাবনা
নুর মোহা্ম্মদ নূরু

শ্রাবণের বর্ষন মূখর সকাল পথ ঘাট ডুবে একাকার,
কর্ম ব্যস্ত নগরী থমকে গেছে, প্রভাতেও রাতের আধার।
রিকসার টুংটাং শব্দ থেমগেছে, কোলাহল নাই নিত্য দিনের মতো,
তবুও কিছু মানুষ ঘর ছাড়ে, জীবিকার সন্ধানে প্রকৃতি বিরুপ হোক যতো।

যগতের প্রাণিকুল ক্ষুন্নিবৃত্তি নিবারণে মানেনা কোন আইন,
অসহায় জঠরের কাছে পরাজিত হয়, মানেনা কোন শাসন।
তাই আইন ভাঙ্গে, প্রকৃতির সাথে লড়াই করে নিবৃত করে ক্ষুধা,
তাই করোনাকালীন বিরূপ প্রকৃতিও হতে পারেনাই কোন বাধা।

গৃহে তার রয়েছে কেহ ক্ষুধায় কাতর, কিংবা পিড়িত আপন জন,
অথবা অপেক্ষায় পথ চেয়ে তার কোন প্রিয়তম প্রিয়জন।
প্রকৃতি তবে রূধিবে কেমনে, যতই বিরূপ হোক তার আচরণ,
সে দূরন্ত, নির্ভিক তার কাছে পরাজিত সব বাধা অথবা আইন।

দূর্যোগ ঠিকই কেটে যাবে, সূর্য্য হাসবে আবার,
হাসি আনন্দে উবে যাবে সব, লাঘব হবে ব্যাথার।
করোনার মহামারী কিংবা লঞ্চডুবির আহাজারী,
কয়েকদিন শুধু কাঁদাবে মোদের, থাকবেনা চিরদিন।

আজকের এই বর্ষা প্রাতে ভিজে যত মানবতা,
সকল শিশুর অভায়রণ্য পাশে আছে পিতা মাতা।
সৃষ্টিকর্তা সহায় মোদের, দূর্য়োগ অবসান হবে,
তাঁর দয়া ও করুনা আমাদের পাথেয় হয়ে রবে।


নূর মোহাম্মদ নূরু
ঢাকা-মঙ্গলবার ২১ জুলাই ২০২০ ইং

উৎসর্গঃ সবার প্রিয় ব্লগার রাজীব নূর খাঁন।
তার আজ একটি বৃষ্টির দিন এর রচিত কবিতার ভাবধারার অনুৃপ্রেরণায়

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৩:৫৭

বিএম বরকতউল্লাহ বলেছেন: নুরু ভাইয়ের কবিতা পড়ে বর্ষার আনন্দ বেড়ে গেল।
খিচুড়ি শুভেচ্ছা নিন।

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ দাদা মন্তব্যের জন্য
তবে এই মহামারীর সমযে বৃষ্টি
যাদের সহায় সম্বল অনিশ্চয়তায়
তাদের কথা বিস্মৃত হওয়া যাবেনা।

২| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৭

নেওয়াজ আলি বলেছেন: শ্রাবনের মেঘগুলি জড়ো হলো আকাশে — গান শুনুন

২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মহামারীর এই দুঃসময়ে কাঁদছে মানবতা
তাই গানকেও মনে হয় বিষাদের করুন সুর!

৩| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: প্রথম লাইনের প্রথম শব্দটা এডিট করে ঠিক করে নিন। শ্রাবন হবে।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য্ ধন্যবাদ খানসাব
কবিতাটি পড়ার জন্য।

৪| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৭

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ নিঃশব্দ অভিযাত্রী
কবিতা পাঠঅন্তে চমৎকার মন্তব্য করার জন্য।

৫| ২১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: বৃষ্টিতে আসলে কিছুই থেমে থাকে না। ভিজে ভিজে সবই চলছে।

সুন্দর কবিতা হয়েছে। একদম সহজ সরল।
কবিতা আমাকে নিবেদন করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।
আজকাল মানুষ আত্মকেন্দ্রিক হয়ে গেছে। কেউ কাউকে নিয়ে ভাবে না।

আমাকে কবিতা উতসর্গ করে আপনি বড় হৃদয় এর পরিচয় দিলেন।

২১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সঠিক বলেছেন, কোন কিছুই থেমে নাই
তবে থেমে গেছে আয় রোজগার আর বেড়ে
গেছে হতাশা!!
মানুষ আর অন্য মানুষকে নিয়ে ভাবার অবকাশ
পাচ্ছেনা। যা হোক এসময় থাকবেনা আবার
মানবিকতাও আতিথিয়তায় ভরে উঠবে সবার মন।

আপনি খুশী হযেছেন্ সে জন্য আমি কৃতজ্ঞ!

৬| ২১ শে জুলাই, ২০২০ রাত ৯:২১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর উৎসর্গ। আজকে কবিতা পড়ার দিন ।

২১ শে জুলাই, ২০২০ রাত ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ কবি আনোয়ার ভাই
আমি কবি নই আগেও বলেছি তবে মাঝে
মাঝে দুঃসাহস দেখাই। আধুনিক কবিতা
আমার মাথায় ঢুকেনা। তাই চেষ্টাও করিনা।

৭| ২১ শে জুলাই, ২০২০ রাত ১১:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সুন্দর বর্ননা।এমন বর্ষার বৃষ্টি কয়েক বছর দেনিনা।এখানে পানির বদলে তুষার পড়ে, তাপমাত্রা থাকে মাইনাস।তখন মনে হয় কেন আসলাম এখানে।

২২ শে জুলাই, ২০২০ রাত ১২:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালো আছেন, শান্তিতে আছেন।
দোয়া করি নিরাপদে থাকুন।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.