নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বিব্রতকর মুখের দুর্গন্ধঃ প্রতিকারের উপায়

১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৪:৪৩


কথা বলার সময় অনেকের মুখ থেকে বেশ দুর্গন্ধ বের হয়ে আসে। আপাত দৃষ্টিতে মুখটা হয়তো পরিস্কার, দাঁতগুলো ঝকঝকে। তারপরও গন্ধটা বের হয় মুখ থেকে। শতকরা ৮৫ থেকে ৯০ ভাগ ক্ষেত্রে এই দুর্গন্ধটা সুস্থ স্বাভাবিক মুখ থেকেই উৎপন্ন হয়। কোন কোন অসুখেও মুখ থেকে গন্ধ ছড়াতে পারে। দাঁত ও মাড়ির ইনফেকশন, সাইনোসাইটিস, টনসিলাইটিস, শ্বাসনালির ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন, লিভারের অসুখ, ডায়াবেটিস জটিলতা, যে কোন জ্বর এসবে মুখে দুর্গন্ধ হতে পারে।

আমাদের মুখে স্বাভাবিকভাবে বসবাস করে হাজারো ব্যাকাটেরিয়া। এ জীবানুগুলোর বেশিরভাগ থাকে খসখসে জিহবার পেছনের অংশে উপরিভাগে ,থাকে দাঁত ও মাড়ির ফাঁকেফাঁকে। আমরা যে খাবার খায় সেগুলো দাঁতের ফাকে লেগে থাকে। জীবাণু গুলি এসব খাবার খেয়ে বেচে থাকে। আমাদের মুখের ভেতরের খাদ্যকণা ভেঙ্গে দুর্গন্ধময় গ্যাস উৎপন্ন হয়। এই গ্যাসই কথা বলার সময় বেরিয়ে আসে। দুর্গন্ধটা হতে পারে সাময়িক । কিছুক্ষণ থাকে, কিছু খাওয়ার পর বা পান করার পর বা মুখ ধোয়ার পর গন্ধটা চলে যায়। রসুন, পেয়াজ, মুলা ইত্যাদি খাওয়ার পর কিংবা ধুমপান করার পর মুখে সাময়িক গন্ধ লেগে থাকতে পারে। কিন্তু প্রায় ২৫ শতাংশ ক্ষেত্রে মুখের দুর্গন্ধটা হয় স্থায়ী। সাধারণত ঘুমের পর এটা বেশি হয় কারণ এ সময় মুখ বন্ধ থাকে। দুর্গন্ধটা অনেকসময় ভীষণ বিরক্তিকর হয়ে দাড়ায়। বিরক্তি লাগে নিজের কাছেও। বন্ধু-বান্ধবী বা সহকর্মীর সামনে কথা বলতে ইতস্তত বোধ হয়। কথা হয় নিচু স্বরে। কথা বলতে গিয়ে যদি মুখের দুর্গন্ধটা বের হয়ে যায় ! লজ্জাকর ব্যাপার । মুখের দুর্গন্ধ দুর করা তখনই জরুরি হয়ে পড়ে।

মুখের দুর্গন্ধ দুর করতে নিচের পদক্ষেপগুলো গ্রহণ করা যেতে পারেঃ
১। নিয়মিত মুখের পরিচর্যা করা খুবই গুরুত্ব পুর্ণ । মুখের ভেতরে খাবারের ক্ষুদ্র কণা যেন লেগে থাকতে না পারে, সেজন্য প্রতিবার খাবারের পর অবশ্যই দঁাত মেজে মুখ পরিস্কার করুন। জিহ্বাও পরিস্কার করুন। সেই সাথে মাউথওয়াশও উপকারী।
২। ঘন ঘন পানি বা অন্য কোন তরল পান করুন। এতে কিছু খাবারের কণা ধুয়ে যাবে। দুর্গন্ধ. সৃষ্টিকারী গ্যাসও ধুয়ে যাবে।
মুখের লালা খাদ্যকণা, জীবাণু ধুয়ে মুছে পরিস্কার করতে সাহায্য করে ।
৩। মুখে লালা তৈরি করতে লবংগ, চুয়িংগাম ইত্যাদি চিবোতে পারেন।
৪। বাইরে লোকসমাগমে যাওয়ার আগে কাঁচা পেয়াজ,রসুন ইত্যাদি খাবার পরিহার করুন।
৬। মপান, মদ্যপান পরিহার করুন
৬। নিয়মিত দন্ত চিকিৎসকের কাছে দাঁত ও মুখের check up করান।
৬। দাঁত ও মাড়ির ইনফেকশন, শাইনোসাইটিস, টনসিলাইটিস, শ্বাসনালির ইনফেকশন, ফুসফুসের ইনফেকশন, লিভারের অসুখ - এসবের কোনটির কারণে মুখের দুর্গন্ধ হয়ে থাকলে তার চিকিৎসা নিন।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

একাল-সেকাল বলেছেন:
জনস্বার্থ মুলক পোস্ট ভাল লেগেছে। সাধারনত পেট পরিস্কার, তো মুখ পরিস্কার।

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধনবাদ
কথা সত্য !!
সুতরাং সর্বদা পেট
পরিস্কার রাখতে স্বচেষ্ট হোন।

২| ১৪ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রয়োজনীয় পোষ্ট। ধন্যবাদ।

১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ বরকতউল্লাহ ভাই
কারো কাজে লাগলে খুশী হবো।

৩| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২০

রাজীব নুর বলেছেন: আমার মূখে দুর্গন্ধ হয় না। ২৪ ঘন্টায় দুইবার ব্রাশ করি।

১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এই কথাটা সুরভী ভাবীকে পুছ করতে হবে।
আপনি বললেতো হবে না !! =p~

৪| ১৪ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:২২

শাহ আজিজ বলেছেন: দাতের গোঁড়ায় পাথর সাফ করতে স্কেলিং করা উচিত ১বা ২ বছর অন্তর । রাতে ডেন্টাল ফ্লস ব্যাবহার করলে বেশি উপকার হয় । আর দাত ব্রাশ তো আছেই ।

১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আজিজ ভাই
আমি রাতে মাউথওয়াস ব্যবাহার করি
তাতে এক কাজে দুই উপকার পাওয়া যায়।

৫| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মুখে স্প্রে ব্যবহার করা কি ইসলাম সম্মত ।

১৪ ই অক্টোবর, ২০২০ রাত ৯:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ নুরুল ইসলাম ভাই
মুখ সুগন্ধিকর এই স্প্রের পরিবর্তে মিসওয়াক করাই যথেষ্ট।
তবে কেউ যদি এই স্প্রে ব্যবহার করে তাতে কোন অসুবিধা নেই।
সতর্কতার জন্য এই স্প্রে তৈরীর উপাদান গুলো জেনে নেওয়া ভালো।
মাউথওয়াসও ব্যব্হার করতে পারেন।

৬| ১৪ ই অক্টোবর, ২০২০ রাত ১০:০০

আকন বিডি বলেছেন: মুই কইছিলাম, আবিয়াইত্তা পোলা কেমনে মাইয়া বাছবে তা নিয়া পোস্টান, তা না খালি উল্টাপাল্টা পোস্ট।

১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছি !! করোনা কালে এই কতা কইতে নাই
মাইনষে হাসাহাসি করবো !! কিছুদিন আতপ
চালের ভাত খান আর রোজা রাখেন, পরে
দেখা যাইবোনে !! =p~

৭| ১৬ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪২

শাহ আজিজ বলেছেন: মাউথ ওয়াশ অ্যালকোহলযুক্ত এবং তা স্বাস্থ্যসন্মত না বলেই আমার ডেন্টিস্ট বলেছিলেন । ফ্লস কে তিনি নিরাপদ বলেন । ব্রাশ , মাউথওয়াশ দাতের ফাকে পৌছায় না । গেল কয়েক বছর আমার দাতে তেমন সমস্যা নেই ফ্লস ব্যাবহারের কারনে । আমি বাইরের অনুষ্ঠানে গেলে মাউথওয়াশ ব্যাবহার করি কিন্তু তা প্রতিদিন নয় ।

১৭ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


ধন্যবাদ আজিজ ভাই
আপনি বিজ্ঞ মানুষ
আপনার কাছ থেকে
আমাদের সবারই অনেক
কিছ জানার আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.