নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নাস্তিক নাপিত ও আস্তিক খদ্দেরঃ শিক্ষামূলক গল্প সিরিজের ৭ম গল্প

১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:২৮


গল্প পড়ে আমরা অনেক আনন্দ ও অনেক কিছু শিখতে পারি। তবে গল্পের মধ্যে যে গল্প গুলো থেকে আমরা নৈতিকতার বিষয়ে শিখে থাকি তাই শিক্ষনীয় গল্প। এ গল্প গুলির মাধ্যমে আমরা আমাদের নৈতিক চরিত্রকে সুন্দর করতে পারি। এসব গল্পের আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে - প্রতিটা গল্পেই শিক্ষনীয় কিছু মেসেজ থাকে। আর গল্পের আকারও বেশ ছোট, যাতে অল্প সময়েই বলে ফেলা যায়। সেই রকম কিছু শিক্ষণীয় গল্প নিয়ে সাজানো আমার শিক্ষামূলক গল্প সিরিজ। শিক্ষামূলক গল্পের আগের পর্বঃ
১। মা-বাবাকে ভালো বাসুনঃ শিক্ষনীয় গল্প-১
২। মিথ্যার কাছে পরাভূত সত্য (শিক্ষণীয় গল্প-২)
৩। পর্দার উপকারিতাঃ শিক্ষামূলক গল্প-৩
৪। ধার্মিক মাছঃ শিক্ষামূলক গল্প সিরিজের ৪র্থ গল্প
৫। এক ধার্মিক স্বর্ণকারঃ শিক্ষামূলক গল্প -৫ঃ
৬। রুপকথার রাজা এবং মূর্খ বাঁদরের বাঁদরামীঃ নীতি কথার গল্প-৬
আজ এই সিরিজের ৭ম গল্পঃ নাস্তিক নাপিত ও আস্তিক খদ্দেরঃ

সৃষ্টিকর্তায় বিশ্বাসী এক লোক চুল কাটতে গেলো পাড়ার এক সেলুনে। চুল কাটার সময় সাধারনত যেমনটি হয়! তেমনি নরসুন্দরের সাথে লোকটির গল্প জমে গেলো। এ গল্প থেকে সে গল্প, এমন করে স্রষ্টা আছেন কি নাই এমন আলোচনায় চলে গেলো তারা।
গল্পের এক পর্যায়ে নরসুন্দর বলে উঠলো, "আমি স্রষ্টা আছেন তা বিশ্বাস করিনা। আমার বিশ্বাস স্রষ্টা বলে কেউ নেই"।
লোকটি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করলো, "তুমি এমনটি বললে কেন?"

নরসুন্দর লোকটি বললো, "তুমি অন্ধ নাকি? শুধু এখান থেকে রাস্তায় গিয়ে দেখো, দেখবে স্রষ্টা বলে কেউ নেই। যদি এমন কেউ থাকতোই তবে এতো মানুষ অনাহারে কষ্ট পেতো না। আমাকে বল, স্রষ্টা বলে যদি আসলেই কেউ থাকতো তবে কি এতো মানুষ অসুখে কষ্ট পেতো? এমনকি দুধের শিশুও বাদ যায় না। যদি স্রষ্টা বলে আসলেই কেউ থাকতো, তবে কেউ কষ্টে থাকতো না। কষ্ট পেতো না। আমি বুঝি না, যদি স্রষ্টা বলে কেউ থাকতোই তবে নিজের সৃষ্টিকে এমন কষ্ট কেউ দিতে পারে কি করে?"

চুল কাটাতে আসা লোকটি একটু ভাবলো এবং চুপ করে থাকলো। সে কোন যুক্তি তর্কে যেতে চাইলো না। চুল কাটা শেষ হলে লোকটি দোকানের বাহিরে আসলো।

বাহিরে আসার পর উস্কোখুস্কো লম্বা জট পাকানো ময়লা চুল ও দাড়ির এক লোককে দেখতে পেলো রাস্তায় দাড়িয়ে।
দোকানে ফিরে লোকটি নরসুন্দরকে বললো, "তুমি জানো কি এ এলাকায় কোন নাপিত নেই"।

নরসুন্দর অবাক হয়ে বললো, "কি সব বাজে বকছো? এ এলাকায় নরসুন্দর থাকবে না কেন? এই মাত্রই তো আমি তোমার চুল কেটে দিয়েছি"।

এবার লোকটি বাহিরের লম্বা জট পাকানো লোকটিকে দেখিয়ে বললো, "তাহলে নরসুন্দর থাকার পরও কিভাবে এমন নোংরা লম্বা জট পাকানো চুল নিয়ে এ এলাকায় কেউ থাকে?"
নরসুন্দর লোকটি জবাব দিলো, "তাকে তো আমার কাছে আসতে হবে চুল কাটতে, নাকি?"

"হুম । তাতে অবশ্যই। "- লোকটি জবাব দিলো।
"এটাই আসল পয়েন্ট। স্রষ্টাও আছেন, কিন্তু তাঁর কি দোষ! মানুষ যদি তার কাছে না যায়? যদি তাঁর কাছে না চায়? মানুষের নিজের জন্যই তো তাঁর কাছে যেতে হবে, চাইতে হবে, নির্দেশ অনুযায়ী কাজ করতে হবে। নাকি........?" তিনি সবার সমস্যার সমাধান দিতে চান যদি মানুষ তার সমাধান চায়। সৃষ্টিকর্তার আদেশ নির্দেশ না মেনেই আমরা অযথাই তার দোষারোপ করি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৪ ই নভেম্বর, ২০২০ বিকাল ৪:২১

নেওয়াজ আলি বলেছেন: অবশ্যই একদিন সৃষ্টার কাছে ফিরে যেতে হবে তবে সময় থাকতে গেলে ভালো

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যেতে হবে তা ধ্রুব সত্য।
তবে কি নিয়ে ফিরে যাবো
কি নিতে এসেছিলাম তা কি
যোগার করতে পেরেছি ?

২| ১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ নূরুভাই। গল্পটি সত্যিই শিক্ষনীয়। শুভ কামনা নিরন্তর।

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ ইকরাম ভাই
জ্ঞানীদের জন্য শিক্বনীয়ই বটে।
তবে কিছু নাস্তিকরা বুঝলেও
কিছু কট্টর নাস্তিক তর্ক করেই
যাবে। তারা কখনোই সত্যে
ফিরে আসবে না।

৩| ১৪ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


গল্পটিতে শিক্ষনীয় কিছু নেই; আপনি যেই বিষয়ে কথা বলেছেন, আর যেই উদাহরণ দিয়েছেন, ২ টার মাঝে সামন্জস্য নেই; সামন্জস্য যে নেই, আপনি সেটাও বুঝতে পারছেন না?

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আসলে আপনি সক্রেটিস কিংবা প্লেটো
এরিস্টটল কিংবা : কার্ল মার্কস এর মতো
বিশ্ব সেরা দার্শনিক। আপনার কথা বেদবাক্যসম।
এ যুগে আপনি জন্ম নিয়ে আপনার হেভী ওয়েট
ছাইয়ে ঢেলে দিয়ে নিশ্ব হয়েছেন।

৪| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৭

রাজীব নুর বলেছেন: আমি মুরুব্বী গল্প থেকে শিক্ষা নেওয়ার মানুষ না। আমি শিক্ষা নিই জীবন থেকে।

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সেটাই ভালো !!
বই পুস্তক ছেড়ে
খোন্তা কোদাল নিয়ে
কাজে নেমে পড়ুন।

৫| ১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সমস্ত মানুষের খাবার দায়িত্বটা আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন।অতয়েব আল্লাহ খাওয়ালে কেউ খেতে পারবে,না খাওয়ালে তাকে রোজা রাখতে হবে।
আরবিতে কি যেন একটা কথা আছে যার আর্থ,খাওয়ানোর মালিক আল্লাহ।

১৪ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আল্লাহ শুধু মানুষ নয়
জীন পরী ইনসান এবং
মাছ পশু পাখি সবার খাবারের
দ্বায়িত্ব নিয়েছেন। বলা হয়
রিজিকের মালিক আল্লাহ।

তা এখানে জীবের খাবারের কথা
আসাবার হেতু কি?

৬| ১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১২:৪৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: হিন্দুরা কোন দিনও কিছু চায় নাই,তবে পায় কোথা থেকে?

১৫ ই নভেম্বর, ২০২০ রাত ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হিন্দুরা কোন কিছু চায়না বা চায়নি
আপনি কি করে সিওর হলেন ?
বুঝে যদি না বুঝের মতো কথা
বলেন তা হলেতো আপনিও
আর এক গাজীসা্ব !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.