নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

রেসিং পিজন নিউ কিমঃ করনো মুক্ত চিনের আকাশে দূর\'ন্ত রেসিংয়ে শুভকামনা

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫০


কবুতর বা পায়রা, কপোত বা পারাবত এক প্রকারের জনপ্রিয় বুদ্ধিমান গৃহপালিত পাখি। কবুতরকে বলা হয় শান্তির প্রতীক।শান্তির পায়রা হিসাবে এর মর্যাদা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। আগের যুগে রাজা-বাদশারা কবুতরের পায়ে বার্তা বেঁধে দিতেন। বলা যায়, তখন বার্তাবাহক হিসেবে কবুতর ব্যবহার করা হতো। এখন কবুতরের রেসিং খেলা বেশ জনপ্রিয়। চীনে সম্প্রতি পিজন রেসিং খুবই জনপ্রিয়তা পেয়েছে। অন্যদিকে, রোগীর পথ্য হিসেবেও কবুতরের মাংসের জুড়ি নেই। শখের বসে অনেক তরুণ কবুতর পালন করেন। কবুতর বিক্রি করে নিজেদের পকেট খরচের ব্যবস্থা করেন। সম্প্রতি ২০ লাখ ডলার বিক্রি হয়েছে একটি কবুতর! কবুতরটির নাম নিউ কিম। দুই বছর বয়সী মেয়ে কবুতরটিকে সম্প্রতি বিক্রির জন্য নিলামে তোলা হয়েছিল। গতকাল রবিবার বেলজিয়ামে অনুষ্ঠিত এক নিলামে সবাইকে পেছনে ফেলে প্রায় কুড়ি লাখ ডলার ( যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি ৯২ লাখের বেশি ) দাম হেঁকে কবুতরটি কিনে নিয়েছেন চীনের একজন ধনী ব্যক্তি। বিবিসি’র এক প্রতিবেদনে এমন তথ্যই তুলে ধরা হয়েছে। জানা যায়, যে চীন ধনাঢ্য ব্যক্তি ওই কবুতর কিনেছে তার শখ রেসিং পিজন সংগ্রহ করা। তবে কবুতর কিনলেও চীনা ওই ব্যক্তি নিজের নাম-পরিচয় কিছুই প্রকাশ করেননি। নি্উ কিম নামরে কবুতরটি কোন সাধারণ কবুতর নয়। নিউ কিম একটি বিশেষ প্রজাতির কবুতর। যার পরিচয় 'রেসিং পিজন' হিসেবে। আর এটি ছিল রেসিং পিজন বিক্রির ক্ষেত্রে একটি রেকর্ড। 'রেসিং পিজন' প্রজাতির কবুতরের কাজ হল ওড়ার প্রতিযোগিতায় অংশ নেয়া। সাধারণত কবুতরগুলোকে একশ থেকে এক হাজার দূরত্বের কোন স্থানে ছেড়ে দেয়া হয়। সবচেয়ে আগে উড়ে যে বাড়ি পৌঁছাতে পারবে সে বিজয়ী। আর এই প্রতিযোগিতায় জয়ী মালিক পান মোটা অঙ্কের অর্থ। কবুতরদের এই প্রতিযোগিতায় সর্বশেষ বিজয়ী আর্মান্ডো, যাকে পরে ফর্মুলা ওয়ান রেস চ্যাম্পিয়ন লুইস হ্যামিলটনের নামে নামকরণ করা হয়।

নিউ কিম ২০১৮ সাল থেকে বেশ কটি প্রতিযোগিতায় জিতেছে এবং এরপর সে অবসরে গেছে। অবসর জীবনে বেশ কিছু ছানার জন্ম দিয়েছে সে। নিউ কিমের মালিক একটি বেলজিয়ান পরিবার, এই বিপুল পরিমাণ অর্থে কবুতরটি বিক্রি হওয়ায় রীতিমতো বিস্মিত। নিলাম প্রতিষ্ঠান পিপার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং প্রতিষ্ঠাতা নিকোলাস গাইজেলব্র্যাচ্ট বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘এই রেকর্ড দামে কবুতর বিক্রি আসলে অবিশ্বাস্য। কারণ এই কবুতরটি নারী। সাধারণত পুরুষের চেয়ে মেয়ে কবুতরের বেশি মূল্য হয়ে থাকে। কারণ এরা সন্তানের জন্ম দিতে পারে।’নিউ কিম মেয়ে কবুতর হওয়ায় তার দাম এত বেশি হয়েছে কারণ তাকে এই প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগানো যায়। ধারনা করা হচ্ছে নিলামে বিজয়ী চীনা নাগরিক নিউ কিমকে এই প্রতিযোগী প্রজাতির কবুতর প্রজননে কাজে লাগাবেন। নিউ কিমের জন্য করনো মুক্ত চিনের আকাশে দূর'ন্ত রেসিংয়ে শুভকামনা

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
নিউজ চ্যানেল :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: চীনাদের টাকা পয়সা বেড়ে গেছে।আগে এই সব ইতিহাস ছিল ইউরোপ আমেরিকানদের।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিশ্ব অর্থনীতিতে ব্যাপক শক্তি নিয়ে আবির্ভূত হয়েছে চীন।
ইউরো কে পাশ কাটিয়ে বিশ্ব বাণিজ্য বাজারে সর্বাধিক ব্যবহৃত
মুদ্রার তালিকায় দ্বিতীয় স্থানে এখন চীনা ইউয়ান। গ্লোবাল ট্রানজাকশন
সার্ভিসেস অর্গানাইজেশন জানিয়েছে গত অক্টোবরে ইউয়ান এর মার্কেট শেয়ার
প্রথাগত আর্থিক লেনদেন ক্ষেত্রে ৮.৬৬ শতাংশে পৌছায়। যেখানে ইউরোর শতকরা হার ৬.৬৪।
সুতরাং তাদের হ্যাডাম থাকবে এটাই সোজা কথা।

২| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:১৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




আপনার পোস্টে বিশাল মন্তব্য করে উত্তর পাইনি।

১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঠাকুর ভাই অপরাধ মার্জনীয়।
গত ১২ তারিখ খুবই ব্যস্ত ছিলাম একটা
ব্যক্তগত জরুরী কাজে। পিসিও ছিলোনা সাথে।
তাই ওই দিনের ওই পোস্টে কারো মন্তব্যেরই প্রতি
উত্তর করা হয়নি। আশা করি ভুল বুঝবেন না।

৩| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:০২

রাজীব নুর বলেছেন: হায় আল্লাহ।

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হায় আল্লাহ নয়
সোবাহান আল্লাহ

৪| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ২:২৫

জিকোব্লগ বলেছেন: ভালো

১৭ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অবশ্যই ভালো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.