নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীতে ফ্রী কিছু পাওয়া যায়না একমাত্র মায়ের ভালোবাসা ছাড়া

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬


লোভনীয় ফ্রীর চটকদার বিজ্ঞাপন দেখা গেলেও পৃথিবীতে কোন কিছুই ফ্রী পাওয়া যায়না। সৃষ্টির শুরুতেও কোন কিছু ফ্রী ছিলনা। যার ফলে বিনিময় প্রথা চালু হয়েছিলো এবং সেটাই বর্তমান চলমান রয়েছে। আমরা পৃথিবীতে আসি কিছু শর্ত নিয়ে। যেমন একজন মুসলিম এর ক্ষেত্রে, তাকে সময় মত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, জাকাত দিতে হবে আরও বেশ কিছু কাজ আল্লাহ্‌তালা আগে থেকেই ঠিক করে দিয়েছেন। যদি আমরা তার কথা মেনে চলি তাহলে আমরা আখিরাতে জান্নাত পাব আর যদি না মানি জাহান্নাম পাব। অর্থাৎ জান্নাত ফ্রী পাচ্ছিনা এমনকি জাহান্নামটাও ফ্রী না। যেখানে মহান রাব্বুল আলামিন সব কিছুর সৃষ্টিকর্তা জান্নাত ফ্রী দিবে না সেখানে আমরা তার তৈরী মানুষ কেন ফ্রী খুজতে যাই। তবে একমাত্র ব্যতিক্রম মা। মা (ইংরেজি: Mother, Mum, Mom) হচ্ছেন একজন পূর্ণাঙ্গ নারী, যিনি গর্ভধারণ, সন্তানের জন্ম তথা সন্তানকে বড় করে তোলেন - তিনিই অভিভাবকের ভূমিকা পালনে সক্ষম ও মা হিসেবে সর্বত্র পরিচিত। প্রকৃতিগতভাবে একজন নারী বা মহিলাই সন্তানকে জন্ম দেয়ার অধিকারীনি। গর্ভধারণের ন্যায় জটিল এবং মায়ের সামাজিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় অবস্থানে থেকে এ সংজ্ঞাটি বিশ্বজনীন গৃহীত হয়েছে। আব্রাহাম লিংকন বলেছিলেন. " যার মা আছে সে কখনোই গরীব নয়"। এই মা্'ই হলো পৃথিবীর একমাত্র ব্যাংক যেখানে আমরা আমাদের সকল দুঃখ, কষ্ট জমা রাখি! বিনিময়ে নেই বিনাসুদে অকৃএিম ভালোবাসা। পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, সেই ভালোবাসার মাঝে যে কোনো প্রয়োজন লুকিয়ে থাকে। কিন্তু সবার জীবনে একজন আছেন যিনি কোনো প্রয়োজন ছাড়াই তোমাকে ভালোবাসবে সে হলো মা। মা মানে আদর, মা মানে শান্তি, মা মানে ছায়া। মা এর ভালোবাসা এর মধ্যে কোনো ভেজাল নেই, নেই কোনো মলিনতা। যেকোনো পরিস্থিতি হোক না কেন মায়েরা সবসময় তাদের সবকিছু বিলিয়ে দেয়। নিঃস্বার্থ ভালোবাসা একমাত্র মা ব্যতীত এই দুনিয়ায় পাওয়া যায় না। স্বার্থের শেষ চূড়ায় থাকে গভীর ভালোবাসা। কিন্তু মায়ের বেলায় থাকে সীমাহীন নিঃস্বার্থতা। দুনিয়ার সব কিছুই বদলাতেপারে,কিন্তু মায়ের ভালবাসা কখনো বদলাবার নয়।

মা, এমনই এক মানুষ যাকে ছাড়া একদম চলে না। জীবনের শুরু থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত তার পাশে থাকা চাই। জন্মদাত্রী মায়ের প্রতি সম্মান ও ভালোবাসা চিরদিনের। সন্তান ও মায়ের বন্ধন আমৃত্যু, শ্বাশত। আল্লাহ তাঁর পবিত্র কুরআনে বলেছেন "আর আমি মানুষকে তার পিতা-মাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে। তার দুধ ছাড়ানো দু বছরে হয়। নির্দেশ দিয়েছি যে, আমার প্রতি ও তোমার পিতা-মতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমারই নিকট ফিরে আসতে হবে।" (আল কুরআন, সুরা লোকমান, আয়াতঃ১৪)। মা হলো পৃথিবীর সবচেয়ে আপনজন । মা এর চেয়ে আপনজন এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। পৃথিবীতে তোমার হাজার হাজার বন্ধু-বান্ধব,আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী থাকবে, কিন্তু সবশেষে তুমি একজন মানুষকেই খুজে পাবে, যাকে তুমি শত আঘাত দেওয়ার পরেও সে শুধু তোমার ভবিষ্যত নিয়েই ভাবে, আর তিনি হলেন মা। সর্বপরি মা হচ্ছে সন্তানের আদর্শ বিদ্যা নিকেতন। মায়ের আদর অতুলনীয়। মা হতে গিয়ে যে মারা যায় ইসলামে তাকে শহীদের মর্যাদা দিয়েছে। (বুখারি শরিফ) তাই আমাদের সকলের উচিৎ মাকে নিয়ে ভাবা। মায়ের ভালো লাগা মন্দ লাগা নিয়ে কিছু করা । মা থাকতেও তাকে দূরে সরিয়ে রাখা অনেকটা দাঁত থাকতে দাঁতের মর্যাদা না বোঝার মতো। যার মা পৃথিবীতে নেই, সে যে কতটা অসহায় তার বর্ণনা করে বোঝানো যাবে না। তাই কৃত্রিমতা নয় মা'কে ভালবাসতে হবে হৃদয়ের একান্ত গহীন থেকে। ভালবাসতে হবে একদিনে জন্য নয়: বরং প্রতিদিন ও সার্বক্ষণিক ভাবে। যেভাবে মা ভালোবেসে আমাদের বড় করে তুলেছেন ঠিক সেভাবেই তাকে ভালোবাসতে হবে সারা জীবন। আর যাদের মা নেই তাদের কর্তব্য হলো মা'য়ের জন্য দোয়া করা "রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা" সুরা আল ইসরাঃ আয়াতঃ২৪ “... My Lord! Have mercy on them both (parents) as they did care for me when I was little.” (Sura: Al-Isra, Ayat: 24) অর্থঃ হে আল্লাহ্‌ শিশুকালে আমার মা বাবা যেমন স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়ে লালন করেছিলেন, তুমিও তাঁদের সে ভাবেই লালন কর। এটা আরবী না, এটা বাংলা না, এটা ইংরেজী না। এটা পৃথিবীর তাবৎ পিতা মাতার জন্যে সন্তানদের পক্ষ থেকে এক শ্রেষ্ঠ প্রার্থনা। এটা সন্তানদের অন্তরের কথা। হৃদয়ের কথা। এটা প্রকাশ করার জন্যে কোন নির্দিষ্ট ভাষা জানার প্রয়োজন নেই। এটা কোরানের কথা হোক, এটা গীতার কথা হোক, এটা বাইবেলের কথা হোক- এটা সকলের অন্তরের কথা। মহান আল্লাহ আমাদের সবার পিতামাতাকে ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। আমিন

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক
[email protected]

মন্তব্য ৩১ টি রেটিং +২/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০২

ঢাবিয়ান বলেছেন: মা শব্দটার মাঝেই আছে অসীম মায়া

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাবিয়ান ভাই
প্রখম মন্তব্য ও লাইক দেবার জন্য।
আল্লাহ আমাদের সবাইকে মায়ের
সেবা করার তৌফিক দান করুন।
আমিন

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: রাব্বির হাম হুমা কামা রাব্বা ইয়ানি সাগিরা

মা ডাকে যে কত মধু এখন টের পাই

মাশাআল্লাহ সুন্দর পোস্ট

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু
মৃত মা বাবার নাজাতের জন্য
আল্লহর কাছে তার শিখানো
প্রার্থনা করার জন্য।

ভয়ে আছি বৈচিত্রহীনতার অভাবে্
এ পোস্টকেও আবার প্রথম পাতা থেকে
সরিয়ে না দেয়। কারণ এ বিষয়টি সবাে জানা!

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:



মুসলিম পরিবার ভেংগে গেলে বাচ্চারা কার সাথে থাকে?

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মুসলিম পরিবার ভেংগে গেলে বাচ্চারা সাধারণত
দাদা দাদী ও নানা নানীর কাছে লালিত পালিত হয়।
এটাতো আপনার জানার কথা! সাদা চামড়াদের সাথে
থেকে আপনারতো দেখি বেশ উন্নতি থুক্কু অব্নতি হচ্ছে !

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৬

রাজীব নুর বলেছেন: বাজার থেকে কত কিছু কিনি। কত কিছু ফ্রী পাই।
যদি লিস্ট চান তো দিতে পারি।

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খানসাব যে ফ্রী অফার দেখে যাচ্ছেন একটু ভালো করে চোখ
বুলান দেখবেন অবশ্যই ফ্রী না। ওই ফ্রী এর অন্তরালে পেইড লুকিয়ে আছে।
৫টি সাবান কিনলে ১টি ফ্রী মানে ৬টির দাম পাচটায় উসুল। অপরের দুঃখে
এখন ফ্রীতেও কেউ কাঁদেনা !

৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: মায়ের ভালোবাসা এতো নিখাদ ও নিঃস্বার্থ বলেই ইসলামে বলা হয়েছে মায়ের পায়ের নীচে সন্তানের বেহেশত। কথাটা রুপকভাবে বলা হয়েছে। এর অর্থ বেহেশতে যেতে হলে মাকে খুশি রাখতে হবে।

হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে জিজ্ঞাসা করল, ‘হে আল্লাহর রাসুল! কে আমার উত্তম আচরণ পাওয়ার বেশি হকদার?’ তিনি বললেন ‘তোমার মা’; সে বলল, ‘তারপর কে?’ তিনি বললেন, ‘তোমার মা’; সে আবারও বলল, ‘তারপর কে?’ তিনি বললেন, ‘তোমার মা’। সে পুনরায় বলল, ‘এরপর কে?’ তিনি বললেন, ‘তোমার পিতা’। (বুখারি শরিফ ও মুসলিম শরিফ)।

রাসুল (সা.)-এর জমানায় বিখ্যাত এক আশেকে রাসুলের ঘটনা আমরা জানি। যিনি প্রিয় নবীজি (সা.)-কে দেখেননি। সেই আশেকে রাসুলের নাম হজরত ওয়াইস আল করনি (রা.)। প্রিয় নবীজি (সা.)-এর জমানায় থেকেও তিনি সাহাবি হতে পারেননি মায়ের সেবা করার কারণে। তবে এতে করে তাঁর মর্যাদা কমেনি; বরং তিনি সম্মানিত হয়েছেন। একবার ওয়াইস করনি (রা.) প্রিয় নবীজির কাছে এই মর্মে খবর পাঠালেন, ‘ইয়া রাসুলুল্লাহ (সা.), আপনার সঙ্গে আমার দেখা করতে মন চায়; কিন্তু আমার মা অসুস্থ। এখন আমি কী করতে পারি?’ নবীজি (সা.) উত্তর পাঠালেন, ‘আমার কাছে আসতে হবে না। আমার সাক্ষাতের চেয়ে তোমার মায়ের খেদমত করা বেশি জরুরি ও বেশি ফজিলতের কাজ।’ শুধু তা-ই নয়, নবীজি (সা.) তাঁর গায়ের একটি জুব্বা তার জন্য রেখে যান এবং বলেন, ‘মায়ের খেদমতের কারণে সে আমার কাছে আসতে পারেনি; আমার ইন্তেকালের পর আমার এ জুব্বাটি তাকে উপহার দেবে।’ নবীজি (সা.) জুব্বাটি রেখে যান হজরত ওমর (রা.)-এর কাছে এবং তিনি বলেন, ‘হে ওমর! ওয়াইস আল করনির কাছ থেকে তুমি দোয়া নিয়ো।’

০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সাড়ে চুয়াত্তর ভাই
আসলে মাকে নিয়ে লিখতে গেলে মহাকাব্য
হয়ে যাবে তবুও তার মর্যদার কথা শেষ হবেনা।
অথচ আমরা আমাদের মাকে তুচ্ছ তাাচ্ছিল্য করে
থাকি। কারণ আমরা দাঁত থাকতে তার মর্যাদা বুঝিনা।
প্রতিটি সন্তানের উচিৎ মা থাকতে তাদের যথাযথ যত্ন ও
সেবা করা।

৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:০৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এই ভালবাসাটা কি মুসলমানরা বেশি পায়,নাকি পৃথীবির সবাই সমান পায়।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নুরুলইলা০৬০৪, হযরত আমার লেখার সর্বশেষ ৪টি লাইন যদি মনযোগ
সহকারে পাঠ করতেন তা হলে এই প্রশ্ন আপনার মনে উদয় হতোন। পৃথিবীর
সকল মায়ের কাছ্বেই সন্তান ভালোবাস পায়। মায়ের ভালোবাস হিন্দু মুসলিম বা
অন্য জাতিকে বিভেদ করেনা। পশু সন্তানও তার মায়ের ভালোবাসা লাভ করে
সম্পূর্ণ ফ্রীতে। তবে শুনেছি মাছের মায়ের পুত্র শেক নই।

৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: @ সাড়ে চুয়াত্তর,এই সুরা কি কোরানে আছে,জানার জন্য বলছি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। এই কথা কুরআনে নয়। এটা সহিহ্ হাদিস
মুআবিয়া ইব্‌ন জাহিমা সালামী (রহঃ) বলেনঃ
আমার পিতা জাহিমা (রাঃ) রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খিদমতে এসে
জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলাল্লাহ্‌! আমি যুদ্ধে যাওয়ার ইচ্ছা করেছি। এখন আপনার নিকট
পরামর্শ জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেনঃ তোমার মা আছেন কি? সে বললোঃ হ্যাঁ।
তিনি বললেনঃ তাঁর খিদমতে লেগে থাক। কেননা, জান্নাত তাঁর দু’পায়ের নিচে।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩১০৪, হাদিসের মান: হাসান সহিহ

পিতামাতার সাথে সদাচারন করার ব্যাপারে কোরআনের বাণীঃ
“আর তোমার প্রতিপালক ফয়সালা করেছেন যে, তোমরা কেবল তাঁরই ইবাদত করবে
এবং পিতামাতার সাথে ভালব্যাবহার করবে। তোমার বর্তমানে তাদের একজন বা উভয়েই
বার্ধ্যকে পৌছে যায় তাহলে তাদের সামনে উফ শব্দটুকুও করবে না এবং তাদেরকে ধুমুক
দিবে না । তাদের সাথে সুন্দরভাবে কথা বলবে। সূরা আল-ইসরা, আয়াত,২৩।

৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মায়ের পায়ের নীচ্ বেহেস্ত

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আশা করি আপনারি উত্তর পেয়ে গেছেন।

৯| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:০১

রাজীব নুর বলেছেন: সরকার আমাদের করোনা ভ্যাকসিন ফ্রী দিবে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাবধান , বাজারে নকল ভ্যাক্সিন !!



১০| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫১

নেওয়াজ আলি বলেছেন: আল্লাহর দরবারে লাখো শোকর মা-বাবা দুইজনই আছে, আমার সাথেই আছে

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাবা-মা। দুটি শব্দ, দুটি ভালোবাসা। এ ডাকে হৃদয়ের
প্রশান্তি ও আত্মার খোরাক।
আলমদুলিল্লাহ, আপনি ভাগ্যবান কারণ
আপনার পিতা-মাতা দু'জনই জীবিত।
আব্দুল্লাহ ইবন আব্বাস (রা.) সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
কোনো নেককার সন্তান যখন স্বীয় মা-বাবার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায় তখন
আল্লাহ তাআলা প্রতিটি দৃষ্টির বিনিময়ে তার আমলনামায় একটি মকবুল হজ
লিপিবদ্ধ করেন। সাহাবিগণ বললেন, যদি সে দৈনিক একশবার এভাবে তাকায়?
রাসূলুল্লাহ (সা.) বললেন, হ্যাঁ! (প্রত্যেক দৃষ্টির বিনিময়ে সে এই সাওয়াব পেতে থাকবে)
আল্লাহ অতি মহান, অতি পবিত্র তাঁর কোনো অভাব নেই। (মিশকাতুল মাসাবীহ)

১১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৩৪

কবিতা ক্থ্য বলেছেন: @রাজীব নূর-

সরকার ভ্যকসিন ফ্রি দিবে?
ট্যক্সের টাকা কই যাইবে?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কবিতা কথা আপনাকে ধন্যবাদ।
খানসাব কি উত্তর দেবে জানিনা।
আমার ধারণা ট্যক্সের টাকায় সেলিম হাজী,
মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীরা
সম্পদের পাহাড় গড়বে।

১২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৭:৫০

কবিতা ক্থ্য বলেছেন: নূরু ভাই,
টুঙ্গিপাড়া থেকে আপনার বাড়ি কত দুর?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খুব একটা দূরত্বে নয়!
সম্ভবত ৩০/৩৫ কিঃমিঃ

১৩| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:
সাবধান , বাজারে নকল ভ্যাক্সিন !!

চারিদিকে নকল মানুষ। ভ্যাকসিন নকল হওয়াটা স্বাভাবিক।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নকল আর ভেজালে ভরে গেছে দেশটা
মুখোশের আড়ালে পাল্টায় বেশটা

১৪| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩১

কবিতা ক্থ্য বলেছেন: ভাই আপনে তো আগামী দিনের কোটিপতি।
৩০/৩৫ কি:মি: কোনো দুরুত্ব না।
নিজেকে টুঙ্গীপাড়ার লোক বলে প্রচার কারেন... আমরা আছি আপনার সাথে।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রচার প্রচারণা ছাড়া্ই বর্তমানে
ফুল না হোক হাফ কোটিপতি!!
সাথে থাকার জন্য ধন্যবাদ

১৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:০২

কবিতা ক্থ্য বলেছেন: আমার শেষ কমেন্ট টা মুছে দিয়েন।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এটা কি করবো !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.