নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমার আমি

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:২২


আমার আমি
নূর মোহাম্মদ নূরু

ভালো লাগে ভালোবাসি, সত্যি কথা বলতে,
ভ্রুকুটি আর ব্যাঙ্গ দলি, সত্য পথে চলতে।
ন্যায্য বলি সত্যে চলি, চর্চা করি জ্ঞানের,
মন্দ লাগে কারো কাছে, কারো সুর মনে হয় গানের।

চলতে পথে অনেক বাঁধা, পথ বড় দূর্গম
অশ্রু ঝরে রক্ত পড়ে, ঝরে মাথার ঘাম,
নষ্ট মানুষ দুষ্ট ক্ষত, প্রতি পদে আছে,
নতি স্বীকার করিনাতো, কভু তাদের কাছে!

ময়লা ধুলা দু'পায়ে মাড়াই উপেক্ষীয়া বৈরী,
সকল বাধা জয় করিতে, সদা আমি তৈরী।
সত্য পথে চলতে গেলে, জানি বিপদ আসে,
সত্য হলো ঐশি বল, সকল বিপদ নাশে।

সুজন কুজন চলতি পথে, দেখা সদা মেলে,
সুজনেরে বুকে টানি, কুজনেরে ঠেলে।
কপট কেহ কথার জালে, হয়তো কাছে আসে,
তাই বলে কি লোহা কভু, পানির উপর ভাসে।

পিতা আমার শিক্ষক আর, হাজী আমার দাদা,
তাঁরা আমায় শিখিয়ে গেছেন, কালো কোনটা সাদা।
দেশকে নিয়ে গর্ব করি, বাংলা কথা বলি,
সহজ, সরল জীবন যাপন, পাপ এড়িয়ে চলি।

শোলা ভাসে ডোবে লোহা, যার যেটা ধর্ম
জ্ঞানীরা বুঝতে পারে, কি কথার কি মর্ম।
মূর্খ্য যারা তর্কে মাতে, বিবাদ করে সদা,
তাদের থেকে দুরে থাকতে, বলতেন আমার দাদা।

আমার আমি আমার মতো, কারো মতোই নই
তোমরা কেন বলছো বেশী, অযথা হই চই।
আমি যাহা তাহার জন্য, লজ্জিত নই মোটে।
সত্য নিয়ে থাকবো তাতে, নিন্দা যদিও জোটে।


প্রকাশকালঃ ২২ মে ২০১৭ইং
উৎসর্গঃ আমার প্রিয় কথা সাহিত্যিক ও ঔপন্যাসিক আবু হেনা আশরাফুল হক ভাইকে

রিপোস্ট -সুত্রঃ আমার আমি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বিদ্রোহী কবিতা।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিদ্রোহ নয়, সাহস কই !
নিরুপায় হয়ে বাঘকে
বিড়ালের খামচি!!

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৩৬

কবিতা ক্থ্য বলেছেন: নূরুভাই,
কল্লার পতন হইতে পারে, ছন্দের পতন হইবে না।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কল্লা যাবে পরোয়া নই
তবু রবে মান
ছন্দ পতন ইজ্জত যাবে
ঝালাপালা হবে কান ।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৮

রাজীব নুর বলেছেন: আপনি কবিতা ভালো লিখেন।
চর্চা অবহ্যত রাখুন।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব বাদ দিয়ে ধর্ম চচায়
মনোনিবেশ করতে চাই।
পাশে থাকবেন যেন
বাধা না পাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.