নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

প্রিয় সেই বন্ধুরা ব্লগেতে নাই !!

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:০৮

প্রিয় সেই বন্ধুরা ব্লগেতে নাই !!
নূর মোহাম্মদ নূরু

প্রিয় সেই বন্ধুরা আজ ব্লগেতে নাই !!
কি কারণে চলে গেলো কিছু্ জানা নাই
স্মৃুতিমাখা দিন গুলো বলো কোথা খুঁজে পাই?
আজ আর নাই !!

মেজ'দা, রব্বানী ছড়াকার প্রামাণিক
ছিলো যে ব্লগের নির্ভিক সৈনিক।
চারুদা, মইনুল কোথা তারা গেলো ভাই!
আজ আর নাই !!

নীলদা কুর্চির কত কিছু লিখতো
ছবি আপু মজা করে শুধু ছবি আঁকতো।
চারিদিকে হাহাকার কোথাও কেহ নাই!
আজ আর নাই !!

কামাল ভাই সারাদিন পথে পথে ঘুরতো
শত শত পাঠকে সেই লেখা পড়তো।
আজ তাদের উপস্থিতি ব্লগেতে নাই!
আজ আর নাই !

সনেট আর হেনা ভাই ছিলো খোশ গল্পে
চাওয়া পাওয়া কিছু নাই খুশি হতো অল্পে।
তারাও চলে গেল আজও তাদের খোঁজ নাই।
আজ আর নাই !

একা লাগে যদিও আছে শত ব্লগে
অচেনা জানিনা কেউ আছে দেমাগে।
তাই থাকি ম্রিয়মান প্রাণ নাহি পাই!
আজ আর নাই !!

ফিরে আসাে সকলে যারা ছিলে ব্লগে
যেখানে যেভাবে থাকো যদি ভূভাগে।
তোমাদের দেখে যদি শান্তি ফিরে পাই!
আজ আর নাই !!

কফি হাউজের আড্ডাটা আজ আর নাই এর ছায়া অবলম্বনে

প্রকাশকালঃ ঢাকা, মঙ্গলবারঃ ৯ ফেব্রুয়ারি ২০২১ ইং

মন্তব্য ৪১ টি রেটিং +৮/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৪

ইসিয়াক বলেছেন: চমৎকার।
হেনা ভাই মনে হয় অসুস্থ। উনার দ্রুত সুস্থতা কামনা করছি।
ভালো থাকুন সবসময়।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ ইসিয়াক ভাই
আপনার মন্তব্যে অনুপ্রানিত করার জন্য।
হেনা ভাইয়ের দ্রুত সুস্থ্যতা কামনা করছি।
ভালো থাকুন।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৩

খায়রুল আহসান বলেছেন: সহ-ব্লগারদেরকে স্মরণ করে সুন্দর কবিতা লিখেছেন, এজন্য ধন্যবাদ। + +
হারিয়ে যাওয়া ব্লগার বন্ধুদের প্রত্যাবর্তন কামনা করছি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ খায়রুল ভাই
স্মরণীয় বন্ধুদের ফিরে আসবার আন্তরিক
আহ্বান জানাই।

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৮

চাঁদগাজী বলেছেন:



একই সে বাগানে আজ এসেছে নতুন কুঁড়ি
শুধু সেই সেদিনের মালী নেই

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কত জন এল গেলো
কতজনই আসবে
ব্লগটা শুধু থেকে যায় ।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৪

জগতারন বলেছেন:
আমি এখানে আসিয়াছিলাম,
ব্লগারদের নিয়ে কবিতা পড়িলাম হারানো।
খুব ভাল লাগিল।
নূরু ভাই, বড় ভাই, ছোট্ট ভাই সব্বাই ভাল থাকিবেন
কামনাপূর্বক আমি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে কিঞ্চিত ভালো লাগা
উপহার দিতে পারায় নিজেকে
ধন্য মনে করছি।
আগের বর্তমানের সকল সহ-ব্লগারদের
জানাই আন্তরিক শুভেচ্ছা।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:২০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার প্রিয় কবি প্রামানিক ভাই। প্রামানিক ভাইকে খুব মিস করি।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি সবা্ইকে মিস করি
ঈসমা্ইল ভাই কোথায় আছেন
জানেন কি?

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

ওমেরা বলেছেন: কেউ আসবে কেউ যাবে এটাই নিয়ম । আশাকরি সবাই সময় সুযোগ মত ফিরে আসবে ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সময়টা স্বস্তিকর নয়
কেউ বলে কয়ে বিদায় নেয়
আবার কেউ নিভৃতে।
আমরাও চাই সবার
প্রাণচাঞ্চেল্যে আবার
প্রাণ ফিরে পাক ব্লগ।

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৫৫

পদাতিক চৌধুরি বলেছেন: আহারে! কি দিন গেছে সেদিন। কিন্তু আজ কিছুই নেই। গুণী জন ব্লগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমরা কোনো ক্রমে টিংটিং করে সলতে জ্বালীয়ে রেখেছি। তবে আপনি মাইর দিলে পালামু... কইয়া দিলুম।

০৯ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সেই দিন আজ বিস্মৃত স্মৃতি !!
কথায় আছে যেখানে গুণীদের
কদর নাই, সেখানে গুনীদের
আনাগোনা থাকেনা। তাই
তারা প্রস্থাণ করে নীরবে।
রয়ে যায় আমার মতো
গুণহীন আমড়া কাঠ।!!

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫৭

নীল আকাশ বলেছেন: লেখা ভালো লেগেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ নীল আকাশ ভাই
লেখাটি আপনার ভালো লাগার জন্য।

৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২২

রাজীব নুর বলেছেন: মুরুব্বী সুন্দর একটা পোষ্ট দিয়েছেন।
পুরোনোদের স্মরণ করেছেন। ভালোবেসেছেন। গ্রেট।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খানসাব আপনাকে ধন্যবাদ
বন্ধুরা পুরাতন হয় না। বন্ধুরা
সব সময় বন্ধুদের কাছে চির
সবুজ। ধন্যবাদ আপনাকে
মন্তব্য প্রদানের জন্য।

১০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:২২

নুরুলইসলা০৬০৪ বলেছেন: আপনি নিজেই দেখেন,আপনাকে বেমানান লাগছে কিনা।এই জন্যই ইউরোপিয়ানরা বলে মোল্লারা ভদ্র সমাজে বসার যোগ্য না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটাকি আপনারও মতামত !!
যদিও আমি মোল্লা ন্ই তবুও
অনুরোধ করবো আলেম ওলামাদের
নিয়ে আপনার নীচু মানসিকতা পরিহার করুন।
কারন আলেম ওলামারা আওলাদে রসুল (সঃ)

১১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৩:১৭

নেওয়াজ আলি বলেছেন: কাম ব্যাক সকল চুপ হয়ে যাওয়া বগ্লারগণ। সুন্দর লিখেছেন

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পুরানো ব্লগারদের পুনরায় ফিরে আসার
উদাত্ত আহ্বান জানানোর জন্য আপনাকে
ধন্যবাদ আলি ভাই।

১২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১৯

কবিতা ক্থ্য বলেছেন: ছবিটা কবের তুলা..
ছবিতে যারা আছেন- তাদের পরিচয় কই।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ছবিটা গতবছর ২৫ ডিসেম্বর ১০ম
ব্লগ ডের অনুষ্ঠানে তোলা। অদ্যকার
লেখায় এদের নাম উল্লেখ আছে।
প্রথমেই মেঝ'দা।

১৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪১

মেহেদি_হাসান. বলেছেন: পুরনো নতুন সব ব্লগাররা ব্লগে ফিরে ব্লগ মাতিয়ে রাখুক।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ হাসান ভা্ই
আমাদেরও প্রত্যাশা তাই।
সবাই ফিরে আসুক।

১৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৫

রাজীব নুর বলেছেন: কেউ হারিয়ে যায় না। যাবে না। ফিরে ফিরে আসে। দেরী হোক যায় নি সময়।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার প্রত্যাশা পূরণ হোক।
সবাই আবার ফিরে আসুক।

১৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫১

মোঃ মাইদুল সরকার বলেছেন: নূরু ভাই আজ শুধু সুখে আছেে
আগা গোরা ব্লগ যে মোরা তার

++++++

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি চাই সবাই সুখে থাকুক
ভালো থাকুক। আপনিও..

১৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৭

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: কফি হাউজের ব্লগ ভার্শন ভালো হয়েছে। ব্লগ নিয়ে আপনাদের আবেগ দেখে ভালো লাগে। আমিও একটু আবেগাক্রান্ত হবার চেষ্টা করলাম। কিন্তু কুশীলবদের চেনাজানা না থাকায় চেষ্টা বিফল।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আপনাকে এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো
চেষ্টা করুন, জানতে পারবেন সবাইকে যদি
আন্তরিকতা থাকে। শুভ কামনা আপনার
জন্য।

১৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:০৩

হাসান মাহবুব বলেছেন: ও ভাইডি
ব্লগের নিয়মই এইডি।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেতে নাহি দিব হায়
তবু যেতে দিতে হয
তবু চলে যায়!!

অথবা

চেয়ে চেয়ে দেখলাম
তুমি চলে গেলে
আমার বলার কিছু ছিলোনা !!

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৩

রাজীব নুর বলেছেন: করোনার টিকা কি নিবেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবাইি নিয়ে যদি থাকে তবেই হয়তো
নিবার লাইনে দাড়াবো।

১৯| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১০

পদ্মপুকুর বলেছেন: প্যারোডি ভালো হয়েছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ পদ্ম পুকুর
সাথে থেকে মন্তব্য প্রদানের জন্য।

২০| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২৬

তারেক ফাহিম বলেছেন: ব্যস্ততা ঘিরে রেখেছে অনেককে।
পুরাতনদের স্মরনে সুন্দর পোস্ট দিয়েছেন, পাঠে ভালোলাগা।
সকল নতুন-পুরাতন ব্লগারদের প্রর্তবার্তন কামনা করছি।

সামু আগের মত জ্বলে থাকুক।



১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ব্লগারদের সাথে ব্লগ কর্তৃপক্ষেরও
আন্তরিকতা ও সহমর্মিতা আবশ্যক।
ভালোবাসা দিয়ে বিশ্ব জয় করা যায়
চোখ রাঙিয়ে নয় !

২১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৭

সোহানী বলেছেন: সবাই বাস্তব জীবনের কঠিন ব্যাস্ততায় হয়তো সময় দিতে পারে না্। আমার এখানে এখন রাত সাড়ে বারোটা বাজে। সারাদিনের দৈাড় শেষে একটু ব্লগে উকিঁ দেই। উনারা হয়তো সেই সময়টুকু ম্যানেজ করতে পারনে না।

সবাইকে স্মরণ কবিতায় ভালোলাগা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.