নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার ৯ম বার্ষিকী আজ

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:১৯


২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। পরদিন ভোরে তাঁদের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়। প্রথমে মামলাটি তদন্ত করে থানা-পুলিশ। ঘটনাস্থলে গিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে হত্যার রহস্য উদ্‌ঘাটন করা হবে। ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েই মহীউদ্দীন খান আলমগীর ১০ অক্টোবরের মধ্যে সাগর-রুনির হত্যারহস্য উদ্‌ঘাটিত হবে বলে আশা প্রকাশ করেছিলেন। এরপর ৯ অক্টোবর ‘চমক দেওয়া’ সংবাদ সম্মেলনে একজনকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন। পরে সেই ব্যক্তিকে ধরা হয়, কিন্তু ঘটনার রহস্য আর উন্মোচিত হয়নি। চার দিন পর চাঞ্চল্যকর এই হত্যা মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। দুই মাসের বেশি সময় তদন্ত করে ডিবি রহস্য উদ্‌ঘাটনে ব্যর্থ হয়। পরে হাইকোর্টের নির্দেশে ওই বছরের ১৮ এপ্রিল হত্যা মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। আলোচিত এ হত্যা মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি ৮ জন। অন্য আসামিরা হলেন- বাড়ির নিরাপত্তারক্ষী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুণ, পলাশ রুদ্র পাল ও আবু সাঈদ। আসামিদের প্রত্যেককে একাধিকবার রিমান্ডে নেওয়া হলেও তাদের কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়নি।

আজ বুধবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য থাকলে তা দেয়নি র‍্যাব। আগামী ১১ মার্চ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নতুন দিন ঠিক করেছেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ৭৮ বার সময় দিলেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী আজ বুধবার এই দিন ঠিক করেন। দীর্ঘ নয় বছর ধরে চাঞ্চল্যকর একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় এভাবে পেছানোর নজির নেই। বিচারের দীর্ঘসূত্রতা হয় নানা কারণে, কিন্তু তদন্তের এই দীর্ঘসূত্রতা অনেকটাই নজিরবিহীন। অবশ্য এর পরও খুনি গ্রেপ্তার এবং বিচারের আশা ছাড়ছেন না সাগর-রুনির স্বজনরা। সাগর সারোয়ারের মা সালেহা মনির বলেন, ‘৩০ বছর পর যদি সগিরা মোর্শেদ হত্যা মামলার বিচার শুরু হতে পারে, তবে আমাদের সন্তান হত্যার বিচার কেন হবে না। একদিন না একদিন বিচার হবেই। হয়তো আমি দেখে যাব, না হয় দেখে যেতে পারব না।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:০৯

চাঁদগাজী বলেছেন:


সাংবাদিকেরা কি হত্যাকারীদের সম্পর্কে সঠিকভাবে কিছু জেনেছেন?

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটাতো জানার কথা পুলিশের
সাংবাদিকরা তাদের কাছ থেকে
জেনেই লিখবে। রহস্য উন্মোচনের
দ্বায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৪৪

মুজিব রহমান বলেছেন: খুনিরা খুবই প্রভাবশালীদের মানুষ বলেই হয়তো ধরা যায়নি।
সাগর-রুণি হয়তো প্রভাবশালীদের মানুষ ছিলেন না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাগরের মায়ের কথার সুর ধরে বলতে হয়
একদিন না একদিন এর বিচার হবেই।

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৯

পদাতিক চৌধুরি বলেছেন: সাংবাদিক পরিবার খুব বড় ধরনের কিছু জেনে গেছিলেন। তাই 12 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী 48 ঘণ্টার মধ্যে হত্যা রহস্য উন্মোচন হওয়ার কথা বললেও তা না হয় 78 বার পিছিয়ে গেছে।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

Justice delayed is justice denied

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩৬

অনল চৌধুরী বলেছেন: কোনোকিছুই চিরকাল রহস্য থাকে না।

১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঠিক বলেছেন দাদা
রহস্য একদিন ঠিকই উন্মোচন হবেই।

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৩৬

রাজীব নুর বলেছেন: সোজা কথা- শেখ হাসিনা চায় নি বলেই আসামীরা ধরা পড়ে নি।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন কিছুই গোপন থাকেনা
সত্য একদিন প্রকাশিত হবেই।
Nothing goes unpaid in this World

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৪১

কালো যাদুকর বলেছেন: এফ বি আই্য়ের ও মনে হয় সাধ্য নেই , এই রহস্য বের করার। হয়ত কিছু কিছু রহস্য , অজানা থাকাই ভাল। তবে এদের পরিবারের জন্য সত্যই খারাপ লাগে।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিচার বহির্ভূত হত্যা কারোই কাম নয়।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৮

কবিতা ক্থ্য বলেছেন: আমরা সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গণতান্ত্রিক রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ সংবাদ পত্র।
তার স্বাধীনতার খেলাপ হলে রাষ্ট্র্র দূর্বল
হতে বাধ্য।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৯

করুণাধারা বলেছেন: মেঘের বয়স চৌদ্দ বছর। ও কী ভাবে জানতে পারলে ভালো হতো।

১১ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খুনের সময় সাগর-রুনি দম্পতির একমাত্র ছেলে মেঘের বয়স ছিল পাঁচ বছর।
তার বয়স এখন ১৪। রাজধানীর ইন্দিরা রোডে নানার বাসায় মামার সঙ্গে থাকছে সে।
একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ছে। চিকিৎসকের পরামর্শে তাঁরা মেঘকে মা-বাবার স্মৃতি
আঁকড়ে থাকতে দেন না। ম্পিউটার-মোবাইল আর তার পড়াশোনা নিয়ে অন্য সাধারণ
বাচ্চাদের মতো সে বেড়ে উঠছে। বড় হয়ে ক্রিকেটার হওয়ার স্বপ্ন তার।
তবে প্রায়ই মা-বাবার কথা বলে মেঘ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.