নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

পুরানো দিনের একটি ছড়া !! হালের সফদার ডাক্তার

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৩৭



হালের সফদার ডাক্তার (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

সফদার ডাক্তার, মুখে শুধু বড় বোল,
ফুটানি দেখাতে গিয়ে বাঁধিয়ে দিলো গোল!
হাতুরে সে ডাক্তার, কোথা গেলো হারিয়ে!!
অকারণে অহেতুক, ব্লগটা নাড়িয়ে!

সেই থেকে যুদ্ধ, কাছা দিয়ে কোমরে।
হুংকার গর্জণ, বধিবে সে পামরে!
সাথে জো্টে মিত্র, হাতে গোনা দুই তিন।
ঝাটা খেয়ে তারাও যে, করে শুধু মিন মিন।

সফদার ডাক্তার কোমরেতে নাই জোর
যুদ্ধের ময়দানে, পিছনে সে দিলো দৌড়।
লেজ তুলে পালালো, রণে দিয়ে ভ্ঙ!
কেন বাবা যুদ্ধে কর এত রঙ্গ।

দু দিনের যোগী সে ভাত হলো অন্ন,
গুরুজনে কভু সে নাহি করে মান্য।
বয়স কম মোখলেছ তাই তো সে বোঝেনি
বিনা যুদ্ধে পাবেনা সুচাগ্র মেদিনী।

তাল কানা মন্ত্রীর তার ছিড়া সৈন্য
বুঝা গেছে শিক্ষায় কতটা দৈন্য।
জ্ঞানের অভাবে তারাতো বোঝেনি
বিনা যুদ্ধে নাহি পাবে সুচাগ্র মেদিনী।

তালকানা হলে পরে, যেওনাকো যুদ্ধে,
বুঝা গেছে ঘটে আছে, কত টুকু বিদ্যে !
লড়ে যাও যুদ্ধে, যদি তুমি হও বীর।
ঠিক করো নিসানা, তার পরে মারো তীর।

তা না হেলে বেঘোরে হারাবে যে প্রাণটা,
প্রাণ যদিও বাঁচে বাঁচবেনা কানটা।
আমি বাপু সোজা বুঝি, দেই কিছু শিক্ষা,
মানলে মানো না হয়, খাও করে ভিক্ষা।


প্রকাশকালঃ ঢাকা ১৯ ডিসেম্বর ২০১৮ ইং বুধবার,
০৫ পৌষ ১৪২৫ বঙ্গাব্দ
সূ্ত্রঃ এখানে

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৪:৪৬

ইসিয়াক বলেছেন: হা হা হা..... মজা! মজা!! মজা!!!

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ কবি ভাই
আশা করি ডাক্তার সাবকে চিনতে
পেরেছেন। একসময় তাকে নিয়ে
বেশ চর্চা করতাম, এখন আর ভাল্লাগেনা
কারণ কৌতুক প্রিয় পাঠকএখন খুব একটা
নজরে পড়েনা। সবাই সিরিয়াস !!

২| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:১৯

চাঁদগাজী বলেছেন:



ছড়া পছন্দ হয়েছে।

সফাদার ডাক্তার, হাতে তার কোভিডের ভ্যাকসিন,
আপনার প্যান্টর বোতামগুলো, এখনি খুলে নিন।

১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হা হা হা গাজীসাব

ইজ্জত খুলে দিলে হাসবে যে জনগণ
এ বয়সে কেন ভাই দিনে চান ভ্যাকসিন?
মান যদি না থাকে ভ্যাকসিনে হবে কি?
চেপে যান অনুরোধ খাওয়াবো গাওয়া ঘী!!

৩| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার ছড়া। আপনি দারুন লিখেন।

১০ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার তুলনায় নস্যি !!
তবে আমি হুল ফোটাতে পারি
এটা আমার শত্রুও স্বীকার করবে।

৪| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৫

নেওয়াজ আলি বলেছেন: চমকপ্রদ কথা

১০ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আলি ভাই
মন্তব্যে প্রীত হলাম ।

৫| ১০ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এবার ছড়ার শানে নজুল তাফসির লিখুন।তা নাহলে সবাই ভুল ব্যাখ্যা করবে।

১০ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি কোরআন হাদিসের ব্যাখ্যা কি
সঠিক ভাবে করেন ? সুতরাং আপনার
জন্য কোন ব্যাখ্যা নাই, নেই কোন শানে নজুল।
আাপনি করতে পারেন আপনার মনগড়া ব্যাখ্যা
কোন সমস্যা নাই।

৬| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:২৭

তারেক ফাহিম বলেছেন: ছড়া পাঠে ভালোলাগা।

১০ ই মার্চ, ২০২১ রাত ১০:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ ফাহিম ভাই
ছড়াটি পড়ার জন্য।

৭| ১০ ই মার্চ, ২০২১ রাত ১১:০৭

কলাবাগান১ বলেছেন: এক ব্লগার মনগড়া কিছু কাহিনী নিয়ে (কিছু সাংবাদিক টাকার দুর্নীতি করে ফ্লাট/ বাড়ী/গাড়ী করেছেন) পোস্ট দিলেন..কেউ এর বিশ্বাসযোগ্যতা (আসলেই এই সব নামের কোন সাংবাদিক আছে কিনা) নিয়ে প্রশ্ন করলেন না। যদি সত্যিই হয়, একটা কিছু প্রমান হিসাবে দিলে পোস্টের বিশ্বাসযোগ্যতা বাড়ত (ছবি/চাকরীর স্হান) ...

সরি এখানে মন্তব্য করার জন্য...।

উনি বলতে চান যে আমি নাকি মোজার দাগ থেকে অসুখ/বিসুখ হওয়ার কথা বলে পোস্ট করেছি, আর আমাকে সস্তা মোজা না পরার 'উপদেশ' দিয়েছেন। একজন ব্লগার এত ডিম উইটেড (dim-witted) কিভাবে হয়???? উপসর্গ আর casuality পার্থক্যই উনি বুঝেন না, কিন্তু উনি সব জান্তার ভান করেন।

১০ ই মার্চ, ২০২১ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা কিছু মনে করবেন না। উনি সরল সহজ মানুষ
তাই নিজের মন্তব্য নিজের কাছেই বুমেরাং হয়ে যায়।
তবে উনি কোন ভুল করলে এবং কেউ তা ধরিয়ে দিলে
উনি সরি বলে নেন। স্ববিরোধী কথাবার্তার জন্য তিনি মশহুর।
ব্লগ কর্তৃপক্ষ এজন্য তাকে এরশাদ খেতাব দিয়েছিলো একবার।
কারন তিনি সকালে যা বলেন বিকেলে তার উল্টাটি বলেন।
তার পরেও তাকে পছন্দ করি যদিও সে অনেকবার আমাকে
আক্রমন করে একটা লেখাও প্রকাশ করে ছিলো। তার মঙ্গল
কামনা করি সর্বদা, অবশ্য সবার জন্যই করি। মনে রাগ রাখবেন না।
ক্ষমা মহত্বের প্রকাশ।

৮| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:২৯

রাজীব নুর বলেছেন: ২নং মন্তব্যে চাঁদগাজী জটিল বলেছেন। তিনি ছড়া লেখা শুরু করলে আপনি ফেল মারবেন। হে হে হে---

১১ ই মার্চ, ২০২১ সকাল ১১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমি কি আপনার দলে !!

৯| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ১:৪৫

রাজীব নুর বলেছেন: আমার কোনো দল নাই। আমি একা।

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একা আর বোকার মাঝে দারুন মিল !!
আপনি কি বোকা !!

১০| ১১ ই মার্চ, ২০২১ দুপুর ২:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় নুরু ভাই আপনি আমার অনেক সিনিয়র বাবার বয়সী । দারুন সব তথ্যবহুল পোস্ট দিয়ে আপনি ব্লগটাকে সমৃদ্ধ করছেন। আই এম নবডি। আপনার জন্য অনেক শুভকামনা ।

১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুভকামনা করার জন্য আপনাকে ধন্যবাদ।
মানুষ যদি শিখতে চায় তা হলে সবার কাছ
থেকেই শিক্ষা নিতে পারে। সেখানে ছোট
বড় এর পার্থক্য গৌন। সে যা হোক আপনার
বিনয়ের জন্য আবারো ধন্যবাদ। সাথে থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.