নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গাজীনামার দ্বিতীয় কিস্তি " চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি"

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০


গতকালের ঘোষণা অনুযায়ী আজ গাজীনামার ২য় কিস্তি
চাঁন্দু মিয়ার চাঁন্দের গাড়ি
নূর মোহাম্মদ নূরু

চাঁন্দের থেকে চাঁন্দু আসলো চড়ে চাঁন্দের গাড়ি,
দেখতে তাকে ব্লগেতে লাগলো হুড়া-হুড়ি।
কেউবা আবার তোয়াজ করে তুবড়ি ছোটায় মুখে,
বড়ই আরাম চান্দু মিয়ার সুখ লাগে তার বুকে।

কেউবা আনে মিষ্টি মিঠাই কেউবা আনে ফল,
চান্দু মিয়া এসব দেখে জিভে আসে জল।
কারো কারো চামচামিতে লজ্বাও তার লাগে,
এমন করে তোয়াজ করবে কে জানিতো আগে।

তোয়াজের জোয়ার দেখে চান্দু লজ্জা পায়,
কে কোথায় কি বেফাস বলে ইতি-উতি চায়!
মোসাহেবদের ডেকে বলে হয়ে যাচ্ছে বেশী,
মান রাখাদায় তোদের জন্য ব্লগেতে আসি।

দূর্মূখেরা এসব দেখে খোঁচায় চাঁন্দুর ভূড়ি,
ফাঁস করে দেয় যত ছিলো ভূয়া জাড়ি জুড়ি।
কেউবা বলে যা ফিরে যা চাঁন্দু মিয়া চাঁন্দে,
তোমার লাগি চাঁন্দের বুড়ি বিরহের গান বান্দে।

চাঁন্দু যাবে চাঁন্দে ফিরে হচ্ছে কানা কানি,
যাবে কিনা চাঁন্দে চাঁন্দু আমি কি তা জানি!
গেলে চাঁন্দে চাঁন্দু মিয়া চামচার হবে কি,
পান্তা ভাতে পরবে কি আর খাটি গাওয়া ঘি?

চাঁন্দু মিয়া লোক খারাপ না কিন্তু বলে বেশি,
তিলকে যখন তাল বলে সে মুচকি মুচকি হাসি।
ইদুর ধরা মন্ত্র নিয়ে সাপ ধরা তার ভুল,
উল্টা পাল্টা প্রশ্ন করে সব করে ভন্ডুল।

চাঁন্দু মিয়া লক্ষী হয়ে থাকো মোদের মাঝে,
চোখে দেখনা কি কারনে বের হও তুমি সাজে।
সাদা চামড়ার দেশে কিন্তু মূল্য তোমার নাই,
দেশের গর্বে গর্বিত হও বিভেদ ভুলে যাই।


প্রকাশকালঃ ১৩ মে ২০১৮ইং
উৎসর্গঃ প্রিয় ব্লগার সনেট কবি ভাইকে।
বিশেষ সতর্কতাঃ কেউ নিজেকে চাঁন্দু ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তুলে ব্লককে নোংরা করবেন না। ইহা লেখকের উর্ব্বর মস্তিস্কের উদ্ভট চিন্তা!!

বিঃদ্রঃ গাজীনামার পরবর্তী কিস্তি "গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!"

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৮

মরুভূমির জলদস্যু বলেছেন: ছন্দের কারিশরা ভালো হইছে

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ মরুভূমির জলদস্যু ভাই
ছন্দ আনন্দ সভায় যোগ দেবার জন্য।
শুভকামনা আপনার জন্য

২| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৩

চাঁদগাজী বলেছেন:




চান্দুমিয়াকে ধ্বংশ করার প্রজেক্ট?

০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইহা আমার প্রজেক্ট নয়
এটা চান্দু মিয়ার ভাবশিষ্যের কুটচাল।
তার ভাব শিষ্য খানসাবের গুতাগুতিতে
চান্দু মিয়ার জারিজুরি ফাঁস করতেই হলো।

৩| ০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





নুরু ভাইয়ের জবাব নাই,
কি যে লিখেন তিনি!
চান্দু ভাইয়ের পিছু ধেয়ে
ছন্দ রিনিঝিনি?

ব্লগে এলো হঠাৎ করেই
দুটি দল - বাহা!
গাজী ভাইয়ের পক্ষে যারা
করেন 'উহু' 'আহা'!

আরেক দলে ধরেন জোরে
নুরু ভাইয়ের হাত,
ঠাস ঠুস, ধুরুম ধারুম,
বাকি সবাই কাত!




০১ লা এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সত্যপথিক শাইয়্যান ভাই
সত্য পথেই থাকেন।
কে কখন কি বললো তা
থোড়াই গায়ে মাখেন!

আমি যে তার ভক্ত অতি
তার সামাজিক কাজে।
শু্নেছি একটা এম্বুলেন্স দিবেন
ইসলামী দলের মাঝে।

বেঁচে থাকুন শত বছর মহত কাজে সদা
কেউ যেন না হয়ে দাড়ায় আপনার কাজের বাধা।
আল্লাহ পাক পুরস্কারের ঝাপি দিবে হাতে
সুখে কাটবে পরমানন্দে সেই সে আখেরাতে।

৪| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ৮:১২

জগতারন বলেছেন:
পড়িলাম আর দখিতেছি এখনও মন্তব্য করিতেছি না।

০১ লা এপ্রিল, ২০২১ রাত ৯:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জাগতারন দাদা
সাহস করে করে ফেলেন
ভয়ের কিছু নাই, চান্দু মিয়ার
কাছ থেতে গ্রীণ সিগনাল পেয়ে গেছি!!

৫| ০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

স্প্যানকড বলেছেন: তেল মারো সমানে
চান্দু মিয়ার চরণে
চান্দু হাসে কাশে
মন দিয়া ভাবে
তেল ছাড়া
মানবকুল কেমনে বাঁচে ?

০১ লা এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যারা চান্দুরে দেয় পাম
যানি তাদের নাম।
কাজ হবেনা তেলে
পানি কি মিশে জলে?

৬| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১২:৫৩

রাজীব নুর বলেছেন: দেখেন এবার আপনার ভাগ্য খুলে কিনা।

৭| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ১:৩৯

মা.হাসান বলেছেন: চাঁদের গাড়িতে চড়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলেন না কেন আমার হয়েছে। গাড়ির ভিতরে যত লোক , বাইরে-ছাদে-বাম্পারে এমনকি গাড়ির হুডের উপরেও তার চেয়ে কয়েক গুন বেশি লোক। আমার কাছে মনে হয়েছে বারো হাত কাকুড়ের তেরো হাত বিচি।

আপনার ছন্দমিল খুব ভালো হয়েছে।

৮| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৮:১৮

চাঁপাডাঙার চান্দু বলেছেন: আমাকে নিয়ে এতো সুন্দর কোবতে!! :``>>

৯| ০২ রা এপ্রিল, ২০২১ রাত ৮:৫৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: খাসা হইছে যে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.