নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

দ্বিতীয় ওয়েব করোনাঃ ঘরে থাকুন, স্টে এ্যাট হোম

০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৬

করোনায় ঘরে থাকুন স্টে এ্যাট হোম
নূর মোহাম্মদ নূরু

করোনাতে ঘরে আছি মেনে স্বাস্থ্য বিধি
কতদিন যে থাকতে হবে জানেন শুধু বিধি।
উষ্ণ হলে বায়ু মন্ডল মরণ করোনার
শীতের দেশে তাই দেখা যায় বেশী দাপট তার।

ধনী দেশে মরছে মানুষ দীর্ঘ লাশের সাড়িৃ
ওষূধ নাই করোনার তাদের টাকা কাড়ি কাড়ি।
ইতালীর প্রধানমন্ত্রীর ধর্ম চিন্তা জাগে
সৃষ্টিকর্তার কাছে তাই করুনা ভিক্ষা মাগে।

বাংলাদেশে করোনাতে যখন দিল হানা
কারণ ছাড়া ঘর থেকে বের হতে মানা।
১২ দিনের পরে আবার ৭ দিনের তরে
বন্দি হয়ে থাকতে হবে সবার কিন্তু ঘরে।

আমি ঘরে বন্দি আছি অন্য সবার মতো
কাজ কর্ম শিকেয় তুলে দিন করছি গত।
বাজার সদাই থোড়াই করি সপ্তাহে এক দিন
ভাবছি মনে এমন দিনে কি করেছে চীন।

পিসির সাথে ঠোকা ঠুকি করি যে দিনে রাতে
মাংশ পোলাও নাইবা খেলাম কি আসে যায় তাতে।
কারো বাসায় যাইনা্ এখন দেখতে আপন জনে,
কয়েকটা দিন কেটে যাবে শান্তনা দেই মনে।

প্রপিকটাকে সরিয়ে দিছি স্টে কিরি ঘরে
করোনাটা আমায় যেন চিনতে নাহি পারে।
সুদনি এলে আগের মতো নিজের ছবি দিবো
যানিনা সেই সুযোগ আমি কবে আবার পাবো।

মিনতি আমার ঘরে থাকুন মানে স্টে হোম
তাইলে ছুঁতে পারবেনা আর করোনারই যম।
হাত ধুবেন সাবান দিয়ে অবহেলা নয়
আশা আছে করবো মোরা করোনাকে জয়।

আল্লাহ মোদের সহায় হবে দৃঢ় বিশ্বাস রাখি,
নামাজ কালাম পড়ি এখন ঘরের ভিতর থাকি।
গরীব দেশের গরীব মানুষ বড়ই অসহায়
আল্লাহ তুমি ক্ষমা করো তোমার করুনায়।


প্রকাশকালঃ ১ এপ্রিল ২০২০ ইং
উৎসর্গঃ করোনায় আতঙ্কিত সকল বাংলাদেশীদের

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:১৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আপু
লেখাটি পড়ার জন্য।
আল্লাহ আমাদের প্রার্থনা
কবুল করুন। আমিন

২| ০৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:২৭

রবিন.হুড বলেছেন: ছড়ায় ছড়ায় করোনা সচেতনতা
আপনার পরামর্শ মানুক জনতা

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পরামর্শ মানলে জনতা
দূর হবে করোনা।
আল্লাহর সাহায্য চাই
তি্নি্ হবেন মোদের সহায়।

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২

রাজীব নুর বলেছেন: ঘরে থাকতে ভালো লাগে না মুরুব্বী। বিশেষ করে সন্ধ্যার পর।

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সন্ধ্যা ৬ টার পর থেকে
ভোর ৬টা পর্যন্ত অবশ্যই
বাইরে থাকবেন না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.