নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

যেমন কর্ম, তেমন ফলঃ ভালো মন্দ সবার হাতের কামাই

০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:১২


পরিশ্রম ছাড়া সফলতার আশা করা বোকামি। যারা অল্প পরিশ্রমেই বড় কিছু পেতে চায় তারা তা পূর্ণাঙ্গরূপে পায়না। আমাদের জীবন পরিচালনার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম-নীতি রয়েছে। সেই নিয়মের বাইরে আমরা যেতে পারি না। সেই নিয়মের মূল কথাই হল 'যেমন কর্ম, তেমন ফল।' অর্থাৎ আমরা যেমন কাজ করব, সেরকমই প্রতিফল পাব। এই নিয়মের বাইরে কেউই বেরোতে পারে না। কর্ম না করে কেউই বাঁচতে পারে না। তবে কোনো কর্মের ফল সুখদায়ক আবার কোনোটি দুঃখদায়ক। জগতে কেউ সুখী কেউবা দুঃখী। কর্মফল হচ্ছে বান্দার হাতের কামাই। কেননা, যেমন কর্ম তেমন ফল। পবিত্র কোরআনে যথার্থই বলা হয়েছে, ‘যে সৎকর্ম করে সে নিজের কল্যাণের জন্যই তা করে এবং কেউ মন্দকর্ম করলে তার প্রতিফল সে-ই ভোগ করবে। তোমার প্রতিপালক তাঁর বান্দাদের প্রতি কোনো জুলুম করেন না। (সূরা হা-মিম সিজদা, আয়াত: ৪৬) অন্য আয়াতে ইরশাদ হয়েছেঃ ‘মন্দের প্রতিফল তো অনুরূপ মন্দই। সুতরাং যে ক্ষমা করে ও আপস করে, তার পুরস্কার আল্লাহর কাছে আছে। নিশ্চয়ই তিনি অত্যাচারীদের পছন্দ করেন না।’ (সুরা : শুরা, আয়াত : ৪০) প্রাচীন নীতিশাস্ত্র অনুযায়ী এক ডজন কর্ম বিধানে আমাদের জীবন বাঁধা। তাই মানুষের জীবন পরিচালনার জন্য মোট ১২টি কর্ম বিধা্নের পরামর্শ দেওয়া হয়েছে। এবার জেনে নেয়া যাক কী এই কর্ম বিধান এবং আমাদের জীবনে কেমন তাদের প্রভাবঃ

১। এই মহাবিশ্বে আমরা যা দেব, তাই আমাদের কাছে ফিরে আসবে। অর্থাৎ আমাদের ভালো কাজের ফল যেমন আমরা ভোগ করব, তেমনই খারাপ কাজের ফল ভোগের জন্যও আমাদের প্রস্তুত থাকতে হবে। যেমন মানুষ উন্নয়নের হাতছানিতে পরিবেশকে দূষিত করেছে, তেমনই বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সেই দূষণের প্রতিফল মানুষকে ভোগ করতে হচ্ছে।
২। জীবনে কিছুই নিজে থেকে ঘটে না। আমাদের তাকে ঘটাতে হয়। অর্থাৎ কোনও কিছু পেতে চাইলে তার জন্য চেষ্টা করতে হবে, উদ্যোগ নিতে হবে। জীবনে উদ্যোগী না হলে ভালো কর্মফলের আশা করা বৃথা।
৩। জীবনে বিনয় ও নম্রতার শিক্ষা অত্যন্ত জরুরি। উদ্ধত ও অবিনয়ীদের পতন অবশ্যম্ভাবী। এমনকি জীবন হোক বা সমাজ, কোনও নিয়মের পরিবর্তন চাইলে, প্রথমে তা মেনে নেওয়া প্রয়োজন। তাকে জানা প্রয়োজন। তবেই বদল আনা সম্ভব।
৪। জীবনে পরিবর্তন চাইলে আগে নিজেকে পরিবর্তিত করতে হবে। অনেক সময় আমরা ভাবি, কেন আমাদের জীবনে ভালো কিছু ঘটছে না। তখন নিজিকে প্রশ্ন করো, ভালো কিছুর জন্য তুমি নিজে সম্পূর্ণ প্রস্তুত কিনা। নিজেকে ভালো কর, আশেপাশের সবকিছুই ভালো লাগবে।
৫।. আমাদের জীবনে যাই ঘটুক না কেন, তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। জীবনে ভালো কিছু ঘটলেও যেমন তার দায়িত্ব আমাদের, তেমন খারাপ কিছুর দায়িত্বও সম্পূর্ণ ভাবে আমাদেরই নিতে হবে। জীবন পরিচালনার জন্য মানুষ যাই করুক না কেনো তা যদি আল্লাহ ও রসূলের নির্দেশিত পদ্ধতি অনুযায়ী হয় তবে তা ইবাদত বলে গণ্য হবে। ফলে পৃথিবীতে তারা সুখে শান্তিতে বাস করবে।
৬। অতীত, বর্তমান ও ভবিষ্যত্‍ - সবই এক সুতোয় গাঁথা। অতীত জীবনে যা ঘটেছে তার প্রভাব বর্তমান ও ভবিষ্যত্‍ জীবন এড়াতে পারে না।
৭। জীবনে যে কোনও কাজে সাফল্য পেতে হলে মনঃসংযোগ অত্যন্ত জরুরি। একসঙ্গে একাধিক বিষয়ে ফোকাস করলে, কোনও কাজই ঠিকমতো হয় না। তাই যে কাজই কারিনা কেনব, তা সম্পূর্ণ মন দিয়ে করতে হবে।
৮। অন্যের খেয়াল রাখা জীবনের অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা। শুধু নিজের জন্য না বেঁচে জীবনের কিছুটা অংশ অন্যের কাজে লাগানো খুব জরুরি। আমাদের চিন্তাভাবনা ও কাজকর্মের সঙ্গে আমাদের ব্যবহারের সামঞ্জস্য থাকতে হবে।
৯। জীবনে সামনের দিকে তাকিয়ে চলতে হয়। যা ঘটে গিয়েছে, তা ঘটে গিয়েছে। পুরনো কথা ভুলে সামনের দিকে তাকিয়ে এগিয়ে যান। নতুন করে শুরু করুন।
১০। অতীত থেকে শিক্ষা নেওয়া খুব প্রয়োজীয় বিষয়। জীবনে ভুল হতেই পারে। কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলতে হয়। যাতে একই ভুল বারবার না ঘটে।
১১। ধৈর্যের শিক্ষা জীবনে বড় শিক্ষা। কথাতে আছে, 'যে সয়, সে রয়।' ধৈর্য্য ধরে থাকলেই অনেক সময় কাঙ্খিত ফল সামনে আসে।
১২। আমরা জীবনে যে কাজই করিনা কেন, তা পূর্ণ মনোবল/এনার্জি সহকারে করতে হবে। তবেই সেই কাজের সম্পূর্ণ সুফল পাওয়া যাবে।

মহাগ্রন্থ আল কোরআনে মহান রাব্বুল আলামিন আমাদের সৎ কাজ করার ও অসৎ কাজ পরিহার করার আহ্বান করেছেন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ বিষয়ে আল্লাহর প্রিয় বান্দা হজরত লোকমান হাকিম তার ছেলেকে দেওয়া উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এরশাদ হচ্ছে, 'হে বৎস, নামাজ কায়েম কর, সৎ কাজের আদেশ দাও, মন্দ কাজে নিষেধ কর এবং বিপদাপদে সবর কর। নিশ্চয় এটা সাহসিকতার কাজ। অহংকার বশে তুমি মানুষকে অবজ্ঞা কর না এবং পৃথিবীতে গর্বভরে পদচারণ কর না। নিশ্চয় আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না।' (৩১ সূরা : লোকমান, আয়াত : ১৭)। পবিত্র কোরআনে আরও এরশাদ হচ্ছে, 'কেউ যে সৎকর্ম নিয়ে আসবে, সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেদিন গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে। এবং যে মন্দ কাজ নিয়ে আসবে, তাকে অগ্নিতে অধঃমুখে নিক্ষেপ করা হবে। তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে। (সূরা : আল-নামল, আয়াত : ৮৯-৯০)। মহান আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি সৎ কাজ করার তৌফিক দান করুন। আমিন।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৬

রাজীব নুর বলেছেন: মুরুবী আমি সব আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি। কারন আল্লাহর ইচ্ছা ছাড়া দুনিয়াতে কিছুই হয় না। গাছের পাতাও নড়ে না। তিনি চাইলে আমার চাকরি হবে। না চাইলে হবে না। এখন আমি যতই লাফালাফি করি না কেন?

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ ! এটি যদি আপনার মনের কথা হয়ে থাকে তবে সবর করুন।
সবর বা ধৈর্যধারণকারীদের আল্লাহ পছন্দ করেন। তিনি তাদের পুরস্কৃত করার
জন্যও প্রতিশ্রুতিবদ্ধ। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন, ‘সবরকারীদের
বেহিসাব প্রতিদান পূর্ণরূপে প্রদান করা হবে।’
(সূরা জুমার : ১০)।
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে চায় আল্লাহ
তাকে ধৈর্যশীল করে দেন। ধৈর্যের চেয়ে উত্তম ও সুপ্রশস্ত অন্য কোনো দান আল্লাহ কাউকে
প্রদান করেননি।’ (বুখারি ও মুসলিম)

২| ০৫ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫৯

চাঁদগাজী বলেছেন:



সফলতার পক্ষে ১২টি পয়েন্ট উল্লেখ করেছেন, এগুলো প্রাথমিকভাবে সামাজিক ও শিক্ষাগত ভাবনা, নাকি ধর্মীয় নিয়ম?

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব ধর্মীয় ভাবনা থেকেই সামাজিক ভাবনা বিকশিত হয়।
ধর্মীয় শিক্ষা কি সমাজে পরিবর্তনে্ ভূমিকা রাখেনা ?

৩| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০২

ইসিয়াক বলেছেন: চমৎকার পোস্ট।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ আপনাকে কবি ও সাহিত্যিক ইসিয়াক ভাই।
আপনার দোস্ত মনে হয় সরল পথের সন্ধান পেয়েছেন।
তার জন্য দোয়া রইলো। আমার জন্যও দোয়া করবেন।

৪| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০৯

নেওয়াজ আলি বলেছেন: এই লক ডাউনে দেশের গরিব লোক কী করে চলবে। তাদের কী যেমন কর্ম তেমন ফল হলো

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেশে যতই লক ডাউন হোক বা
কর্মহীন হোক মানুষ চলার পথ
থেমে থাকবেনা। বিপদ গজব
মানুেষের নিজ হাতের কামাই।
তাই কেউ কষ্টে থাকবে আবার
কেউ ভালোভাবেই জীবন পরিচালনা
করবে। এটাই আল্লাহর বিধান।

৫| ০৫ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৯

রানার ব্লগ বলেছেন: আপনার গাজীনামা কি শেষ??

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাবের ভাব শিষ্য খানসাবের
অনুরোধে ঘোষণা দিয়েইতো গাজীবন্দনা
করে গাজীনামা শেষ করা হয়েছে !

৬| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৯

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কার্য কারন সম্পর্ক খুব সুন্দর বলেছেন।এমনি এমনি মহা বিশ্বে কিছুই হয় না।হও বললাম আর হয়ে গেল এটা অসম্ভব।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি মহাজ্ঞা্নী মানুষ !!
আপনার যুক্তির সাথে আমাদের
যুক্তি মিলবেনা কারণ আমরা মহান
আল্লাহর বান্দা ও তার রসুল (সঃ) এর
উম্মত। আমরা পবিত্র কোরআনকে আমাদের
জীবন বিধান বলে বিশ্বাস করি।

৭| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৯

চাঁদগাজী বলেছেন:



রানার ব্লগ বলেছেন: আপনার গাজীনামা কি শেষ??

-অনেক চেষ্টা করে থামানো হয়েছে, আপনি সাঁকো নাড়ছেন কেন?

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শালুক ফুলের লাজদ নাই
রাইতে শালুক ফোটে লো
রাইতে শালুক ফোটে।
যার সাথে যার ভারোবাসা
সেইতো মজা লোটে !!

৮| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৪

রানার ব্লগ বলেছেন: চাঁদগাজী বলেছেন:



রানার ব্লগ বলেছেন: আপনার গাজীনামা কি শেষ??

-অনেক চেষ্টা করে থামানো হয়েছে, আপনি সাঁকো নাড়ছেন


শুনেছি সাকো নাড়লে পাগল ক্ষেপে, নুর ভাই??

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব পাগোল না!
তাকে যারা পাগল ভাবে
তারাই কিন্তু আসল পাগল !!

আপনার খায়েশ পূরণ করার জন্য
গাজীনামার অপ্রকাশিত কাব্য পাগল

৯| ০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৮

রাজীব নুর বলেছেন: সবুর করতে করতে মাথার চুল সাদা হতে শুরু করেছে। সহ্যের বাঁধ ভেঙ্গে যাচ্ছে।

০৫ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:


কোন কিছু নিয়ে অধৈর্য হবেন না।
পীড়াপীড়ি করাবেন না। ধৈর্য ধরুন।
কিছু চাইতে হলে সুন্দর করে বিনয়ের সাথে
সম্মান রেখে আল্লাহর কাছে চান। মানে রাখবেন
সবুরে মেওয়া ফলে

১০| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০০

রানার ব্লগ বলেছেন: আসেন জিকির করি

জিকির করি দমে দমে

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নারে পাগলা এভাবে নয় !!
ভণ্ডদের কি জিকির হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.