নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গুড বাই ফ্যাশন !!

০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৪৭


ইদানিং সামুকে গুডবাই জানানো যেন ফ্যাশনে পরিণত হয়েছে !! সবাই কারণে, অকারণে, মানে, অভিমানে রাগে, ক্ষোভে শুধু গুড বাই আর গুড বাই! আমার প্রশ্ন এত রাগ বা ক্ষোভ সামুর উপর ক্যানে ? সামুকে গুড বাই জানানোর উপরোক্ত কারণ ছাড়া অন্য একটি নিগুঢ় কারণ থাকতে পারে আর তা হলো সহ ব্লগারদের কোমল মনের ইমোশনাল ব্লক মেইলিং !! অর্থাৎ তার প্রত্যাশা সহ ব্লগাররা তাকে ইনিয়ে বিনিয়ে আবেগ আপ্লুত বাক্যে ব্লগে থাকার আকুতি জানাবেন আর তিনি তাদের অনুরোধে আবেগে আপ্লুত হয়ে তার পরিকল্পনা বাতিল করে ঠিকই সামুতে থেকে যাবেন। মনোবাসনা যদি তাই হয় তবে 'সেই তো নথ খসালি, তবে কেন লোক হাসালি'

আমার বক্তব্য পরিস্কারঃ ব্লগে কিছু নাস্তিক, দুর্মুখ, গোবর গনেশ, পল্টবিাজ ব্লগার আছেন। তারা বিভিন্নভাবে ভদ্র ও মার্জিত ব্লগারের লেখায় অযাচিত ও অপ্রসাঙ্গিক মন্তব্য করে খামোখাই ক্যাচাল সৃষ্টি করে ব্লগের সুস্থ্য পরিবেশ নষ্ট করার পায়তারা করে। সামু কর্তৃপক্ষ তাদের কঠোর হস্তে দমন করলেও কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। তবে আমার বক্তব্য হলো কারো যদি সামুকে ভালো না লাগে কা যদি কারো আক্রোশের শিকার হয়ে উপযুক্ত প্রতিউত্তর করার যোগ্যতা হারিয়ে নিজের গোস্যাকে সম্বরণ করতে না পারে তবে চলে যাবে এটা কোন দোষের কথা নয়। কারণ এ্ জগতটা হলো যোগা্দের জন্য। Survival of the fittest অর্থাৎ যোগ্যতমের বেঁচে থাকা। আপনি যদি কারো সাথে টক্কর দিতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েন তবে কেউ আপনাকে টেনে তুলবে সে আশা না করাই উত্তম। তবে emotionally blackmailing করে ই্নিয়ে বিনিয়ে পাঠকের কোমল মন ছুঁয়ে দিয়ে তাদের অনুরোধে সামুতে থেকে যাওয়ার ভোতা অস্ত্র ব্যবহার না করাই শ্রেয়। নেশা করা ভালোনা, নেশাতে নানান শারীরিক জটিলতার সৃষ্টি হয়। এটা আমরা জানি। সিগেরেটের প্যাকেটে লেখা থাকে ধুমপান ক্যান্সারের করণ হতে পারে। এসব জানা সত্বেও কেই যদি ধুমপান করে বা নেশা করে তখন তাদের উদ্দেশ্যে এ ছাড়া আর কি বলার থাকে "নেশা খাবি খা, মারা যাবি যা, চলে যাবি যা এত প্যাচাল ক্যা !"

আমিও কিছু কারণে প্রতিবাদ স্বরূপ সামু থেকে মাঝে মধ্যে দূরে থাকি নীরবে। তবে আবার ফিরে আসি আপন আলয়ে! সামুর অবারিত দ্বার যার যখন খুশি চলে যবে, যার যখন খুশি যাবে তাতে সামুর কিছুই যায় আসেনা। পুরাতন বিদায় নেবে নুতন আসবে এটাই যগতের নিয়ম। তবে সামু ছেড়ে চলে গেলে হয়তো আবার ফিরে আসা যায় কিন্তু ইহলোক থেকে একবার প্রস্থাণ করলে আর ফিরে আসার সুযোগ থাকেনা। আমরা আর ফিরে পাবোনা আমাদের অতি প্রিয় সজন গল্পকার আবু হেনা ভাইকে। তাই রাগ বা অভিমান করে সামুর প্রতি রুষ্ঠ হয়ে সামুকে গুডবাই না জানিয়ে যতদিন সম্ভব সবাই মিলে মিশে থাকি আমাদের সামুর আলয়ে। আর যদি যেতেই হয় তবে চলে যান নীরকে নিভৃতে একান্তই নিজের করে। কারো আবেগে নিজের শূণ্য পাল্লা ভারী করার অপপ্রয়াাস নাই বা করি ! ভার্চূয়াল যগত আবেগকে প্রশ্রয় দেয়না বা এখানে আবগের কোন্ মূল্য নাই। যে যেতে চায় তাকে শুভ বিদায়, গুড বাই !

বিঃদ্রঃ যারা সত্যিকার অর্থে সামুর উপর ত্যক্ত বিরক্ত হয়ে সবাইকে জানিয়ে সামুকে গুডবাই জানাতে চান, তাদের কাছে অনুরোধ যদি আপনার উদ্যেশ্য কারো সহানুভূতি আদায় করা নয় তবে দয়া করে আপনা্র লেখনীতে মন্তাব্য করার অপসনটি তুলে দিয়ে চিরতরে হারিয়ে যান, তখন কেউ আর আপনাকে ফিরিয়ে আসার আকুতি জানাবে না।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৪৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

চাঁদগাজী বলেছেন:



ব্লগে, তর্ক-বিতর্ক, আক্রমণ, বেফাঁস মন্তব্য ইত্যাদিতে কারো কারো মন খারাপ হতে পারে; সেটা নিয়ে কেহ কেহ ইমোশানেল হতে পারেন; আপনি উহা নিয়ে ফাটা বাঁশের মতো ঠাশ ঠাশ করছেন কেন?

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যারা বাস্তবতা বুঝেনা কাইন্দ জিততে চায়
তাদের জন্য ভীষণ করুনা হয়।
চলে যাবি যা
এত বাহানা ক্যা !!

২| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:১৬

আমি নই বলেছেন: ভাই, আমার মনে হয় নাস্তিকতাতে সমস্যা নেই, সমস্যা হল পল্টবিাজ ব্লগারদের নিয়ে। বেটারা দিনে ২-৪ টা করে পোষ্ট দিবে, আবার পোষ্টের বিষয়ে প্রশ্ন করলে অটিস্টিক বাচ্চাদের মত উত্তর দিবে, এক পোষ্টে নিজেকে নাস্তিক দাবী করবে তো আবার আর এক পোষ্টে ধর্ম প্রচার করবে, এরা গেলেই সামু আবার আগের অবস্থায় ফিরবে।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ আমি নই !! আসেলে আমরা কেউই নই
কি আর করা বলেন, করোনায় কাজ কাম নাই !!
তবে পল্টিবাজদের গ্রহণ যোগ্যতা খুবই কম।
এদেরকে পাত্তা না দিলেই হলো।

৩| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি বড় নির্মমভাবে লেখাটা লিখেছেন। ভার্চুয়াল জগতেও আবেগ থাকতে পারে। কারণ ব্লগাররা সবাই মানুষ। কাউকে আপনি অভিমান করতেও দিতে চান না মনে হচ্ছে।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যেখানে মান অভিমান বা চোখের পানির দাম নাই
সেখানে বিনা কারণে বরুনাস্ত্র দাগানোর কোন মানেই
হয়না। যদি যেতেই হয় চলে যান নীরবে্ কেন অপরের
সহানুভূতির বাসনা করেন !! আর থাকতে হলে থাকুন
কেউ তাড়াবে না যদিনা ব্লগের নিয়ম নীতির বিরুদ্ধে
অবস্থান নেন !! কে কখন কি বললো তাতে কিইবা
্এমন আসে যায়। এমন শিক্ষা পেতে পারেন
গাজীসাব ও তার শিষ্যের কাছে। ঝড় ঝঞ্ছাতেও
তাল গাছের মতো আছে এক পায়ে দাঁড়িয়ে !

৪| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৩৭

এস এম মামুন অর রশীদ বলেছেন: ভালো পোস্ট দিয়েছেন। ছিঁচকাঁদুনে, পাল্টিবাজ আর খিটখিটে ভাম পোস্ট বড়ই বিরক্তিকর।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যখন ১০০ পাঠক লেখাটি পাঠ করার পরেও শুধুমাত্র
গাজীসাব ছাড়া কেই মন্তব্য করার সাহস দেখায়নি
তখান ভাবলাম লেখাটি মনে হয় গ্রহণযোগ্য হয়নি বা
আমি উলোবনে মুক্তা ছড়িয়েছি। এখন পাঠকের স্বরব
উপস্থিতি আমার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি।
শুকনো গাঙ্গে একসময় জোয়ার আসবেই।

৫| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৪০

সাহাদাত উদরাজী বলেছেন: এটা একটা মেচিউরিটি, যা আপনি অনেক দিন ধরে অনলাইনে লিখে লিখে অর্জন করেছেন। আমিও করেছি, আমি বা আপনি বা যারা অনলাইনে লেখার সাথে জড়িত তাদের সবার এমন অভিজ্ঞতা আছে যে, কেহ না কেহ কোন না কোন ভাবে এমন বিরিক্তিকর পরিস্থিতিতে পড়েছেন। তবে আমি মনে করি রাগ ক্ষোভ যা আছে তা আপনিও দেখান, তবে ছেড়ে চলে যাবেন না। থেকে থেকেই ফাইট করুন, যা আমরা অনেকে করেছি এবং এখনো করছি কারন যা লিখি তাতে বিপক্ষের কেহ না কেহ এসেই পড়ে!

এখন সত্য চিন্তা না করতে পারার মত লোকের অবস্থান এই অনলাইনেও কম নয়!

আসুন, যুদ্ধ করি আবার বুকে বুক লাগিয়ে বলি, কেমন আছেন? এর চেয়ে আর বড় ধর্ম আর কি হতে পারে! সবাই থাকুন।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সাহাদাত উদরাজী ভাই দীর্ঘদিন পরে আমার
লেখায় আপনাকে পেয়ে পুলকিত ও উৎসাহিত হয়েছি।
ভাচুয়াল দুনিয়ায় কেউ কারো আপন নয়।
যদিনা কারো সাথে ব্যক্তিগত জানা শোনা হয়।

এখানে আবেগের কোন মূল্য নাই। এখানে টিকে থাকতে
হবে ক্ষুরধার মন্তব্য ও প্রতি মন্তব্য করে। কারো সাথে কথায়
হেরি গিয়ে নিজের চুল ছিড়া বা কেঁদে বুক ভাসানোর কানা কড়ি
মূল্য নাই। তাই কে গেল কে আসলো তার হিসাব কেউ রাখেনা।
আমি বা আপনিও রাখেন না। তবে ব্যতিক্রম আছে! যেমন ব্লগ
সুত্রে ব্যক্তিগত ভাবে পরিচিত জনা কয়েকের অনুপস্থিতে মন
কেমন কেমন করে !! যাদের মাঝে প্রামাণিক ভাই, নীল সাধু ভা্ই,
মেঝ দা, রব্বানী ভাই, চারু মান্নান ভাই, ছবি আপু, প্রমুখ।
ব্লগে আমার সাথে গাজীসাবের দা কুমড়ো সম্পর্ক তা সবার জানা
তবে আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি যদিও আমাদের পক্ষ হয়ে
অনেকে যুদ্ধ করেছেন, কেউ কেউ হুমকি ধমকিও দিয়েছেন, শত হাত
পানির নীচ থেকে আমাকে তুলে আনবার ঘোষণাও দিয়েছেন। তার পরেও
আছি আমি সেই আগের মতো। হয়তো থাকবো আমৃত্যু। কারণ ব্লগ আমার
ভালো লাগার উঠোন। দোয়া করবেন আমার সু-স্বস্থ্যের জন্য। ভালো থাকবেন।

৬| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রেজিঃ করার পর কখনো সামুকে ছেড়ে যাইনি, সামুও আমাকে তাড়ায়নি :D :D

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমিও যাইনি ঘুরে ফিরে ভিন্ন
নামে ভিন্ন আঙ্গিকে রয়ে গেছি আজও।
প্রথম আলো ব্লগের সহব্লগারদের কথা
মনে পড়ে। সেই সোনালী দিন গুলো
কোথায় হারিয়ে গেল জানা নেই।

৭| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: আপনি তো রসিক মানুষ। লেখায় রস নেই কেন?
আপনি মুরুব্বী, আপনি ঝামেলা মিটাবেন। আপনি ঢোলের বাড়ি দিয়ে হবে?

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রসের গাছ থেকেও সব সময় রস আশা করা যায়না!
চৈত্র মাসে খেজুর গাছে রস পাবেন ?
যার পক্ষে ওকালতি করছেন তিনিতো আপনাকে
এরশাদ উপাধি দিয়ে রেখেছেন। অবশ্য আপনি
এসবের তোয়াক্কা করেন না। আমি ঝামেলা মিটাতে
চাই কিন্তু তিনি আমাকে কথা বলার সুযোগ হরণ করেছেন।

৮| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৮

নান্দনিক নন্দিনী বলেছেন: কেউ ব্লগ ছেড়ে যেতে চাইলে রীতিমতো 'জামাই আদর' (শ্বশুরালয় থেকে জামাইকে যে সাধাসাধি করা হয়) শুরু হয়ে যায়।
ভাই কারো জন্য কিছু থেমে থাকে না। ব্লগার আসবে-যাবে, যিনি লিখতে পারেন তিনি অন্য প্ল্যাটফর্মে লিখবেন। সিম্পল।
এই যাচ্ছি-গেলাম কিন্তু - সত্যিই চলে যাচ্ছি টাইপের পোস্ট মাসে একটা থাকেই।
আমার জীবনের একমাত্র এইম ইন লাইফ 'কেউ চলে যেতে চাইলে আমি তাকে ফেরাই না'।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম যথার্থ বলেছেন !!
ধন্যবাদ আপনার সাহসী উচ্চারণের জন্য।
মানুষকে ইমোশনালী ব্লাক মেইলিং
করে ঝুড়ি ভর্তি করতে চায় ন্যাকামি দিয়ে।
কে গেল কে আসলো ভাচুয়াল দুনিয়া তার
খবর রাখেনা। একজন গেলে অন্যজন আসবে
যে লেখনিতে পাঠককে আকৃষ্ট করতে পারবে সে
থাকবে নয়ত প্রস্থান করতে হবে। আবেগের সুতোয়
টানা টা্নি করে এখানে টিকে থাকা যায়না। সুতরাং
চলে যাবি যা, না বলেই যা !

৯| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৭

স্প্যানকড বলেছেন: ভাইজান কথা হাছা কইছেন ।অনেকের লাজ শরম কম। সকালে নাস্তিক তো বিকালে আস্তিক! আমি অবশ্য এদের বলি
" না মরদ "। এদের গরুর থুক্কু গুরুর আবার এক নীতি। তবে আমার অভিজ্ঞতা থেকে বলছি, এখানে বাজে রাজনীতি চলে অনেকটা মাফিয়া শ্রেণীর হাতে জিম্মি মনে হয় সামু! একজন বহু পোস্ট দিতে পারে বাকীদের সাবধান করা হয়। অনেকের তো জায়গা হয় না। কেন? সামুর কাছে প্রশ্ন আপনার বরাত দিয়ে। এরা একটা দল! এরা ভদ্র কথা বলে। গনতন্ত্র চর্চা খুব করে। আদতে মিচকা শয়তান! লাত্থি দিলেও আপনারে সালাম দিবে, জিগাইবে " ভাইজান ভালো আছেন? " অন্যদিকে আপনাকে শিকড়হীন করার ব্যবস্থা করবে। অনেকে তাদের সাথে পারে না বলে নিজের সম্মান নিয়ে চলে যেতে চায়। আচ্ছা! সামু কি কারো কথায় উঠে বসে? নইলে সম্মানিত মডারেটর গন খুব ভালো করে জানেন।তারপর ও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয় না কেন? তাদের টাকায় চলে সামু? ভালো থাকবেন। দুঃখিত আপনার সময় নষ্ট করলাম।

০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ স্প্যানকড
তবে আমি লিখি আমার মনের হরষে
আবার প্রতিবাদী হলে লেখাজোকা বন্ধ করে দেই।
আবার ফিরেও আসি নিজের তাগিদে। অন্যায় বা
অসামাঞ্জস্যতা দেখলে প্রদিবাদী হই। বিনা যুদ্ধে
নাহি দেই সুচাগ্র মেদিনী। সামুর নিজস্য পরিচালনা
পর্য়দ আছে। তারা যানে কি করে সামুকে পরিচালনা
করবেন, ও ব্যাপারে আমার মাথাব্যথা নাই। তবে লেজুর
বৃত্তি করা আমি সায় দেই না। এখানে লিখলে আমি বড়
কিছু হয়ে গেলাম আর না লিখলে আকাশ ভেঙ্গে যখন মাথায়
পড়ার সম্ভাবনা নাই তখন হু কেয়ারস হট গোয়িং অন !

১০| ০৬ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫৪

চাঁদগাজী বলেছেন:



সামুতে হয়তো ৩/৪ হাজার একটিভ ব্লগার আছেন; এঁরাই আমাদের জাতির শিক্ষিত অংশের 'সেম্পল'; এঁদের আচরণ, ভাবনাচিন্তা, ধারণা, বক্তব্য ইত্যাদি আমাদের জাতিকে রিপ্রেজেন্ট করছে; আপনারা যা বলছেন, যা লিখছেন, সেটাই আমাদের সমটিগত দৃষ্টিভংগি।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ গাজীসাব লেটনাইট ব্রেকিং মন্তব্যের জন্য।
আসলে আমরা কি" কি আমাদের 'অন্তর্নিহিত জ্ঞান, সংস্কৃতির
চর্চা তা আমাদের লেখনীর মাঝেই প্রকাশ পায়। কে কতটা দৃঢ়চেতা
কার নীতি দোদুল্যমান তার বহিঃপ্রকাশ ঘটে তার লেখায়. মন্তব্যে।
এজন্য ঘটা করে বোর্ড বসিয়ে তুলাযন্ত্রে নিরুপন করার আবশ্যকতা নেই।
এখানে যারা টিকে থাকে তারা স্বমহিমায়ই টিকে থাকে আর যারা গুডবাই
জানায় তারা দূর্বল চরিত্রের মানুষ। তাদের জন্য করুনা ছাড়া কিছুই অবশিষ্ট
নাই আমার কাছে।

১১| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৪৪

রিফাত হোসেন বলেছেন: কিছু মাল্টি নিকের বা সিন্ডিকেট জাতীয় ব্লগারের ব্লগ ছেড়ে যাওয়াকে, আমায় কাদায় না। এদের ব্যবহারে শিক্ষার অভাব রয়েছে।

তবে আসলেই যারা ব্লগিং এর মত ব্লগিং করে তাদের অভাব অনুভব করি ও করব। আমি অফলাইনে পড়ে যাই। যদিও অফলাইন বলতে বুঝিয়েছি লগ ইন না করে। তবে আমি পড়ি। ব্লগ যেন মিশে যাচ্ছে আমার মধ্যে। বলতে পারেন অভ্যাসে পরিণত হয়েছে। আমি মানুষের বিশ্লেষণ বুঝার চেষ্টা করি, আমার মধ্যে ধারণার পাথর্ক্য কে মিলিয়ে দেখি। এতে বুঝা যায় বিভিন্ন মানুষের বিচার ও নিজের ধ্যান ধারণা মিল-অমিল কতটুকু। এতে শুদ্ধিকরণ পদ্ধতিটা সহজতর হয়। আর জানার তো শেষ নাই। ভাল লাগে পড়তে। সাথে থাকুন।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ রিফাত হোসেন ভাই
আপনিও অনেক দিন পরে আজ আমার ব্লগে।
সত্যি কথা বলতে কি আমরা ইতিহাস থেকে শিক্ষা নেইনা।
যদি আমরা পূর্বের ইতিহাস দেখতাম বা মনে রাখতাম তা হলে
আজ এমন পরিস্থিতির উদ্ভব হতো না। যা হোক কারো চলে যাওয়াতে
যদি শুদ্ধিকরন পদ্ধতি হয় তা হলে ক্ষতি কি? ভাচুয়াল জগত আবেগের
মূল্যায়ণ করেনা। ভালা থাকবেন।

১২| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৩

সিগনেচার নসিব বলেছেন: এসব কমেডি উপভোগ্য। সকল পরিস্থিতিতে স্বাভাবিক থাকা হিউম্যান স্পিরিট।
সকল শ্রেনির ব্লগারদের জন্য ই শুভকামনা রইলো।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনার জন্যও শুভকামনা সিগনেচার নসিব
আমি সব সময় স্বাভাবিক থাকতে চাই তবে
মানব চরিত্র এমন যে সব সময় এক ট্রাকে
থাকেনা। আপনাকে ধন্য্যবাদ

১৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৩

কাওসার চৌধুরী বলেছেন:


ব্লগ ছেড়ে যাওয়া মোটেও কাম্য নয়। মন খারাপ হলে কিংবা সহ ব্লগারদের কোন মন্তব্যে আঘাত পেলে সাময়িক বিরতি দিয়ে ফিরে আসাটাই শ্রেয়। তবে, লেখার বিষয়বস্তুকে বাদ দিয়ে লেখককে অযাচিতভাবে আক্রমন করা মোটেও কাম্য নয়। সহ ব্লগারদের প্রতি এই সম্মানবোধ থাকতে হবে। সবাই ভালো লিখবে না, কিংবা তার লেখা আপনার মনের মতো নাও হতে পারে। এ বিষয়ে সম্ভব হলে কমেন্টে গঠনমূলক আলোচনা হতে পারে। এতে লেখক এবং পাঠক উভয়ই উপকৃত হবেন।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাওসার ভাই আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য।
আপনার পরামর্শের জন্য ধন্যবাদ এর্বং এটাই নিয়ম।
কিন্ত তিনি যদি তার পোস্টে আমাকে মন্তব্য করার
অপশন ব্লক করে দেয় তখন ফিরতি পোস্ট না দিয়ে
উপায় থাকেনা। তি্নি সমালোচনা পছন্দ করেন না।
তাই যার মন্তব্য ভালো লাগেনা তাকে তি্নি ব্লক করে
দিয়ে নিরাপদ থাকতে চান। কিন্তু ব্লগে এটা চলেনা
থাকতে হলে যুদ্ধ করেই থাকতে হবে। মাছ ধরতে হবে
উত্তাল সমুদ্রে তা হলেই শিকারী। শান্তু পুকুরে ছিপ ফেলে
মৎস ধরাকে আমি শিকারি বলিনা।

১৪| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ২:৫৬

ত্রিশিলা বলেছেন: আমি ফিরলাম ৩ বছর পর

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আলহামদুলিল্লাহ !
ফিরে আসার জন্য ধন্যবাদ
নীরবে যাবেন জানিয়ে আসবেন।
শুভকামনা রইলো আগামীর জন্য্য।

১৫| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৩:০৩

স্প্যানকড বলেছেন: ঠিক বলেছেন " হু কেয়ারস! " তবে ব্লগে অন্যের পোষা কিছু জন্তু জানোয়ার আছে। তারা গুতাগুতি করে। ইহা করিয়া উনারা ব্লগ গরম করিয়া থাকে এর বেশী কিছু না। কিন্তু বাস্তবে এই গুতাগুতি দেশের কোন উন্নয়ন কাজে আসে? একদম না। যদি আসে তাহলে বলব, গুতাগুতি চালু রাখেন দেশ উন্নয়ন হওয়া দরকার। অনেকে এখানে নিজেকে বহু কিছু মনে করে।অথচ নিজ এলাকার এক বিদ্যুৎ খুঁটি থেকে আরেক খুঁটি চিনে কি না সন্দেহ আছে ! যাক যে যেভাবে খুশী থাক আমার কি ? ভালো থাকবেন। সাবধানে থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্প্যানকড বি কুল !!
একসময় দেখবেন আগাছা পরিস্কার হয়ে গেছে
দক্ষ কৃষকের নিড়ানির ফলে। বাড়তে দিন যত ইচ্ছা
একসময় তা উপড়ে পড়বেই।

১৬| ০৭ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:৪৭

জিকোব্লগ বলেছেন:



ব্লগাররা গুড বাই দেয় মোটামুটি কয়েকটি কারণে :
(১) সারভাইভাল টেস্টে ফেল করায়
(২) মন খারাপ থেকে
(৩) কর্মব্যস্ততার কারণে
(৪) বিকল্প লেখার প্লাটফর্ম পেয়ে
(৫) সুলাইমানি ব্যান খাওয়ায়
(৬) না ফেরার দেশে চলে গেলে

বেশিরভাগ ক্ষেত্রে ১ ও ২ নং কারণে সহানুভূতির আশা করে
গুড বাই পোস্ট পুস্টায়। কারণ তারা একটু হলেও, সহানুভূতি
পেলে থেকে যেতে চায়।এইতো কিছুদিন আগে একজন ব্লগার
চলে যেতে চেয়ে শান্তি চুক্তি করে আবার ফিরে এলো। আপনি
কেন যে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে গেলেন? মনের দুঃখে
বেচারা তার পুস্টগুলোও ড্রাফট করলো অথবা মুছে ফেললো।
সহানুভূতি পেলে এই ব্লগারও হয়তো থেকে যেতো। আপনার
বুঝতে হবে এই ব্লগার মহিলা। আর মহিলাদের আবেগ
অনুভূতি স্বভাবতই একটু বেশিই থাকে।

আপনার বয়স কত হলো?

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জিকোব্লগ দাদা
ভার্চুয়াল দুনিয়া বড়ই নিষ্ঠুর
কেউ কাউকে মনে রাখেনা প্রয়োজন ছাড়া।
এখানে আবেগ কিংবা ছিচ কাঁদুনেদের কোন
স্থান নাই। যে কেউ যে কোন কারনে ব্লগ ছাড়বে
বা ফিরে আসবে তা নিতান্তই তার ব্যক্তিগত বিষঢ।
তা নিয়ে কােরো আবেগের ঝুলি টানাটানি করবে
তা কাম্য নয়। কে হোাক আরী কিংবা পুরুষ।
আপনাকে কেউ এখানে নিমন্ত্রণ করে আনে নাই
আবার যেতেও বলে নাই। আসবেন যাবেন নিজের
ইচ্ছায় এটা আপনার অধিকার।

বয়সে সিনিয়র সিটিজেন !! ভালো থাকবেন

১৭| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২০

রানার ব্লগ বলেছেন: নিজের জনপ্রিয়তা যাচাইয়ের একটা নিম্ন মানের পন্থা।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনারন মূল্যয়ণ যথার্থ !!
আপনার জন্য শুভকামনা।

১৮| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২১

রানার ব্লগ বলেছেন: আচ্ছা আপনার বাড়ি উজিরপুর আমার বাড়ি বরগুনা।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ রানার ব্লগ।
বরগুনায় কখনো যাওয়া হয়নি তবে
এমার এক ক্লসমেট ছিলো তার বাড়ি
বরগুনার আমড়া গাছিয়া। যদিও এখন
তার সাথে আর কোন যোগাযোগ নাই।
ভালো থাকবেন

১৯| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০২

স্প্যানকড বলেছেন: আমি কুল আছি। কেউ অহেতুক গুতাইলে ছাড়ি না। আগাছা পরগাছা দুইটা খুব বেশী নাই আসলে একটা ভালো নিড়ানি দিলে কমবে। বটগাছটা আশ্রয় দেয় ঐ টার শাখা প্রশাখা এগুলি মানে আন্ডা বাচ্চা! ভালো থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ স্প্যানকড
আমার স্বভাবও তাই।
অসংগতি বা কেউ ভুল বকলে
তাকে ছাড় দেইনা যে যতই প্রভাবশালী
কিংবা শক্তিধর হোকনা কেন। যুক্তিতে আসতে
হবে কাইন্দা জিতার সুযোগ নাই।

২০| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: মুরুব্বী তারা আবার সামুতে ফিরে আসবে।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আসুক ফিরে বাধা নাই
তবে ছিচকাদুনিদের যায়গা নাই।
সেতো আপনাকে এরশাদ খেতাব
দিয়ে ছিলেন তাই না ?

২১| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




ব্লগে যারা কন্ট্রিবিউট করেন, তাঁদের চলে যাওয়া উচিৎ নয়। এমনকি তার-ছেড়াদের পাল্লায় পড়লেও।

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমারও তাই মত
বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র্ মেদিনী।

২২| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:৪৬

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাক স্বাধীনতা নেই।
এই কথাটি যে বলতে পারছেন এটা কি বাক স্বাধীনতা নয়?

পৃথিবীর কোন দেশেই বাংলাদেশের মতো এতো ফ্রি বাক স্বাধীনতা নেই।
অন্য দেশে সমাবেশ করতে গেলেও অনুমতি লাগে।
আর আমরা চিৎকার করে সমাবেশ করি।
ভাঙচুর করি।
জ্বালাই , পোড়াই ।
কোন সমস্যা নেই ।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে বলে বাক স্বাধীনতা নাই

যা খুশি তাই বলি
আপন মনে চলি
চলে যাবার কথা বলে
করি জল কেলি !!


সেইতো ফিরে এলি
তবে ক্যান লোক হাসালি

২৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫০

স্প্যানকড বলেছেন: ব্লগে আছে ? তেমন পরিবেশ আছে ? কিছু লোক মুখে লম্বা চওড়া কথা কয় দেশ নিয়া ভাবে গনতন্ত্র নিয়া ভাবে। দুই দিন উনাদের কথার উপর কথা কন বা সোজা কথায় তেল মারা ছেড়ে দেন দেখবেন আপনারে কি করে! মানে স্বৈরাচারী মনোভাব ! ছিঃ! মানুষ এত নীচ । ব্লগে এসে আরো পরিষ্কার দেখতে পাচ্ছি।

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শূণ্য কলস বাজে বেশী

কথায় শুধু বড় বোল
লম্ফ ঝম্ফ করে,
নন্দলাল এদের নাম
শূধূ চিন্তা করে মরে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.