নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সভ্য মানুষের অসভ্য কালচারঃ জাপানীদের স্বাচ্ছন্দ্য সিলিকন পুতুলে

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:১৯


এককালে একান্নবর্তী পরিবারের সুনাম ছিলো জাপানীদের। বাবা, মা, দাদা দাদী নাতি নাতকুড় নিয়ে ছিলো তাদের ঐতিহ্যবাহী পাবিারকি বন্ধন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যানুযায়ী জাপানের লোকেরা ৭৫ বছর পর্যন্ত কোন ধরনের দূরারোগ্য রোগে আক্রান্ত হওয়া ছাড়াই বেঁচে থাকেন। মানসিক চাপ কম থাকা তাদের দীর্ঘ জীবন বেঁচে থাকতে সহায়তা করে। এ দেশের নারীদের গড়আয়ু প্রায় ৮৭ বছর এবং পুরুষের গড় আয়ু প্রায় ৮০ বছর। বিজ্ঞানীরা এই দীর্ঘায়ুর কারণ হিসেবে জাপানিদের খাদ্যাভ্যাসের কথা বলছেন। মাছ আর শাকসবজি দিয়ে তৈরি তাদের অসাধারণ খাবারগুলো তাদের জীবনের দৈর্ঘ্য অনেক বাড়িয়ে দেয়।জিনগত কারণেও জাপানিরা বেশি আয়ু পেয়ে থাকেন বলে বিজ্ঞানীদের ধারণা। দৈহিক গড়নে ছোট অর্থাৎ বেঁটে মানুষ সমবয়সী লম্বা মানুষের চেয়ে বেশি দিন বাঁচে। এ ছাড়া জেরিয়াট্রিক মেডিসিন বা বার্ধক্য সংক্রান্ত অসুখ-বিসুখের চিকিৎসার ক্ষেত্রে জাপান বেশ উন্নতি করেছে। বিশেষ করে ক্যান্সার, হৃদরোগ ও স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে প্রভুত উন্নতি হয়েছে। জাপনীদের ঐতিহ্যবাহী সেই কালচার আজ বিলুপ্ত প্রায়। বর্তমানে জাপানে একান্নবর্তী পরিবারের সংখ্যা কমে আসছে। শুরু হচ্ছে অসভ্য কালচার। জাপানের অনেক পুরুষ তাদের সঙ্গী হিসেবে পুতুলকে (সেক্স ডল) বেছে নিচ্ছেন। মানুষের তৈরি এসব পুতুলসঙ্গীদের সঙ্গে মানসিক বন্ধনও গড়ে তুলেছেন তারা। পাশাপাশি এদের সংখ্যাটাও দিন দিন বাড়ছে। সমালোচকেরা বলছেন পুরুষেরা যে একাকীত্ব বোধ করে সে কারণেই এমন অবস্থা তৈরি হয়েছে। এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে জাপানের অসংখ্য পুরুষ সিলিকন রোমান্সের দিকে ঝুঁকছে ও এদের সংখ্যাটাও দিনে দিনে বাড়ছে। প্রতি বছর দেশটিতে প্রায় দুই হাজারের মতো 'সেক্স ডল' বিক্রি হয়। যার প্রতিটির দাম অন্তত ছয় হাজার ডলার। জাপানের অনেক পুরুষ আর মানুষের সাথে বসবাস করতে চান না। তারা তাদের মানুষরূপী সঙ্গীদের নিয়ে অনেক খুশী এবং অনেকে বলছেন তারা আর কখনো কোনো মানুষের (নারী) কাছে ফিরে যাবেন না। মানুষের তৈরি এসব সঙ্গীদের সাথে মানসিক বন্ধনও গড়ে তুলেছেন অনেক ক্রেতা।

(নিজের পুতুলকে নিয়ে ছবি তুলছেন মাসায়ুকি)
৪৫ বছর বয়সী মাসায়ুকি ওজাকি বলছেন তাঁর সিলিকন পুতুলের প্রেমেই তিনি মগ্ন হয়ে থাকেন। এমনকি কর্মক্ষেত্রে যদি কোনো কিছু ভালো না যায়, বা দিনটা যদি ভালো নাও কাটে তাতেও ওই পুতুলের প্রতি তার ভালোবাসা কমে না। "সে সবসময় জেগে আছে, আমার জন্য অপেক্ষায় আছে এটা মনে করে আমি নিরাপদ বোধ করি" বলেন মাসায়ুকি ওজাকি। মাসায়ুকি তাঁর সঙ্গী পুতুলের নাম দিয়েছেন মায়ু। মাসায়ুকি বলেন, "আমি ভাবতেই পারিনা আর কোনো মানুষের সাথে থাকার কথা। মায়ুকে নিয়ে আমি কবরে যেতে চাই"-বলছিলেন মাসায়ুকি। "জাপানি মেয়েরা নির্মম হৃদয়ের, স্বার্থপর। পুরুষেরা চায় এমন কেউ তার পাশে থাকুক যে তার পাশে থাকুক, কাজ থেকেআসার পর যার সাথে সুন্দর সময় কাটানো যায় এমন কেউ। সেক্স ডলের সাথে আমি তেমনটা করতে পারি"
সূত্রঃ সিলিকন ভালোবাসায় মগ্ন জাপানিরা

বিঃদ্রঃ একটু বিনোদনের জন্যঃ সব সময় গুরুগম্ভীর আলোচনা নয়, মাঝে মাঝে চাই বিনোদন।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৩৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৩৭) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:২৯

রানার ব্লগ বলেছেন: দিনে দিনে মানুষ অনেক বেশি কর্পোরেট হয়ে যাচ্ছে, আমি একজন কে চিনি তিনি তার মেয়ে কে শিখিয়ে দিচ্ছেন কি করে জামাইয়ের টাকা পয়সা নিজের হাতে নেয়া যায়, এক মেয়েকে চিনি যিনি গর্বের সাথে বলছে ভালো মত খশিয়ে নেই, বিয়ের সময় কঞ্জুসি করছে, ভালোবাসা, মমত্ববোধ, এই গুলা হারিয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই মানুষ তা সংগী হিসেবে এমন কেউ কে চায় যে তার জন্য সারাদিনের ব্যাস্ততার মাঝেও সময় বের করে নিবে, তাকে সংগো দেবে। যখন এমন পাচ্ছে না তখন মানুষ বিকল্প কিছুর আশ্রয় নিচ্ছে। বেচে থাকাটা জরুরি।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানুষ জ্ঞান বিজ্ঞানে যতই উন্নত হচ্ছে
মানবিক গুনাবলী ততই লোপ পাচ্ছে।
মানুষ এখন আর কারো উপর আস্থা রাখতে
পারছে না্ তাই তারা ভার্চূয়াল জগতে আকৃষ্ট
হচ্ছে। যেখা্নে অশান্তিটা কম।

২| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: বোরখা পরিয়ে দিলে কেমন হয়।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তাইলেতো আপনার ষোল কলা পূর্ণ হয়।
জাপানী পুতুলকে ইসলামের লেবাস !!
ইসলাম বিদ্বেষী মনোভাব আর কতকাল?
ইসলাম হেটার্সকে আমরা ঘৃনা করি।

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৬

স্প্যানকড বলেছেন: আসলে এই ভার্চুয়াল জগতে আমরা এত ডুবে আছি যে, কিছু বলার নেই। এখন অনেকে মারা গেছে শুনলে ইমোজি ব্যবহার করে। ইন্না নিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন লিখতে চায় না। আমার পরিচিত এক আন্টি সেদিন দুঃখ করে বলল, তাঁর একমাত্র ছেলে আর ছেলের বউ বেশীরভাগ সময় মোবাইল নিয়া ব্যস্ত থাকে। তাঁকে তেমন সময় দেয় না। সামাজিক হতে যেয়ে আরও অসামাজিক হচ্ছে সবাই। রোবট হয়ে যাচ্ছে। পারমাণবিক আঘাত পাওয়া দেশের লোক কখন কি করে বলা মুশকিল ! ভালো থাকবেন। সাবধানে থাকবেন।

০৭ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যতদিন পর্যন্ত পৃথিবীতে স্নেহ, মায়া মমতা থাকবে
ততদিন পৃথিবী টিকে থাকবে। এর ব্যত্যয় ঘটলে
ধ্বংশ হবে পৃথিবী। এখন সব কিছুতেই ভেজাল.
কৃত্তিমতা। নিখাদ মায়ের ভালোবাসাতেও এখন
রয়েছে স্বার্থপরতা। সামাজিকতা, লৌকিকতা,
আতিথিয়তা বিদায় নিয়েছে বহু আগে। আমরা
অপেক্ষা করছি এর শেষ দেখার জন্য।

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২১

মরুভূমির জলদস্যু বলেছেন: বাংলাদেশেও অনেকের স্বপ্ন আছে এমন নির্বাক সঙ্গী পাওয়ার।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

হতেই পারে !! নিঝঞ্ছাট, বায়না ধরেনা্, ঝগড়া করেনা
কোন দাবী দাওয়া নাই, যেমন ইচ্ছা ব্যবহার করা যায়
মুখ কোন টু শব্দটিও করবেনা। কে না চায় সুখী হতে
এমন নির্বিরোাধী সঙ্গী!!

৫| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অতি আধুনিক, অতি প্রযুক্তি নির্ভর, অতি সুখী হলে বোধহয় এমনই হয়। এর আগে জাপানী মহিলাদের বাচ্চা পুতুল নিয়ে অবসেসানের কথা জেনেছিলাম। ঠিক এই লেখার মতই সেই বাচ্চা শিশুকে(পুতুল) নিয়ে শপিং-এ যায়, ঘরে থাকে, বেড়াতে যায়...

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমরাআধুনিক হচ্ছি
কিন্তু বিসর্জন দিচ্ছি আবেগ
অনুভূতি, সামাজিকতা।
বিজ্ঞানের কল্যাণে এম্ও
দিন আসবে যখ্ন এক একে ট্যাবলেটে
সারা যাবে সকালের নাস্তা, দুপুরের আহার
এবং রাতের ডিনার। তখ্ন অথর্ব হেয়ে যাবে
মানুষ। কামনা করবে ইচ্ছা মরণ ।হয়তা
সে দি্ন খুব একটা দূরে নাই।

৬| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩৩

শোভন শামস বলেছেন: যান্ত্রিক জীবনে মানবিক সংঘাত এড়াতে এই চেষ্টা
প্রকৃতিকে পাশ কাটিয়ে কতদুর আর যাবে

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রকৃতিকে পাশ কাটিয়ে সুখ খুজলে
প্রকৃতি তা সহ্য করবে কি? এর পরিনাম
হতে পারে ভয়াবহ!

৭| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৫

রাজীব নুর বলেছেন: জাপান অতি সভ্য দেশ। ভদ্র দেশ। মধ্যপ্রাচ্য দেশ গুলোর মতোন বর্বর না।

০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জাপান অতি সভ্য দেশ তা তো বটে্ই
আপনারও কি এমন্ একটা পুতুল চাই?

৮| ০৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:০৪

মোঃ মাইদুল সরকার বলেছেন: সামনে আরও দুর্দিণ আসছে.......................

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যায় দিন ভালা
আসে দিন খারাপ
এটাই রীতি !

৯| ০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৯

নেওয়াজ আলি বলেছেন: ঈদ সামনে রেখে দাম বাড়বে নাকি কমবে B-)

০৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উপলক্ষ ঈদ নয় !!
করোনা মহামারিতে নিরাপত্তা
জনিত কারণে দাম বাড়ার সমুহ
সম্ভবনা আছে !
তবে আপনার আমার দাম নিয়ে
টেনশন না করলেও চলবে। ছেড়া
কাথায় শুয়ে চাঁদ ধরা আমাদের পক্ষে
সম্ভব হবে না।

১০| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:১২

সুখী এলিয়েন বলেছেন: মানুষ অমানবিক হয়ে যাচ্ছে।

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানুষ মনুষত্বহীন হয়ে যাচ্ছে !!
সৃষ্টির সেরা জীব বলে দাবী করার
অধিকার হারাচ্ছে।

১১| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩৬

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,




জীবনযুদ্ধে মানুষ ক্রমাগতই একাকী হয়ে পড়ছে, হয়ে পড়ছে মায়া-মমতাহীন কলের পুতুলের মতো। ফলে ঘর-সংসারের টানে ভাটা লেগেছে, পারিবারিক বন্ধন খসে যাচ্ছে দ্রুত।

আপনার এই বিনোদনটি থেকে এটাই পরিষ্কার যে, মানুষ নিত্যদিনের সংঘাত এড়িয়ে নির্বিঘ্নে একাকী আনন্দে থাকার কৌশলের প্রতি ঝুঁকছে দিন দিন।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জি এস ভাই "জাপানি মেয়েরা নির্মম হৃদয়ের, স্বার্থপর হয়ে থাকে।
তাদের এ্ই নির্মমতার কারণে পুরুষ ত্যক্ত বিরক্ত হয়ে সিলিকন
পুতুলের প্রেমে মজেছে। সেখা্নে কোন সংঘাত নাই। ভালােবাসার
কমতিও নাই। মানুষ একা থাকতে পারে কিন্তু শত্রু পরিবেষ্টিত হয়ে নয়।

১২| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৮

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন:

জাপান অতি সভ্য দেশ তা তো বটে্ই
আপনারও কি এমন্ একটা পুতুল চাই?

না চাই না।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

লজ্জার কিছু নাই খানসাব
ট্রাইওয়ান!!

১৩| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৩

মা.হাসান বলেছেন: এটা অসভ্য হবে কেনো? :||
ভিন্ন কালচার হলেই অসভ্য হয় না।
এই পুতুলের বয়স বাড়ে না, ধোয়া-মোছা করা যায়, ফলে অন্যের সাথে শেয়ার করতে সমস্যা নেই, পুতুলের মেইনটেন্যান্স খরচ নাই B-)) , প্রতি দিন পুতুলের মাথা ব্যথা হয় না- অনেক সুবিধা। কতৃপক্ষের কাছে দাবি জানাই, এই পুতুল বাংলাদেশেও আমদানি করা হউক।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সিলিকনে তৈরী একটা পুতুলের সাথে
য়ৌনাচার এটা কোন সভ্যতায় পরে
আমার জানা নাই।
বাংলাদেশে আমদানী হলে মা.হাসান ভাই
হবেন প্রথম ক্রেতা !! =p~

১৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১২:৫৬

নতুন বলেছেন: এটা এক ধরনের মানুষিক সমস্যা ভাই। অসভ্যতার কিছু নাই।

আমাদের দেশের মানুষের মাঝে যেই ভন্ডামী আছে সেটা আরো বেশি খারাপ।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মানষিক সমস্যার চিকিৎসায় এমন অপচিকিৎসা গ্রহনযোগ্য নয়।
রাবারের সাথে যৌনকেলী কোন সভ্য মানুষ মেনে নিতে পারে বলে
আমার জানা নাই।

১৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১:০৭

মা.হাসান বলেছেন: নূরু ভাই, যেমনটা পোস্টে বলেছেন, সিলিকন ডলের দাম ছয় হাজার ডলারের কম না। দেশে এটা ইমপোর্ট করা হলে ইমপোর্ট ট্যাক্স-ভ্যাট-লাভ সহ দশ লাখ টাকার মতো পড়ে যাবে। কিরপিন এত টাকা পুতুলের পিছনে খরচ করবে না। তবে আমদানি কারক যদি রিভিউ করার জন্য সৌজন্য কপি দেয় তবে ফ্রি রিভিউ দিতে রাজি আছি :P

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যদি কোন আমদানীকারক ভবিষ্য্যতে এই সিলিকন পুতুল আমদানী করে
তবে তার বহুল প্রচার ও ব্যবসায়াক সাফল্যের জন্য শুধু রিভেউ নয় এর
ড্যামো যেন মা. হাসান ভাইকে দিয়ে করানো হয় তার জন্য জোর লবিং করবো।
এবার খুশিতো দাদা!! :`>

১৬| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৩:২৮

অনল চৌধুরী বলেছেন: পরকিয়া আর বউ পিটানোর চেয়ে ইহা অনেক উত্তম।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৫:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনল দাদা দুধের স্বাদ যদি ঘোলে মিটতো
তা হলে মুনুষ দুধ ছেড়ে ঘোল পান করতো।

১৭| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৩:৩৪

অনল চৌধুরী বলেছেন: আপনি পরীক্ষা না করিয়াই ক্যিভাবে বুঝিলেন যে ইহা দুধ,নহে, ঘোল?
জাপানীরা তো বোকা নহে।
উহারা বহু পরীক্ষা-নিরীক্ষা করিয়া ইহার কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হইয়াছে।
আর এর দাম মাত্র ৩০০/৫০০ ডলার যা বাংলাদেশী টাকায় মাত্র ২৮ থেকে ৪২ হাজার।
১০ লাখ না, যে ভয় কেউ কেউ পাচ্ছে।https://www.alibaba.com/product-detail/Realistic-full-anime-158cm-Big-Ass_62546793837.html?spm=a2700.7735675.normal_offer.d_title.79ec148ewTdmqj

০৯ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনল দাদা এতো রীতিমতো গবেষণা।
তবে আপনার পুতুল আর জাপানী পুতুলের
পার্থক্য বিস্তর। আপনার পুতুল আবেগহীন
নিস্প্রাণ। পক্ষান্তরে জাপানী সিলিকন পুতুল
মানবিক অনেক গুনাবলী সম্পন্ন। তাই দাম
একটু বেশী। তার পরেও যিনি এমন একটা
পুতুল পাওয়ার আকাঙ্খা করছেন তার জন্য
দুধের স্বাদ ঘোলে মিটলেও মিটতে পারে !!
হাহাহা

১৮| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৪

অনল চৌধুরী বলেছেন: ধন্যবাদ।
গবেষকের কাজই তো যেকোনো বিষয়ে গবেষণা করা, তা্ইনা !!!

এখনকার দিনে মোটামুটি কম খরচে একটা বিয়ে করতে গেলেও প্রায় ৩০/৩৫ লাখ লাগে।
নতুন ফ্ল্যাট বা গাড়ি কিনতে হলে খরচটা উঠে যায় কয়েক কোটিতে।
তারপরও যৌতুক, পরকিয়া বা অন্য কোনো কারণে যেকেোনো মুহুর্তে বিচ্ছেদ হতে পারে। তখন শুরু আইনী জটিলতা।
সুতরাং ১০ লাখ গেলেও পুতুলেই অতি উত্তম বলে মনে করি।

১০ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মা. হাসান ভাইয়ের মতো আপনিও পুতুলে আসক্ত =p~
আমদানী করতেই হবে দেখছি !! পারমিশন পাবোতো B:-/ !!

১৯| ১১ ই এপ্রিল, ২০২১ ভোর ৪:০২

অনল চৌধুরী বলেছেন: আমি কোনোকালেই অস্বাভাবিক কিছুতে আসক্ত না। আমার টেলিফোন কাহিনী পড়েছেন তো?
শুধু বাস্তব পরিস্থিতি উল্লেখ করেছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.