নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

উট পাখির আচরণ নন্দলালদের অন্ধ অনুকরন !

০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২


নন্দলালতো একদা একটা করিলো ভিষণ পণ,
যা করে হোক দেশের তরে রাখিবে সে জীবন।

অথবা
করিতে পারিনা কাজ, সদা ভয় সদা লাজ
সন্ধেহে সংকল্প টলে, পাছে লোকে কিছু বলে।

যে জেলে উত্তাল সাগরে ঢেউয়ের সাথে যুদ্ধ করে মাছ শিকার করে সেও শিকারী আবার যে শিকারী হেমন্তের পড়ন্ত বিকেলে সান্ত পুকুরে ছিপ দিয়ে মাছ শিকার করে তিনিও শিকারী। দু'জন মাছ শিকারী হলেও তাদের মাঝে যে কত যোজন ব্যবধান তা অতি সহজেই অনুমেয়। দুজনের সাহস ও মনো্বলে আকাশ পাতাল পার্থক্য। আমাদের সমাজে এমন ধারার অনেক মানুষ আছেন যার নিজেকে বড় একটা কিছু মনে করলেও যখন সমস্যা দেখা দেয় তখন পাশ কাটিয়ে নিজের গা বাচিয়ে চলতো পছন্দ করেন। তারা ঝড়ো হাওয়ায় নদীতে নৌকার পাল তুলতে সাহস করেন না। তারা সর্বদা সান্ত ও নীরব নদীর মাঝি সাজতে পছন্দ করেন। চলার পথে অন্যায় বা অসংগতি দেখলে তা এড়িয়ে চলতে চান। অথচ মুখে বড় বড় বুলি কপচান। এইটা করা উচিত এমন করা ঠিক হয়নি, এমন করলে ভালো হতো এই সব নীতি কথা তার অন্তরেই থেকে যায়। প্রকাশ করার সাহস করেন না।

কারণ প্রকাশ হলে যদি "পাছে লোকে কিছু বলে" তাই তারা সর্বদা সেই দলে থাকে যে দল ভারী দেখেন। সমাজের এই নন্দলালরা মানুষের যেমন কোন উপকারে আসেনা তেমনি অপকার করার ক্ষমতাও রাখেনা। মাকাল ফলের মতো এরা ক্ষনিক সময়ের জন্য শুধু সমাজের শোভা বর্ধনের যোগানদাতা। জবা ফুলের মতো, দেখতে সুন্দর হলেও গন্ধ নাই বলে সামাদর করেনা কেউ। নীরব কবি ও নীরব প্রেমের কোন মূল্য এই ধরাধামে নাই। কবি যদি তার কাব্যকে খাতায় লিপিবদ্ধ না করেন, আর প্রেমিক যদি তার মনের কথা তার প্রেমিকাকে না বলেন তা হলে হিসেবের খাতা শূণ্যই রয়ে যাবে। সকল আশা সূদুরে বিলীন হবে। তবে কিছু কিছু সময়ে এই সকল নন্দলালরা ভিষণ বিপজ্জনক হয়ে ওঠে, কারণ তাদের চিন্তা, চেতনা প্রকাশের ও প্রতিবাদের সাহস নাই বলেই কিছু ন্যায় অন্যায় পার্থক্য করার চেয়ে দলভারীদের অন্ধ সমর্থনে আগ্রহী হয়ে ওঠে। আর এই দলভারীদের কারণে কিছু নীতিবান ও প্রতিবাদী মানুষ কোন ঠাসা হয়ে পড়ে। আর এমন দেখতে দেখতে মানুষ একসময় নিজেকে গুটিয়ে নেয় যার কারণে অন্যায়ের প্রতিবাদ কিংবা অসংগতি ও ভুলে ভরা সমাজের শুদ্ধিলাভ হয়না।

প্রতিবাদি মানুষগুলো অশুভ ও নির্বোধ মানুষের পেশি শক্তির কাছে মার খেয়ে নিজেকে উট পাখির পর্যায়ে নিয়ে যায়। সে তখন প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলে, বিপদের গন্ধ পেলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলতে বাধ্য হয়। এটা কী কোন সভ্য সমাজে এবং সভ্য মানুষের কাম্য হতে পারে? আমরা চাই বা না চাই, পছন্দ করি আর নাই করি সমাজে বোধ শক্তি বিবর্জিত এই মানুষগুলো সমস্যা কিংবা অন্যায় দেখলে কোন প্রতিবাদ করা থেকে বিরত থাকে, নিজেকে আড়াল করে। প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলে সমাজের জঞ্জাল হয়ে ঘরের কোনেই নিজেকে আড়াল করতে পছন্দ করে। তাই নির্ঝাঞ্ছাট জীবন যাপন করতে উটপাখির মতো সব কিছু পাশ কাটিয়ে এবং সমস্যা থেকে অন্ততঃ একশত হাত দূরে থাকুন আর আজীবন বেঁচে থাকুন নন্দলাল হয়ে। আর তখন সকলে বলিবে ভ্যালারে নন্দ বেঁচে থাক চির কাল।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চামচাদের চাপে প্রতিবাদীরা একসময় কোণঠাসা হয়ে যায়, কথা সত্য।

ভালো লিখেছেন নূরু ভাই।

এ পোস্টের পটভূমিকা কী?

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ সোনাবীজ ভাই
চামচাদের আস্ফলন ইদানিং কিছুটা
পড়তির দিকে। তার পরেও এদের
দৌরত্বে মাঝে মাঝে প্রতিবাদ করতে
ইচ্ছা করে। তাই মাঝে মধ্যে তাদের
বিরুদ্ধে কি বোর্ড চাপি। এ লেখার পটভূমি
আপনি যা বুঝেছেন তা্ই।

২| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:২৬

শায়মা বলেছেন: খুবই সত্য ও সুন্দর লেখা ভাইয়া।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ শঅয়মা আপু
সহমত প্রকাশের জন্য। আসুন
প্রতিবাদ করি।

৩| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৬

চাঁদগাজী বলেছেন:




আয়নায় দেখেন, গলা যদি আগের থেকে লম্বা মনে না হয়, ভয়ের কিছু নেই; তখন পোষ্ট সরায়ে নিতে পারবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উট পাখির আচরণ যদি আপনে জানতেন
তা হলে এমন মন্তব্য আসতোনা আপনার
উর্বর মস্তিস্কে !! উট পাখির উপর গবেষণা
করুন।

৪| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৬

রাজীব নুর বলেছেন: তা যা বলেছেন মুরুব্বী। চোখ থেকে চশমা না সরানোই ভালো হবে।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনি আপন আপনার গুরু
অবস্থান উত্তর আর দক্ষিণ মেরু।
আপনার বুদ্ধি মোটা
তার বুদ্ধি সরু !!

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২০

ওমেরা বলেছেন: কথা সত্য।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও ধণ্যবাদ ওমেরা আপু
সহমত প্রকাশের জন্য। আসুন
নন্দলালদের বিরুদ্ধে অবস্থান নেই।

৬| ০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

স্প্যানকড বলেছেন: নন্দলাল
হাত কচলাতে কচলাতে কয়
আমি তো তেল মর্দন লেহন চাটন
এ সবে পি এইচ ডি ধারী

শুনে গুরু কয়
লেগে থাক বাপ আমার
তোর নাই ভয় !
তুই আমার মধুর হাঁড়ি।

খুব ভালো লিখেছেন ভাই। তবে নন্দলাল কে নিয়ে আমি লিখছি উপর এর অংশ। দঃখিত ! ভুল করলে।

০৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ স্প্যানকড
বলছেন খাটি কথা।
তবে মাথা নাই ওদের
তাই হবেনা মাথা ব্যাথা।

নন্দ ফন্দ অনেক পাবেন
নীচূ তাদের নজর
অন্যের অমঙ্গল চিন্তায়
ভাঙ্গে বুকের পাজর।

৭| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৮

স্প্যানকড বলেছেন: মুখে মুখে বলে চলে
উন্নত মগজ
আচরণে বস্তির মাল
ছাই পোড়া কাগজ ! =p~

স্বাগতম, ভালো থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দারুন বলেছেন 'ভাই
আপনা্র কথার জবাব নাই।

৮| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

স্প্যানকড বলেছেন: এমন কইছি দেইখা ব্যান কইরা দিছে খালি কমেন্ট করার ক্ষমতা দিয়া থুইছে। যাক ওসব নিয়া মাথা ঘামাই না। ব্লগ যে কারো বাপের প্রমাণিত ! নইলে ব্যান উঠায় নিত। এইডা ও দেখবেন বন্ধ কইরা দিব কমেন্ট করা আর কি। স্বৈরাচার খুব কাছ থেকে দেখছি আর কি ! ভালো থাকবেন। দুঃখিত! ভিন্ন প্রসংগ বললাম বলে। ধন্যবাদ, ভালো থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্প্যানকড ভাই চিন্তিত হবার কিছু নাই।
সময় হলেই আপনার ব্যান তুলে নেওয়া হবে।
আমিও একবা ১ পক্ষ কালের মতো জেনারেল
ছিলাম। আপনি্ এডমিন বরাবরে ব্যান তুলে নেবার
অনুরোধ করে দেখতে পারেন। শুভ কামনা রইলো।

৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি আপন আপনার গুরু অবস্থান উত্তর আর দক্ষিণ মেরু।
আপনার বুদ্ধি মোটা তার বুদ্ধি সরু !!

আমার কোনো বুদ্ধি নেই। বুদ্ধিহীন মানুষ আমি। এটা আমি মেনেই নিয়েছি।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনি দাদা বোকাও না চালাকও না
আপনি মধ্যম শ্রেণির। ডাবও না আবার
ঝুনাও না, দুরমা টা্ইপ !!
খেতে মন্দ না !!

১০| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ২:৪৭

মা.হাসান বলেছেন: নূরু ভাই, নন্দলালের যে ছবিটি দিলেন, কেনো যেনো চেনা চেনা লাগে :P
উনি কি দেশে থাকেন ? নাকি বিদেশে?
নন্দ লাল আরো বেশি করিয়া পুস্টিকর খাদ্য খাউক, ব্লগে থাকিতে গেলে বাইসেপ-ট্রাইসেপ বাড়াইতে হইবে।

১১ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নন্দলালরা আমাদের আশে পাশেই আছে মা. হাসান ভাই
একটু তীক্ষ্ণ নজর রাখুন পরিস্কার হয়ে যাবে তার চাঁদ বদন!!

১১| ০৯ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৪৫

পদাতিক চৌধুরি বলেছেন: সম্প্রতিক সময়ে আপনার কিছু পোষ্টে আপনি নিজেকে যেভাবে তুলে ধরছেন তাতে আপনার কাব্যেগুণে আমি মুগ্ধ। তবে একটা অনুরোধ যদি প্রহসন মুলক লেখালেখি করেন তাহলে সাহিত্যপ্রেমিদের কাছে আরও উপভোগ্য হবে।এই লেখাটি ভালো লেগেছে।আগের বেশ কিছু লেখা ব্যক্তি নিরপেক্ষ না হ ষওয়ায় মন্তব্য দানে বিরত ছিলাম। যাইহোক আপনি সিনিয়র মানুষ। সিদ্ধান্ত গ্রহণ আপনার ব্যক্তিগত বিষয়।
শুভেচ্ছা প্রিয় নুরু ভাইকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.