নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

প্রিয়ার ঐ চাঁদ মুখের একটি কালো তিলের জন্য বিলিয়ে দেবো সকল তারা!

০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০


তিল। একটা ছোট্ট কালো বা লাল রঙের স্পট।‘প্রিয়ার চিবুকের একটা কালো তিলের বিনিময়েদুই নগর সমরখন্দ আর বুখারা লিখে দিতে চেয়েছিলেন জগদ্বিখ্যাত পারস্যের কবি হাফিজ সিরাজি! পারস্যের কবি হাফিজ সিরাজি ছিলেন শীরাজ নগরের লোক। ভাবুক মানুষ। তার অনেক কবিতা আছে। কাব্যগ্রন্থ ‘দিওয়ান’ আছে। নাম ‘দিওয়ানে হাফিজ’। কবি কাজী নজরুল ইসলামও এর তরজমা করেছেন। তার এক কবিতা পৃথিবীতে তাকে অমরত্ব দিয়েছে। যেখানে কবি হাফিজ বলেন, ‘আগার আঁ তুর্কে শীরাজী বদস্ত আ রাদ দিলে মারা/ বখালে হিন্দওয়াশ বখশাম সমরকন্দ ও বোখারা রা।’ ইউরোপের একাধিক কবি এর ইংরেজি ফরাসি ও জার্মান তরজমা করেছেন। সফল হননি। আমাদের কবি নজরুল ছন্দে করেছিলেন, তার নিজেরই পছন্দ হয়নি। অনুবাদ সহজ নয়। তবে বাংলায় ভাবার্থ যা দাঁড়ায়, সেটি হলো, হাফিজ বলেন, ‘শীরাজ শহরে যে তুর্কি সুন্দরী আমার হৃদয় ছিনতাই করে চলে গিয়েছে, যদি সে তা ফিরিয়ে দিতে রাজি হয়, তাহলে আমি তার গালের তিলের বিনিময়ে তাকে দুনিয়ার দুই শ্রেষ্ঠ নগরী বোখারা ও সমরকন্দ পর্যন্তও দিতে রাজি আছি।’ ইতিহাস এ দু’টি লাইন বিশ্বসাহিত্যের আকাশে নক্ষত্র দিয়ে লিখে রেখেছে।
আর জনৈক কবির ভাষায় প্রিয়ার ঐ চাঁদ মুখের একটি কালো তিলের জন্য বিলিয়ে দেবো সকল তারা! আর কবিরাই পারে এমন ভাবতে। তবে তিলকে তাল নয়, বরং শরীরের কোনো এক কোণে লুকিয়ে থাকা একখুদি ছোট্ট তিলই নাকি বলে দেবে আপনি কেমন! কীরকম? এমনটিই জানিয়েছেন তিল বিশারদরা। এবার জেনে নিন কোথায় কোন তিল কি অর্থ বহন করে। চোখের নীচে তিলটি মুখের সৌন্দর্য় বাড়ায়। মুখের তিল যেমন সুন্দর করে তোলে মুখশ্রীকে, তেমনই কিছু কথা বলে গোপনে।

ঠোঁটঃ (উপরের) পরোপকারী, সুবক্তা, সামাজিক, সেক্সি, বৈভবপ্রিয়। (নীচের) পড়ুয়া, শান্ত স্বভাবের, যৌন আবেদনপূর্ণ। (ভেতরে) খেতে ভালোবাসেন।
ঠোঁটের পাশে তিলঃ মুখের যে কোনও দিকের তিল থাকা মানে আপনার জীবনে ভারসাম্য বজায় থাকবে। সম্ভবত আপনি আভিজাত্যময় জীবনযাপন করবেন।
ডান দিকে ভুরুর নীচে তিলঃ এই তিলটি সৌভাগ্যের প্রতীক। আপনি যে সৃজনশীল ও বুদ্ধিমতী তার পরিচয়ও দেয়। আপনার জীবন যে নাম, যশ ও ধন সম্পত্তিতে ভরপুর হয়ে উঠবে তার পরিচয় দেয়।
ভুরুর মধ্যে তিলঃ ভুরুর মধ্যে তিলে প্রকাশ পায় নেতৃত্বসুলভ গুণ। একইসঙ্গে নাম ও যশের প্রতীকও।
ভুরুর শেষ প্রান্তে তিলঃ ভুরুর শেষ প্রান্তে তিল থাকা মানে আপনার মনের জোর সবসময় বজায় থাকবে।
কপালে তিলঃ কপালে তিল থাকা মানে সে খুবই সৃজনশীল, কঠোর পরিশ্রমী ও কেয়ার ফ্রি।
নাকের ডগায় তিলঃ নাকের ডগায় তিল অশুভ। নানারকম নেতিবাচকতা ঘিরে ধরতে পারে।
চোখের মধ্যে তিলঃ চোখের মধ্যে তিল থাকা মানে আর্থিক লাভের চিহ্ন। তাতে কেউ যদি কাজ নাও করে তবুও হবে প্রচুর টাকার মালকিন।
চোখের কোণায় তিলঃ কোনও মহিলার চোখের কোণায় তিল থাকলে চোখের ইশারায় ফ্লার্টিং তাঁর বায়ে হাত কা খেল।
চোখের নীচে তিলঃ এই তিলটির মানে হল প্রেমের সম্পর্কে টানাপোড়ন।
থুতনির উপর তিলঃ আপনি যে বেশ যুক্তিশীল ও প্যাঁচালো মনের তার প্রকাশ করে এই তিল।
গালের উপর তিলঃ ডান দিকের গালের উপর তিল বলে আপনি খুব নরম মনের মানুষ। খুবই গম্ভীর ও চাপা সভাবের পরিচয় দেয় বাম দিকের গালের তিল।
আঙুলঃ এরা বেশ সাহসি। কোনো বাধার সামনা-সামনি হতে ভয় পান না।
হাতঃ এরাও সাহসী। সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
হাতের তালুঃ অর্থাগম নিশ্চিত।
হাতের ম্যারেজ লাইনে তিলঃ ম্যারেজ লাইনে কালো বা লাল, দুরকম তিলই থাকতে পারে। লাল তিল বোঝায় গভীর দাম্পত্য সম্পর্ক। আর কালো তিল ঠিক উল্টোটা।
পাঃ এদের পায়ে সরষে ফুল লাগানো। বেড়াতে পেলে আর কিছু চায় না।
কানঃ বিশ্বাসী হন।
গলাঃ রাশভারী ব্যক্তিত্ব।
কাঁধঃ দায়িত্বজ্ঞানসম্পন্ন। বাস্তবোচিত সিদ্ধান্ত নেন। খুব অনুভূতিপ্রবণ এরা।
বুকঃ আলসেমি, কুঁড়েমি এদের রক্তে। তবে, বৈভবে এদের আসক্তি।
এবার মিলিয়ে নিন আপনার তিল! সমাধান করুন আপনার তিল রহস্য!
সুত্রঃ

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +০/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

অধীতি বলেছেন: নাকের ডগায় তিলের কথাটা আমার বেলায় সত্যি।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে যাই বলুক আত্মা বিশ্বাস রাখবেন
নেতিবাচক চিন্তা ভাবনা থেকে বেড়িয়ে
আসবার চেষ্টা করুন। থিংক পজেটিভ।
শুভকামান আপনার জন্য।

২| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৪

চাঁদগাজী বলেছেন:



তিল হচ্ছে, ত্বকের অস্বাভাবিক বর্ধন; বেশীরভাগ সময় ইহা ক্ষতিকর নয়; তবে, ত্বকের ক্যান্সারও তিলের কাছাকাছি দেখায়। সৌন্দর্য যদি বাড়ায়, ইহা ভালো; তবে, একবার ডাক্তার দেখানো উচিত।

এর বাইরে আপনি যা বলতে চেয়েছেন, এগুলো অর্থহীন

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মহা পণ্ডিত এসব আমার কথা নয়!
এগুলো আপনার চেয়েও বেশীূ জ্ঞানী
মানুষের কথা। নেতিবাচক স্বভাবের মানুষ
কখনোই ভালো চিন্তা করতে পারেনা।
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আনুন, সব
সংশয় কেটে যাবে।

৩| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:১৪

চাঁদগাজী বলেছেন:



লেখক বলেছেন, "সৃষ্টিকর্তার উপর বিশ্বাস আনুন, সব সংশয় কেটে যাবে। "

-সৃষ্টিকর্তায় বিশ্বাস আছে; সৃষ্টিকর্তাকে বুঝতে হলে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হবে, না'হয় মামুনুল হকে পরিণত হয়ে যাবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আগে নিজেকে চিনুন
Know thyself
পরে না হয় অন্যকে জানবেন।

৪| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৪

স্প্যানকড বলেছেন: তিল থেকে তাল হতে পারে তাই কমুনা আমার তিলের কথা ! =p~ আমি কবি হাফিজ এবং কবি নজরুল দুজন কে খুব পছন্দ করি। খুব সম্ভবত নজরুল হাফিজ এর রুবাইয়াত তরজমা করেছিলেন। ভালো থাকবেন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঘরের কথা পরকে না জানানোই্ উত্তম!

৫| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবই লিখে দিতে পারে, কারন নিজের না।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যেমন কেউ সুষ্টি কর্তাকে বিশ্বাাস না করলে
তার সম্পর্কে যা ইচ্ছা তাই বলতে পারে।

৬| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৫৭

নতুন বলেছেন: পর্দা ঠিক মতন করলে এই সব তিল মানুষের নজরে পড়তো না। B:-)

হাতের ম্যারেজ লাইনে তিলঃ ম্যারেজ লাইনে কালো বা লাল, দুরকম তিলই থাকতে পারে। লাল তিল বোঝায় গভীর দাম্পত্য সম্পর্ক। আর কালো তিল ঠিক উল্টোটা।

মামুনুল হকের হাতে কোন টাইপের তিল আছে জানা দরকার। ;)

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তিল পর্দার অন্তরালে থাকলেও
যার তিল তার কাছে দৃশ্যমা্ন সর্বদা।
সুতরাং তার জাবতে সমস্যা হবার কথা না।

অনেক কিছুই জানা দরকার তবে প্রথমে
নিজেকে জানতে হবে।

৭| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১৯

চাঁদগাজী বলেছেন:



আপনার কি মনে হয় যে, আপনি একাই আল্লাহকে বুঝেন, বাকীদের খবর নেই; ঘোড়া রোগ?

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আল্লাহ মহান। আল্লাহ সর্বত্র বিরাজমান। তিনি সবখানে আছেন।
সবকিছু দেখেন, জানেন এবং শোনেন। যা আমরা দেখি, শুনি, জানি
, তা তিনি জানেন। যা দেখি না, শুনি না, জানি না, তাও তিনি জানেন।
আসমান-জমিন, গ্রহ-তারা, চন্দ্র-সূর্য, সৃষ্টিজগতের সব বস্তু, এককথায়
বিশ্ব ভূমণ্ডলের সব কিছু তাঁর নিয়ন্ত্রণে। তাঁর অধীন। মানুষ যা চায়,
হয় না। যখন তিনি যা চান, তা-ই হয়। এর কোনো ব্যতিক্রম হয় না।
আমি আল্লাহকে বোঝার চেষ্টা করছি

৮| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৬

নেওয়াজ আলি বলেছেন: দিতির মুখে একটা কালো তিল ছিলো সুন্দর লাগতো তাই উনার ছবি দেখতাম ।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার মুখের তিলটি ;দৃশৗমান ছিলো তা্ই
আমাদের দেখার সৌভাগ্য হয়েছিলো।

৯| ০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:১৪

রাজীব নুর বলেছেন: ভুল বিষয় নিয়ে পোষ্ট দিয়েছেন।
মুরুব্বী কুসংস্কার থেকে দূরে থাকুন। অন্যকেও দূরে থাকতে বলুন।

০৮ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমরা কি ভুল শুদ্ধ বিচার করে চলি ?
যদি আমরা আমাদের ভুলত্রুটিগুলো
সংশোধন করে নিতাম তা হলে
পৃথিবীটা বাসযোগ্য হতো।
কিন্তু আমরা চলি ভুল পথে।

১০| ০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১২:০৯

নান্দনিক নন্দিনী বলেছেন: বেশিরভাগ 'তিল' ইতিবাচক ফলাফল নির্ভর করে দেখানো হয়েছে।

আমি এক ব্যক্তিকে চিনি, যিনি 'সাপ্তাহিক ২০০০' ম্যাগাজিনের একটি রাশিফল সংখ্যা জনবলের অভাবে একাই লিখেছিলেন।
অথচ দৈনিক প্রথম আলো সংবাদপত্রের বিশেষ পাতা 'ছুটির দিনে'র কাওসার চৌধুরী'র সপ্তাহটি কেমন যাবে কলামটি পারলে একসময় মুখস্থ করে ফেলতাম।

হায় কত সরল ছিলাম!

০৯ ই এপ্রিল, ২০২১ রাত ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নান্দনিক নন্দিনী আমি এখনো মনে করি
আপনি সরলই আছেন গরল নন্। রাশিচক্র
বা হস্তরেখা বিষারদরা সব পাঠকের জন্রই
ইতিবাচক গণনা করে থাকে। এটা তাদের
ব্যবসায়িক পলিচি। কেউই নিজ
সম্পর্কে নেতিবাচক কথা
শুনতে চায়না। চোরও
ভাবে তাকে লোকে
তাকে সাধু ভাবুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.