নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মন্তব্য খরা (কবিতা)

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:১০


মন্তব্য খরা (কবিতা)
নূর মোহাম্মদ নূরু

বৈশাখের খরার সাথে, চলছে আর এক খরা,
ব্লগেতে মন্তব্য খরা! বলুন যায় কি করা!
পড়তে পারে, লিখতে পারে, মন্তব্যতে বোবা,
এমন ধারার খরার কথা, শুনছে বলো কেবা?

লেখে সবাই আশা করে, সকাল সন্ধ্যা খাটি
মন্তব্য না পেলে তাতে, সব হয়ে যায় মাটি।
যদিও সব লেখা গুলো, মানে নয়তো দামি,
সমালোচনা করতে যেয়ে, কেন যাওগো থামি!

বলতে কিছু, কলম তোমার, কেন বলো থামে?
যেনো তাতে, লেখকের মান যে নীচে নামে।
ভালো মন্দ যা্ই হোক, দিয়ো তোমার রায়,
এ আশাতেই লেখক লিখে, মন্তব্যটা চায়।

মন্তব্য না করলে হেথায়, হবে শুধু লেখা,
ব্লগেতে আসবেনা কেউ, যতই করো কা কা।
ব্লগ তখন গোত্তা খেয়ে, হবে ভূপাত তল,
খরার মাঝে কেউ দেবেনা, একটু খানি জল।

এর থেকে উত্তরণে, সবার কাছে বলি,
পড়বে যারা, মন্তব্যতে লিখবে দু'এক কলি।
তা না হলে অক্কা পাবে, আমাদের এই ব্লগ,
বন্ধ হবে ওড়া উড়ি, পড়লে ধরা ব্লক।


প্রকাশ কালঃ
ঢাকা, শনিবার
২৬ বৈশাখ, ১৪২২ বঙ্গাব্দ (৯ মে'১৫ ইং)

মন্তব্য ৩২ টি রেটিং +২/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:



কমেন্টের রাজা: রাজিব খান নুর, হাসান মাহবুব

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাবও কম যায়না মন্তব্য করিতে
৮৪,৫১০টি মন্তব্য করাযে তার ঝুড়তি।
গাজীর শিষ্য খানসাব তাকায়না ডানে বামে
৯৮৩৩১ট হাজার মন্তব্য গেছে তার নামে।

হাসান মাহবুব ভাইয়েরও বহু মন্তব্য করা
তাদের মতো সবাই হলে কাটতো মন্তব্য খরা।
সবাই তাইযে যাহা পারেন মন্তব্য করেন
্এজন্য খানসাবের কাছ থেকে তাবিজ নিতে পারেন।



২| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৪

শায়মা বলেছেন: মন্তব্য পাওয়া কঠিন নাকি দাও লাগিয়ে কেচাল
ঝাঁকে ঝাঁকে কাজের ফাঁকেও আসিয়া যাইবেক পেচাল।
ছোট পেচাল বড় পেচাল মাঝারি পেচাল সবই
পড়তে পড়তে দিতে উত্তর হইবেক আরও বড় কবি! :)

আচ্ছা ভাইয়া করোনাকালে সময়ের নাই খরা?
এত পোস্ট করছ কেমনে দিবা রাত্রী ভরা...????

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শায়মা আপু এতদিনে নাম লেখালেন কবি
এতদিন কেন সুপ্ত ছিলো তাই বরে ভাবি।
বেশ বেশ সবাই যদি কাব্যে কথা বলে
নিজের ভিতর কবি ভাব উঠবে এবার জ্বলে।

৩| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৮

শোভন শামস বলেছেন: এমন ধারা খরা হলে কেমন করে লিখবে সব
ভাববে নিজে কি লিখেছে, ভাবছে সবাই গো গর্দভ।।

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভা্বনা কি খরার পড়ে বৃষ্টি হবে ধরায়
সতেজ হবে ব্লগ আবার পুড়ছিলো যা খরায়।
সাথে থা্কুন র্কথা বলুন যা যা মনে আসে
সামু যেন ভাসে আবার অধিক রঙ্গ রসে।

৪| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০০

চাঁদগাজী বলেছেন:



হাসান মাহবুব ৭৩০২৪টি মন্তব্য করেছেন

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার তব আপনার থেকে কম
ব্লগেতে দিনে দিনে বাড়ছে তাহার নাম।
তাহার জন্য শুভেচ্ছা আপনাকেও তাই
সদা হাস্যে ব্লগে থাকুন ছাড়া ছাড়ি নাই।

৫| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৮

চাঁদগাজী বলেছেন:



শায়মা ৬০০২৫টি মন্তব্য করেছেন।

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শায়মা আপু কবি হইছে
খুশির জোয়ার লাগে
৬০ হাজার মন্তব্য
আছে তাহার ভাগে!

৬| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৬

রাজীব নুর বলেছেন: ব্লগ আসলে জোয়ার ভাটার মতো।
কখনও পাগলের মতো পোষ্ট আসতেই থাকে। মন্তব্য আসতে থাকে। আবার পোষ্ট নাই। মন্তব্যও নাই। কেমন একটা চক্র যেন।

২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার কথা সবার বেলায় প্রযোজ্য হলেও
আপনি তার ব্যতিক্রম। আপনার লেখায়
মন্তব্য আসে বানের পানির মতো!

৭| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৯

চাঁদগাজী বলেছেন:



গত ৮ বছরে আমাকে অনেক অনেক ব্লগার তাঁদের পোষ্টে কমেন্ট না করার জন্য উপদেশ দিয়েছিলেন।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটা সত্যিই দুঃখ জনক!!

৮| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৩৩

চাঁদগাজী বলেছেন:



আমাকে অনেক ব্লগার কমেন্ট ব্যান করেছিলেন, এঁরা কমেন্টের জন্য হা-হুতাশ করতেন না।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মডুতো আপনাকে বার কয়েক জেনারেলও
করেছিলো !! দোষ কাকে দিবেন বলেন ?

৯| ২০ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:১৪

আখেনাটেন বলেছেন: দেশের চালানোতেই সুশাসনের খরা চললে, ব্লগে মন্তব্য খরাতে অবাক হওয়ার কিছু নেই। ওদিকে গোটা দেশ এখন প্রকৃত খরাতেই পুড়ছে। আর সেই খরায় কৃষকদের নেংটি খোলার জন্য সরকার বাহাদুরও হয়ত অপেক্ষা করছে। শুধু খরা নেই করোনাতে ও লুটপাটে।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বৈশাখের খরাতে
পুড়ছে ধরা !
করোনায় মধ্যবিত্ত
আধা মরা।
যে দিকে তাকাই
শুধুই খরা !!

১০| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ৮:২৫

নেওয়াজ আলি বলেছেন: সত্য বললে আপনিও রাগ করবেন

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য সবসময় তেতো হয় তাদের কাছে,
যারা সত্যিটা হজম করতে গেলে বদ হজম হয়ে যায়!
সত্য সবসময় সুন্দর তাদের কাছে
যারা সত্যের সন্ধানী।

১১| ২০ শে এপ্রিল, ২০২১ রাত ১০:২০

শায়মা বলেছেন: ঐ ভাইয়া আমি কবি তুমি শুধু জানলে না.......
কবিতা আর ছড়া লিখি তুমিই শুধু মানলে না!!
কত্ত ছড়া গানা লিখলাম সারা জীবন ভরে
কি করলে ব্লগে বসে এতদিন ধরে
জানলে যা নে এতদিনেও আমি মহা কবি
এই দুস্ক নিয়ে আমি আঁকতে যাচ্ছি ছবি!

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শায়মা আপু বড় কবি
পারিনি যে জানতে।
ইচ্ছা করে শুধুই এখন
বসে বসে কানতে !!

১২| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:০৬

ওমেরা বলেছেন: ব্লগে তো ব্লগারই কমে যাচ্ছে কমেন্ট তো কমবেই।

২১ শে এপ্রিল, ২০২১ রাত ১২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আসবে সুদিন সামুর বাড়ি
মনে আছে আশা
যত দুরে যাইনা চলে
এটাই যে বাসা !!

১৩| ২১ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: সত্যি ভাইয়া মন্তব্য আর লাইক এর অবস্হা দেখলে কিচ্ছু বলার ভাষা থাকে না।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বইনরে, মনো কষ্টে তাইতো এ কাব্য!
মন্তব্য নিয়ে সবাই তাই নতুন করে ভাববো!

১৪| ২১ শে এপ্রিল, ২০২১ ভোর ৬:৫৩

কালো যাদুকর বলেছেন: পড়েছি মন্তব্য হচ্ছে ব্লগারগণ সাধারনত ভাল লেখা না হলে মন্তব্য করতে চান না।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বিচক্ষণ মন্তব্য !!

১৫| ২১ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:৩৬

মোস্তফা সোহেল বলেছেন: পড়ি কম বেশি তবে সময়ের কারনে মন্তব্য করা হয়না।
শুধু ভাল লেগেছে বা মোটামুটি এ গুলা লিখতে কেমন জানি লাগে।
একটু ভেবে মন্তব্য না করতে পারলে ঠিক মত মন্তব্য করা যায় না।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাটি কথা
তবে খানসাব মানেননা এ যুক্তি
তাই সব লেখাতেই তার মন্তব্য পাওয়া যায়।
মহান ব্লগার রাজিব খান।

১৬| ২১ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০১

রাজীব নুর বলেছেন: আমি সত্য কথা বলি, কে মন্তব্য করলো আর কে মন্তব্য করলো না সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত না। আমি আমার মতো লিখে যাচ্ছি। পড়ছি। মন্তব্য করছি। এতটুকুতেই আমার আনন্দ। এই আনন্দ নিয়ে আমি খুশি।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমারও ঠিক একই কথা।
তবে ব্লগে যা দেখছি তার
উপর জরিপ চালিয়ে এই
কবিতা লিখছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.