নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মহামারী করোনাকালেও দ্রুতহারে বাড়েছে ধনী ব্যক্তিদের সম্পদ !!

২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৩


করোনা মহামারিতে থমকে গেছে গোটা বিশ্ব। স্থবির হয়ে পড়েছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা। পুরো মানব জাতি এক অদৃশ্য ভাইরাসের কাছে বিপর্যস্ত। উৎপাদন এবং চাহিদা না থাকায় অর্থনীতিতে কমেছে সাধারণ মানুষের আয়। সবকিছু বন্ধ থাকায় অপ্রাতিষ্ঠানিক খাতের পাঁচ কোটির বেশি মানুষের জীবন-জীবিকা এখন হুমকির মুখে। ফলে দেশে ৪২ শতাংশ মানুষ গরিব হয়েছে। করোনাভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রতিঘাতে দুই বছরের মধ্যে বাংলাদেশের দারিদ্র্যের হার দ্বিগুণ বেড়ে ৪২ শতাংশ হয়েছে বলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) এর জরিপে উঠে এসেছে। তারা করোনার আগে দারিদ্র্যসীমার কিছুটা উপর থেকে ঝুঁকিতে ছিল। সানেম ২০২০ সালের নভেম্বর ও ডিসেম্বরে সারা দেশে ৮ বিভাগের ৬৪টি জেলার ৫ হাজার ৫৭৭টি পরিবারের ওপর গবেষণাটি চালায়। তবে এই বিপর্যয়ের মধ্যেও দেশে দ্রুতহারে বেড়েছে ধনী ব্যক্তিদের সম্পদ। বৈশ্বিক অর্থনীতির পঙ্গু দশায় অধিকাংশই ধুঁকছে প্রবল অর্থকষ্টে, ব্যবসায় দেখা দিয়েছে আর্থিক মন্দা, দেউলিয়া হয়ে উঠে যাচ্ছে একাধিক সংস্থা, কাজ হারিয়ে বেকার অবস্থায় দিন কাটাচ্ছেন অসংখ্য মানুষ। এমতাবস্থায় ধনসম্পদের দেবী লক্ষ্মী যেন কিছু মানুষের উপর তার ঝাঁপি উজার করে দিয়েছেন। ধনীরা হয়ে উঠছেন আরও ধনী। ২০২০ সালের মার্চে যখন দেশে মহামারি করোনার আবির্ভাব শুরু হয়, তখন ব্যাংকে কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫টি। বছরে দেশে নতুন করে কোটিপতি হয়েছেন ১০ হাজার ৫১ জন। মহামারি করোনার বছরে দেশে নতুন করে কোটিপতি হয়েছেন ১০ হাজার ৫১ জন।২০২০ সালের ডিসেম্বর শেষে ১ কোটি ১ টাকা থেকে ৫০ কোটি বা তার বেশি টাকা আমানত আছে এমন ব্যাংক হিসাবের সংখ্যা বেড়েছে ১০ হাজার ৫১টি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। গত বছর শেষে মোট কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা ৯৩ হাজার ৭৯০টি। ২০১৯ সালে কোটিপতি হিসাব ছিল ৮৩ হাজার ৮৩৯টি। ২০২০ সালের কোটিপতি হিসাবধারীদের মোট আমানতের পরিমাণ ৫ লাখ ৯৫ হাজার ২৮৬ কোটি টাকা। ২০১৯ সালের আমানতের পরিমাণ ছিল ৫ লাখ ২৬ হাজার ৯৯৭ কোটি টাকা। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট আমানতকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৫৮ লাখ ১২ হাজার ৯৬৬টি। এসব হিসাবে আমানতের পরিমাণ ১৩ লাখ ৭৯ হাজার ১৫ কোটি টাকা। অর্থাৎ মোট আমানতের প্রায় ৪৪ শতাংশ টাকাই তাদের দখলে। প্রতিবেদনে দেখা গেছেঃ

১ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকার আমানতকারীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৩ হাজার ৮৭৫টি।
বছরের ব্যবধানে বেড়েছে ৭ হাজার ৯৫৬টি।
৫ কোটি ১ টাকা থেকে ১০ কোটির মধ্যে হিসাব রয়েছে ১০ হাজার ৪৭২টি।
এর আগে ২০১৯ সালে যা ছিল ৯ হাজার ৪২৬টি।
১০ কোটি ১ টাকা থেকে ১৫ কোটির মধ্যে হিসাব ৩ হাজার ৫০৭টি।
২০১৯ সালের ডিসেম্বরে এ হিসাবধারী ছিল ৩ হাজার ১৮৪ জন।
১৫ কোটি ১ টাকা থেকে ২০ কোটির হিসাবধারী ১ হাজার ৬৩২ জন। আগে যা ছিল ১ হাজার ৪৭২ জন।
২০ কোটি ১ টাকা থেকে ২৫ কোটির মধ্যে হিসাব রয়েছে ১ হাজার ১৩৩ জনের। ২০১৯ সালে যা ছিল ৯৯৭ জন।
২৫ কোটি ১ টাকা থেকে ৩০ কোটির মধ্যে ৭২৫ জন। এর আগের বছর এ হিসাবধারী ছিল ৫৮৮ জন।
৩০ কোটি ১ টাকা থেকে ৩৫ কোটি টাকার মধ্যে হিসাবধারী ৩৮৪ জন। এর আগের বছর যা ছিল ২৪৬ জন।
৩৫ কোটি ১ টাকা থেকে ৪০ কোটির মধ্যে হিসাবধারীর সংখ্যা কমেছে।
ডিসেম্বর শেষে এমন হিসাবের সংখ্যা ২৯৪টি। আগের বছর এমন হিসাবধারী ছিলেন ৩৮৪ জন। গত এক বছরে
৪০ কোটি ১ টাকা থেকে ৫০ কোটি টাকার অ্যাকাউন্ট সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৮টি, যা ২০১৯ সাল পর্যন্ত ছিল ৩৫৮টি।
এই সময়ে ৫০ কোটি টাকার বেশি আমানত রাখা ব্যক্তির সংখ্যা বেড়ে ১ হাজার ৩৯০ জনে দাঁড়িয়েছে।
২০১৯ সাল শেষে যা ছিল ১ হাজার ২৮৩ জন।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেনঃ সমাজে বৈষম্য ও দেশের অর্থনৈতিক উন্নয়ন একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকার কারণে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা বাড়ছে। কোটিপতির সবাই অবৈধ পথে অর্থ উপার্জন করেছে এমন নয়। তবে এসব অর্থের উৎস খুঁজে দেখা প্রয়োজন। তিনি আরো বলেন, মহামারির বছরেও কোটিপতির সংখ্যা বাড়ার এই পরিসংখ্যান সমাজে বেড়ে চলা বৈষম্যের চিত্রকে মনে করিয়ে দিচ্ছে। অর্থাৎ দেশের মোট অর্থ মুষ্টিমেয় কিছু লোকের কাছে পুঞ্জিভূত হয়ে আছে। চলতি অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো ব্যাংকে যে কোনো পরিমাণ অর্থ জমা রাখলেও কোনো প্রশ্ন করা হবে না, এমন বিধান রাখা হয়েছে। এর প্রভাবেও কোটিপতি অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে থাকতে পারে বলে বিশ্লেষকদের ধারণা

এই চিত্র শুধু আমাদের দেশেই নয় করোনায় বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদও বেড়েছে। কোভিড-১৯–এ সারা বিশ্ব পর্যুদস্ত হলেও বিশ্বের শতকোটিপতিরা্ মহামারিতেও তাঁদের সম্পদ বাড়িয়েই চলেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব স্টাডিজ নতুন এক প্রতিবেদন প্রকাশ করে বলেছে, গত মার্চ থেকে এ পর্যন্ত মার্কিন শতকোটিপতিদের সম্পদ বেড়েছে এক ট্রিলিয়ন ডলার (এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন)। সম্পদ বৃদ্ধির পরিমাণ ৩৪ শতাংশ। অথচ ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার সময় পরিস্থিতি ছিল ভিন্ন। সে সময় ফোর্বস-৪০০–এর ধনীরা যে পরিমাণ সম্পদ হারিয়েছিল, তা উঠিয়ে আনতে তিনটি বছর লেগেছিল। প্রতিবেদন অনুযায়ী, বেশির ভাগ শীর্ষ ধনীর সম্পদ বাড়লেও কয়েকজনের সম্পদ বৃদ্ধি পেয়েছে যথেষ্ট বেশি। যেমন গত ১৭ মার্চ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত সময়ে আমাজনের জেফ বেজোসের সম্পদ বেড়েছে ৬৯ দশমিক ৪ বিলিয়ন মার্কিন ডলার। জেফ বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী, যাঁর সম্পদের পরিমাণ ১৮২ দশমিক ৪ বিলিয়ন ডলার। তবে সম্পদ বৃদ্ধির দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন টেসলা ও স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা এলন মাস্ক। করোনাকালে তাঁর সম্পদ বেড়েছে ৪১৪ শতাংশ। আর এতে তাঁর সম্পদ ২৪ দশমিক ৬ বিলিয়ন ডলার থেকে এক লাফে বেড়ে হয়েছে ১২৬ দশমিক ২ বিলিয়ন ডলার। তিনি এখন বিল গেটসের সঙ্গে বিশ্বের দ্বিতীয় শীর্ষ ধনী।
সূত্রঃ
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১২:৩৯

রাজীব নুর বলেছেন: শেখ হাসিনা কেন চুপ করে আছেন? তিনি এইসব ধনীদের সম্পর্কে জানেন না?
তিনি না বলেছেন, শুদ্ধি অভিযান চলবে। কই সেই অভিযান?

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমার মনে হয় তিনি চুপ করে নাই।
তার দক্ষ গোয়েন্দা বাহিনী খোঁজখবর
রাখছেন। সময় মতো শুরু হবে শুদ্ধি
অভিযান। ওয়েট এ্যান্ড সি !!

২| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৩

চাঁদগাজী বলেছেন:



নাফ নদীর পশ্চিম তীরে আরেক মগের মুল্লুক

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জনাব, মগ মানে আরাকানী আর
মগের মুল্লুক মানে আরকান রাজ্য।
এতে আমাদের সংশ্লিষ্টতা কোথায়?

৩| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: আর আমাদের অবস্থা কাহিল হচ্ছে।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

উপড়ে উঠতে হলে সিড়ি ব্যবহার করদেত হয় !
আমরা হচ্ছি সিড়ি, আমাদের অবস্থাতো কাহিল
হবে্ই দাদা !!

৪| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:৩৩

এইচ এম এ হক বাপ্পি বলেছেন: বৈশ্বিক প্রেক্ষাপটে সম্পদ বৃদ্ধি হয়েছে এমন ধনকুবেরদের বেশিরভাগই প্রযুক্তিভিত্তিক ব্যবসার সাথে জড়িত। করোনা কালে যা ভিন্নমাত্রা পেয়েছে। তবে আমাদের দেশের দৃশ্যপট ভিন্ন। এখানে পুঁজিবাদী এবং বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা এমনিতেই ধনীদের আরো ধনী হতে সুযোগ দেয়। "ব্যাংকে যেকোন পরিমান অর্থ জমা রাখা নিয়ে কোন প্রশ্ন করা হবেনা"-এমন বিধান রাখার ফলে কোটিপতি একাউন্টের সংখ্যা সামান্য কিছু বাড়তে পারে। করোনা পরিস্থিতিতে যেখানে ৪২ শতাংশ মানুষ দরিদ্র হয়েছে সেখানে কিন্তু কোটিপতি একাউন্টের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর জন্য এমন সরল কোন ধারণা খুব একটা যুঁতসই নয়। এই সন্দেহের কারন করোনা সংকটে দেশের স্বাস্থ্য খাত সহ বিভিন্ন খাতে সরকারি-বেসরকারি পর্যায়ে সীমাহীন দুর্নীতি। ডয়চে ভেলের ২৫/০২/২০২১ তারিখের একটি অনুসন্ধানমূলক প্রতিবেদনে বলা হয়েছে "২০১৯-২০ অর্থ-বছরে ঢাকার নয়টি সরকারি হাসপাতালে ৩০৬ কোটি টাকার কেনাকাটায় অনিয়ম হয়েছ। এছাড়া লোপাট বা রাষ্ট্রের আর্থিক ক্ষতি হয়েছে প্রায় ৫৫ কোটি টাকা।" এছাড়া ফরিদপুরের দুই ভাই, রূপপুরের বালিশ, প্রাণিসম্পদ অধিদপ্তরের কেনাকাটা, একজন সাংসদের অন্যের ঋণের টাকায় হাসপাতাল কেনা সহ দুর্নীতির তো কোন অন্ত নাই। তাই এমন জন-গুরুত্বপূর্ন বিষয়টিকে সচেতনভাবে বিবেচনা করা প্রয়োজন।

২৩ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চমৎকার বিশ্লেষণ বাপ্পি ভাই
সীমাহীন দুর্নীতি আর সরকারী কেনাকাটায় অনিয়ম খতিযে দেখা আবশ্যক।
একটা সময় লাখের বাতি জ্বালানোর প্রচলন ছিল। কেউ লাখপতি হলে বাড়ির
সামনে উঁচুতে একটা বাতি বেঁধে দেওয়া হতো। আর তাতেই লোকে বুঝতে পারত,
এটা লাখপতির বাড়ি। এই লাখের বাতির কথা কেবল বইতেই পড়েছি। দেখার
কোনো সুযোগ হয়নি। তবে এবার কোটি পতির ঠিকানা জেনেছি।
বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় বাংলাদেশের একজনের নাম আছে।
আর তিনি হলেন সালমান এফ রহমান।
চীনের প্রতিষ্ঠান হুরুনডটনেটের তথ্য অনুযায়ী, বাংলাদেশি ব্যবসায়ী
সালমান এফ রহমান ১৩০ কোটি ডলারের মালিক। প্রতি ডলার ৮০ টাকা
হিসাবে এ সম্পদের পরিমাণ দাঁড়ায় ১০ হাজার ৪০০ কোটি টাকা। তালিকা
অনুযায়ী, ডলারের হিসাবে বিশ্বে বর্তমানে ২ হাজার ২৫৭ জন বিলিয়নিয়ার
(১০০ কোটি ডলারের মালিক) রয়েছেন। তাঁদের মোট সম্পদের পরিমাণ
৮ লাখ কোটি ডলার, যা বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি)
১০ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশি ব্যবসায়ী সালমান এফ রহমানের
অবস্থান ১ হাজার ৬৮৫তম। তালিকা অনুযায়ী শীর্ষ ধনী বিল গেটস।

৫| ২৩ শে এপ্রিল, ২০২১ রাত ১:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: গরীবের তো সম্পদই নাই।বাড়বে কমবে কি ভাবে।

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কে বলে গরীবের সম্পদ নাই !! মনে রাখবেন সম্পদশালী হওয়া মানেই ধনী হওয়া নয়।
একটা গল্প বলি শুনেনঃ
গ্রাম থেকে এক ভিখারী এসেছেন রাজার সঙ্গে দেখা করতে। রাত হয়ে যাওয়ায় তিনি
কোথাও আশ্রয় না পেয়ে রাজমহলের পাশের মসজিদে শুয়ে থাকলেন সকাল হওয়ার অপেক্ষায়।
রাতের শেষ প্রহরে তিনি কান্নাকাটি আর আহাজারির শব্দ শুনে মসজিদের কোণায় গিয়ে দেখেন
কেউ একজন দু’হাত তুলে বলছেন, হে আল্লাহ! আমাকে তুমি আরও দাও, আমার ক্ষমতাকে
আরও বাড়িয়ে দাও, আমার বয়সকে আরও দীর্ঘ করে দাও, আমার রাজত্বের সীমানা আরও
ছড়িয়ে দাও, আমার শত্র“দের ধ্বংস করে দাও..ইত্যাদি ইত্যাদি।

ভিখারী লোকটি অনেকক্ষণ ধরে শুনতে থাকলেন লোকটির আশা আর চাওয়ার দীর্ঘ তালিকা।
বুঝতে বাকি রইল না তার- এ লোকটিই এদেশের সবচেয়ে ক্ষমতাধর রাজা। তিনি গালের নিচে
হাত দিয়ে ভাবতে থাকল, হায় আল্লাহ! এ রাজা তো দেখি আমরা চেয়ে বড় ফকির। আমার চেয়ে
আরও বেশি লোভী। তিনি যখন এত বড় ফকির, আমার মতো ভিখারীকে তিনি আর কিইবা দিতে পারেন?

ভোরের আলো ফুটতে না ফুটতেই ঝুলিটি কাঁধে ঝুলিয়ে রওয়ানা হলেন নিজের গ্রামের পথে।
প্রহরী জিজ্ঞেস করলেন, কিহে! তুমি না কাল এসে আজ দেখা করার জন্য নাম লেখালে, চলে যাচ্ছো কেন?
হাসতে হাসতে তার জবাব, উনি আর আমি একই, ভিখারী। তার কাছে হাত পেতে আর কী পাব, তার
চেয়ে বরং ভাল- উপরওয়ালার কাছেই হাত পাতি।

৬| ২৩ শে এপ্রিল, ২০২১ সকাল ৯:০৮

শেরজা তপন বলেছেন: ৩৫ থেকে চল্লিশ কোটি কমার কারনটা কি যেখানে ৪০ থেকে ৫০ কোটি বেড়েছে? ভাববার বিষয়!

বৈশ্বিক চিত্রটা আগে জেনেছিলাম- এদেশেরটা জানলাম।
আমার মনে হয়, অনেকেই স্থায়ী সম্পদ বিক্রি করে, ব্যাবসার লগ্নীর টাকা উঠিয়ে ব্যাঙ্কে নগদ জমিয়ে রাখছে, সিকিউরিটি অসেফটির
জন্য

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ শেরজা তপন ।
আপনার যুক্তি টেকসই। যেমন
উপায়ন্ত না পেয়ে আমিও একখন্ড
জমি বিক্রি করার চিন্তা করছি, কোটি
পতি না হোক অর্ধ কোটি পতি হতে
পারি। ব্যাংক সেটা জানবে।

৭| ২৩ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৮

Smart বলেছেন: ইমান এবং ইমানের প্রতি বিশ্বাস স্থাপন

২৪ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ স্মার্ট !!
প্রকৃত মুমিন হতে হলে যে ৬টি বিষয়ে পূর্ণ বিশ্বাস জরুরি।
আর তা হলোঃ
১। আল্লাহর জাত ও সব সিফাতের ওপর বিনা শর্তে বিশ্বাস স্থাপন করা।
২। আল্লাহর ফেরেশতাদের ওপর বিশ্বাস পূর্ণ স্থাপন করা।
৩। আসমানি কিতাবসমূহের ওপর বিশ্বাস পূর্ণ স্থাপন করা।
৪। দুনিয়াতে আসা সব রাসুলদের ওপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা।
৫। পরকালের (মৃত্যু পরবর্তী জীবনের) ওপর বিনা সন্দেহে পরিপূর্ণ বিশ্বাস রাখা।
৬। আল্লাহ তাআলা কর্তৃক সুনির্ধারিত ভাগ্যের ভালো ও মন্দের ওপর বিশ্বাস রাখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.