নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১


কবি উপাখ্যান (একটি রম্য কবিতা)
নূর মোহাম্মদ নূরু
সময় থাকলে আগের রম্য ছড়াটিও পড়ে দেখতে পারেন

কাক ও কবির সংখ্যা নাকি সমানে সমান
হিসেব তার কষতে গিয়ে হচ্ছি পেরেশান।
খাতা কলম যোগ বিয়োগে সকাল সন্ধ্যা রাতে
ভুলে গেছি নাওয়া খাওয়া সন্ধ্যা নামে প্রাতে।

ভালো ছিলাম নিরাপদে জন্ম মৃত্যু নিয়া
হঠাৎ করে কবি হবার খায়েশ জাগায় হিয়া।
কবি হওয়া ব্যপরতো নয় ভাবি মনে মনে
যে ভাবে বাড়ছে কবি প্রতি ক্ষনে ক্ষণে।

কোমর বেধে লেগে পড়ি হতে হবে কবি
কিন্তু একি দেখতে যে পাই শুধু কাকের ছবি।
কাক ও কবি সমান তালে পাল্লা দিয়ে বাড়ে
কাক হবো না কবি হবো কে যেতে কে হারে।

হিসাব কষি তাইতো আমি কার সংখ্যাটা বেশী
উত্তরটা জানতে পেরে পাচ্ছে শুধু হাসি।
কবি হবার খায়েশ নাই আর খাতা কলম ছাড়ি
জন্ম-মৃত্যু নিয়ে থাকি কবির সাথে আড়ি।

কবি হতে বিদ্যা লাগে যেটা আমার নাই
কবির কাছে আমি তাইতো ক্ষমা চাই।
কাকের মতো কবি হয়ে যায়না পাওয়া মান
কবি হতে জ্ঞানের ছুরি দিতে হবে সান।

কবি হতে পড়তে হবে গুণী কবির লেখা
তানা হলে কবি হবার পথটি হবে বাকা।
কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।


প্রকাশ কালঃ
ঢাকাঃ মঙ্গলবার ২০ মে, ২০১৪ ইং
লেখাটি ৭ বছর আগের হলেও বর্তমানেও তা সমানভাবে প্রযোজ্য

মন্তব্য ২১ টি রেটিং +৫/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪৬

আমি সাজিদ বলেছেন: আমাদের প্রিয় নূরু চাচার নাই কি কোন কাজ
কাক ও কবির সংখ্যা গুনে হিসেব দিচ্ছে আজ?

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চাকরী ছিলো কাজও ছিলো কোভিড শুরুর আগে
লক ডাউনে বন্দি দশা কষ্ট মনে লাগে।
কাজ কর্মের বালাই নাই থাকি সদাই ঘরে
কাক ও কবির সংখ্যা তাই কমে আর বাড়ে।

২| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭

মোস্তফা সোহেল বলেছেন: আমি এখন আর কবিতা লিখিনা।
এক সময় মনের দুখে কবিরা বিলুপ্ত হয়ে যাবে :((

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার পরেও বানের পানির মতো বাড়ছে কবির স্ংখ্যা।
বই মেলাতে বের হচ্ছে শত শত কবির কাব্য গ্রন্থ।
তাই বলা যায় কাক ও কবির সংখ্যা বাড়বে সমান
তালে, কমবেনা ।

৩| ২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩৬

স্প্যানকড বলেছেন: কবি আর কাক
দুইটার আছে নাম ডাক
ময়লা করে সাফ
ভুল কইলে চাই মাফ !

২৮ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভুলের নাই মাফ
তবে করা যায় হাফ!
কাকও কবি হবে সমান ভাগ
এবার কেউ করবেনা রাগ!

৪| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২২

স্প্যানকড বলেছেন: ভুলে হয় শিক্ষা
ভুলে মিলে দীক্ষা
ভুলে নাই দোষ
ভুল যদি বানায়
সত্যিকারের মানুষ !

২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খাটি কথা একদম কোন ভুল নাই
ভুল থেকে আমরা সঠিক শিক্ষা পাই।
বার বার ভুল করা শোভা নাহি পায়
নেড়া বেল তলা কি দুই বার যায়?

৫| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫১

জটিল ভাই বলেছেন: কাক করে কা কা
কবি মিলায় ছন্দ,
এদিক হতে কাকই ভালো,
ছন্দেতে নেই দ্বন্দ্ব :)

২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কাক ভালো যদিনা সে
পড়ে ময়ুর পুচ্ছ!
কবিও যদি তাই করে
হয়ে যাবে তুচ্ছ !!

৬| ২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৭

কামাল১৮ বলেছেন: কবির সাথে কোকিলকে মিলিয়ে একটা ছড়া লিখুন,পড়তে ভালো লাগবে।আপনি নিজেও একজন ভালো কবি।

২৮ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবির সাথে কোকিলের নেই কোন মিল
কবি যদি কুহু ডাকে খাবে শুধু ঢিল!

৭| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১:০২

ডঃ এম এ আলী বলেছেন:



কথা ও ছন্দের আসনখানি পাতে কবি সামুর কুঠরে
হাজার পাঠক এসে তাতে সুর তুলে যায় বারে বারে
ঐ যে মোদের ব্লগের পাখি নিত্য করে ডাকাডাকি
ভাল লাগার খেয়ায় ভেসে ভিড়ায় তরি কবিতার ঘাটে
কথার ভাজে নীজের ছায়া মেলে ধরে কবির ললাটে ।
ভাল লাগার মায়াবী ছায়া লুটিয়ে পড়ে কবিদের মনে
আনন্দশাশ্রু জমে কবিগনের নীল নয়নের কোণে ।
মাঝে মাঝে কতক উঠতি কবি আসে নতুন বেশে
মিশ্র কথার ফুলঝুরীতে ছন্দ পতন দেখা যায় শেষে
দিন কয়েকের ভিতরেই তারা চলে যায় গোপনসঞ্চারে
দাঁড়িয়ে থাকে পাঠককুল মেঘলা গানের বাদল অন্ধকারে।

ধন্যবাদ ভাল লাগল রম্য কবিতা উপাক্ষান ।

শুভেচ্ছা রইল

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ
শ্রদ্ধেয় ডঃ এম এ আলী ভাই।

আপনার কবিতাখানি আমার লেখাকে
সমৃদ্ধ করেছে। সাথে থাকার জন্য কৃতজ্ঞতা।

৮| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯

মনিরা সুলতানা বলেছেন: বি হতে পড়তে হবে গুণী কবির লেখা
তানা হলে কবি হবার পথটি হবে বাকা।
কাকের সাথে কবির সংখ্যা বাড়িয়োনা ভাই
কারো মনে কষ্ট দিলে ক্ষমা আমি চাই।

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
মনিরা আপু,
কবিতার কয়েকটি চরণ
কোট করার জন্য আপনাকে
অসংখ্য ধন্যবাদ

৯| ২৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:২৪

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আমি যে ভাই নিত্য লিখি কবিতা
তা বুঝি হয় কপিতা
তাই সবাই পড়েনা
মন ‍বুঝে না সবিতা...........।

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাইতে গাইতে গায়েন
আর বাজাতে বাজাতে বায়েন।
হাল ছাড়বেন না। একদিন
কবি হবেনই !!

১০| ২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৬

রানার ব্লগ বলেছেন: হুম, কাক এবং কবি এরা অগনিত।


মাঝে বেশ কিছুদিন আগে একটা বিজনেস কার্ড পেয়েছিলাম তাতে লেখা ছিল,

"বাংলার সারা জাগানো কবি" অমুক

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:২৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নিজে না বললে অপরে বলবে কেন?
তাই নিজের ঢোল নিজেকেই পিটাতে
হয়। তবে সাবধানের মার নাই,
পিটাতে পিটাতে যেন ছিড়ে না যায়!

১১| ০৫ ই মে, ২০২১ রাত ১:৪৮

রাজীব নুর বলেছেন: ্মুরুব্বী আপনি কোথায়? আজ ব্লগে দেখলাম না?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.