নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

লাল্লু মিয়া !! (একটি রম্য)

২৯ শে এপ্রিল, ২০২১ বিকাল ৫:৫০


লাল্লু মিয়া !! (একটি রম্য)
নূর মোহাম্মদ নূরু

মহাজ্ঞানী লাল্লু মিয়া বুদ্ধি তার টনকে টন
দিন রাত তিনি সমান তালে উপদেশ কপচান।
সমগ্র বাংলাদেশ ওজন মাত্র পাঁচ টন?
মহাজ্ঞানী লাল্লু তার হিসাব কষে হয়রান।

শুণ্য বাড়ি ফাঁকা ঘর বিরাণ পড়ে রয়,
যদি কেউ হানা দিয়ে সব কিছু নিয়ে যায়!
পেয়ালাতে চা পান, সকালে ও বিকালে
আর কিছু সাথে নাই পড়বেনা ঝাঁকালে।

থাকেন তিনি পরবাসে অনেক দূরের পথ
কাজ কাম কি করে নানা জনের নানামত।
ধর্ম কর্মতেও তার আছে অভিনব মতবাদ
রাতকে তিনি দিন বলেন দিনকে বলেন রাত।

সাথে তার সাগরেদ সায় দেয় সবটায়
কেউ কেউ প্রতিবাদে ঘাড়টা মটকায়!
কিসে যানি কি হলো হঠাৎ এক ঝটকায়
উধাও হলো লাল্লু সাগরেদ তাই তড়পায়!

আসে পাশে প্রতিবেশী কেউ কেউ খোঁজ নেয়
উপদেশ দাতাকে এখন তারা জ্ঞান দেয়।
স্বার্থ ভরা দূনিয়াতে কেউতো কারো নয়
লাল্লুকে ভুলে গিয়ে নিজ কাজে ডুবে রয়।

বেশী বাড়া ভালো নয় জ্ঞানী জন সদা কয়
সৎ পথে থেকে সদা আল্লাহকে করো ভয়।
ক্ষমা চাই যত পাপ লেখা আছে অতীতের
ক্ষমাশীল আল্লাহ ভালোবাসেন আমাদের।


প্রকাশকালঃ
ঢাকাঃ ২৯ এপ্রিল ২০২১ইং বৃহস্পতিবার
উৎসর্গঃ হারিয়ে যাওয়া প্রিয় লাল্লূ মিয়াকে

আগের রম্যঃ
১। আগের রম্য ছড়া
২। কবি উপাখ্যান
৩। আরো একটি রম্য

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৩

মা.হাসান বলেছেন: পেয়ালাতে চা পান, সকালে ও বিকালে
আর কিছু সাথে নাই পড়বেনা ঝাঁকালে।


আপসুস, ঝাকাঝাকি যতই করতেসি, কিছুই বাইরায়না। গোডাউন মনে অয় খালি। ঈদের আগে কি কিছু আমদানি হইবার পারে?

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ৮:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সম্ভবনা খুব ক্ষীন !
তবে চেষ্টা করতে দোষ নাই
ঝাকাতে থাকুন, দেখুন কিছু
বের হয় কিনা !

২| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১০:৫৭

ইসিয়াক বলেছেন: লাল্লু মিয়ার লগে বন্ধু পাতাইতাম চাই। :-B

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নতুন লেবেলে পুরান মাল লাল্লু মিয়া
আবার হাজির হয়েছেন তিন দিন আগে।
একটু চোখ কান খোলা রাখেন দেখতে
পাবেন, আপনার খায়েশ পূরণ হতেও পারে।

৩| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:০৬

ইসিয়াক বলেছেন: দেখেছি, জ্ঞানী গুনী ব্লগার।

কি যেন.... ১৮।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম সঠিক যায়গায়
হাত দিয়েছেন !!
সাপ ধরার মন্ত্র জানেন তো ?

৪| ২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:১৫

ইসিয়াক বলেছেন: উনি একসময় আমার গ্রামের বাড়ির৷ এলাকায় নিয়মিত যাতায়াত করতেন। কমিউনিস্ট পার্টি করতেন সম্ভবত।...... এখন সম্ভবত কানাডা থাকেন সস্ত্রীক।

২৯ শে এপ্রিল, ২০২১ রাত ১১:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসিয়াক ভাই সব ফাঁস করে দিতে নাই।
সমাঝদাকে লিয়ে ইসারাই কাফি হ্যায় !!
আপনাকে ধন্যবাদ অনুসন্ধানী রিপোর্টের জন্য।

৫| ৩০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:৩১

মা.হাসান বলেছেন: হাতুড়ি মিয়া ওরফে কাস্তে দত্ত ওরফে লাল্লু১৮ নতুন নিক খুলেই আমার পোস্টে বমি করতে গেসিলো।
এইটার এমন গন্ধ, গন্ধেই চিনা ফালাইসি। আমার লাস্ট পোস্টে লাল্লুর কমেন্ট এবং আমার জবাব দেখার আমন্ত্রন থাকলো।

৩০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মা.হাসান ভাই
বেচারাতো আপনাদের আশির্বাদ নিয়েই
শুরু করছেন। তার পরেও এমন দাওয়া্ই !!
এবার আপনি দেখুন তার স্বরূপ
কাক যতই ময়ূর পুচ্ছ ধারণ করুক তার
কর্কশ স্বর চি্নিয়ে দিবে তিনি কাক !!

৬| ০৫ ই মে, ২০২১ রাত ১:০২

রাজীব নুর বলেছেন: আবারও বলছি আপনি ছড়া কবিতা ভালো লিখেন।

০৬ ই সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.