নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

নোভেল করোনা ভাইরাস !!! (কবিতা)

০১ লা মে, ২০২১ বিকাল ৫:২৫

নোভেল করোনা ভাইরাস
নূর মোহাম্মদ নূরু

আতংকের এক নাম নোভেল করোনা
ভাইরাস বলে জানি যাকে ধরে ছাড়েনা।
চীন থেকে উঠে এসে রাজ করে বিশ্বময়,
জানিনা কখন জানি যম এসে হানা দেয়।

রক্ষা নাই নিস্তার নাই যাকে ছোঁয় করোনা,
পিতা পুত্র পরিবার কেউ কাছে ঘেষেণা।
লাশ হলো প্রিয়জন বিদেশেতে বিভূয়ে,
কিযে ব্যাথা বুকে বাজে প্রীয়জন হারায়ে।

কত শত মারা যাবে লাশ হবে বেশুমার,
আছে কেউ ধরাধামে করোনাকে রুখিবার?
হিংস্রতার তাণ্ডবে বিরাণ হবে জনপদ,
দেশ থেকে দেশান্তরে ছুটছে যে সে শ্বাপদ।

বিশ্বেময় ছড়িয়েছে ঘাতক নোভেল করোনা
গজব সৃষ্টি কর্তার, এটা অনেকেই মানেনা।
সাস্তি এ যে মানবের অসীমের অবাধ্যতার,
সময় আছে এখনও ভুল ত্রুটি সুধরাবার।

পানা চাও খোদার কাছে মাগো তার রহমত,
ক্ষমা করে দিতে পারে যদি পাতো দুই হাত।
ফিরিয়ে নাও করোনা গজব তুমি দিও না,
দয়াময় করোনা যেন মোদের ক্ষতি করেনা।

প্রকাশকালঃ ঢাকা, ৯ মার্চ ২০২০ ইং
আসুন করোনা ভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে আমরা নিম্নোক্ত দোয়াটি পাঠ করি।

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০২১ বিকাল ৫:৪৭

চাঁদগাজী বলেছেন:


ঘরে রেখে করোনা রোগীকে ভালো করা সম্ভব। ২ টি মাস্ক পরে, রোগীকে হাতে ধরেও সাহায্য করা সম্ভব; ঘরের দরজা, জানালা খোলা রাখতে হবে, সম্ভব হলে, পাখা চালিয়ে ঘরে বাতাস চলাচল করতে দিতে হবে; মাস্ক পরে রোগীর আশেপাশে থাকা পুরোপুরি নিরাপদ।

০১ লা মে, ২০২১ রাত ১১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
খালাস মোবারক !!
আপনাকে মুক্ত বাতাসে
দেখে যারপরনাই আনন্দিত
হলাম। আপনার শিষ্য এখন
লেখার স্বাধীনতা পেলেও মন্তব্য
করার সুযোগ রহিত !! আশা করি
কয়েকদিন পরে সেও আপনার মতো
খালাস পাইবে।

২| ০১ লা মে, ২০২১ রাত ৯:১৬

জগতারন বলেছেন:
প্রিয় কবিঃ নূর মোহাম্মদ নূরু,
কবিতা ভালো লেগেছে, লাইক দিলাম।

০১ লা মে, ২০২১ রাত ১১:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ দাদা জগতারন
কবিতা ভালো লাগা এবং
লাইকের জন্য।

৩| ০৪ ঠা মে, ২০২১ রাত ১০:৩৫

রাজীব নুর বলেছেন: মুরুব্বী রাগ করবেন না। বুঝতে চেষ্টা করুন- দোয়া দিয়ে করোনা ভাইরাসকে বশ করা যাবে না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.