নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

শেষ বিচারের দিন, শুধিতে হবে ঋণ

০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

শেষ বিচারের দিন, শুধিতে হবে ঋণ
নূর মোহাম্মদ নূরু

নাস্তিকে নাস্তিকে ভরে গেছে দেশটা
জানিনা কিযে হবে তাহাদের শেষটা।
আল্লাহ খোদায় করে থোড়াই কেয়ার
কি ভাবে পায় তারা এতটা পাওয়ার!

ভাইরাস রোগব্যধি সবই দেন বিধাতা
ধরিতে অকৃতজ্ঞ ভূবনেযে ফাঁদ পাতা।
বোঝেনা তা মূর্খ কি যে এর মর্ম
নাস্তিকের শরীরের মোটা হয় চর্ম।

অনুভূতি থাকেনা খোদাকে ডরেনা
নাস্তিক একগুয়ে কারো ভয় করেনা।
চিরদিন কেউ কভূ দূনিয়াতে থাকেনা।
চুল পেকে সাদা হয় বুদ্ধিটা পাকেনা।

দু-দিনের দূনিয়ায় বাহাদূরী করে যে
ইতিহাস স্বাক্ষী লাঞ্ছিত হয় সে।
অহমিকা দাম্ভিক কেউ হলে ধরাতে,
পতন্ অনিবার্য পারবেনা রুধিতে।

শেষ ব্চিার দিনে শুধিতে হবে দায়
সবার কৃতকর্মের যেদিন সে হিসাব নেয় ।
কারো প্রতি বিন্দুমাত্র অবিচার হবেনা
সময় আছে কেন তবে হিসাবটা করো না?


রচনাকালঃ ঢাকা, ২০ মার্চ ২০২০ই
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে করোনায় যারা মারা যাচ্ছেন, এরা পাপী? আপনি ভাইরাস নিয়ে বেদুইনদের মতামত কেন প্রচার করছেন?
আজকে যাঁরা ভাইরাসকে টিকা বানায়ে থামাচ্ছেন, তাদের মতামত কেন প্রচারকরছেন না?

মানুষকে বোকা বানানোই কি আপনার কাজ?

০৩ রা মে, ২০২১ রাত ৮:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

গাজীসাব আপনার বোঝার ভুল
টিকা মিকার কোন ক্ষমতা নাই
করোনা ভাইরাস ঠেকায়। যদি
সৃষ্টিকর্তা ইচ্ছা করেন তা হলে
সামান্য পানি পড়াতেও এর থেকে
মুক্তি মিলবে। আর তিনি না চাইলে
ডাক্তার বেটে খাওয়ালেও করোনার
হাত থেকে রক্ষা পাওয়া যাবেনা। এমনকি
মাটির গর্তে থাকলে সে তার শিকার খুঁজে নিবে।
যারা টিকা আবিস্কার করেছিলো তাদের দাবী
ছিলো করোনার টিকা নিলে সে নিরাপদ। আজ
তাদের সেই দাবী অসাড়ে পর্যবেশিত। দ্বিগুন/তিনগুন
শক্তি নিয়ে হানা দিচ্ছে করোনা।

তারা বলেছিলো শীতে করোনা বাড়ে আর গরমে মরে
এখন প্রমান পেয়েছেন তাদের যক্তি কতটা মেধা শুণ্য !!
আল্লাহকে ভয় করেন, তার কাছে ক্ষমা চান তা না হলে
মুক্তি মিলবে না।

২| ০৩ রা মে, ২০২১ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



বিশ্বে খৃষ্টানদের সংখ্যা বেশী, ওদের ধর্ম পুরোপুরি অর্গেনাইজড; তাদের থেকে জেনে নিয়েন তো শেষ বিচারের দিনে আপনার কি হবে!

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাদের কাছে জানতে হবে কেন?
আমার ধর্মই বলে দিয়েছে শেষ
বিচারের দিনে সবার পাপ পূণ্যের
বিচার হবে। আমারও হবে। বিচার শেষে
একদিন বেহেশতেও যাবো এ বিশ্বাস
মুসলমান হিসেবে সবারই আছে।
তবে নাস্তিকদের জন্য কোন সুখবর নাই।

৩| ০৩ রা মে, ২০২১ রাত ৮:১৭

চাঁদগাজী বলেছেন:


আপনি বলেছেন, "গাজীসাব আপনার বোঝার ভুল টিকা মিকার কোন ক্ষমতা নাই করোনা ভাইরাস ঠেকায়। "

-আপনি কোথায় আছেন, ইসরায়েল ভাইরাসকে ঠেকাচ্ছে না; আমেরিকা ঠেকাচ্ছে না; আমেরিকা ৩৫% টিকা পাবার পর, নিউইয়র্কের মৃত্যুর সংখ্যা দৈনিক গড়ে ৪০০ থেকে কমে ৪২ জনে এসেছে; আপনি শিক্ষিত মানুষ, অপপ্রচার করে জাতির ক্ষতি করছেন।

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটা সৃষ্টিকর্তার দয়া বলে মনে করেন।
তার ইচ্ছাতেই যখন জোয়ার ভাটা হয়,
আমাবশ্যা পূর্ণিমা হয় তখন মৃত্যুর হার
কম বেশী তার ইচ্ছাতেই হয়।

৪| ০৩ রা মে, ২০২১ রাত ৮:৩৮

চাঁদগাজী বলেছেন:



গুগলে ইসরায়েল কোভিড-১৯ আপডেট লিখে সার্চ করেন, দেখেন ওরা কিভাবে করোনাকে কন্ট্রোলে এনেছে।

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইসরায়েল কোভিড নিয়ন্ত্রণ করতে পারলে
আমেরিকা কেন পারছেনা ? তাদেরকে বলেন
ওদের কাছ থেকে দীক্ষা নিতে!

৫| ০৩ রা মে, ২০২১ রাত ৮:৫৯

কামাল১৮ বলেছেন: কুসংস্কার মানুষকে কোথায় নিয়ে যায় তার জলজ্যান্ত প্রমান আমাদের নূরু সাহেব।

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কিছু নাস্তিকদের কারণে আল্লাহর গজব এই করোনা!
শুকনা বনে আগুন লাগলে যেমন ভিজা বন রক্ষা পায়না
তেমনি অবিশ্বাসীদের কারনে বিশ্বাসীরাও সাজা ভোগ
করছে। তবে তােদের জন্য আছে পরকালের পুরস্কার।

৬| ০৩ রা মে, ২০২১ রাত ৯:০২

চাঁদগাজী বলেছেন:



আপনি লিখেছেন, "তারা বলেছিলো শীতে করোনা বাড়ে আর গরমে মরে
এখন প্রমান পেয়েছেন তাদের যক্তি কতটা মেধা শুণ্য !! "

-এগুলো আপনার নিজের ভুল; শুরুতে যে করোনা ভাইরাস ছিলো, উহাতে বেশীরভাগ মানুষ মারা যাচ্ছিল ফুসফুসে নিমোনিয়া হলে; নিমোনিয়ার স্বাভাবিক নিয়ম হলো, ঠান্ডায় উহা ভয়ংকর, গরমে নিমোনিয়ার প্রকোপ কম।

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
প্রথম গজব আসার পরেও যারা আল্লাহর উপর
বিশ্বাস আনেনি তাদের উপরই অতিরিক্তমাত্রায়
শক্তিশালী করোনার (দুইগুন/তিনগুন) গজব
এসেছে। এর পরেও মানুষ সতর্ক ও সাবধা্ন
না হলে এর থেকেও শক্তিশালী গজব আসতে
পারে। সে বিশ্বাস যারা্ ঈমান এনেছে তাদের।

৭| ০৩ রা মে, ২০২১ রাত ১০:৩৪

বোবাকান্না বলেছেন: যারা খোদা মানেনা, ধরেন তাদের খোদা নাই। তাহলে খোদাই যদি না থাকে তার কিসের আবার বিচার, কিসের আবার কেয়ামত?

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যারা খোদা মানেনা, কেয়ামতরে উপর
বিশ্বাস নাই, বেহেশত দোজখ মানেনা
তাদের জন্য দুনিয়াটাই বেহেশত !

৮| ০৩ রা মে, ২০২১ রাত ১১:১২

মা.হাসান বলেছেন: নাস্তিকে নাস্তিকে ভরে গেছে দেশটা

নূরু ভাই, আপনি ''মাস্তিক'' এর কথা ভুলে গেছেন B-)) । এই মাস্তিবাজরা এখন দলে ভারি হইতেছে। কেউ যামিন পাইসে, কেউ নাম ভাড়ায়া আসতেছে।

গরিব না খাওয়ার দেশে মরলো বারো হাজার, আর মাস্তিকের দেশে মরে লাখ লাখ। এত টেকনোলজি কি কামে আসলো?

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নাস্তিক ছিলো জানি এখানে অনেক জন
মাস্তিক এটা তার নতুন সংযোজন!
সব যাবে মিলিয়ে এলে বৈশাখী ঝড়
এখনো সময় আছে আল্লা স্মরণ কর।

৯| ০৪ ঠা মে, ২০২১ রাত ১২:২০

চাঁদগাজী বলেছেন:


লেখক বলেছেন: "ইসরায়েল কোভিড নিয়ন্ত্রণ করতে পারলে আমেরিকা কেন পারছেনা ? তাদেরকে বলেন ওদের কাছ থেকে দীক্ষা নিতে! "

-আমেরিকা পুরোপুরি সফল হবে না; শ'তে ২৫ জন টিকা নেবে না।

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:২৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কেন সেই ২৫% কি সৃষ্টিকর্তার
উপর সপে দিয়েছেন নিজেদেরকে?
আপনি টিকা নিয়েছন তো ?

১০| ০৪ ঠা মে, ২০২১ রাত ১২:২৩

নেওয়াজ আলি বলেছেন: উঠতে বসতে নাস্তিক
মাথা করে টিকটিক

০৪ ঠা মে, ২০২১ রাত ১২:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মাথার আর দোষ কি মাথাব্যাথা নাস্তিক
দূর হবে তখনই ঢিল মারে আস্তিক!
হবে দূর বহু দূর অচিরে দেখবেন
দয়া করে হিসাবটা মনে মনে রাখবেন।

১১| ০৪ ঠা মে, ২০২১ রাত ৩:৩২

কামাল১৮ বলেছেন: আপনার জন্য জন্য আছে ৭২ টা হুর।বৌ ঠিক করে দিবে কার পরে কার পালা।তার পালা কোন দিন আসবে না।

০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ইসলাম ধর্মে পরকাল বা আখেরাত সম্পর্কে
কোরআন হাদিসে যা আছে তা সত্যি। এ নিয়ে
কটাক্ষ করবেন না। নিজে যদি নাস্তিক হন তা
হলে তা নিজের মাঝেই সুপ্ত রাখুন। প্রকাশ
করার আবশ্যকতা নাই।

১২| ০৪ ঠা মে, ২০২১ দুপুর ১২:৫৪

মা.হাসান বলেছেন: আস্তিকদের পরকালের বর্ননা শুনে
মাস্তিকেরা বলে
-চলো ভাই কানাডা যাই
সেখানে নাকি মাস্তের অভাব নাই
সানি লিওনও আছে তো ভাই।

মাস্তিবাজদের যন্ত্রনায়
অবশেষে হায়
সানি লিওন কানাডা ছেড়ে পালায়।
মাস্তিবাজ এখন যাবে কোথায়? :(

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দেখেন সহমতের পাল্লা ভারী করার জন্য
হাজির হয়েছেন আমাদের এরশাদ ভাই।
উনিওকি কানাডা যাবেন কানি পিওনকে
পাকড়াও করতে !!

১৩| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৩৭

রাজীব নুর বলেছেন: কামাল১৮ বলেছেন: কুসংস্কার মানুষকে কোথায় নিয়ে যায় তার জলজ্যান্ত প্রমান আমাদের নূরু সাহেব।

সহমত।

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সঠিক মূল্যায়ণ করেছেন আপনারা দুই জন
বানীতো নয় যেন খনার বচন !!

১৪| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫০

জটিল ভাই বলেছেন: আপনারে বুঝার বৃথা চেষ্টা করছি……....

০৪ ঠা মে, ২০২১ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাহাকে বোঝার চেষ্টা করছেন জটিল ভাই
হিসাব করে কোন কূল কিনারা নাহি পাই।

১৫| ০৪ ঠা মে, ২০২১ বিকাল ৫:০৫

জটিল ভাই বলেছেন: লেখক বলেছেন: কাহাকে বোঝার চেষ্টা করছেন জটিল ভাই

নুরু ভাই, আপনি আসলে কোন শিবিরের? আপনার অবস্থান নিয়ে দোটানায় নয়, বহুটানায় পরে যাই....…..

০৪ ঠা মে, ২০২১ রাত ১১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জটিল ভাইয়ের জটিল প্রশ্ন !!
আমার সহজ উত্তর আমি শিবির করিনা !
সুতরাং বহুটানায় নয় নির্দিধায় একটানায়
থিতু থাকুন !

১৬| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৭:২২

চাঁদগাজী বলেছেন:



হ্যাঁ, আমেরিকায় ধর্মীয়রাও (মুরমান খৃষ্টান ও হেডিডিক ইহুদীরা ) টিকা নিচ্ছে না; কিন্তু বেশীরভাগ হচ্ছে ইডিয়ট ট্রাম্পের সমর্থক

০৫ ই মে, ২০২১ রাত ১২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাংলাদেশেও বহু মানুষ টিকা নিচ্ছেনা
কেই দ্বিধান্বিত কারণ টিকা নেবার পরেও
যখন শুনে তাকে করোনায় পাকড়াও করেছে।
আবার টিকা স্বল্পতার কারনেও এখন চাইলেও
টিকা পাওয়া যাচেছনা !
আমেরিকার ওই ২৫% ও কি তাই ভাবছে?

১৭| ০৪ ঠা মে, ২০২১ সন্ধ্যা ৭:২৪

ইসিয়াক বলেছেন: পোস্ট তো জমে একেবারে ক্ষীর।

০৫ ই মে, ২০২১ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

শুধু ক্ষীর নয় দাদা
এক্কেবারে ক্ষীরের পায়েশ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.