| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
নূর মোহাম্মদ নূরু
	দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
 
পাগলের সিক্যুয়ালঃ
১। পাগল-১ (ছড়া)
২। পাগল ভরা বঙ্গ দেশ
৩। পাগল-২ (ছড়া)
৪।একটি  রম্য ছড়া
পাগল-৩ (কবিতা)
নূর মোহাম্মদ নূরু
আজিকার এ কাব্যে, পাগলেরা ভাববে!
কিসে কি যে হয়ে গেলো গুরু নাম জপবে !
পাগল খেদাও অভিযান চলিতেছে চলবে
জানি তাতে কেউ কেউ মনে মনে জ্বলবে।
কে পাগল বের হবে ঝাড় ফুক চলছে
ঝিম ঝিম বমি বমি তার মাথাটাযে দুলছে!
পাবলিক বুঝে গেছে পাগল আছে কয়টা
দুই তিন চার পাঁচ গুনতিতে ছয়টা। 
কত এলো কতো গেল পাগল এই বঙ্গে
কিছুদিন থাকে তারা মহা সুখে রঙ্গে।
তার পরে যখনি বেড়ে যায় মাত্রা
প্যাদানিতে ব্যবচ্ছেদে অন্তিম যাত্রা।
নতুন এক পাগলের কাই কুই চলছে
হাদিসের বাণীকে ঠাকুমার ঝুলি বলছে।
!চ্যালা ব্যালা শিষ্য সার কথা বোঝেনা
কোথায় কি বলা লাগে সে হুস থাকেনা।
পাগলের এক বাত আমিতো পাগল না
কারো কথাতেই নৌকা দোলাইনা।
মুখে বলে এক কথা কাজে করে ভিন্ন
এটাই পাগলের একমাত্র চিহ্ন 
পাগলের পাগলামী মজা পায় বাচ্চা
আজে বাজে বলিনা যা বালি সাচ্চা।
দুনিয়া দুদিনের চলে যাবে সবে
পরকালের হিসাব যে মিলাতেই হবে।
যেমন কর্ম তেমন ফল হাতে হাতে দেবে
স্বজন পরিজন তার ভাগ নাহি লবে।
ইয়ানাফসি বলবে সব কঠিন সে দিনে
তখন কি লাভ হবে ভালো মন্দ চিনে?
সময় আছে শুধরে নাও সৎপথ দেখো
গায়ের গন্ধ যাবে আতর লোবান মাখো।
দূর্দিনে পাগলের আমি আছি সাথে
পথের দিশা দিবো অন্ধকার রাতে।
প্রকাশকালঃ ০৭ মে ২০২১ইং শুক্রবার
উৎসর্গঃ ছড়াকার জটিল ভাইকে
নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম 
 ফেসবুক-১  
 ফেসবুক-২
[email protected]
 
০৭ ই মে, ২০২১  বিকাল ৪:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আপনাকে ধন্যবাদ হানিফ ভাই
লেখাটি পছন্দ হয়েছে বলে।
সাথে থাকবেন।
২| 
০৭ ই মে, ২০২১  বিকাল ৪:৩৩
এম এ হানিফ বলেছেন: বাহ দারুন লিখেছেন ভাই
 
০৭ ই মে, ২০২১  বিকাল ৪:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ভালো লাগার কারনে
উচ্ছ্বাসত হয়ে একই
মন্তব্য দুই বার !! 
ধন্যবাদ আপনাকে
হানিফ ভাই
৩| 
০৭ ই মে, ২০২১  বিকাল ৪:৪৪
চাঁদগাজী বলেছেন: 
কোথায় পড়েছিলাম, বাজারের মাঝে ২ হোমলেস পাগল পাশাপাশি বসে আছে, একজন অনবরত কথা বলছিলো, এতে অন্য জন বিরক্ত হয়ে বললো, পাগলামী বন্ধ কর।
 
০৭ ই মে, ২০২১  বিকাল ৪:৫৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
পাগল চিনার একমাত্র উপায়
যে বলে সে পাগল না।
আপনি কি পাগল ?
৪| 
০৭ ই মে, ২০২১  বিকাল ৫:১৭
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন: "পাগল চিনার একমাত্র উপায় যে বলে সে পাগল না। আপনি কি পাগল ?"  
না, আমি পাগল নই!
 
০৭ ই মে, ২০২১  বিকাল ৫:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
তার মানে আপনিও পাগল। পাগল কখনোই স্বীকার করেনা সে পাগল !! 
কারন, তখন তার স্বাভাবিক বিচার ক্ষমতা থাকেনা।
সে কে, সে কি করছে, কোথায় যাচ্ছে। তখন সে ভালো-মন্দ বিচার 
করতে পারেনা। সে মনে করে, সে যা করছে তাই তার জন্য ভালো। 
এজন্য তার পাগলামী সে নিজে বুঝেনা। এবং নিজেকে পাগল বলতে 
কখনোই সে রাজী নয়। সত্য কথনের জন্য ধন্যবাদ।
৫| 
০৭ ই মে, ২০২১  বিকাল ৫:২৪
রাজীব নুর বলেছেন: আপনার প্রতিভা আছে।
 
০৭ ই মে, ২০২১  বিকাল ৫:২৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আপনারও অনেক বুদ্ধি ও 
সহজ সরল হয়ে থাকার
জ্ঞান আছে।
৬| 
০৭ ই মে, ২০২১  বিকাল ৫:৪৯
জটিল ভাই বলেছেন: সামু দেখি যেইরূপে পাগলেতে ভাসছে,
পাবনা ছেড়ে কি সব সামুতেই আসছে?
এই যদি চলে তবে থাকা হবে মহা দায়,
চাঁদে চইলা যামু যদি গাধা একটা পাওয়া যায়!
 
০৭ ই মে, ২০২১  বিকাল ৫:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
পাগলের দোষ কি করে তার কর্ম
আবোল তাবোল বকবে এটা তার ধর্ম।
নতুনের আমদানী নজরে কি আসছে?
আজ দেখি ব্লগেতে খুক করে কাশছে!
চাঁদে যান মানা নাই তবে যদি পারেন
দুই চারটা পাগল ছালাতে ভরেন।
চাঁন্দে থাকুক তারা হয়ে গৃহবন্দি
কেমন হলো বলেন আমার এ ফন্দি!
৭| 
০৭ ই মে, ২০২১  সন্ধ্যা  ৬:১০
জটিল ভাই বলেছেন: 
মন্দ নয়তো আপনার ফন্দি,
কিন্তু করিলে পাগল বস্তায় বন্দী!
শহীদতো হইবে যদি মরিয়া যায়,
কিন্তু পাগলতো মরিতে না চায়!
বাঁচিয়া চাঁন্দে গিয়া হইতে চায় গাজী,
তাই তারা বস্তায় মরতে কি রাজি?
নতুনটারে আরেকটু করি অবজারভেসন,
ঔষধে ধরিবে না, না বাড়িলে টান!
 
০৭ ই মে, ২০২১  সন্ধ্যা  ৭:৩৪
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
বুদ্ধি দিলাম কইরা ফালান 
ছাগল পাগল বন্দি!
দেখা যাবে মরার আগে
গরম হবে চান্দি!
ধরবো তখন ছাই দিয়ে
পাগল যাবি কই?
পাগল ধরার অপেক্ষাতে
আমি বসে রই !
৮| 
০৭ ই মে, ২০২১  সন্ধ্যা  ৭:০৫
জগতারন বলেছেন: 
কত এলো কতো গেল পাগল এই বঙ্গে
কিছুদিন থাকে তারা মহা সুখে রঙ্গে।
তার পরে যখনি বেড়ে যায় মাত্রা
প্যাদানিতে ব্যবচ্ছেদে অন্তিম যাত্রা।
[যেমন; শালার পুত ভন্ড মামুনুল হক।]
অসাধারন কাব্য ! 
নূর মোহাম্মদ নূরু -এর প্রতি অভিন্দন আর সুভেচ্ছা 
এমন সুন্দর একখানা সুখ পাঠ্য কাব্য আমাদের {সামু'র 
পাঠক-পাঠীকাদের} উপহার দেওয়ার জন্য।
আমি চাই সামু কর্তৃপক্ষ জ্বনাব নূর মোহাম্মদ নূরু -কে যথাযত মূল্যায়ন করার জন্য 
এবং নূর মোহাম্মদ নূরু -এর এই অসাধারন শ্রম ও মেধার জন্য সম্মানী (অর্থ) প্রদান করা হোক।
 
০৭ ই মে, ২০২১  সন্ধ্যা  ৭:২২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
অর্থ কড়ি তুচ্ছ অতি অনর্থের মূল
অর্থ দিয়ে সম্মান করা বড় ভুল।
প্রতিবাদে দৃঢ় হোন তুলুন দুই হাত
এটাই সম্মান মরদ কা বাত !
৯| 
০৭ ই মে, ২০২১  সন্ধ্যা  ৭:১৪
জগতারন বলেছেন: 
পাগলের দোষ কি করে তার কর্ম
আবোল তাবোল বকবে এটা তার ধর্ম।
নতুনের আমদানী নজরে কি আসছে?
আজ দেখি ব্লগেতে খুক করে কাশছে!
চাঁদে যান মানা নাই তবে যদি পারেন
দুই চারটা পাগল ছালাতে ভরেন।
চাঁন্দে থাকুক তারা হয়ে গৃহবন্দি
কেমন হলো বলেন আমার এ ফন্দি!
ওহ ভাই,
উপস্থিতক্রমে এমন জটীলভাবে কী ভাবে লিখিতে ?
একটু জানঅন, আমিও চেষ্টা করবো লিখতে !
 
০৭ ই মে, ২০২১  সন্ধ্যা  ৭:৪২
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
দাদা কি যে বলেন 
 
বড্ড লজ্জা দিলেন।
সত্যি যদি লিখতে চান
কলমটাকে শক্ত করে ধরেন।
চেষ্টা করলে কেষ্ট মিলে
মোদের সবার জানা।
লিখতে থাকুন অবিরত
কে করেছে মানা।
১০| 
০৭ ই মে, ২০২১  রাত ৮:১৭
নেওয়াজ আলি বলেছেন: সমস্য্যা হলো সময় থাকতে সৎ পথে আমরা হাটি না। উপরের মন্তব্য ভুলবসত হয়েছে মুছে ফেলুন প্লিজ।
 
০৭ ই মে, ২০২১  রাত ১১:০৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আলি ভাই আমরাতো সঠিক পথের দিশাই জানিনা
হাদিসের বাণীকে বলি ঠাকুমার ঝুলির গল্প !!
কি অধঃপতন আমাদের !!
এরা কবে ঠিক পথে হাটবে?
১১| 
০৭ ই মে, ২০২১  রাত ৯:১৪
শেহজাদী১৯ বলেছেন: সবাই এত পাগল নিয়ে মজলেন কেন ভাই?
 
০৭ ই মে, ২০২১  রাত ১১:০৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
নানান ধরনের পাগলে ভরে গেছে দেশটা
স্বার্থ উদ্ধারে তাই পাল্টে নেয় বেশটা।
পুরাতন পাগলে পায়না ভাত
নতুন পাগলে মারলো জাত!
১২| 
০৮ ই মে, ২০২১  রাত ১:২৪
রাজীব নুর বলেছেন: আপনার জন্য ধাঁধা- যে বিক্রি করে সে জিনিসটি চায় না।যে কেনে সে জিনিসটি ব্যবহার করে না।আর যে ব্যবহার করে সে জিনিসটি দেখতেই পায় না।কি সে জিনিস?
 
০৮ ই মে, ২০২১  ভোর ৪:০৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
খানসাব এটা সম্ভব
কাফনের কাপড়
আচ্ছা এবার আপনি বলুনঃ 
আপনাকে যদি বলা হয় ২ টা আপেল ৩৪ টা গ্রামে ভাগ করে দিন। 
তাহলে আপনি কিভাবে দিবেন?
১৩| 
০৮ ই মে, ২০২১  দুপুর ১২:৩১
জটিল ভাই বলেছেন: চৌদ্দগ্রাম আর কুড়িগ্রামে নাকি পাগলের উৎপাত বড্ড বেড়ে গেছে? ![]()
 
০৮ ই মে, ২০২১  সন্ধ্যা  ৬:০৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
হা হা হা !!
এটা পাগলের ভালো জানার কথা !
কিন্তু আপনি জানলেন কেমন করে?
১৪| 
০৮ ই মে, ২০২১  দুপুর ১২:৩৯
জটিল ভাই বলেছেন: আমার পোস্টে একজন বীর জানাইলেন তিনি নাকি আপনাকে অনুসরণ করিতেছেন। আর তাহাকে অনুসরণ করিতে যাইয়াই উক্ত তথ্য আবিষ্কার করিলাম। জানেনইতো আপনার সহচর্যে ইদানিং পাগলের উপর গবেষণা শুরু করিয়া দিয়াছি..... 
 ![]()
 
০৮ ই মে, ২০২১  দুপুর ১২:৪৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
ভেরী গুড জব!
লেগে থাকেন
পাগলের উপর
গবেষণা করুন।
থিসিস জমা দিন
ডক্টরেট ডিগ্রি 
প্রদান করা 
হবে।
১৫| 
০৮ ই মে, ২০২১  দুপুর ১:০১
জটিল ভাই বলেছেন: আপনার সঙ্গে পাগল খেদাও আন্দোলনে শরীক হতে পরিয়া নিজের মাঝে এই ভাবিয়া কেমন জানি একটা ভাব উপলব্ধি করিতেছি যে, একদিন ইতিহাসে আমার কথাও এই মর্মে লিখা থাকিবে যে, "সামুতে বিখ্যাত পাগল সাধক নুরু ভাইয়ের সহচর্য লাভ করিয়া তিনি নুরু ভাই ঘোষিত 'পাগল খেদাও আন্দলোন'-এ সক্রিয় ভূমিকা পালন করেন!" ![]()
 
০৮ ই মে, ২০২১  বিকাল ৩:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আশা করি আপনি আপনার সাধনায় সফল হইবেন।
আপনার নাম সামুর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হবে।
আপনার জন্য ক্ষুদ্র উপহার
১৬| 
০৮ ই মে, ২০২১  সন্ধ্যা  ৬:২০
জটিল ভাই বলেছেন: জটিলবাদ।
উপহার জটিলতর সুন্দর,
পড়িয়া মন হইলো মনোহর! ![]()
 
০৮ ই মে, ২০২১  সন্ধ্যা  ৭:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আমি পাগল  ধরবো পাগল বান্ধবো 
নেবো পাগলের দেশে .... ও হায়রে
পাগল কই ?
©somewhere in net ltd.
১|
০৭ ই মে, ২০২১  বিকাল ৪:৩২
এম এ হানিফ বলেছেন: বাহ দারুন লিখেছেন ভাই