নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কান নিয়েছে চিলে (ছড়া)

০৯ ই মে, ২০২১ দুপুর ১:৪১


কান নিয়েছে চিলে (ছড়া)
নূর মোহাম্মদ নূরু

চিল নিয়েছে কানটা শুনে
গাজী ছুটছে চিলের পিছে,
সারাটি দিন ছোটাই হলো
দিনটা তাহার গেলো মিছে।

কানের দুঃখে কাঁদছে গাজী
গালে দিয়ে হাত,
মুখ দেখানো আর যাবেনা
বুঝি এবার চলে গেলো জাত।

বধিবে চিল পণ করিলো
তাইতো ছোটা ছুটি।
লাভের বেলা অষ্টারম্ভা
দিনটি হলো মাটি।

কান ছাড়া যে মান রাখা দায়
ভাবছে বসে গাজী!
অন্য কারো কান না নিয়ে
তারটা নিলো পাজী।

ছোট্ট শিশু খেলার ছলে
তার কানে দিলো হাত,
খুশি হল কান টানাতে
ফিরে পেল জাত।

গুজবেতে কান দিওনা
মোটা মাথার দল,
নিজের উপর ভরসা রাখো
নিজের জ্ঞানই বল।


উৎসর্গঃ ব্লগের জ্ঞানের বটবৃক্ষ গাজীসাবকে
প্রথম প্রকাশ কালঃ
ঢাকা, শনিবার, ২১ মার্চ ২০১৫ ইং

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে

০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ছবি আপু আপনি কেমন আছেন?
আপনার সুস্বাস্থ্য আর নিরাপদ
জীবন কামনা করছি সর্বদা।
মন্তব্যের জন্য ধন্যবাদ।

২| ০৯ ই মে, ২০২১ দুপুর ১:৫৪

চাঁদগাজী বলেছেন:



সব কথাই শুনি, কিছু কথা এক কান দিয়ে শুনি, অন্য কান দিয়ে বেরিয়ে যায়।

০৯ ই মে, ২০২১ দুপুর ২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এবার থেকে দুষ্ট ছেলে কান টানার আগে
নিজের হাতে কানটা পরখ করে নিবেন!!
বারে বারে একই ভুল কেন যে করেন বুঝিনা !!
আপনাকে নিয়ে হিউমারটা কেমন লাগলো ?

৩| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:১৬

চাঁদগাজী বলেছেন:



আপনি হিউমার করেছেন, কোথায়?

০৯ ই মে, ২০২১ দুপুর ২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যেখানে আপনার সীমান্ত
সেখানেই শুরু !!

৪| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:২৩

রাজীব নুর বলেছেন: ছড়া চমৎকার হয়েছে।
আপনি শিশুদের জন্য ছড়া কবিতা লিখেন। বই আকারে প্রকাশ করুন।

০৯ ই মে, ২০২১ বিকাল ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ খানসাব
সুন্দর পরামর্শ দেবার জন্য।
তবে আমার ধারনা বড়রা
পড়লেও শিশুরা আমার
ছড়ার বই পড়বেনা।
শিশুরা এখন বড়
হয়ে জন্মায়।

৫| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:৪৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: কবিতায় মজা পেলাম।

০৯ ই মে, ২০২১ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

পৃথিবীতে সব চেয়ে কঠিন কাজ
কাউকে মজা দেওয়া বা খুশী করা।
আপনি মজা পেয়েছেন এটার কৃতিত্ব
আপনার, আমি নিমিত্ত মাত্র।

৬| ০৯ ই মে, ২০২১ দুপুর ২:৫৩

সিগনেচার নসিব বলেছেন: ছড়া ভালো হয়েছে।

০৯ ই মে, ২০২১ বিকাল ৪:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ
সিগনেচার নসিব ছড়াটি
পড়ার জন্য। শুভকামনা
জানবেন।

৭| ০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৪০

নেওয়াজ আলি বলেছেন:
সুন্দর , সুন্দর ভাবনা।

০৯ ই মে, ২০২১ বিকাল ৫:৫০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আলি ভাই
পবিত্র শবে কদরের রাত আজ
আমিসহ বিশ্বের সকল মানুষের
কল্যাণের জন্য দোয়া করবেন।

৮| ০৯ ই মে, ২০২১ রাত ৯:৪২

কামাল১৮ বলেছেন: সবথেকে ভালো লেগেছে,নিজের জ্ঞানই বল।সবাই যদি আপনার মতো এমন নিজের উপর ভরসা রাখতো,তাহলে আর আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় না।

১০ ই মে, ২০২১ সকাল ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ওরে বলদ নিজের জ্ঞানেই
ডাকি আমি খোদারে !
সবাই যদি এমন হতো
গজব যেতো উতরে !!

৯| ১০ ই মে, ২০২১ রাত ২:৩৯

জটিল ভাই বলেছেন: জটিল ছড়া। তা আপনার কথায় পাগলারে ছাইড়া দিছি। এইবার তারে কন্ট্রোল করেন......

১০ ই মে, ২০২১ সকাল ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

নতুন কিছু পাগল আবার
হইছে হেথায় আমদানী।
সময় হইছে এবার তাদের
দিতে হবে প্যাদানী।

১০| ১০ ই মে, ২০২১ সকাল ১১:৪৯

জটিল ভাই বলেছেন: এদের নিয়া ভাবো কেনো
তুমিতো মুসলমান!
তোমার ভাবনা ঈমান হবে
গাইবা ইসলামের শান!

পরচর্চা পরনিন্দা
ইসলাম তারে গীবত কয়,
তাদের শাস্তি আল্লাহ্ দেবেন
গীবত করা ভালো নয়!

সবচেয়ে ভালো, নিজ পথে চলো
চলো তাদের এড়িয়ে,
ছাড়ো তাদের আল্লাহ্'র নিকট
আল্লাহ্ ঠিক করিবেন।

তাদের সাথে চলা ফিরা
গাইয়া তাদের গুণ-গান,
কমাইতেছি আমরা যারা
নামেমাত্র মুসলমান

১১| ১০ ই মে, ২০২১ রাত ১০:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্য বলা সত্যে চলা
প্রতিবাদ করি অন্যায়ের,
এটাই শিক্ষা আছে
কোরআর আর হাদিসের।

গীবত কেন হতে যাবে
সত্য কথা বলিলে
আল্লাহর পুরস্কার আছে
সদা সত্ পথে চলিলে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.