নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

যার ধন তার ধন নয়; নেপোয় মারে দই!

১৭ ই মে, ২০২১ রাত ১২:৩০


যার ধন তার ধন নয়;
নেপোয় মারে দই

বাংলা ভাষায় বহুল প্রচলিত একটি প্রবাদ প্রবচন।
নেপো এর বাংলা অর্থ হলো অনধিকারী ধূর্ত লোক বা বাটপাড়। যারা পরিশ্রম করে তারা পরিশ্রমের ফল ভোগ করতে পারেনা না, অথচ চালাক- বাটপাড় লোক ফাঁকি দিয়ে সে ফল ভোগ করে।
One sows, another reaps .
One cannot enjoy his riches always.
অথবা
পরের ধনে পোদ্দারী
যার অর্থ অপরের টাকা অথচ নিজের গর্ব প্রকাশ। পরের মাথায় কাঁটাল ভাঙ্গা, পরের মাথায় হাত বুলানো- কৌশলে অপরের ধন আত্মসাৎ করা। পরের মাথায় বাড়ি দেওয়া- অপরের সর্বনাশ করা ইত্যদি।
মোদ্দা কথা পরিশ্রমী ব্যক্তিকে বঞ্চনা করে ধূর্ত লোকের ফল প্রাপ্তি। আবার কেউ কেউ পরের ধনে পোদ্দারীও করে থাকেন যা আপনারা অনেক শুনেছেন। এই নেপোটি যে কে, কেনই-বা সে দই মারল, মানে খেল, কিংবা কার দইটা সে মেরে দিল, তার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নিশ্চয় কোথাও না কোথাও আছে, তবে আমার জানা নেই। এটুকু জানা যে, কেউ যদি কারও জন্য প্রায় নির্দিষ্ট কোনো কিছু হাতিয়ে নেয়, তাহলে সে হলো নেপো, আর যেটা হাতাল, সেটা হলো দই। কেউ একজন হয়তো বাটি সাজিয়ে দই রেখেছিল, কোনো এক বুদ্ধিমান বা তস্কর তা সাবাড় করে দেয়। সেই থেকে নেপোয় মারে দই। ইদানিং সামুতে এমনি কয়েকজন নেপোর উপস্থিতি লক্ষনীয়। অন্যদের লেখা যদি তাদের মতের সাথে কনফ্লিক্ট করে অর্থাৎ তাদের মতের সাথে না মিলে তা হলেই তারা রাগন্বিত হন। আজে বাজে মন্তব্য করেন যা কখনো কখনো মাত্রা ছাড়িয়ে যায়। তারা এতটাই রাগন্বিত হন যে হিতাহিত জ্ঞাণ হারিয়ে অশালীন ও অশ্লীল বাক্য প্রয়োগে কুণ্ঠিত হন না। এতে করে যে তিনি তার অজান্তে নিজের মন্দ চরিত্রটি মুখোশের অন্তরাল থেকে জন সম্মূখে প্রকাশ করে দিচেছন তা বুঝতেও পারেনা। রাগ হলে অনেকের অবস্থা এমন হয় যে তিনি যেন নিজেকে সামাল দিতে পারছেন না, কিছুতেই আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে পারছেন না। নেপোরা দই মারায় ব্যস্ত সময় পার করছেন যাদেরকে কেন্দ্র করে তাদের কিন্তু দই নিয়ে কোন মাথা ব্যাথা নাই। কে কতটা দই মারছে, কে কতটা নষ্ট করছে তার হিসাব নেই তাদের কাছে। তারাতো আ্ছে ঠিক আগের মতোই। তাদের সহ্যকরার অসীম শক্তি! তারা যদি নিজেরা নিজেদের খুচিয়ে ঘা করে ফেলে আনন্দ পায় তা হলে আপনাদের জ্বলে কেন? আপনারা কেন গায়ে পড়ে লাগতে আসেন দুজনের বারণ করা সত্বেও। অতি উৎসাহ কখনোই মঙ্গল বয়ে আনেনা। বাচ্চারা তাদের সহজাত প্রবিত্তিতে ঝগড়া করে, আবার মিটেও যায়। কিন্তু ছাড় দেয়না নেপোরা। কারণ ছাড় দিলেই তাদের ঘোলা পানিতে মৎস্য শিকারের সুযোগ হাত ছাড়া হয়ে যাবে। গ্রামে কিছু মামলাবাজ আছেন তাদের কাজই হলো কথায় মামলা রজ্জু করা। দুই বাড়ির মুরগীর মারামারিতেও তারা মামলার উপসর্গ খুঁজে পায়। নেপোরা সেখানে বাদী বিবাদীর পক্ষ নিয়ে উত্তাপ ছড়ায়, মামলায় জড়িয়ে ফেলে উভয় পক্ষকে। তারা সামুকে সার্বজনীন না ভেবে সাম্প্রদায়িক মনোভাব ব্যক্ত করছেন। তারা নিজেদের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করতে আদা জল খেয়ে মাঠে নেমেছেন। খালি ময়দানে তাদের আস্ফলন ও লম্ফ ঝম্প দেখে হাসি লুকাচ্ছেন বিজ্ঞ জনেরা। তাদের কারো কারো পাহাড় সমান বিত্ত-বৈভব, কারো কারো সত্তর হাত পানির নীচ থেকে শিকার ধরার অভিজ্ঞতা কারো আবার শীরায় বহে নীল রক্ত। সেই তাহাদের ব্যপারে যদি কেউ উচ্চবাচ্য করে তা হলেতো তাদের শাস্তি হবারই কথা। থাকুক তারা তাদের বিত্ত-বৈভব আর নীল রক্তের উন্মাদনায় বুঁদ হয়ে তোমরা বাপু সেখানে নাক গলাও কেন? তার পরেও যদি কেউ আপনাদের ব্যাপারে নাক গলায় তা হলে দিননা তাদের নাকটি টিপে! তাতেও যদি আপনাদের নীল রক্ত শীতল না হয় তাহলে শক্তির খড়্গ দিয়ে অযাচিত গলানো নাকটি ঘ্যাচাং করে কেটে নিয়ে সদর দরজায় ঝুলিয়ে রাখুন যাতে ভবিষ্যতে কেউ আপনাদের ব্যাপারে নাক গলানোর দুঃসাহস না দেখায়। এবার একটু শীতল হোন!! আত্মনিয়ন্ত্রণে রাখুন। কারণ রাগ খুবই মন্দ অভ্যাস

ক্রোধ বা রাগ একটি অতি মাত্রার ক্ষতিকর উপসর্গ যা শারীরিক ও পারিবারিক এমন কী সামাজিক জীবনকেও বিষিয়ে তুলতে পারে। রাগলেন তো হারলেন এই চির সত্য কথাটি আমরা সকলে জানলেও কার্যক্ষেত্রে এর ব্যবহার সীমিত। সম্প্রাতি ডেইলী মেইলের এক রিপোর্টে প্রকাশ, অপরাধবিজ্ঞাণীও সামাজিক-বিজ্ঞানীরা অনেক দিন থেকেই বিশ্বাস করেন যে, যাদের আত্মনিয়ন্ত্রণ করার ক্ষমতা কম, তারা সুযোগ পেলে সহিংস অপরাধের সঙ্গে জড়িয়ে পরেন। তাঁরা দেখেছেন যে, আত্মনিয়ন্ত্রণ করতে না পারা ব্যক্তিদের সঙ্গে তাঁদের আগ্রাসী মনোভাব খুবই গভীরভাবে সম্পর্কিত। গবেষণায় আরও দেখা গেছে, কাউকে কিছু সময়ের জন্য নিজেদের আবেগ নিয়ন্ত্রণে রাখতে বাধ্য করলে পর তারা আরও আগ্রাসী চরণ করেন। রাগ প্রশমনের বেশ কিছু নিয়ম আছে তবে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক বার্ড বুশম্যান রাগের ওপর গবেষণা চালিয়ে দেখেছেন চিনি রাগ উপশমে সাহায্য করে| সম্প্রতি তাঁর এ গবেষণার ফল এক জার্নালে প্রকাশিত হয়েছে| তিনি বলেছেন, চিনি রক্তপ্রবাহকে ঠিক রেখে মসত্মিষ্কে শক্তি যোগাতে সাহায্য করে। আপনারা যদি এই মন্দ অভ্যাসটি ত্যাগ করতে চান তাহলে আপনাদের জন্য আমার পরামর্শ আপনারা রেগে গেলে মিষ্টি খাবার অভ্যাস করুন। হাতের কাছে রাখুন মিষ্টি নিদেন পক্ষে একমুঠো চিনি। তিনি যদি চিনি-গস্নুকোজ বা মিষ্টি কোন খাবার রাগের সময় খানিকটা খেয়ে নেন তাহলে দ্রুত সেই মিষ্টি তাঁর মেজাজ স্বাভাবিক করতে মস্তিস্কে সাহায্য করবে অর্থাৎ সেখানে শক্তি যোগাবে| রাগে অগ্নিশর্মাদের জন্য যে ভাল দাওয়াই পাওয়া গেছে এতে, সে বিষয়ে সন্দেহ নেই| রাগ হলে মেজাজ হয় গরম, সঙ্গে সঙ্গে চিনি বা মিষ্টি জাতীয় কিছু খেলে মিষ্টি মিষ্টি হয়ে গলে যাবে মেজাজটাও, রাগ পালাবে, চমৎকার ওষুধ !

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২১ রাত ৩:৩২

চাঁদগাজী বলেছেন:



ইহা কি জনপ্রিয় প্রবাদ?

১৭ ই মে, ২০২১ সকাল ১১:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইহা একটি অতীব গুরুত্বপূর্ণ
ও জনপ্রিয় প্রবাদ !!

২| ১৭ ই মে, ২০২১ রাত ৩:৪১

রাজীব নুর বলেছেন: এইসব প্রবাদ এই যুগে কেউ বলে না। অচল।

১৭ ই মে, ২০২১ সকাল ১১:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যুগ যত আধুনিক হচ্ছে আমরা ততই
সভ্যতা ও মানবিকতা থেকে দূরে সরে
যাচ্ছি। আগের সব প্রবাদে সমাজ
পরিবর্তনের ইঙ্গিত আছে। অবশ্য
যারা মানে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.