নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

গাঁয়ে মানেনা আপনি মোড়ল!!

০৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:২৯


গাঁয়ে মানেনা আপনি মোড়ল!
নূর মোহাম্মদ নূরু

কি হনু'রে ভাবখানা তার সব কিছুতে মাদবরী
কেউ তাকে না পুছিলেও দাওয়াত নেয় অন্য বাড়ী,
খেয়ে দেয়ে আঙ্গুল চাটে বলে মজা পেলাম না
এমন হলে ভালো হতো কেন সেটা দিলাম না।

কয়লার ময়লা দূর হয়না সাবানে তা কাঁচিলে,
মানব জনম হয়কি সফল হাজার বছর বাঁচিলে?
কেউ যদিও সামনে থেকে করে নানা তোষামদ
পিছনেতে তারাই আবার দিচ্ছে তাকে অপবাদ।

নিজের বেলা ষোল আনা উশুল করা তার স্বভাব
জ্ঞান গরিমা কথা বার্তায় শালীনতার খুব অভাব।
এসব নিয়ে সুধী জনের সমালোচনা শোনা যায়,
তাতেও তার বুদ্ধি-শুদ্ধি হাটুর নীচে পড়ে রয়।

বয়স বাড়ে স্রোতের মতো কমেছে তার চোখের জোর,
চাঁদকে ভাবে সূর্য বুঝি দিচ্ছে এক নতুন ভোর।
গোপীগণের চোখ ইসারার মানে বোঝেন ভিন্নটা,
ধপাস করে নীচে পরে বিষিয়ে তোলেন জীবনটা!

গায়ে মানেনা আপনি মোড়ল কাহাতক আর সহ্য হয় ,
ফাঁকা বুলি, ফাঁকা আওয়াজ কতইবা আর শোনা যায়!
ধমক দিলে ম্যাওপ্যাও করে ভিন্ন সুরে কথা কয়,
কেউ তাকে যেতে বলে কথাতো আর মিথ্যা নয়।

বলি তোমার বয়স হয়েছে এসব তোমার মানায় না,
ডিজিটাল পোলাপানে তোমায় কিন্তু ছাড়বেনা।
কোমড় বেধে লেগে আছে এখানেতে অনেক জন,
যে করেই হোক রুখবে তোমায় করেছে তারা মরণ পণ।

তাইতো বলি সময় আছে ভবো নিজেকে নিয়ে,
সবার মতো সুবোধ হও মাতুব্বরি বাদ দিয়ে।
তা না হলে সবই যাবে দেখবে চোখে আঁধার
বিড়াল কি আর করতে পারে যে কাজটি গাধার!


উৎসর্গঃ নবাগত ইংলিশ Chandgazi সাহেবকে
প্রকাশকালঃ ৪ জুন ২০১৮ ইং

মন্তব্য ২৬ টি রেটিং +১/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


যাকে উৎসর্গ করেছেন, সে তো একজন অপরাধী!

০৬ ই জুন, ২০২১ রাত ১১:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাজার অপরাধী মুক্তি পাক
তবে একজন্ নিরাপরাধীও যেন
শাস্তি না পায়।

২| ০৬ ই জুন, ২০২১ রাত ৯:৩৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা অর্থপূর্ণ ও উপদেশ মূলক হয়েছে। কিন্তু কিছু শব্দ আপনি ব্যবহার করেছেন যেটা নাকি এই ব্লগে একজন বিশিষ্ট ব্লগার যথেচ্ছ ব্যবহার করে থাকেন প্রশ্ন ফাঁস ব্লগারদের উদ্দেশ্যে। ওনার অনুমতি নিলে ভালো হতো। নতুবা উনি মাইন্ড করতে পারেন।

০৬ ই জুন, ২০২১ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
.সামাঝদার লোগকে লিয়ে ইশারা হি কাফি হ্যায়​!.
যে হেতু তিনি আমার বিরুদ্ধে কোন
মামলা রজু করেন নি তাতে বোঝা যায়
এই পদ্যে তার মৌন সম্মতি আছে!!
মাইণ্ড করার প্রশ্নই উঠেনা !

৩| ০৬ ই জুন, ২০২১ রাত ৯:৪৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: ঝিকে মেরে বৌকে শেখানো বাগধারাগুলোর প্রয়োগ এখনও হারিয়ে যায়নি নূরু ভাইয়ের কল্যাণে।

০৭ ই জুন, ২০২১ রাত ১২:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ইশারায় শিষ দিয়ে তাহাকে ডেকোনা
ব্যাঙ্গত্বক ভাব নিয়ে তাহাকে ধুঁয়ো না!!
লজ্জা পাবে সে তাকি কেউ জানোনা।
এত সবের পরেও আমার কথা মানোনা!!

৪| ০৬ ই জুন, ২০২১ রাত ১১:৫৪

জটিল ভাই বলেছেন:
কবিতা দেখি আমার চেয়েও জটিল,
কোন হে সেই কুটিল? :D

০৭ ই জুন, ২০২১ রাত ১২:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ঝিকে মেরে বৌকে বুঝাই
আমি সেই মাস্টার।
এর পরেও ত্যাড়ামি হলে
করে দেবো প্লাস্টার !!

৫| ০৭ ই জুন, ২০২১ রাত ১২:০৯

জটিল ভাই বলেছেন:
হা হা হা হেসেই খুন
আপনি করবেন প্লাস্টার,
কেউতো ভাবে সে চক
আপনি তার ডাস্টার =p~

০৭ ই জুন, ২০২১ রাত ১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
চক আর ডাস্টারে হয় কি প্লাস্টার
পাগল তাড়াতে গিয়ে বেড়ে গেছে ক্লাস্টার ?
ধীরে চলো বুঝে বলো কোন কথার কি মানে
বুদ্ধিকি বাড়ে বলো মোদির মতো মুত্র পানে!!

৬| ০৭ ই জুন, ২০২১ রাত ১:৫৯

রাজীব নুর বলেছেন: মাইনাস।

০৭ ই জুন, ২০২১ রাত ২:০৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কাকে করে খানসাব মাইনাস
পাগল বসে হিসাব করে।
ঠাকুর ঘরে কেরে তুমি
আমি কলা খাইনারে!!

৭| ০৭ ই জুন, ২০২১ ভোর ৬:২৬

কবিতা ক্থ্য বলেছেন: সত্যিটারে ডরাই বড়, সত্যি বড় তিতা;
সত্যিটারে মানতে আমার- খুলে যায় যে ফিতা (পাজামার)।

একদিনের ও বড় যে জন, মুরিব্বি কই তারে,
শিখতে গেলে তাহার কাছে- মনটা উঠে পুড়ে।

সামনে থেকে লড়াই করে- তারেই বলে গাজী,
আড়াল থেকে লুকিয়ে হাসে- ছোট্ট বাবু- পাজী।

আরে বাবা বুঝলাম আমি- মোড়োল সাহেব- পঁচা
আরামটা কি পেলে তুমি- দিয়ে তাকে খোঁচা?

চাঁদ মামা তো ছড়ায় আলো, বুকে কালো দাগ,
একটা দিনও তাকে ছাড়া, দুনিয়াটাই dark।

তাইতো বলি- ঝগড়া ছেড়ে- হাতে রাখো হাত,
রাজীব নূরের কথা কি ভাই- পড়ে গেলো বাদ?


নূরু ভাই- আমনি জানেন না- আপনার লিখার কতবড় ভক্ত আমি। এই লেখাটা স্রেফ মজা করার জন্য।
দয়া করে- পারসোনালি নিয়েন না - কষ্ট পাবো



০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তেলবাজ আর চামচা'তে দেশটা গেছে ভরিয়া
গুরুর পদে তেল মাখাতে উঠছে হয়ে মরিয়া।
ভুল যেনেও করবে ক্যাচাল সত্য দিতে ঢাকিয়া
ম্যাওপ্যাও আর জিং জিং খেলে কোমরটাকে ঝাকিয়া।

ডোডো পাখি এদের বলে গুরুর কথা মিথ্যা নয়
প্রশ্ন ফাঁসের কারিশমাটা এদের কাছে শিখতে হয়।
কি আর করা এমন ধারা চলতে আছে ব্লগে
কাজ করেনা খনার বচণ কিংবা গুরুর শ্লোকে !!


কবিতা ক্থ্য - আপনিও জানেন না- আপনার কাব্যের বড় ফ্যান আমি।
আপনার মন্তব্যের জবাবে লেখাটা স্রেফ মজা করার জন্য।
দয়া করে- পারসোনালি নিয়েন না - কষ্ট পাবো!!

৮| ০৭ ই জুন, ২০২১ সকাল ১১:৩৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হইছে ভাইজান

ঠাকুর ঘরে কে রে
বলে আমি কলা খাই না

ধরা পইড়া গেছো তুমি রঙিলা জালে গো

০৭ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
এরা বারে বারে পড়ে ধরা
তার পরেও যায়না ছাড়া,
আছি মিলে সুখে দুঃখে
বিপদে বুক মিলা্ই বুকে!!


মন্তব্যের জন্য ধন্যবাদ আপ

৯| ০৭ ই জুন, ২০২১ দুপুর ১:৩০

অগ্নিবেশ বলেছেন: নুরু চাচায় অখন ট্রাক্টরে চড়বার চায়। চাচা কবরে তো এক পাও দিয়েই আছেন, লেখার কিছু না পাইলে চুপ থাকেন, গীবত গাঁইয়া হিট হওন যায় না, মাইনষে মন্দ কয়। বুড়ো বয়সে পুলাপাইনের মত ছড়া কাটেন, ভীমরতি হইছে নাকি?

০৭ ই জুন, ২০২১ বিকাল ৩:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অগ্নিবেশ ধরলেই যেমন দরবেশ হওয়া যায়ন।
সত্যি কিছৃু বললে তারেও গীবত বলা হয়না!!
আসার বেলা দুনিয়াতে লাগে সিরিয়াল
যাবার বেলা কে আগে যাবে আসলে মরণ কাল?

আমার আগে নবীন মানুষ গত হযে গেছে
বয়স কোন ফ্যাক্টর নয় ইতিহাসে আছে।
তেলাবাজী আর গলাবাজি ক্ষুন্ন করে মান
বিকলে বেলা দেখতে পাবেন কবিতা একখান !!

১০| ০৭ ই জুন, ২০২১ দুপুর ২:৫৪

রাজীব নুর বলেছেন: মুরুব্বি আপনি যেহেতু মিলিয়ে মিলিয়ে সুন্দর লিখতে পারেন- তাই ভালো কিছু লিখুন। আনন্দময় কিছু লিখুন।
যেন আমি মাইনাস না দিতে পারি।

০৭ ই জুন, ২০২১ বিকাল ৪:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোন কিছু লিখতে হেলে ইস্যু লাগে
কোন নতুন ইস্যু পেলে আমি ছড়া বা
কবিতায় তা প্রকাশ করার চেষ্টা করি!
মনক্ষুন্ন হলে আমার কিছু বলার নাই।
আপনার প্লাস মাইনাসে আমার কি
কোন লাভ ক্ষতি হবার কথা ?

১১| ০৭ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৮

তারেক ফাহিম বলেছেন: পূর্বেও সম্ভবত একবার পড়লাম।

১৪ ই জুন, ২০২১ রাত ১১:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দুই বছর আগে একবার পড়ে থাকতে পারেন
যার সূত্র কবিতার শেষে উল্লেখ আছে ।

১২| ০৮ ই জুন, ২০২১ ভোর ৫:৫২

কবিতা ক্থ্য বলেছেন: রতনে রতন চিনে, গুরু চিনে গুরু-
কোমোর ঝাঁকিয়া বলো- খেলা সবে শুরু?
চামচায় চামচায় যদি- দুনিয়া আজ সয়লাব,
ভুলে যেওনা যনো- চামচারে চিনে চামচার বাপ।

ডোডো পাখির ভাষা বুঝে কামনে আসিবে তোমার?
পাখির ভাষা বুঝিতে গেলে- নক্ষত্র কর সুমার;
ম্যাওপ্যাও আজ বাদ দিয়ে তাই- চক্ষু মিলিয়া দেখো-
porscheর দরজা বন্ধকরে, ট্রাক্টরে চড়া শেখো।

বি:দ্র: আপনার মন্তব্যের জবাবে লেখাটা স্রেফ মজা করার জন্য।
দয়া করে- পারসোনালি নিয়েন না - কষ্ট পাবো!!
আপনি আমার বয়সে বড় হবেন, তাই সব সময় ই আপনাকে শ্রধার চোখে দেখি এবং আজীবন তা ই থাকবে।

১৪ ই জুন, ২০২১ রাত ১১:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খেলা ধুলা মন্দনা
যত পারো খেলো।
তবে খেলতে গিয়ে
গায় মখোনা ধুলো !!

১৩| ০৮ ই জুন, ২০২১ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: মানুষ বয়স নিয়া এত হাউকাউ করে । মনে হয় এরা বুড়া হবে না। আর বুড়া হলেই কি মনের রং মরে যাবে। প্রেম ভালোবাসার রম্য দুষ্টুমি ভরা ছড়া লেখা যাবে না । আজব মানুষে ভরা ব্লগ

১৪ ই জুন, ২০২১ রাত ১১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সা্ধুবেশী সয়তানে ভরে গেছে দেশটা
সময় ও সুযোগে পাল্টায় বেশটা।
কথা বলে বড় বড় আর করে খাই খাই
এমন সব নন্দদের দুনিয়াতে দাম নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.