নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

৫ লাখ টাকা জরিমানা ও ৩ ম্যাচের বহিষ্কারাদেশ সাকিবের বিরুদ্ধে

১৪ ই জুন, ২০২১ রাত ১:১২


সাকিব আল হাসান, বিশ্বের সেরা অল-রাউন্ডার বাংলাদেশী ক্রিকেটার!
তার গর্বে গর্বিত সমগ্র বাঙ্গালী জাতি। দেশের প্রধানন্ত্রী থেকে শুরু করে সাধারণ
মানুষ তার ভক্ত। কিন্তু মাঝে মাঝে তিনি এমন বালসুলভ কাণ্ড কারখানা ঘটান
যাতে করে তাকে নিয়ে যেমন গর্বে বুক ভরে ওঠে তেমনি তা এক ফুৎকারে উবে
যায় বুদবুদের মতো। এযাব তিনি বহু স্মরণীয় ঘটনা জন্ম দিয়ে যেমন ইতিহাসের
পাতায় নাম লিখিয়েছেন তেমনি বহু দূর্ঘটনা ঘটিযে দূর্ণাম কুড়িয়েছেন কাড়ি কাড়ি্।
দুর্মখেরা বলেন খ্যাতির দম্ভে এসব তার বাড়াবাড়ি!! সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগ
ক্রিকেটে আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙার দায়ে তিন ম্যাচের জন্য
নিষিদ্ধ হয়েছেন বারবার বিতর্কে জড়ানো সাকিব আল হাসান। সাথে গুনতে হবে ৫
লাখ টাকা জরিমানা। সাকিবের বিরুদ্ধে যত অভিযোগঃ

অশ্লীল অঙ্গভঙ্গির কারণে তিন ম্যাচ নিষিদ্ধ
২০১৪ সালেই শ্রীলঙ্কার বিপক্ষে একটি সিরিজের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসান টেলিভিশন
ক্যামেরার দিকে একটি অঙ্গভঙ্গি করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে আলোচনার
ঝড় ওঠে। এরপর সাকিবকে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা ও ৩ লাখ টাকা জরিমানা করে বিসিবির
ডিসিপ্লিনারি কমিটি।
২০১৪ সালে ছয় মাসের শাস্তি
বোর্ডের শৃঙ্খলাভঙ্গ ও আচরণগত সমস্যার অভিযোগে ২০১৪ সালের ৭ জুলাই সাকিব আল
হাসানকে ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরণের ক্রিকেট থেকে ছয় মাসের জন্যে নিষিদ্ধ
করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ভক্তের সাথে তর্ক
২০১৮ সালে আমেরিকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ চলাকালীন সাকিব আল হাসান
এক ভক্তের সাথে তর্কে জড়িয়ে পড়েন।
ফিক্সিংকাণ্ড
বাজিকরদের কাছ থেকে অফার পেয়ে তা গ্রহণ না করলেও, সেটা নিজ বোর্ড কিংবা আইসিসির
কাছে না জানানোর অপরাধে এক বছরের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে সাকিব আল হাসানকে।
২০২০ সালের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞামুক্ত হন সাকিব আল হাসান।
ভক্তের ফোন ছুড়ে ফেলা
অনুমতি না নিয়ে মুখের সামনে সেলফির ভঙ্গিমায় ফোন তুলতেই রেগে যান সাকিব।
শুধু রেগেই যাননি, উগ্র মেজাজে সেই ভক্তের ফোন কেড়ে নিয়ে ছুড়ে ফেলে দেন বিশ্বসেরা
এই অলরাউন্ডার! তার এমন আচরণে ব্যথিত, মর্মাহত, ক্ষুব্ধ শত শত ভক্ত। ঘটনাটি ঘটে
গতবছর বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন ভবনে।
আসলে সম্মান অর্জনের চেয়ে বেশী কঠিন তা ধরে রাখা। অর্জিত সম্মানকে ধরে রাখতে না
পারলে সমস্ত অর্জন ধুলুন্ঠিত হয় যা কারোরই কাম্য নয়। আমরা বিশ্বসেরা এই অররাউণ্ডারের
উগ্র মেজাজেরে রাশ টেনে ধরার জন্য অনুরোধ করছি দেশের স্বার্থে বাঙ্গালীর জাতির স্বাথে্।
সূত্রঃ যমুনা টিভি

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২১ রাত ৩:৩৪

ইফতেখার ভূইয়া বলেছেন: ব্যক্তিগতভাবে তাকে নিয়ে গর্ব করারও কিছু আছে বলে আমার মনে হয় না। এদের পেছনে যে পরিমাণ টাকা ঢালা হয় তা আমার কাছে অযৌক্তিক মনে হয়। প্রফেশনাল লেভেলে খেলেও তাদের আচার-আচরণ অত্যন্ত নিচু মানের। শুধুমাত্র এই উপমহাদেশেই এদের নিয়ে এত মাতামাতি।

১৪ ই জুন, ২০২১ রাত ১০:২৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একটা বিশ্ব সেরা খেলোয়ার দেশের এম্বাসেডর
সে দেশের প্রতিনিধিত্ব করে যে দেশে যায়। তার
যদি এমন আচরণ হয় হা হলে জাতির মুখ লুকাবার
যায়গা থাকেনা। তার সুমতি কামনা করছি!

২| ১৪ ই জুন, ২০২১ সকাল ১০:০৯

জগতারন বলেছেন:
I do not like him at all!

১৪ ই জুন, ২০২১ রাত ১০:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

May be some other peoples
also dislike him for his bad
behavior!

৩| ১৫ ই জুন, ২০২১ রাত ১২:৪৫

আমি সাজিদ বলেছেন: সাকিব অসভ্যের দেশে জন্মেছে বলে আমরা অসভ্যের দল তাকে নিজেদের মতো করে মূল্যায়ন করি৷

১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যে জাতি ভাষা জন্য্ প্রাণ দেয়
যে জাতি স্বাধীনতার জন্য নিজের
জীবনকে তুচ্ছ করে সে জাতি অসভ্য
তা আমি স্বীকার করিনা। কারো
অসভ্যতার কারনে একটি পুরো
জাতি অসভ্য হতে পারেনা।

৪| ১৫ ই জুন, ২০২১ ভোর ৬:৩৯

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: তার পাঁচ প্রজন্মের সৌভাগ্য যে সে বাংলাদেশে জন্মেছে। কোনো পাশ্চাত্যের দেশে জন্মালে এঙ্গার ম্যানেজমেন্ট সমস্যার জন্য জেলও খাটতে হতো।

১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বাঙ্গালী জাতি ঐতিহ্যগতভাবে সহনশীল
তাই শত অপরাধ থাকা সত্বেও আমরা
অপরাধীকে ক্ষমা করে দেই।

৫| ১৫ ই জুন, ২০২১ সকাল ১০:৪২

আমি সাজিদ বলেছেন: বাইরের দেশে লোকাল ক্রিকেট লীগের নামে পাতানো ম্যাচ আর তামাশা কোথাও হয় না। এমন অসভ্য ছোট লোক সাপোর্টাররা থাকে না যারা ক্রিকেটারের বউয়ের ড্রেস দেখে পারফরম্যান্স বিচার করে।
অন্যায় কে ন্যায় বলা ও প্রতিবাদকে ঘৃনা করে উটপাখির মতোন বালিতে মুখ লুকিয়ে অন্যের সমালোচনা করার মধ্যে বাহাদুরি নেই।

১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনার মন্তব্য আমার কাছে কেন যেন
কন্ট্রোভার্সিয়াল বলে মনে হলো !

৬| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:৩০

আমি সাজিদ বলেছেন: স্বাধীনতাকামী হলেই যে করাপ্টেড হতে পারবে না সেটা তো কোথাও বলা নেই। আপনি ঘরোয়া লীগে খেলার হালচাল নিয়েও দু একটি কথা লেখুন। সাথে বিসিবির স্বেচ্ছাচারিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.