নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

বন্ধু হবে? (কবিতা)

১৮ ই জুন, ২০২১ রাত ১০:৪০


বন্ধু হবে? (কবিতা)
© নূর মোহাম্মদ নূরু

বন্ধু হবে তুমি আমার ? বন্ধু আমার প্রাণের,
সুখ দুঃখ ভাগা ভাগি, সুর হবে কী গানের ?
বন্ধু হবে ফুলের মতো, শুভ্র জমিন বুকের,
বন্ধু হবে সুখের সময় থাকবে সাথে দুঃখের?

শীতের রাতে ওমের মতো বন্ধু হবে তুমি?
নকসী তোলা কাথার মতো বন্ধু যে চাই আমি।
শিউলি ফোটা ভোরের মতো বন্ধু হলে তুমি.
বুকের খাঁচায় পাখির মতো থাকবে দিবা যামী।

রাতের গায়ে তারার মতো বন্ধু হলে তুমি,
দুপুর রোদে বটের মত ছায়া দিবো আমি।
জলের নিজে ছায়ার মতো বন্ধু পেতে চাই,
বৃষ্টি ভেজা শাড়ীর মতো জড়িয়ে রবে ভাই।

যবে তুমি বন্ধু হবে, ভাববে তোমার স্বজন,
সুখে দুঃখে আমিও তোমায় করে নিব আপন।
বন্ধু হতে বন্ধু পেতে, বৃথা খোঁজা খুঁজি,
বন্ধু পেতে বন্ধু হতে, শুভ্র হ্দয় পুঁজি।


প্রথম প্রকাশঃ ঢাকাঃ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০১৫ ইং

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০২১ রাত ১০:৪৯

জটিল ভাই বলেছেন:
সৎপথ আর সৎসঙ্গে বন্ধুর অভাব নাই,
বন্ধু পাওওয়ার আগে সৎসঙ্গ পাওয়া চাই।

১৮ ই জুন, ২০২১ রাত ১১:০৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সৎ মা যেমন সত্যিকারের মা হয়না
তেমনি মুখোশেরর আড়ালে ঢাকা
ব্ন্ধুর মাঝে সৎ বন্ধু খুঁজে করা
র্কষ্টসাধ্য ব্যাপার।

২| ১৮ ই জুন, ২০২১ রাত ১১:০৮

শেরজা তপন বলেছেন: বেশ পুরনো কবিতা- টাটকা ভাব রয়ে গেছে এখনো :)

১৮ ই জুন, ২০২১ রাত ১১:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ তপন দাদা।
আগের মতো আর নতুনে উৎসাহ
বোধ করছি না। তাই পুরোনে ঘি
নতুন বৈয়ামে তুলে দিচ্ছি !! :(

৩| ১৮ ই জুন, ২০২১ রাত ১১:১৭

শেরজা তপন বলেছেন: কেন @ চাঁদগাজী নাই দেখে?? :) তার অবর্তমানে আপনাদের অম্ল-মধুর ঝগড়ার স্বাদ থেকে বঞ্চিত হচ্ছি

১৮ ই জুন, ২০২১ রাত ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবার সব কিছু হজম করার ক্ষমতা থাকেনা
যারা হজমে অভ্যস্ত তাদেরকে খাইয়ে আনন্দ!!

৪| ১৯ শে জুন, ২০২১ রাত ১২:১৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগ আবার আনন্দে জম-জমাট, মেজাজ তুঙ্গে। এ সময় আপনার কবিতা বেশ ভালো লাগলো।

১৯ শে জুন, ২০২১ রাত ১২:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আবার জমবে মেলা বট তলা হাটখোলা
পৌষের নবান্নের উৎসবে !
সামুর ব্লগ হয়ে উঠবে সবার
চলে গেছে যারা তাদের কি মনে রবে ?

৫| ১৯ শে জুন, ২০২১ রাত ১:২০

স্প্যানকড বলেছেন: মনের দোস্ত
হয় কি আর সবে
কেউ রবে
কেউ রবেনা
অতিক্ষুদ্র জীবন ভবে !

ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।

১৯ শে জুন, ২০২১ রাত ২:০০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

মনের না হোক অন্তত্
সামাজিকভাবে হলেও
সবার সাথে সৎভাব
ও বন্ধুত্বসূলভ আচরণ
করা কত্যব্য স্প্যানকড !
আমরা কি তা করতে পারছি?

৬| ১৯ শে জুন, ২০২১ রাত ১:৩৩

কামাল১৮ বলেছেন: সবার সাথে বন্ধুত্ব করা ইসলাম ধর্মে নিষেধ আছে।প্রয়োজন থাকলে বলবেন কোরান হাদিস থেকে দেখিয়ে দেবে।

১৯ শে জুন, ২০২১ রাত ১:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সকল মুসলমানকে কি আপনি
বন্ধু ভাবেন বা বন্ধুত্ব করতে
পেরেছেন?

৭| ১৯ শে জুন, ২০২১ রাত ১:৪৬

কামাল১৮ বলেছেন: দেখুন কোরানে কত জায়গায় লেখা আছে অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না।

৫:৫১, ৩:২৮, ৩:১১৮, ৪:১৩৯, ৪:৮৯, ৪:১৪৪, ৬০:১৩

১৯ শে জুন, ২০২১ রাত ১:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অমুসলিম না হয় ছেড়েই দিলাম
সকল প্রতিবেশী বা আত্মীয় স্বজনকে
কি আপনি বন্ধু ভাবতে পারেন?

৮| ১৯ শে জুন, ২০২১ রাত ৩:৫৪

স্প্যানকড বলেছেন: হয় না ভাই ! তবে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক বেটার। অন্তত অত ক্ষতির সুযোগ থাকে না। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।

১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নাই মামার চেয়ে নাকি
ভালাে কানা মামা!
ঈদ আসিল কিনে দিবে
একটা রঙ্গিন জামা!
ভালো থাকবেন এবং সুস্থ
থাকুন। ধন্যবাদ।

৯| ১৯ শে জুন, ২০২১ সকাল ৮:০৫

কামাল১৮ বলেছেন: আমর সকল প্রতিবেশী অমুসলিম এবং তাঁরাই আমার বন্ধু।আত্মিয় স্বজন অনেক দুরে থাকে।

১৯ শে জুন, ২০২১ বিকাল ৩:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কোরআনের এত জায়গায়
লেখা জেনেও আপনার কোন
মুসলমান বন্ধু না্ই !
আপনি কি তা হলে
কোরআনকে মানেন না ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.