নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কাঁঠালের মর্ম বেদনা!

২০ শে জুন, ২০২১ দুপুর ২:৪৮


কাঁঠালের মর্ম বেদনা
© নূর মোহাম্মদ নূরু

আজ আমি কাঁঠাল নিয়ে বলছি কিছু কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঁঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।

আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঁঠাল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঁঠাল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?

আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঁঠালের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?

চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঁঠাল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।

কথায় বলে পরের মাথায় কাঁঠাল ভেঙে খাও
কাঁঠাল তাতে সরমিন্দা হয় বুঝতে কি তা পাও!
পরের মাথায় কাঁঠাল ভাঙ্গা বড়ই খারাপ কাজ
কাঠাঁল ভাঙ্গলে পরের মাথায় পায় যে সে খুব লাজ!!

কাঁঠাল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঁঠাল কাঠের ফার্নিসার ইচেছ তাকে পাবার।
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।


© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী


প্রথম প্রকাশঃ ঢাকাঃ সোমবারঃ ২৬ মে, ২০১৪ ইং

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:০৩

কামাল১৮ বলেছেন: পড়তে পড়তে কাঁঠাল খাবার ইচ্ছে হলো।কতোদিন কাঁঠাল খাই না।

২০ শে জুন, ২০২১ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

খেতে পারেন এ মময়ে কাঁঠাল
দামে সস্তা, সাইজে বড় স্বাদে তুলনাবিহীন।
তবে পরের মাথায় কাঁঠাল ভেঙ্গেে খাবার
দিন শেষ !!

২| ২০ শে জুন, ২০২১ রাত ১১:৩৯

জগতারন বলেছেন:
"কাঁঠালের মর্ম বেদন"
কবিতাটি পুনঃপ্রকাশ করলেন কিন্তু উল্লেখ করলেন না (!)

২১ শে জুন, ২০২১ রাত ১২:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা কবিতাটির প্রথম প্রকাশ
ঢাকাঃ সোমবারঃ ২৬ মে, ২০১৪ ইং
তা কিন্তু কবিতাটির শেষে উল্লেখ করা আছে।
প্রথম প্রকাশ যদি ২০১৪ সালে হয় তা হলে
২০২১ সালে তা পূনঃপ্রকাশই হয়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.