নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আবারও পাগল ছাগল!

২৪ শে জুন, ২০২১ বিকাল ৪:০৩


আবারও পাগল ছাগল!
© নূর মোহাম্মদ নূরু

পাগল আর ছাগলে ভরে গেছে দেশ
মুখোশের আড়ালে পাল্টায় বেশ!
কত রকম পাগলামী চলে এই দেশে
সোনায় সোহাগা হবে বলে দরবেশে!

ছাগলেরা মাঠে নামে নিয়ে দলবল
দরবেশে তুলে নেয় সোনার ফসল!
দিন-রাত দ্বন্দ্ব ছাগলের মাঝে
লাফঝাপ বৃথাই নিস্ফল কাজে!

মুখোশের আড়ালে সাধু সয়তান
ছাগলের দিতে হয় অকাতরে প্রাণ!
দরবেশে সুরাপানে গুনগুন গায়
ছাগলেরা বৃথাই বুক চাপড়ায়।

পাগল আর ছাগেলের এই হয় হাল
ছিড়তে পারেনা তারা অদৃশ্য জাল।
পাগলের এ পরিণতি ছাগলেরা দেখে
তবু তারা বাস্তব কিছু নাহি শেখে!

পাগলেরা সুখ খোঁজে নিজ নিজ মনে
কেউ রয় লোকালয় কেউ বনে বনে!
সুখ নাহি ধরা দেয় পাগলের ভালে
বৃথা যায় জন্ম পড়ে মায়া জালে!

পাগল আর ছাগলের বৃথা ভবে আসা
দরবেশ কেড়ে নেয় সকলের আশা।
মায়া জালে ছাগল বন্ধি রয় চির কাল
অন্ধকার ফুড়ে কভূ হয়না সকাল।


© নূর মোহাম্মদ নূরু

প্রকাশকালঃ ঢাকাঃ বৃহস্পতিবারঃ ২৪ জুনঃ ২০২১ ইং

মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২১ বিকাল ৫:৪৬

রবিন.হুড বলেছেন: চমৎকার হয়েছে ছড়া
খাইছে সবাই ধরা

২৪ শে জুন, ২০২১ রাত ১১:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

রবিন হুড একলা বুকে বড় বল
মনে হয় বধিতে সে পারিবে ছাগল!!
আর সব ডরপুক নন্দুর ভাই
আর চোখে দেখে যায় মুখে রা নাই!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.