নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

করােনা নামের পৃথিবীর অসুখ!

০৬ ই জুলাই, ২০২১ সকাল ৮:৪৪


করােনা নামের পৃথিবীর অসুখ!
© নূর মোহাম্মদ নূরু

পৃথিবীর এখন ভীষণ অসুখ!
করোনা নামের কঠিন অসুখে
বিপর্যস্ত সে আজ!

আগের মতো সতেজতা নেই
পাখিরা গায়না সুমধুর কণ্ঠে আর
বাতাসে লাশের গন্ধ!

আগের মতো ফোটেনা ফুল
নিস্প্রভ যেন, ভ্রমর আসেনা
মধু আহরণে তার।

সূর্যের আলো দেখায় ফ্যাকাসে
রাতের চাঁদ হয়েছে মলিন
নদীর নাই কুলু কুলু রব।

মেঘমালা আজ থমকে আছে
আকেঁনা সে কোন চিত্রকলা
আকাশ জুড়ে রয়েছে নীরব!

নিরন্ত্রর চেষ্টা নিরবধি চলে
ফিরিয়ে আনতে স্বাভাবিকতা
তবুও শঙ্কা বাড়ে!!

প্রকৃতির সাথে টানা টানি করে
আশা নিরাশার দোলাচল চলে
হবে কি নিশি ভোর।

বিধাতা তুমি অন্ধ হলে কি
বধির কেন শুনিতে কি পাও
কাঁদিছে তোমার ধরণী!

কবে সুস্থ্য হবে পৃথিবী
খেলবে শিশু আপন মনে
নিরাপদে কোল জুড়ে তার!

যত্নে গড়া তোমার ভূবন
ফিরিয়ে দাও নির্মল পবন
নিরাশ করোনা আর।

আশায় থাকি তব দয়া মাগি
সুস্থ্য হবে তোমার ধরণী
দেখেবো নতুন ভোর!


© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে ভাইজান

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আপু
তবে এমন বিষয়ে সুন্দর করে
না লিখতে হলেই বোধ হয় ভালো
হতো। করোনা নিপাত যাক !
আল্লাহ মোদের সহায় হোক।

২| ০৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:২০

জুন বলেছেন: আশায় আশায় আছি কবে হবে পৃথিবী করোনা মুক্ত
ভালোলাগলো কবিতা ।
+

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীর সব মানুষের আশা
শিঘ্রই করোনা মুক্ত হবে বিশ্ব্!
আপনাকে ধন্যবাদ

৩| ০৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৪

*কালজয়ী* বলেছেন: সুস্থ হওয়ার অপেক্ষায় পৃথিবী.........

০৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অপেক্ষায় আছি আমরাও
সুন্দর পৃথিবীর নির্মল বায়ু
সেবনের জন্য। ধন্যবাদ
আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.