নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

রেহানা মরিয়ম নূরঃ কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র

০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৯


কান চলচ্চিত্র উৎসবের ৭৪তম আসরের পর্দা উঠছে গত মঙ্গলবার। মহামারি শুরুর পর এটাই প্রথম কোনো বড় চলচ্চিত্র উৎসব যা প্রায় স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। করোনা মহামারির কারণে পুরো বিশ্বের সিনেমা হল এবং চলচ্চিত্র উৎসবগুলো ছিলো তারকাহীন, অন্ধকারে নিমজ্জিত। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসব যেনো আলোকচ্ছটা নিয়ে হাজির হয়েছে। এটা এই বার্তা নিয়ে হাজির হয়েছে, ‘সিনেমা মরে যায়নি’৷ এই বার্তা ঘোষণা করেছিলেন উৎসবের প্রধান কর্তাব্যক্তি থিয়েরি ফ্রেমো। হলিউডের এক ঝাঁক তারকার দেখা মিলবে এই উৎসবে। ২৪ জন বিচারক থাকছেন এবারের উৎসবে৷ নেতৃত্ব দিচ্ছেন মার্কিন পরিচালক স্পাইক লি। প্রথমবারের মতো এই উৎসবে একজন কৃষ্ণাঙ্গ প্রধান বিচারক হিসেবে থাকছেন। অন্যান্যদের মধ্যে আরও আছেন ‘দ্য সার্পেন্ট’ তারকা তাহার রহিম এবং অভিনেত্রী ম্যাগি গিলেনহাল। এবারের উৎসবে মাত্র চারজন নারী পরিচালকের মুভি প্রতিযোগিতায় স্থান পেয়েছে। নিকোল কিডম্যান, জুডি ফস্টার, ম্যাট ডেমোনের মতো তারকারা হাজির থাকবেন কানে। উৎসব চলবে ১৭ই জুলাই পর্যন্ত। গতকাল বুধবার ফ্রান্সের স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় ৩টা ১৫ মিনিট) কানের ডেবুসি থিয়েটারের ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখানো হয়েছে বাংলাদেশ থেকে প্রথমবার কানের অফিসিয়াল বিভাগ ‘আঁ সার্তেইন রিগার্দ'-এ স্থান পাওয়া চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর'৷কান চলচ্চিত্র উৎসবের 'আঁ সার্তে রিগা' ক্যাটাগরির প্রথম ছবি ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি প্রদর্শীত হওয়ার পর ‘স্ট্যান্ডিং ওভেশন’ পেয়েছে। রেহানা মরিয়ম নূর ছবিটি এবার কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা পর্বে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ইতিহাস গড়েছে।কান চলচ্চিত্র উৎসবে মনোনয়ন পাওয়া এটিই প্রথম বাংলাদেশি চলচ্চিত্র। আব্দুল্লাহ মোহাম্মদ সাদের লেখা ও পরিচালিত এবং প্রটোকল ও মেট্রোর ব্যানারে প্রযোজনা করেছেন জেরেমি চুয়া এছাড়াও সহ-প্রযোজনা করেছে সেন্সমেকারস প্রোডাকশন। ছবিটি ৩৭ বছর বয়সী একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্প নির্মিত করা হয়েছে। ছবিটির বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন।

একজন মানুষকে জীবনে অনেক সিদ্ধান্ত নিতে হয়।কোনো কোনো সিদ্ধান্ত নেয়া সত্যিই কঠিন। কোনো সিদ্ধান্তের জন্য যদি তাকে কঠিন মূল্য দিতে হয় এবং তা জেনেও কেউ তার অবস্থানে অবিচল থাকলে তাকে দৃঢ় চরিত্রের বলতেই হয়। তেমনই এক চরিত্র রেহানা মরিয়ম নূর। রেহানা যেন পাশের বাড়ির এক মেয়ে৷ ঢাকার মধ্যবিত্ত সমাজেরই চেনা একজন৷ কিন্তু এই সাধারণের মাঝেই অসাধারণ ক্ষমতা আছে- সাদের সেলুলয়েডে এই বার্তা পেলেন কানের দর্শকেরা। যার নামে ছবিটি, সেই রেহানা মরিয়ম নূর একজন সিঙ্গেল মাদার। ৬ বছর বয়সী এক ফুটফুটে কন্যার মা। মেয়েকে একা বড় করা, বাবা, মা ও ভাইয়ের দেখাশোনা, খরচ জোগাড়- সবই করতে হয় তাকে। এমন মানুষকে দৃঢ়তো হতেই হয়। একদিকে আশেপাশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নিজে কিছু করতে না পারার যাতনা, অন্যদিকে শিক্ষক-চিকিৎসক-মা-মেয়ে-বোন এমন নানা চরিত্রে কাজ করতে গিয়ে নারীদের প্রতিনিয়ত যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, বাঁধন এখানে বাস্তবের রেহানা হয়ে ফুটে উঠেছেন। গল্পের প্রেক্ষাপট তৈরি করতে গিয়ে এসব দেখান পরিচালক। আসল বিপত্তি আসে যখন একজন ছাত্রী আরেক শিক্ষকের কাছে যৌন নিপীড়িত হবার সময় ঘটনাটির একটি অংশ দেখে ফেলেন রেহানা। এরপর প্রতিকার চাইতে বারবার বললেও সেই ছাত্রী রাজি হচ্ছিলেন না। এরপর রেহানা নিজেই নিজেকে বানান ভিক্টিম। মূলত এই ঘটনাকে আবর্তিত করেই ছবিটি৷ অন্যায়ের প্রতিকার চাওয়া আর নিজের জেদ, দুই মিলে রেহানাকে দাঁড় করায় এক ভীষণ কঠিন পরিস্থিতিতে। মূল চরিত্রটি ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করেছেন আজমেরী হক বাঁধন। অন্য যারা অভিনয় করেছেন তাদের মধ্যে আলাদা করে বললে বাঁধনের মেয়ের ভূমিকায় অভিনয় করা আফিয়া জাহিন জাইমার কথা। বাকি অভিনেতা অভিনেত্রীরাও ভালো করেছেন। প্রায় পৌণে দুই ঘন্টার ছবিটিতে অতিরিক্ত কোনো চরিত্র বা অতিরিক্ত কোনো বিষয় নেই। পুরো ফিল্মটি শুট হয়েছে ইনডোরে। এছাড়া গল্পটি বলা হয়েছে চরিত্রগুলোর কাছ থেকে৷ বড় সেট তেমন একটা দেখা যায়নি৷ শুধু একটা হলরুমে পরীক্ষা হচ্ছে, এটিই ছিল সবচেয়ে বড় সেট। ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের সময় কানের ডেবুসি হলের দর্শকরা নীরবে দেখেছেন এবং ছবি শেষে দাঁড়িয়ে মুহুর্মুহ হাততালি দিয়েছেন। তাই এই ছবি নিয়ে আরো আশাবাদী পরিচালক সাদ
সূত্রঃ একাত্তর অনলাইন ডেস্ক

সম্পাদনাঃ নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ২০ টি রেটিং +৪/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১২:২৫

রানার ব্লগ বলেছেন: আমরাও আশাবাদী, ভালো কিছু কাজ ভবিষ্যতে দেখবো এই আশা করতেই পারি, বর্তমানে বাংলাদেশের চলচিত্র কিছু অশিক্ষিত মুর্খের হাতে ঘুরপাক খাচ্ছে, আশা করি এই পরিস্থিতির দ্রুত সমাধান হয়ে উন্নত মানের চলচিত্র দেখা যাবে। ছবির কওয়ালিটি এইচডি করলেই হবে না অভিনেতাদের মান ও এইচডি করা অত্যাবশ্যক !!

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ।
আসলে দেশের জন্য সুনাম বয়ে আনা
সংবাদগুলো শুনলে ভালোই লাগে।
নানান সমস্যা ও মন্দ খবরের মাঝে
রেহানা মরিয়ম নূর একটি আসা জাগানিয়া
খবর।

২| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:২৮

শেরজা তপন বলেছেন: আবেগে আর ভালবাসায় আপ্লুত হয়ে বাঁধনকে দেখলাম অঝোরে কাঁদছে।

মেয়েটা বেশ ভাল অভিনয় জানে কিন্তু খানিকটা বাঁধনহারা জীবন যাপন করে মুল ট্রাক থেকে হারিয়েই যেতে বসেছিল।
মুখ চেনা- আমার রোডেই থাকত এক সময়!
চলচ্চিত্রের এই দুঃসময়ে বেশ ভাল একটা খবর।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অনেক ধন্যবাদ আপনাকে বাধনের কিছু
ব্যক্তিগত খবর শেয়ার করার জন্য। আশা
করি একন সে সঠিক ট্রাকে চলবে।

৩| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩৭

শায়মা বলেছেন: ভেরী গুড ভাইয়া।:)

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওকে আপু, ভেরী যদি ভালো হয়
তা হলে ঠিক আছে আর যদি মন্দ হয়
তা হলে তুমি গুড, তোমার পরবর্তী
ফরটিন জেনারেশন গুড !! =p~

৪| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: আনন্দের খবর
সুন্দর।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জ্বি ভাই অনেক নিরানন্দ জীবনের মাঝে
একটি মহা আনন্দের খবর!

৫| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ১:৫৩

রানার ব্লগ বলেছেন: https://fb.watch/v/Ecc9SQzo/


লিংক দিতে পারছি না । বাধন কান্নায় ভেংগে পরে স্ট্যান্ডিং ওভিয়েশান পেয়ে

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রানার ব্লঘ ভাইয়া
দেখুন তালিয়া

৬| ০৮ ই জুলাই, ২০২১ দুপুর ২:২৩

জসীম অসীম বলেছেন: পড়ে ভালো লাগলো। অনেক কিছুই জানতে পারলাম। আপনাকে অনেক ধন্যবাদ। শুভ কামনা নিরন্তর।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও অসংখ্য ধন্যবাদ
আগ্রহ করে জানবার জন্য।

৭| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩২

স্প্যানকড বলেছেন: দেখার ইচ্ছে আছে। মন পুরা ছবিও ফ্রান্সের সিনেমা হলে চলেছে। ভালো কাজ হয় দেশে কিন্তু আমরা কদর করতে জানি না। ভালো থাকবেন এবং সুস্থ থাকুন নুরু ভাই।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

অবশ্যই দেখবেন,
দেখে জানাবেন
কেমন লাগলো।
দেশে ভালো কাজের
কদর নে্ই বলেই ভালো
কাজ হয়না।
আপনিও ভালো থাকবেন।

৮| ০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪১

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: একটা ভালো সংবাদ। সমস্যা হলো কেউ ফর্মে উঠলে বখে যায়।

০৮ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

এটাই আসল কথা!!
ফলের ভারে গাছ নুয়ে পড়ে !!

৯| ০৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪৫

কামাল১৮ বলেছেন: খবরটি জেনে অনুপ্রাণিত হলাম।ধন্যবাদ আপনাকে

০৮ ই জুলাই, ২০২১ রাত ১০:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকেও ধন্যবাদ
লেখাটি পড়বার জন্য।

১০| ০৯ ই জুলাই, ২০২১ ভোর ৪:৪৯

সোহানী বলেছেন: দারুন একটি খবর।

১০ ই জুলাই, ২০২১ রাত ১:০১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাংলাদেশের হৃদয় হতে
একটি আশা জাগানিয়া খবর!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.