নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

করোনার প্রভাবঃ স্থবির সামু !! (রম্য কাব্য)

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১১:৫৫


করোনার প্রভাবঃ স্থবির সামু !!
নূর মোহাম্মদ নূরু

কয়েকদিন দেখছি সামুর মন্ নাই কাজে কামে
সকাল বেলা পোস্ট দিলে তা সন্ধ্যায় নিচে নামে।
সুদিনের পোস্ট গুলো সব তড়িৎ পরের পাতায়
এখন কেন ধীর গতি তার রক্ত ওঠে মাথায়।

মন্তব্যও নাই লেখাতে পাঠকও কম পাঠে
এমন ধারা চলে যদি উঠবে মামু লাটে।
আমরা যারা ভক্ত সামুর চিন্তা করি বসে
এমন কেন হল সামু স্থবির কার দোষে!

করোনা কি ছোবল দিলো নাস্তানাবুদ সামু!
ভয় নাই তার আমরা পাশে আছি শত মামু।
সবা্ই মিলে যত্ন নিলে সামু হবে খাঁড়া
লেখো পড়ো মন্তব্য করো সামু ভক্ত যারা।

সামু ছাড়া দিন কাটেনা রাতে স্বপণ দেখি
সামুর তরে দিবা রাত্রি তাইতা শুধু লিখি।
একা লেখে একা পড়ে সমাধান যে নাই
পড়বো সবাই লিখবো আর মন্তব্য করা চাই।

একার বোঝা দশের লাঠি কথা মিথ্যা নয়
লেখা লেখি বন্ধ হবে যদি সামু স্থবির হয় ।
সুযোগ আছে সামু দিছে লেখা লেখির মাঠ
লেখো তাই বেশী করে মন্তব্য আর পাঠ।


© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
nuru.etv.news@gmail.com

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: বিষয় সিলেকশন ভালো হয়েছে স্যার।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৫৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে অসংখ্য ধন্যবাদ মরুভূমির জলদস্যু
সময় করে সামুর মরুভূমিতে অতন্ত্রপ্রহরী হয়ে
জেগে থাকার জন্য।

২| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সামুর স্থবিরতা কাটুক। সুন্দর ছড়া। সবাই আবার সরগরম হওয়া দরকার্ । সামহুয়ার ইন ব্লগ গতি পাক নতুন করে ।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকেও ধন্যবাদ আনোয়ার ভাই
কোন বাজার জমজমাট করতে শুধু
কুলিনের একার পক্ষে সম্ভব নয়।
বাজারে নাপিত ধোপা, কামার,
কুমারও থাকতে হয়।

৩| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬

কবিতা পড়ার প্রহর বলেছেন: সামু স্থবির নয়।

ঠিকই আছে।

কেচালবাজী স্থবির আছে তাই মনে হচ্ছে এমন ভাইয়া।

আমি সেদিনই ভাবছিলাম এই যে শেরজা তপন ভাইয়া, খায়রুলভাইয়া, আহমেদ জি এস ভাইয়া, এম আলী ভাইয়া, সোনাবীজভাইয়া, কলাবাগান ভাইয়া, জুন আপু, ভুয়া মফিজ ভাইয়া, অপু ভাইয়া মনিরা আপু, ইদানিং মেমহবুবা আপুকেও দেখছি। এরা এখনও আমাদের রত্ন। সামুর রত্ন। সবার নাম লিখলাম না কারণ তাইলে আমার সারাদিন এবং রাত পেরিয়ে যাবে।

সামুতে অহরহ আবোল তাবোল পোস্ট আর কেচালবাজী নিয়ে হিড় হিড় কান ধরে টেনে নিয়ে যাওয়াই সামুর সচলতা না। সামু এখনও উজ্জিবীত এবং সচল।

এমনটাই থাকা উচিৎ।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপু !! লোম বাছতে গিয়ে যদি কম্ভলই উধাও
হয়ে যায় তা হলে পরবর্তীতেতো আর বাছবার
কিছু পাওয়া যাবেনা। সকাল ১১ঃ৫৫ মিনিটে
দেওয়া এই পোস্ট খানি বিকাল ৪ঃ০৬ মিনিটে
প্রথম পাতায় ৩ নম্বরে রয়ে গেছে! আগের দিন
থাকলে দ্বিতীয় পাতায়ও তাকে খুঁজে পাওয়া যেতনা।
যা হোক আপনার মতকেও গুরুত্ব দিচ্ছি।

৪| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৫

হাবিব বলেছেন: লেখক পাঠকে সমৃদ্ধ হোক প্রিয় ব্লগ

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

তবে তাই হোক !

৫| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:৩৩

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ নুরু ভাই। ছন্দের মতো করে সামু ও আপনি জেগে উঠুন আগের চেয়ে আরও বেগবান হয়ে এই কামনা করি। মনের ভাব প্রকাশের একটি ভাল মাধ্যম ’সামু’ এটা বলার অপেক্ষা রাখে না। আমার নতুন একটি লেখা পোস্ট করেছি। তিনদিন আগে। আপনার মন্তব্যের অপেক্ষায়। নিরাপদে থাকুন।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আল-ইকরাম ভাই
লেখক লেখে মনের আনন্দে, মনের খুশিতে!
তাকে যদি ফরমায়েশি লেখার গণ্ডিতে ফেলা
হয় তা হলে হয়তে লিখবে কিন্তু তাতে প্রাণ
থাকবেনা। লেখকের লেখায় প্রাণ ফিরে আসুক
সেই প্রত্যাশায় !

৬| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৭

নজসু বলেছেন:



নুরু ভাই দিচ্ছে ডাক,
সামু ব্লগ জাগরে জাগ।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ডান্ডা নিয়ে যদি ডাক দেন
তা হলে কি কেউ সাহস করবে !!
ডান্ডা মেরে ঠান্ডা না করে
বন্ধুত্বের হাত বাড়ান
তা হলেই সামু জাগবে I

৭| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৩৫

ডঃ এম এ আলী বলেছেন:


মুল্যবান পর্যবেক্ষনের জন্য ধন্যবাদ ।
সামু আরো বেশী গতিময়তা পাক
এ কামনাই করি ।

শুভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ
ডঃ এম এ আলী ভাই।
আমরা ভালো মন্দ মিলে
এক সাথে থাকতে চাই।

৮| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট কমে গেছে অনেক্ । শুধু পোস্টই কমেনি । সবার যার যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে ঝাপিয়ে পড়তে হবে। নাহলে ব্লগ বিপন্ন হবে । পোস্ট না দিতে পারেন কমেন্ট তো করেন্ সেটাও হচেছ না্ পাঠের সংখ্যাও অনেক কম। মনে হচ্ছে রক ডাউন শিথিল হওয়াতে সবাই ঝাপিয়ে পড়েছে বাহিরে করোনা না বাধিয়ে বাড়ি ফিরবে না ।

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
করোনা নিয়ন্ত্রনে হাজারো বিধি নিষেধের
মতো সামুতেও এখন বহু নীতিমালার
বেড়াজালে আটকে ফেলছে লেখকদের।
কিছু উচ্চ মাত্রার তেলবাজ হাইব্রিড সুশিলদের
কারণে সোজা সরল ব্লগাররা পালাবার পথ খুঁজছে!
ফসলের জমিতে আগাছা থাকবেনা এটা আশা করা
ভৃুল। তবে আগাছা বাছতে গিয়ে ফসল তুলে ফেলা
ঠিক হবে কি?

৯| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:২৮

পদাতিক চৌধুরি বলেছেন: নুরু ভাই রম্য কবিতা লিখেছেন।পড়ে আরাম পেলাম। কিন্তু হতাশ হয়ে পড়ি ভেবে যে আর কখনও কি সামু আগের দিন ফিরে পাবে না,,,? সামুই ছিল আমাদের লেখনীর শক্তি। কিন্তু এমন নিষ্প্রাণ নগরীতে নিজেকে যেন নিজেই হারিয়ে ফেলেছি।আর যেন লিখতে ইচ্ছে করেনা....

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ পদাতিক দাদা
বিরোধী দল না থাকলে যেমন সংসদ
জমেনা, তেমনি প্রতিপক্ষ না থাকলেও
লেখার চর্চা হয়না। সুধু সুশীলদের দ্বারা
হাট জমানোর চেষ্টা বৃথা। বারবনিতাও
থাকা চাই সেখানে।

১০| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪২

ইসিয়াক বলেছেন: রম্যকাব্য ভালো লাগলো

১৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভালো লাগার জন্য আপনাকে
একরাশ রজনীগন্ধার শুভেচ্ছা!!

১১| ১৬ ই জুলাই, ২০২১ রাত ৮:৪৯

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,




সামুর তরে যতো কথা
বলিয়াছেন যথাযথা।
উঠবেনা সামু লাটে
আমরা আছি না হাটে ?
আপনার মতো যারা
সবাই একপায়ে খাঁড়া। :|

১৬ ই জুলাই, ২০২১ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি চাই থাকবে সামু
নিপাত যাবে তেলবাজ মামু
পাগল ছাগল বিদায় হলে
সামু চলবে হেলে দূলে !!

১২| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১:৫৫

মেহবুবা বলেছেন: কবিতা পড়ার প্রহরের মন্তব্য এ সহমত।
তা ছাড়া করোনার প্রভাবে স্থবির কেন হবে সামু ?
আমি নিজে উল্টো প্রমান, অর্থাৎ করোনা না এলে আমার এই সচলতা পাওয়া যেত না !

১৭ ই জুলাই, ২০২১ সকাল ১০:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একটি গল্পের কথা মনে পড়ে গেল !!
একবার এক লঞ্চ ডুবিতে এক লোকের স্ত্রী
মারা গেলো। লোকটি তার স্ত্রীর লাশ খুঁজতে
উজানের দিকে চলছে। মানুষ তাকে বললো
ভাই তুমি উজানে না খৃুজে ভাটির দিকে. খুঁজে
দেখ তা হলে হয়তাে তুমি তোমার স্ত্রীল লাশ
পেলও পেতে পারো। লোকটি বললো আমার
স্ত্রী বেঁচে থাকতে আমি যা বলেছি তার উল্টাটাই
করেছে এবং বলেছে। মৃত্যুর পরে সে তার সেই
নীতি বিসর্জন দিয়ে ভাটির টানে ভাট্টির দিকে যাবে
তা হতেই পারেনা। তাই সে উজানে খুঁজতে লাগলো
স্ত্রীর লাশ!! কিন্তু প্রকৃতির নিয়মতো আর তার স্ত্রীর জন্য
পাল্টে যাবে না!! ব্যর্থ মনোরথ হয়ে সে এবার ভাটির দিকে
খুঁজে তার লাশ উদ্ধার করলো আর আক্ষেপ করে বললোঃ
"সেই তো সোজা পথে এলি. তবে মরার পরে" :(( !!!
আমার এ লেথায় ১২ জন মন্তব্যকারীর ২ জন আপু !!
আপুরা স্বভাবতই উল্টা বলেন, উল্ট চলেন্ তা
আবারও প্রমাণ করলেন আমাদের কবিতা পড়ার প্রহর ও
মাহাবুবা আপু =p~ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.