নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমি বড়ই সুশীল !!

২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:০৮


আমি বড়ই সুশীল !!
নূর মোহাম্মদ নূরু

আমি বড়ই সুশীল মানুষ ফাও ক্যাচালে নাই
আমার গায়ে গন্ধ যে নাই পরের গন্ধ পাই।
কথা বার্তা চাল চলনে কেতা দুরস্ত আমি
অন্তরটা যে কর্দমাক্ত যানে অর্ন্তযামি!

নিজের কোন দোষ দেখিনা চোখটি রাখি বন্ধ
পরের বেলায় ছাড় নাহি দেই সব কিছুতেই গন্ধ!
আমার বেলা ষোল আনা বুঝে নিতে চাই
অন্য কারো হিস্যা দিতে মনে কষ্ট পাই!

নিজকে ভাবি সব জান্তা নামী মহারাজ
কাজের বেলা অষ্টরম্ভা মহা ফাঁকিবাজ!
লম্বা লম্বা কথা বলে হাত তালি নেই তুলে
তেলবাজ আর চাটুকারদের রাখি মাথায় তুলে!

সব কিছু যে আড়াল করি মুখোশের আড়ালে
লম্ফ ঝম্ফ অনেক করি ক্যাচালে জড়ালে !
যে যাই বলুক কাইজ্যা করুক তালগাছটি আমার
উঠছি যখন মাথায় তাহার নামায় সাধ্য কার!!

এমন তরো বহু সুশীল আছে আমার জানা
তোমরা কেউ খোঁজ পাবেনা রাখছি করে কানা।
সুশীল আমি হাম বড়া ভাব করি সর্বদাই।
আমি থাকি মহা সুখে তোমরা হও বিদায়!!


প্রকাশকালঃ ঢাকাঃ শনিবারঃ ১২ জুন ২০২১ ইং
উৎসর্গঃ হামবড়াভাব গাজীসাবকে; যাকে খোচাইয়া আমি অমৃতের তৃপ্তি লাভ করি!!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৪:১৯

চাঁদগাজী বলেছেন:



ছড়ার মান ক্রমেই ভালোর দিকে যাচ্ছে!

আজকের জেনারেশনের জীবনটাই ক্যচাল: এদের প্রশ্নফাঁস করে দিলেও বই থেকে উত্তর নিজে বের করতে পারে না; টিউশনি হলো এদের স্পেশালিটি, এরা বেকার, ফেইবুকে এমএস ও পিএইচডি; মেয়ে পটাবে, বেকারত্বের কারণে বিয়েও করতে পারেনা।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

একদম খাটি কথা কইছেন গাজীসাব
অকাট মূর্খরা কেবল অপরের ফুটো খুঁজবে
নিজের ফুটোর হদিস নাই তাদের কাছে !!

২| ২৪ শে জুলাই, ২০২১ ভোর ৬:৪৭

পদাতিক চৌধুরি বলেছেন: ছড়া ভালো লেগেছে নুরু ভাই।++ তবে ব্যক্তি বন্দনা বা ব্যক্তি সমালোচনার কাব্যগুলো পুরানো হলে পাঠক তেমন থাকে না। যাইহোক আপনার এমন গভীরতকে আমরা নিয়মিত দেখতে চাই।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ পদাতিক দাদা
সব সময় প্রশংসা নয় মাঝে মাঝে
কঠোর সমালোচনারও আবশ্যক
যাতে মানুষ তার ভুল শোধরাতে
পারে। সেই প্রকৃত বন্ধু য়ে অন্ধ
ভাবে শুধু প্রশংসার তুবড়ি না
ছুটিয়ে প্রয়েজনে সমালোচনাও
করে। আপনাকে ধন্য্যবাদ
দামী মন্তব্য প্রদানের জন্য।

৩| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ৭:০৫

কামাল১৮ বলেছেন: আপনার লেখা বরাবরের মতোই ভালো লাগে এবং নিয়মিত পড়ি।প্রশ্ন থাকলে জিগাই ( জিজ্ঞাসা করি)

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

প্রশংসনীয় কর্মসূচী !
জারী রাখুন জীবনের
সর্ব ক্ষেত্রে !!

৪| ২৪ শে জুলাই, ২০২১ সকাল ৮:২৩

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদাবাজী আপনার ছড়ার প্রশংসা করেছেন। আপনার ছড়া লেখার হাত ভালো। সুন্দর লিখেছেন।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ আনোয়ার ভাই
কাউকে কিছু উৎসর্গ করলে সেতো
খুশী হবেই !! গাজীসাব খুবই দিল
দরীয়া মানুষ। পঁচা গান্ধা সহ হীরে
জহরত সবই ধারণ করেন তার বুকে!!

৫| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১২:১১

রাজীব নুর বলেছেন: মুরুব্বী এবার গাজীসাব দেশে আসলে গাজী সাহেবকে নিয়ে বরিশাল যাবো আপনার অঞ্চলে।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ হোকস !
তা গাজীসাব বিদেশের মহব্বত ছেড়ে
আসবেন কি এ্ই গরীবের দেশে !

৬| ২৪ শে জুলাই, ২০২১ দুপুর ১:২২

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনি বরাবরই চমৎকার ছড়া লিখেন দাদা।
তবে আপনার বিষয়বস্তু নির্বাচনটা সবসময় আমায় তুষ্ট করে না। সরি।

২৪ শে জুলাই, ২০২১ বিকাল ৪:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

দাদা ধন্যবাদ আপনাকে
মাঝে মাঝে আপনি তুষ্ট হন
সেটাই অনেক পাওয়া আমার
জন্য। কো্ন মানুষের পক্ষে
কাউকে সব সময় তুষ্ট করা
অসম্ভব !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.