নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

কবি হবার খায়েশ !!

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:০৩


করোনার ভয়াল থাবায় লন্ডভন্ড পৃথিবী ও পূঁজি বাজারের ব্যাপক ধ্বসের মতো সামুতেও বেশ কিছুদিন কবিদের আনাগোনা উদ্বেগজনক হারে কমে গেলেও শ্রাবণী ধারায় অবগানের পর ইদানিং সামুতে আবার কবিদের পায়ের আওয়াজ পাওয়া যাব্ছে। তাদের অনেক কাব্য চর্চা সামুতে পরিলক্ষিত হচ্ছে। তাই নিজেকে ও কবি ভাবতে ইচ্ছে করছে। কিন্তু বিগত দিনে যে তিমিরে ছিলাম বর্তমানেও তাই। কাব্য প্রতিভা আমাকে চিরদিনই হতাশ করেছে; রয়েগেছে ধরা ছোঁয়ার বাইরে; কিছুই প্রসব করতে পারেনাই আমার উর্ব্বর (!) মস্তিস্ক। তাই খেদ যেমন রয়েছে আগের মতো, আশাও আছে পূর্বের অবস্থানে। পুরানো সেই খেদ আর পুরানো সেই হতাশা, সাথে আসা জাগানিয়া সেই আশার বানী আরও একবার আপনাদের করকমলে নৈবদ্য দিলামঃ খারাপ লাগলে, বা কেউ কষ্ট পেলে তার সম্পূর্ণ দ্বায় ভার আমার, আর কারো যদি একান্ত ভালো্ লেগেই যায় তা শুধু আপনাদের উদারতা ও মহানূভবতার জন্য। কৃতজ্ঞতা তাই জানিয়ে রাখলাম অগ্রিম। যদি না পরে আবার দেমাগে সেই কৃতজ্ঞতা জানাতে ভুলে যাই। শুভেচ্ছা সকলের জন্য যাদের ভালো মন্দ লাগায় আমার কবিতা শিক্ত হবে !

কবি হবার খায়েশ !
© নূর মোহাম্মদ নূরু

ভাবছি একটা কবিতা লিখব, লিখতে কেন পারছিনা?
হবেই হবে এই ভাবনায় খাতা কলমও ছারছিনা।
সকাল থেকে সন্ধ্যা নিশি চেষ্টা করে যাচ্ছি তাই,
সুধী জনে বললো দেখে কবিতা না- যাচ্ছে তাই।

মনে বড় কষ্ট আমার, ভাবছি কী করা যায়,
নেট ঘেটে সামুর সাথে বন্ধুত্বটা হয়ে যায়।
সামুতে দেখি পাতি পুতি অনেক কবির সমাহার,
মনটাকে কই হতাশা তুই করনা এবার পরিহার।

কবিতা লেখা সামুর কাছে এমন কোন ব্যপার না,
ডানে বামে না তাকিয়ে যা ইচ্ছা তা লেখে যা।
তোর কবিতা স্মরণীয় থাকবে হয়ে এখানে,
দেমাগে তোর পা দু’খানি নামবেনা আর জমিনে।

ছন্দ মিলের বালাই নাই, না থাকুক মিল অন্তরায়,
সবাই তোকে নোবেল দিবে যদিও তা কাজের নয়।
তাই বলি লিখতে হলে পড়ো আরো বেশী পড়ো,
তা নাহলে কবি তোমার পা হবে যে নড় বড়ো।

নড় বড় কাঁচা হাতে কবি হওয়া যায়না ভাই,
তাইতো আমি কবিতাকে বলে দিলাম গুড বাই।


© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১২

ফেনা বলেছেন: বাহ বাহ বাহ .... সাধু সাধু ......

কেমন আছেন দাদা ভাই?

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে অসংখ্য ধন্যবাদ
ফেনা ভাই। আমি আলহামদুলিল্লাহ
আল্লাহর ইচ্ছায় ভালো আছি।

২| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৩০

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে ব্যাপক হারে সেলফোনের জনপ্রিয়তা কামসুত্র-পদ্যের চাহিদা বাড়িয়েছে, মনে হয়; আপনি ইহাতে চেষ্টা করে দেখতে পারেন; আপনাকে কামসুত্র সাহিত্য-বিশারদ উপধিটা দেয়া সম্ভব হবে।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
গাজীসাব আপনি বিলম্ব না করে চক্ষু বিষারদের এপয়েন্টমেন্ট
নিয়ে রাখুন। আপনার চোখের অবস্থা খুবই করুন।
আমার কবিতার শেষে দুইটি চরণে আমি
কবিতাকে গুড বাই জানিেয়েছি !!
সুতরাং বৃথা চেষ্টা করতে কেন
করতে বলেন !!

৩| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৯

চাঁদগাজী বলেছেন:



কামসুত্র-পদ্য সাধারণ কবিতা নয়; আপনি কবিতাকে বিদায় জানায়েছেন, আপনি এখন ফ্রি মানুষ, নতুন কিছু খোঁজেন; সেইদিক থেকে আপনাকে কামসুত্র-পদ্যের চাহিদার খবর দিলাম।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কামসূত্র খুঁজতে গেলে সব হবে বরবাদ
সকাল বিকাল নষ্ট হবে নির্ঘূম যাবে রাত।
চাইনা ওসব ভালই আছি কামসূত্র ভুলে
ওসব থাকুক তাদের কাছে রাখুব মাথায় তুলে!!

৪| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: কবি হয়ে, কবিতা লিখে নাম কামাতে চাও?
কড়া কিছু অ্যাডাল্ট শব্দ তবে যোগ করে দাও।
দেখবে তখন তোমার কবিতা পড়বে কত জনে
বাহবা দিবে আর মিতালি করবে শুধু তোমার সনে।

ঘাস, ফুল, লতা, পাতা এসব নিয়ে আর কত লিখবে
আসল কবি তখন হবে যখন প্রেমের কবিতা শিখবে।
আবার ভেবো না প্রেমের কবিতা লেখা এতো সোজা
প্রেমের কবিতার আরেক নাম নারীর অঙ্গ খোঁজা।

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চাইনা নাম কবি হতে যে নাম আছে থাক
এডাল্ট ফ্যাডাল্ট বুঝিনা কোথায় কোন বাঁক!
বিপদ জনক বাকে পড়ে যাবে সবই জানি
মনের ব্যাথা ঘুম হবেনা নষ্ট জীবন খানি!!

ভােলোই আছি পাখ পাখালি নৌকা নদী নিয়ে
পাড়ি দেবো অথই সাগর নায়ে বাদাম দিয়ে!
নারীর অঙ্গ বড়ই রঙ্গ গুরুজনে কয়
তাহার হিসেব করতে গেলে জীবন হবে ক্ষয়!

চাইনা ওসব লেখুক তারা যারা খোঁজে বাঁক
তাদের দ্বারা প্রেম কবিতা প্রকশ পেলে পাক!
আমি কভু তাদের পিছে গলাইনাতো নাক
কোরমা পোলাও ওদের তরে আমার পাতে শাক!!



৫| ২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৯

আমারে স্যার ডাকবা বলেছেন: কবি হবার তীব্র বাসনা থাকলে সেটা অপূর্ণ রাখা ঠিক না। :P
একটা প্রেম করেন, শুনেছি প্রেমে পরলে মানুষ কবি হয়ে যায়। B-)
আরো একটা মাধ্যম আছে, এক বিশেষ গাছের পাতা সেবনেও নাকি মানুষ কবি হয়ে যায়। B-))

ছোট মুখে একটা বড় কথা বলি, কবি হইতে চাইলে আগে অন্য কবিদের সম্মান করেন, সে যেমন কবিই হোক, তার লেখা আপনার ভালো লাগুক/না লাগুক। একজন কবি আরেকজন কবিকে পাতি কবি বলছে ভাবতেই তো ভয়ংকর লাগে। কবিরা তো সৃষ্টিশীল, তারা অন্যদের সৃষ্টিকেও সম্মান করবেন। তারা রাজনীতিবিদ না...

২৪ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কবি ও পাতি কবি যোজন যোজন ফাঁক
ক্বেউ দেখে সবুজ ধরা কেউ খোঁজে বাঁক!
বাঁক খোঁজা কবি যদি লেখে বাঁকের কথা
কেউ হয়তো লুল হবে কেউ পাবে ব্যাথা!

৬| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লেখা বাদ দেয়ার কথা বলে এখন কমেন্টও করছেন ছড়াকারে দারুন তো। কবিতা পোস্ট না করে প্রতিটি কমেন্ট ছড়াকারে দিলেও আরও বড় কবির তকমা পাবেন। এটুকু বলতে পারি।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আনোয়ার ভাই সুনীল গঙ্গোপাধ্যায় বলেছিলেন
কেউ কথা রাখেনি, তেত্রিশ বছর কাটলো, কেউ কথা রাখেনি"
এ ধ্রুব সত্য। তেত্রিশ কেন তিনশো বছর পরেও
কথা দিয়ে কেউ কথা রাখবেনা।

৭| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:০৬

পদাতিক চৌধুরি বলেছেন: নুরু ভাই খাসা কবিতা হয়েছে। আমি তো দেখছি নুরু ভাই বনগিয়া কবি ম্যান...বেশ চলতে থাকুক।

আমরা কবিয়ালদের কাজিয়া চাই....

২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আমি চাই ছাড়তে আর আপনি চান ধরতে !!
যদি চলতেই থাকে তা হলে কবিতাকে গুডবাই
জানানো হবে কি করে !! ধন্যবাদ পদাতিক দাদা
অদৃশ্য শিকলে বাঁধার জন্য্!

৮| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন:
কবিতা লেখা সামুর কাছে এমন কোন ব্যপার না,
ডানে বামে না তাকিয়ে যা ইচ্ছা তা লেখে যা।


কিছু কিছু কবির কবিতার ক্ষেত্রে এটি খাপেখাপে মিলে গেছে।

নড় বড় কাঁচা হাতে কবি হওয়া যায়না ভাই,
তাইতো আমি কবিতাকে বলে দিলাম গুড বাই।

আপনার এই ছড়াগুলি অন্তমিলের ছন্দে অনন্য। গুডবাই যাদের বলা দরকার তারা এটা বুঝে না। হাবিজাবি লিখেই কবাতা নামে পোস্ট করে দেয়। আপনার ছড়ার ছন্দ সকলেরই ভালো লাগবে।

২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা মনে হয় একটু মাত্রার অধিক নাম্বার
দিয়ে দিলেন !! আপনি কবিতায় বাস্তবতার
মিল পাওয়াতে দারুন উৎফুল্ল !!
সাথে থাকার আমন্ত্র্রণ রইলো।

৯| ২৪ শে জুলাই, ২০২১ রাত ৯:২৯

রানার ব্লগ বলেছেন: কবি হতে হলে বুকের ভেতর রক্ত ক্ষরণ জরুরী। যতক্ষণ আপনার বুকের ভেতর রক্ত ক্ষরণ হবে আপনার কলম চলবে যখনি তা থেমে যাবে আপনার কলম ভাষা হারিয়ে ফেলবে।

সহজে রক্ত ক্ষরণ না হলে কবে কোন কালে কোন বান্ধুবী চোখ ফাটিয়ে কান্না ঝরিয়েছিল এটা ভেবে কিছুক্ষন কাদুন, দেখবেন কবিতা রেল গাড়ির মতো চলছে।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভাই কবি হবার জন্য বুকের রক্ত ক্ষরণ করাতে চাইনা।

বড় কবি হবার সা্ধ নাই
আমার এই ছো্ট্ট বুকে
অমর কাব্য তোমরা লিখিও
যাহারা আছে সুখে!

এ্ই আছি বেশ !! কবিতাকে গুড বাই !!

১০| ২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:০৭

কামাল১৮ বলেছেন: কবিতার চেয়ে আপনার রম্য ছড়া অনেক ভালো।কবিতা ছাড়লেও ছড়া ছাড়বেন না।গরু গাধা,পাগল ছাগল নিয়ে আপনি সুন্দর ছড়া লেখেন।

২৪ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

কেউ বলে রম্য ভালো
কেউ বা নাখোশ হয়,
সবাইকে খুশী করা
একা আমার সাধ্য নয়!

১১| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৩

সুদীপ কুমার বলেছেন: কবিতা নিয়ে জম্পেস আলোচনা হলো।সাধু সাধু।

২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সব বিজ্ঞজন,কবি বিশারদ!!
শুধু মাত্র আমার কবিতায় গলদ!!

১২| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১২:৪২

স্প্যানকড বলেছেন: গুড বাই বলা ছাড়ুন এসব বাজে বকা ছাড়ুন। আপনার রম্য কবিতা গুলি বেশ আরাম দেয়। একটা নির্দিষ্ট মাত্রা আছে। আপনার মতন এমন ছন্দ খেয়াল রসবোধ কজনের আছে? তাই বলছি, নো গুড বাই। লিখতে থাকুন নিজের মতন। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২৫ শে জুলাই, ২০২১ বিকাল ৫:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

যাদের উদ্দেশ্যে লেখা হয়
তারা খুব নাখোশ হয়!!
কাউকে অখুশী করে
মনে শান্তি পাওয়া যায়?

তাইতে ভাবছে জানাবো
গুড বাই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.