নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

আমাকে হুজুর ডাকবিনা? তবে দূর হ !!

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:০৫


নির্দেশ করা হলো তাকে হুজুর ডাকতে হবে !! আমি আপত্তি জানালাম ! বললাম আপনাকে দেখতে তো হুজুর হুজুর লাগেনা। আপনার চেহারাতো ষণ্ডা মার্কা! আপনি কি কোন মক্তব বা মাদ্রাসার হুজুর !! নাকি হুজুর উপাধি পেয়েছেন? তিনি জানালেন তিনি কোন মক্তব বা মাদ্রাসার হুজুর না, হুজুর উপাধিও পান নি ! তবুও তাকে হুজুর ডাকতে হবে। আমি প্রতিবাদ করলাম। অস্বীকার করলাম হুজুর ডাকতে! তিনি গো্স্যা হলেন !! বিশাল অভিযোগ দাঁড় করালেন রাজ দরবারে! তার সুহৃদরাও তার সমর্থন জানালেন ! রাজা মশাই রায় দিলেন (Dear Man , we are sorry to inform that from now you are General !!)। ফলশ্রুতিতে আমি রাজ্য থেকে বিতাড়িত হলাম। নির্বাসিত হলাম রাজ্য থেকে!! নিরাপদ থেকে সাধারণ হয়ে গেলাম! প্রকাশ থাকে যে ওই একই লেখায় আরো কয়েকজনার মন্তব্য ডিলিট করা হলেও তারা নিরাপদেই আছেন। আমার কথা হলো নিয়ম বহির্ভূত হওয়ায় ক্ষমতা বলে আমার comments মুছে দিয়েছেন, রায় কার্যকর করা হয়েছে। আমি মেনে নিলাম। কিন্তু এক অপরাধে সাজা ভিন্ন কেন? যিনি তার লে্খায় আমাকে ব্যক্তিগতভাবে জড়িত করলেন তিনি রইলেন নিরাপদ আর আমি তার জবাব দেওয়াতে আমি হলাম সাধারণ !! আমার মন্তব্য মুছে দেবার পরে দ্বিতীয় সাজা আমার লেখা প্রথম পাতায় স্থান না পাওয়া!! একই বলে একই যাত্রায় ভিন্ন ফল!!
আমিতো ভালা না ভালা লইয়াই থাইকো

তবে সুখবর !! রাজা মশাইয়ের দয়ার শরীর!! দয়াপরবশ হয়ে তিনি আমার নির্বাসনের মেয়াদ হ্রাস করে আবার আমাকে রাজ্যে ফেরা্র অনুমতি প্রদান করছেন!! জয় মহারাজের্ জয় !!

© নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
ব্রেকিং নিউজ২৪.কম :-& ফেসবুক-১ :-& ফেসবুক-২
[email protected]

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: নূরু ভাই এতো দিন পরে এসে এমন একটা ছবি দিলেন যে আর কমেন্ট করতে পারলাম না। ভয় লাগছে।
ঘুষিওয়ালা লোকের নীচে নূর মোহাম্মদ নূরু দেইখ্যা ডর লাগতাছে। পালাই....

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঘুষিওয়ালা লোক খুবই মারাত্মক !! তার এক ঘুশিতে
কুপেকাত !! তবে আপনাদের দোয়া ও ভালোবাসায়
আবার নিরাজদে ফিরতে পেরেছি খুববা সৌভাগ্য আমার !!

২| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১০:৫৫

স্প্যানকড বলেছেন: কয়দিন আগে স্যার নিয়া ক্যাঁচাল এহন আবার হুজুর ! আমি কাউরে কিচ্ছু ডাকি না। বহুদিন পর এলেন ভালো লাগছে। ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্প্যানকড আপনাকে ধন্যবাদ
আপনিও ভালো থাকবেন এবং
সুস্থ ও নিরাপদ থাকবেন।

৩| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:০২

কামাল১৮ বলেছেন: আপনার জন্য আমিও ফেরত আসতে পারলাম।আপনি হোয়তো দেন দরবার করেছে,আপনার পক্ষে অনেক উকিল ছিল,আমি ফাঁক তালে জামিন পেয়ে গেলাম।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:২০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ
তবে আমার জন্য নয়
আপনি আপনার নিজের
যোগ্যতায় ফিরে এসেছেন !!
নিরাপদে থাকব্নে ।

৪| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:০৪

মরুভূমির জলদস্যু বলেছেন: প্রত্যাবর্তন শুভকামনা রইলো।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:২১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাকে ধন্যবাদ
শুভকামনার জন্য

৫| ২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:১৯

চাঁদগাজী বলেছেন:



মড়ু বাজায়ে দেখলেন।

২৬ শে আগস্ট, ২০২১ রাত ১১:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বাজানোআলাদের
কাজই বাজানো !!
ঢোল না থাকলে
পেট বাজায় =p~ !!

৬| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১২:৪৭

রাজীব নুর বলেছেন: আপনি ফিরে আসাতে আমি খুশি।
আমার ওস্তাদ চাঁদগাজী আপনার খোজখবর নিয়েছেন।

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

্আপনি খুশি হয়েছেন জেনে আমিও খুশি!!
তবে আমি আগ্রহ হারিয়ে ফেলেছি !

৭| ২৭ শে আগস্ট, ২০২১ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: নূর মোহাম্মদ নূরু,



স্বাগতম।
সোস্যাল ডিসট্যান্স বজায় রেখে চলুন, মুখে আটুন মাস্ক তবেই করোনার আক্রমন থেকে বেঁচে যেতে পারেন ........... :)

২৮ শে আগস্ট, ২০২১ রাত ৯:১৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

জীএস ভাই
শুধু সোাস্যাল না !!
এবর থেকে ব্লগ ডিসট্যান্স
বজায় রেখে চলুম!! তাইলে
হুজুর কওন থেকে বা্ইচ্যা যামু!

৮| ২৯ শে আগস্ট, ২০২১ রাত ১:১১

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: ব্লগে ফিরে আসায় সুস্বাগতম - আমি ভেবেছিলাম আপনি ব্লগের এক স্বঘোষিত ভাইয়ের মতো হিজরত করে বসলেন কিনা ! ফিরে এসেছেন সেটাই বড়ো কথা, মাঝে মাঝে নির্বাসন গভীর চিন্তাভাবনার জন্য পর্যাপ্ত সুযোগ দেয় !

১৬ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

স্যারদের অত্যাচারে নির্বাসনে !
তবুও ফিরে আসি বারে বারে
কিছু পরিচিত মানুুষের টানে !!

৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২১ ভোর ৬:৫৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: আপনি তো তৃতীয় বিশ্ব-যুদ্ধের মধ্যে এখানে এসে পড়েছেন ! গোলাবারুদের গন্ধ পাচ্ছেন না ?

১৮ ই আগস্ট, ২০২২ রাত ২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অভিজ্ঞতা নতুন নয়!
যুদ্ধ কিরেই টিকে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.