নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

খালুই কয় চালুনি রে, তোর পাছায় কেন ছ্যাঁদা!

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৪৬


খালুই কয় চালুনি রে, তোর পাছায় কেন ছ্যাঁদা!
দোষ গুন, ভালো মন্দ মিশেলেই মানুষ। কেউই একেবারে খাটি মানুষ হতে পারেনা। খাটি সোনায় গহনা যেমন হয়না তেমনি কিছু মন্দ না থাকলে সে মানুষ নয়। সে হয় তখন মহা মানব। কিছুটা দোষ ত্রুটি থাকা ততক্ষন খারাপ নয় যতক্ষন সে না বলে সেই নিপাট খাটি মানুষ! কিন্তু দুঃখের সাথে বলতে হয় অনেকের চেয়ে বেশী দোষ থাকা সত্তেই আমরা নিজেদের খাটি মানুষ বলে জাহির করি আর যে দোষ আমার মধ্যে বিদ্যমান তার বিন্দু মাত্র অন্যের মাঝে দেখতে পেলে পাড়া মাথায় তুলি। তুলনামূলক ভাবে চালুনির চেয়ে খালুইর ছিদ্র অনেক বড়, কিন্তু খালুই নিজের অবস্থার কথা না ভেবে তার চেয়ে ছোট ছিদ্রের চালুনিকে জিজ্ঞাস করে তোর পাছায় কেন ছ্যাদা! এ জন্যি এই প্রবাদ বাক্যঃ
খালুই বলে চালুনি তোর পিছে কেন ছ্যাঁদা।
কিন্তু আমাদের সবার মনে রাখা দরকার "One bad man should not call another bad man a rogue."

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:১৮

সোনাগাজী বলেছেন:


বাংগালী ব্যতিত, অন্য কোন কোন জাতির মানুষদের সাথে চলাফেরা করছেন? ইয়েমেনী, আফগানী, মগী ও বাংগালীদের মাঝে ভালো মানুষ কম!

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীর সকল মানুষ ফেরেশতা
হলে কি লাভ যদি আমার দেশের
বাংগালীরা বদ হয়!

২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ৩:৫৮

সোবুজ বলেছেন: বাংগালীরা আগে অতটা বদ ছিল না। মসজিদ মাদ্রাসা যত বাড়ছে পাল্লাদিয়ে বদও বাড়ছে।

১৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোবুজ ভাই মসজিদ মাদ্রাসার
দোষ দিয়ে লাভ নাই। প্রতিটি
মানুষের মাঝে বিবেক বুদ্ধি
আছে। মানুষ যদি তার
বিবেকের বিরুদ্ধে না চলে
তা হলেই সে শুদ্ধ মানুষ
হতে পারে।

৩| ১৮ ই এপ্রিল, ২০২২ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: দুষ্টলোকদের আমি ঘৃণা করি।

১৮ ই এপ্রিল, ২০২২ বিকাল ৩:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সবাই তাই করে তবে
প্রতিটি মানুষের মাঝে
যে দুষ্ট মানুষ বিরাজ
করে তাকে কি করবেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.