নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

সাদা মনের মানুষ !!

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৮


সাদা মনের মানুষ !!
নূর মোহাম্মদ নূরু

সাদা মনের মানুষ দেশে দেখা পাওয়া ভার,
যদিও মানুষ বড়াই করে নাই কোন দোষ তার।
রাতের কালো অন্ধকারে আকাম কুকাম করে,
দিনের বেলা সে মানুষই সাধুর লেবাস পরে।

সাদা মনের মানুষ যারা দশের সেবা করে,
বিপদে আপদে কভু যায়না দূরে সরে।
সাধ্য মতো পূরণ করে যার যা প্রয়োজন,
নীরবে নিভৃতে চলে নাই বারতি আয়োজন।

লেবাসধারী সাদা মানুষ ভিতরটা যে কালো,
যতই ঘষো সাবান সোডা হবেনাতো আলো।
গাড়ি বাড়ি টাকা কড়ির কোন অভাব নাই,
তার পরেও লোভ কমেনা আরো যে তার চাই।

এদের কাছে মানবতার কোন মূল্য নাই,
সুযোগ পেলে কেড়ে নিবে টাকা আনা পাই।
জিম্মি মানুষ তাদের কাছে জান মাল সব,
আক নিমিষে কেড়ে নিবে যদি করো রব।

চামড়া সাদা হলেই হয়না সাদা মনের মানুষ,
মন যদি তার সাদা না হয় ওটা রঙিন ফানুস
উপর দেখে বিচার করোনা কে সাদা কে কালো।
যদিও সবাই বলবে তোমায় সেই সবচে ভাল।

কথায় কাজে যার মাঝেতে মিল পাবেন খঁজে,
কেমন সাদা মনের মানুষ নিও সবাই বুঝে,
কালো রঙের মাঝেও যদি মনটা সাদা হয়,
সে মানুষকেই দশ জনে যে সাদা মানুষ কয়।

প্রকাশকালঃ ঢাকা-১৮ এপ্রিল ২০২২ ইং

মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৪৮

সোনাগাজী বলেছেন:


একজন ব্লগার ছিলেন, "সাদা মনের মানুষ"।

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ভেজাল সাদা মনের মানুষের ভীড়ে
তিনি ঠাঁই না পেয়ে বন জংগল
পাহাড়ের মাঝে তিনি হারিয়ে
গেছেন।

২| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৫

জ্যাকেল বলেছেন: কামাল সাহেব'র খবর নেওয়া দরকার।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্যাকেল ভাই তিনি হয়তো দূরে গিয়ে
ভালোই আছেন। দোয়া করি তিনি
যেখানেই থাকুন না কেনো
ভালো থাকুন।

৩| ১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৫৭

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: কবির কবিতায় বাস্তবতা স্পষ্ট।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ মোহাম্মাদ আব্দুলহাক ভাই
কবিতায় বাস্তবতার মিল খুঁজে পাবার
জন্য। ভালো থাকবেন।

৪| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
খান সাহেব।

মাঘ মাসে শীত
পড়ে বললে
কেউ যেন
সূত্র না চায়
সে জন্য কবিতা!

৫| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১২:১৯

সোবুজ বলেছেন: এইতো আমি এখানে।কামাল নিকটা ব্ন্ধ আছে বলে আসতে পারছিনা।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ২:০৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বয়স হয়েছে তাই চিনতে
একটু কষ্ট হচ্ছে।
একে একে আমাদের
সবাইতো বন জংগলে
চলে যাচ্ছে আর সেখানের
সব এখানে!

৬| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:০৭

অধীতি বলেছেন: সুন্দর ছড়া। আপনার ছড়াগুলি ভালো লাগে। এটাও ভাল লেগেছে।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ২:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
বাস্তবতার সাথে মিল
খুঁজে পেলেই ভালো
লাগবে!

৭| ১৯ শে এপ্রিল, ২০২২ রাত ১:৩৮

জ্যাকেল বলেছেন: সোবুজ বলেছেন: এইতো আমি এখানে।কামাল নিকটা ব্ন্ধ আছে বলে আসতে পারছিনা

সাদা মনের মানুষ নিকের 'কামাল সাহেব এর কথা বলছিলাম। উনি ভ্রমণ ব্লগ করতেন বেশি।

১৯ শে এপ্রিল, ২০২২ রাত ২:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
জ্যাকেল ভাই সোবুজ অরণ্যের
মাঝে লুকিয়ে আছে বন জংগলকে
ভালোবাসা আমাদের সাদা মনের
মানুষ।

৮| ১৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:০১

মরুভূমির জলদস্যু বলেছেন: আমি সাদা মনের মানুষ নই, এখনো অনেক কালো রয়ে গেছে মনে গভীরে।

১৯ শে এপ্রিল, ২০২২ ভোর ৪:১২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সাদা মনের মানুষই কেবল
বলতে পারে যে তার মধ্যে
এখনো কালো রয়ে গেছে।
সবাই এটা বলার সাহস
রাখেনা। ধন্যবাদ দস্যু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.