নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

এক নাবালকের মাতবর হয়ে ওঠার গল্প !!

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:২১


এক নাবালকের মাতবর হয়ে ওঠার গল্প !!
নূর মোহাম্মদ নূরু

বহুদিন আগে এক গ্রামে বাস করতেন এক ডাকসাইটে মাতবর। আশে পাশের দু চার দশ গ্রামে ছিলো তার শুনাম আর মতবরির খ্যাতি। যে কোন সমস্যায় গ্রাম্য সালিসিতে সঠিক ও ন্যায় বিচার করতে তার সমকক্ষ আর কেউ ছিলোনা বলে দূর দুরান্ত হতে সালিসি সভায় তার ডাক পড়ত। এক পুত্রের জনক এই মাতবর সালিসী করে যা আয় করতেন তাতেই স্ত্রী ও একমাত্র পুত্র সন্তানকে নিয়ে সুখেই দিনাতিপাত করতেন।

কালের পরিক্রমায় একদিন পরিবার ও গ্রামের আবাল বৃদ্ধ জনতাকে শোক সাগরে ভাসিয়ে পরপারের যাত্রী হলেন আমার আজকের গল্পের সেই মাতব্বর! "সময় ও স্রোত কারো জন্য অলেক্ষা করেনা"। দিন চলে যায় তার নিজ গতিতে। কারো জন্যি থেমে থাকেনা তার পথ চলা। এক সময় মাতুব্বরের মৃত্য শোক থিতু হয়ে আসে। শোক কাটিয়ে উঠে তার পরিবার ও গ্রামবাসী। আগেই বলা হয়েছে মাতব্বরের সংসারে সদস্য ছিলো মাত্র তিনজন এবং তার আয় দিয়েই সংসারের ভরণ পোষণ চলতো। মাতুব্বরের মৃত্যুর পেরে জমানো যা ছিলো তা শেষ হবার পরে অভাব কষ্ট দেখা দিলো সংসারে। সন্তানের মলিন মুখ দেখে মা আড়ালে চোখের পানি মোছে।

সন্তানও মায়ের কষ্ট বুঝতে পারে কিন্তু কিইবা করতে পারে সে! এমন নিদারুন সংকটে বিধাতা বুঝি মুখ তুলে চাইলেন এই অসহায় পরিবারের দিকে। আমি যে সময়ের কথা বলছি সে সময় রাজার ছেলে রাজা, পঞ্চায়েতের ছেলে পঞ্চায়েত আর মাতুব্বর হওয়ার রেওয়াজ ছিলো। একদিন মাতুব্বরের ডাক পড়লো এক দূর প্রামে শালিসী করার জন্য। কিন্তু ছেলেতো তখনো সালিসী করার মতো যোগ্যতা লাভ করে পারে নাই। কিন্তু উপায় নাই! রেওয়াজ অনুযায়ী তাকে মাতুব্বরী করতেই হবে। তা ছাড়া সংসারের অভাব অঘটনের , মায়ের চোখের পানি তাকে সিদ্ধান্ত দিতে বাধ্য করলো মতবরী করতে যেতে। যে সময়ের কথা বলছি সে সময় যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিলোনা। পায়ে হেটে বা নৌকায় করে দূর দূরান্তে যেতে হতো। সময় মতো নৌকা যোগাড় করতে না পারায় খুব সকালে বাবার রেখে যাওয়া মাতবরি লাঠি ও চাদর নিয়ে বের হলো খোকা বাবু মাতবরী করতে

এত সময় সব ঠিক ঠাকই চলছিলো। কিন্তু বিপত্তি বাধলো যখন প্রাকৃতি তাকে ডাক দিলো তার ডাকে সাড়া দিতে! প্রাকৃতির ডাক এতই কঠিন যার ডাকে কেবল সাধারণ মানুষ নয় রাজা বাদশারাও পালন করতে বাধ্য। নব্য মাতবর খীকা বাবুও পরাস্ত হলেন প্রাকৃতির ডাককে অবজ্ঞা করতে। তিনি সাথের চাদরটিকে কোমড়ে পেঁচিয়ে পাশের জংগলে প্রাকৃতি কাজ সমাধান করলেন। সমস্যা হলো জংগলে পানি পেলেন না নিজেকে শু চী করার জন্য। বাবার চাদর কোমড়ে আর লাঠি হাতে রিনি চললেন পানির সন্ধানে। কিন্তু পানির কাছে যেতে যেতে তার অবস্থা লেজে গোবরে! অবশেষে নদীর কিনারে আসলেন নিজেকে পরিস্কার করার জন্য। কিন্তু বিধিবাম। অনেক চেষ্টা করেও বালক তার পশ্চাৎদেশ খুঁজে পেলোনা বা নাগাল পেলো না। কোমরে বাবার চাদর জড়ানোর কারণে যে তার এমন লেজে গোবরে অবস্থা তা তার বোধগম্য হলোনা। অনেক চেষ্টার পরেও যখন সে নিজের পশ্চাৎদেশর ময়লা পরিস্কার করতে সক্ষম হলোনা তখন সে কিঞ্চিত ভয় পেয়ে খেদের সাথে বললো "এক দিনের মাতুব্বরি পেয়ই পাছা তুমি দূরে সরে গেলা নাকি আমার হাত ছোট হয়ে গেলো"। আমি যদি আরো মাতুব্ব্রি করতে যাই তা হলে হয়তো আরো কোন অঘটন ঘটতে পাতে। তাই আজ থেকে সিদ্ধান্ত নিলাম আমি আর কোন দিন মাতুব্বরি করতে যাবনা। তাতে যদি না খেয়ে মরতে হয় তাও সই।
মোরালঃ যার কাজ তারই সাজে, অন্যের শুধু লাঠি বাজে।
সূত্রঃ মোরালের নীতি বাক্য অনুসারে লিখিত।

প্রকাশকালঃ ঢাকা-রবিবার, ২ মে ২০২২ ইং

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪০

সোনাগাজী বলেছেন:



আকর্ষণ, বিকর্ষণহীন

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব কিছু আকর্ষণ করতে নেই তাতে
বিকর্ষণ হবার সম্ভাবনা থাকে।

২| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৬:৪৮

সোনাগাজী বলেছেন:



গল্প লোকজনকে টানতে হবে তো!

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সোনাভাই
বড় প্রেম শুধু কাছেই টানে না,
দূরেও ঠেলে দেয়"

এ কথার সূত্র চাইবেন নাকি?
এটা আমার কথা না। বলেভহেন
শরৎ বাবু।

৩| ০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:০২

এম ডি মুসা বলেছেন: ঈদ মোবারক

০২ রা মে, ২০২২ সন্ধ্যা ৭:২৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ঈদ মুবারক মুসা ভাই।

৪| ০২ রা মে, ২০২২ রাত ১০:৩০

বিজন রয় বলেছেন: নূরু ভাই আপনি এখন আর জীবনী পোস্ট দেন না কেন?
ওটা আমার ভাল লাগত, জানতে পারতাম।

০২ রা মে, ২০২২ রাত ১০:৫২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
দাদা গতকাল কাকে যেনো বলেছিলাম গুরু জনদের নিয়া
লেখা আমার পোষ্ট গুলিতে কারা যেনো কপি পেষ্টের গন্ধ পায়।
কপি পেষ্টের বদনাম ঘুচাতে হর আমাকে তাদের জন্ম মৃত্যুর
তারিখ পাল্টাতে নয়তো তাদের বংশ পরিচয়! যেহেতু সেটা
সম্ভব নয় তাই ওই সিরিজ বাদ দিয়েছি। এখন অসংগতি দেখলে
কবিতা/ ছড়ায় তার প্রতিবাদ করি। কত দিন টিকতে পারবো
জানিনা। দোয়া করবেন।

৫| ০২ রা মে, ২০২২ রাত ১০:৫৪

মোহাম্মদ গোফরান বলেছেন: বেচারা মানুব্বর!

০২ রা মে, ২০২২ রাত ১১:১১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিড়াল দিয়ে হাল চাষ হলে
কেউ কি গরু পালে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.