নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

হৃদ্যতা!

০৯ ই মে, ২০২২ বিকাল ৩:৪৭


হৃদ্যতা
নূর মোহাম্মদ নূরু

নামটি তাহার আমার নামে আলোর মতোই জ্বলে
সাদা মনের মানুষ তিনি আমার এ মন বলে।
ঝগড়া ফ্যাসাদ হিংসা বিবাদ তাহার মনে নাই
নামে কিছু মিল থাকাতে হয়েছে আমার ভাই।

দিল দরিয়া মানুষ তিনি শখ যে ছবি তোলা
তাহার কিছু ছবি আছে যাবেনা কভূ ভোলা।
পথে হাটে, যাই সে দেখে ডাইরীতে তা লেখে
সুন্দর করে বলে সে তা কিছুটা রং মেখে।

ঘরে তাহার লক্ষ্মী বধু নানান খাবার বানায়
মাঝে মাঝে ছবি দিয়ে সবা্ইকে সে জানায়।
পরীর মতো দুইটি মেয়ে তার ঘর আলো করে,
মাঝে মাঝে সুযোগ পেলে বিদেশেতে ঘোরে।

ব্যবসায় করার শখ যে ছিলো হলোনা তা করা
বাস্তবতা দেয়নি কিছু দুঃখ বিলাশ ছাড়া।
কল্পনাতে হাজার ছবি হাজার দুঃখী মুখ
এসব তারে ভাবায় শুধু মনেতে নাই সুখ।

করোনাতে মরছে মানুষ হাজারে হাজার
এসব ভেবে সারাটা দিন মনটা থাকে ভার।
আসবে সুদিন হাসবে মানুষ তুলবে ছবি আবার
এমন স্বপ্ন দেখে দেখে রাত যে করে কাবার।

গুরু জনে সকল সময় ভক্তি শ্রদ্ধা করে
শত আঘাত দিলেও সে টু শব্দ না করে।
এমন একটি ভাই পেয়ে সত্যি খুশি আমি,
কেউ না জানুক এসব কথা যানে অন্তর্যামী।

অনেক দিন তার নাইকো দেখা ব্যান হয়েছে জানি,
কপি পেষ্টের ক্যাচালেতে ঘোলা করে পানি
নদীতে বাস করে যদি দুশমন বানাও কুমির,
অস্থি মজ্জা ছিড়ে খাবে ভাগ পাবেনা জমির।

জমি যখন কেড়ে নিবে কূচক্রীদের দলে,
কি হবে আর রাগ দেখিয়ে হাজার কথা বলে?
সরল সোজা বোকা মানুষ এই দূনিয়ায় যত,
তারাই পরে বিপদেতে ঠিক তাহারই মতো।

বেচেঁ থাকো অনেক বছর নিয়ে শত আয়ু
উপভোগো পৃথিবীর সব রস গন্ধ বায়ূ।
খোদা তোমার সহায় হবে এ প্রার্থনা আমার
ভালো থেকো সুখে রেখো প্রিয় যে জন তোমার।


২য় প্রকাশঃ ঢাকা, ৯ মে ২০২২ ইং

নূর মোহাম্মদ নূরু
গণমাধ্যমকর্মী
[email protected]

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:১৩

শায়মা বলেছেন: ভাইয়া তোমার মিতা ভাইয়ার জন্য প্রার্থনা করি।

সত্যিই করছি কিন্তু।

এটাকে আবার ফান ভেবো না।

ভাইয়া প্রথম পাতায় না লিখতে পেরে কত্ত কষ্ট পাচ্ছে কসম আমি বুঝতে পারছি।

আমি তো ভালো কথা বললেও কিছু মানুষ ভাবে ফান। :(

ভাইয়া ভুল স্মীকার করেছে। নিশ্চয় সাবধানও হবে এবার থেকে।

ভাইয়া ফিরুক প্রথম পাতায়।

০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সত্যি মিথ্যা যচাই করার কষ্টি পাথর কই,
সত্যি বলার সাহস নিয়া সত্যবাদি হই।
আমি কত শত শুনেছি সে গান,
শিল্পীর অশ্রু কেন ভাবে ফান!

২| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:১৬

জুন বলেছেন: আমিও মাঝে মাঝে ভাবি সাদা মনের মানুষ কোথায় গেল। আসলে অত নিয়মিত না বলে অনেক কিছুই অজানা থেকে যায়। এখন আপনার কবিতায় জানলাম ওনাকে ব্যান করা হয়েছে :(

০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৫৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ জুন আপু।
মাঝে মাঝে লোকালয়
থেকে কিছুটা দূরে থাকা
ভালো তাতে নিজেকে যেমন
চেনা যায় তেমনি দূষিত বায়ূ
থেকে নিরাপদ থাকা যায়।

৩| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:২৫

ভার্চুয়াল তাসনিম বলেছেন: কে তিনি ? কার কথা লিখছেন ? জানতে পারি ? সুন্দর করে লিখেছেন।

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাসনিম সাহেব
কবিতার প্রথম দু চরণেই
তার পরিচয় দেওয়া হয়েছে।
আশা করি তার লরিচয় উদ্ধার
করতে বেগ পেতে হবেনা।

৪| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৩৫

বিজন রয় বলেছেন: নূরু ভাই হৃদ্যতা বানান ঠিক করে দিন নাহলে কবিতা পড়বো না।

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিজন দাদা
এত গোস্যা করা কি ভালো?
ম্যান ইজ mortal
মানুষইতো ভুল করে! হা হা হা।

৫| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৪১

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি গুণী মানুষ। অভিধান হাতের কাছে রাখা প্রত্যেক লেখকের জন্য অত্যন্ত দরকারী।

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৩৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ওরে ভাই হাক
যতই দেন ডাক,
অভিধান কি সব সময়
খুঁজে পায় বাঁক?

৬| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৫১

আলমগীর সরকার লিটন বলেছেন: নূর দা অন্তমিলের পাগলা
পড়তে পড়তে হয়ে যাই আউলা ঝউলা-----
ভাল থাকবেন

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আউলা হবার কাম নাই
মাথা রাখুন ঠিক,
কোনটা উত্তর কোনটা দক্ষিন
ঠিক রাখুন দিক!

৭| ০৯ ই মে, ২০২২ বিকাল ৪:৫৮

সোনাগাজী বলেছেন:



রাজিব নুরের জন্য এটি একটি সুযোগ, উনি ভালো লেখক, তবে উনার দরকার পরিবারের জন্য সময় দেয়া।

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৩৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আমিও তাই বলেছিলাম
কিন্তু তিনি পরিবারের চেয়ে
ব্লগকেই বেশী আপন করে
নিয়েছিলেন যার পরিণতি
তিনি হাড়ে হাড়ে টের
পাচ্ছেন।

৮| ০৯ ই মে, ২০২২ বিকাল ৫:১৯

নজসু বলেছেন:




কামাল ভাই আমার ভীষণ পছন্দের একজন মানুষ।
আমি মনে করি ওনার মনটা ছবির মতোই সুন্দর।

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৪০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
নজসু ভাই
আমালোতো!!

৯| ০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৩৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৫ নাম্বার মন্তব্য পড়ে ক্লিয়ার। ব্লগে কিছু নীতিমালা আছে। এগুলো মানা লাগবে সবাইকে। নীতিমালা ভঙ্গ হলে নির্দিষ্ট সময় পরে আনব্যন হবেন।

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ
ক্লিয়ার হবার জন্য!

১০| ০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৩৫

মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: ডিজিটাল আছে।

০৯ ই মে, ২০২২ বিকাল ৫:৪৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ডিজিটালেতো আরো সমস্যা।
সব কিছুই সঠিক বলে!
সেখানে ভুল ভূল
সবই চলে।

১১| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৩০

মরুভূমির জলদস্যু বলেছেন: বরাবরের মতো ছড়া ভালো হয়েছে।
রাজীব নুর ভাইয়ের অনুপুস্থিতী অনেক দিন হয়ে গেলো। আশা করি শীঘ্রই তিনি মুক্ত হবেন।

০৯ ই মে, ২০২২ রাত ৯:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

সবার কল্যান হোক,
পৃথিবীর সকল প্রাণী
সুখী হোক

১২| ০৯ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:৪০

ভার্চুয়াল তাসনিম বলেছেন: রাজীব নূর তসলিমা নাসরিন এর পোস্টে সুন্দর সুন্দর মন্তব্য করে সময়ে সময়ে। আনুমানিক কবে নাগাদ তিনি মুক্তি পাবেন?

০৯ ই মে, ২০২২ রাত ৯:৩৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তার সাস্তির মেয়াদ শেষ
হলেই তিনি আমাদের মাঝে
ফিরবেন ইনসাআল্লাহ।

১৩| ১০ ই মে, ২০২২ রাত ১২:০৯

রাজীব নুর বলেছেন: আপনাদের দোয়ায়, ভালোবাসায় আমি আজ মুক্তি পেয়েছি।
এজন্য আপনার ভূমিকা সবচেয়ে বেশি। কতৃজ্ঞ আপনার কাছে।
ঋণী করে দিলেন। কোনো দিন শোধ করতে পারবো না।

১০ ই মে, ২০২২ রাত ১:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুভেচ্ছা অফুরাণ ফিরে আসার জন্য
কেউ একজন আভাস দিয়েছিলো আপনি
আসছেন! কথা সত্যি হলো!
আমাকে কৃতজ্ঞতা জানাবার
কিছু নাই। ঝড়ে বক মরে
তাতে ফকিরের কেরামতি
বাড়ে।

১৪| ১০ ই মে, ২০২২ রাত ১২:১০

রাজীব নুর বলেছেন: শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন।

জাদিদ ভাইকেও আন্তরিক ধন্যবাদ।

১০ ই মে, ২০২২ রাত ১:৪৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ধন্যবাদ খান সাব
পরিবার পরিজন নিয়ে
ভালো থাকুন, তাদের
বেশী সময় দিন।

১৫| ১০ ই মে, ২০২২ রাত ২:০৮

সোনাগাজী বলেছেন:


রাজিবের ব্লগিং ষ্টাইলকে ভয় পায় কিছু লোকজন।

১০ ই মে, ২০২২ দুপুর ২:২৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

ভয় পায় বলে মনে হয় না।
সম্ববত তারা মজা করে আর
ক্যাচাল করে হিট হয়।

১৬| ১০ ই মে, ২০২২ রাত ২:৩৯

গরল বলেছেন: উনার জন্য শুভকামনা রইল, আপনি যে উনাকে এত ভালোবাসেন সেটাও অমূল্য পাওয়া উনার ব্লগ জীবনে। সবাই আসলে এরকম শুভাকাঙ্খী পায় ন.

১০ ই মে, ২০২২ দুপুর ২:৩২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শাসন করা তারই সাজে
সোহাগ করে যে। আমি
তাকে ভালোবাসি যেমন
তেমনি কড়া সমালোচনাও
করি। যেমন করি গাজীসাবকে।

১৭| ১০ ই মে, ২০২২ সকাল ৯:৩১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: রাজিব নুর একজন সরল মানুষ তাতে কোন সন্দেহ নেই তবে তার একটা বড় দোষ উনি ধর্ম নিয়ে আজগুবি কথা বলে এবং একটু পরেই আবার তার উল্টা বলে। আপনিও দেখি আজকাল তৈলাক্ত কবিতা লিখছেন ওনাকে নিয়ে; ইহা কি ভালোবেসে বানরের তৈলাক্ত বাশের মাথায় ওঠা?

১০ ই মে, ২০২২ বিকাল ৩:৪১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধর্ম নিয়ে তার আজগুবি কথার অনেক
সমালোচনা হয়। এটা ধর্ম নিয়ে তার কম
জানার কারনে। তিনি সরল ও সহজ
বলেই এমন হয়। তার৷, সরলতার জন্য
আমি তাকে পছন্দ করি। তাই তাকে
নিয়ে লিখি।ন

১৮| ১০ ই মে, ২০২২ বিকাল ৫:০৭

সাগর কলা বলেছেন: - সুন্দর হয়েছে ভাইয়া। বিদায়।

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:২৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বিদায় মানে কি?
কোথায়, কেনো?
রোজার পরে সাগর
কলা সস্তায় পাবো
মনে করছিলাম কিন্তু
বিদায় নিলে কই পাবো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.