|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 নূর মোহাম্মদ নূরু
নূর মোহাম্মদ নূরু
	দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন
 
 
দূনিয়া হলো শষ্য ক্ষেত্র বিশেষ
নূর মোহাম্মদ ণূরু
দূনিয়া হলো মুমিন বান্দাদের জন্য শষ্য ক্ষেত্র বিশেষ। কৃষক যেমন নিদৃষ্ট সময় ফসল লাভের জন্য জমি তৈরী করে বীজ বপন করে এবং তা সুরক্ষার জন্য প্রয়োজন মাফিক সার, নিরানী এবং গরু ছাগলের অনিষ্ট করা থেকে রক্ষার জন্য বেঁড়া দিয়ে থাকে তেমনি মুমিন বান্দারা পরকালে সুখে শান্তিতে থাকার জন্য আল্লাহর আদেশ ও তার প্রিয় হাবিব হয্রত মোহাম্মদ (সঃ) এর দেখানো পথে তার জীবন পরিচালিত করে। 
মানুষ পরকালের সুন্দর জীবনের জন্য দৈনন্দিন জীবনে তার সাধ্যমত কিছু আমল/ বীজ বপন করে থাকে কিন্তু যথাযথ সুরক্ষা না করার জন্য পরকালে তার ফসলের গোলা শূণ্যই রয়ে যাবে। পক্ষান্তরে যারা বীজ বপন করে সময় মত সার, ঔষদ, নিড়ানি ও ফসলের সুরক্ষার জন্য বেড়া দিবে গরু ছাগলের অনিষ্ট থেকে ফসল রক্ষা করার জন্য তারাই হলো ভালো ও বুদ্ধিমান কৃষক।
 ইসলামের মৌলিক ফসল সমূহঃ
১। আল্লাহর প্রতি ঈমান রাখা।
২। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় করা। 
৩। আল্লাহর জন্য রোজা পালন।
৪। দান খয়রাত ও যাকাত আদায় করা।
৫। সাধ্য থাকলে হজ্জ করা।
কি উপায়ে সুরক্ষিত হবে আপনার ফসলঃ
   
১। কাউকে আল্লাহর শরিক না করা।
২। জামায়াতের সাথে রিয়া মুক্ত নামাজ পড়া ও
     একমাত্র আল্লাহর সন্তষ্টির জন্য রোজা রাখা।
৩। লোক দেখানো দান খয়রাত পরিহার করা।
৪। সম্পদের সঠিক যাকাত আদায় করা ও
৫। সাধ্য থাকলে সময় মতো রিয়ামুক্ত হজ্জব্রত পালন করা।
উপরোক্ত বিষয়গুলোর প্রতি যত্নবান হলে পরকালে চির সুখে আপনি আপনার ফসল ভোগ করতে পারবেন। শুধুমাত্র গোমরাহীর কারনে পরকালে আমরা যেন আমাদের মহামূল্যবান ফসল থেকেবলই  বঞ্চিত না হই সে দিকে বিশেষ নজর দিতে হবে। আল্লাহ আমাদের ফসলের হেফাযত করুন। আমিন
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৪ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:০১
১৪ ই মে, ২০২২  সন্ধ্যা  ৬:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
তাসনিম ভাই আপনাকে ধন্যবাদ।
এখানে ভাল মন্দ মিলে সব গাঁজার
পাঁচন হয়ে গেছে। তেলের চেয়ে ঘি
এর দাম কম। সামনে ঘোর 
অন্ধকার।
২|  ১৪ ই মে, ২০২২  রাত ১০:৫৫
১৪ ই মে, ২০২২  রাত ১০:৫৫
রাজীব নুর বলেছেন: দুনিয়া কি পুরটাই শধ্য ক্ষেত্র? নাকি কিছু খালি আছে?
  ১৫ ই মে, ২০২২  রাত ১:১৬
১৫ ই মে, ২০২২  রাত ১:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
নদ, নদী, পাহাড়, জংগল আছে
যেখানে চাষ হয়না, সিনেমা হলও
আছে যেখানে মুমিন বান্দারা থাকেনা।
আল্লাহর আনুগত্য করেনা এমন মানুষ
সেখানে থাকে, যারা ফসল ফলায় না।
তারা পরকালে শুধু হাপিত্যেস করবে
ফসলের জন্য কিন্তু তারা কিছুই পাবেনা।
৩|  ১৫ ই মে, ২০২২  রাত ১২:০৪
১৫ ই মে, ২০২২  রাত ১২:০৪
সোনাগাজী বলেছেন: 
আল্লাহ যে ইহা কখন মানুষ জেনেছিলেন ১ম বার?
  ১৫ ই মে, ২০২২  রাত ১:১৯
১৫ ই মে, ২০২২  রাত ১:১৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
আল্লাহতালা পবিত্র কোরআনে
বিস্তারিত বলেছে তার প্রিয় হাবিব
মোহাম্মদ (সঃ) এর মাধ্যমে।
৪|  ১৫ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:০৩
১৫ ই মে, ২০২২  সন্ধ্যা  ৭:০৩
রাশিদুল ইসলাম লাবলু বলেছেন: দুনিয়া মুমিনদের জন্য শষ্যক্ষেত্র এ কথাটা আল কোরআনের কোথায় বলা আছে? রেফারেন্স দিতে পারেন?
  ১৬ ই মে, ২০২২  বিকাল ৩:১৬
১৬ ই মে, ২০২২  বিকাল ৩:১৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
হায়রে কপাল!
একথারও সূত্র চাই,?
আমি কি কোরআনের উদ্ধৃতি দিয়েছি?
নদীতে কুমির আর বনে বাঘ থাকে
এর সূত্র কি?
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০২২  বিকাল ৫:৪৯
১৪ ই মে, ২০২২  বিকাল ৫:৪৯
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ভালো পোস্ট।