নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নূর মোহাম্মদ নূরু (পেশাঃ সংবাদ কর্মী), জন্ম ২৯ সেপ্টেম্বর প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালের উজিরপুর উপজেলাধীন সাপলা ফুলের স্বর্গ সাতলা গ্রামে

নূর মোহাম্মদ নূরু

দেখি শুনি স্মৃতিতে জমা রাখি আগামী প্রজন্মের জন্য, বিশ্বাস রাখি শুকনো ডালের ঘর্ষণে আগুন জ্বলবেই। ভবিষ্যৎকে জানার জন্য আমাদের অতীত জানা উচিতঃ জন ল্যাক হনঃ ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভাল, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ। তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে সামুর পাঠকদের জন্য আমার নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। জন্ম-মৃত্যু, বিশেষ দিন, সাথে বিশ্ব সেরা গুণীজন, এ্ই নিয়ে আমার ক্ষুদ্র আয়োজন

নূর মোহাম্মদ নূরু › বিস্তারিত পোস্টঃ

মিস্টার বিন !!

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:২৮


মিস্টার বিন !!
(মজা দেই, মজা লই)
© নূর মোহাম্মদ নূরু

মিস্টার বিন নামে আমি এক ক্লাউন,
বাড়ি মোর শূন্য নাই দারা পরিজন।
বাংলাতে নাম মোর ভাগ্যে যে জোটেনি,
ইংরেজী নাম নিয়ে করি তাই ফুটানি!

বাংলাতে কথা বলা সে যে বড় কষ্ট,
ইংরেজী শিখি নাই সময় হবে নষ্ট।
থাকি তাই বোবা হয়ে ভাব করি পণ্ডিত,
খোঁচা খুঁচি কারবারে অনেকেই বাঁধে সাধ।

খান দুই ডিম নিয়ে আছি পড়ে বহু দিন,
মনে হয় এ জীবনে আসিবেনা শুভ দিন।
কথা টথা বলিনা চুলকাই দিন রাত,
এইসব না করিলে ঢুকেনা পেটে ভাত।

মোরে নিয়ে কত জনে করে কত ফিসফিস,
কাজ কাম নাই তাই হাত করে নিশপিশ।৷
তোয়াক্কা করিনা তা চামড়াটা মোটা তাই
স্বভাবের দোষে আনি ফাক পেলে চুলকাই।

পোলা পানে তালি দেয় দেখে মোর রঙ ঢঙ ,
তালি দেখে কালি মেখে আমি তাই সাজি সঙ।
বোদ্ধারা দূরে থাকে দেখে নাক সিটকায়,
মর্ম তার বুঝিনা, তাই তা মাখি না গায়।

সব কেনো ইজি ভাবে নিতে আমি পারিনা,
বাঁকা ছেড়ে সোজা পথ কেনো আমি ধরিনা?
চুলকানি ছেড়ে দিয়ে খুঁজে নিলে সোজা পথ,
কেউ আর দেবে নাতো চুলকানির অপবাদ!

প্রকাশকালঃ ঢাকা-২৬ জুন ২০২২ ইং

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাহ্ কি সুন্দর কবিতা।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৪৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ মশিউর ভাই।
ভালো থাকবেন।

২| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৮

সোনাগাজী বলেছেন:



আত্মজীবনী লেখা শুরু করেছেন! অভিনন্দন!

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:৫১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
বলেন বেশী, বোঝেন কম,
বুঝতে হলে নিবেন দম!


আত্মজীবনী মানে নিজের জীবনী!
স্কুল পরীক্ষায় লিখতাম একটি বট গাছের
আত্মকহিনী, একটি ছাতা, চোরের আত্ম
কাহিনী!
আপনার জন্য প্রশ্ন এটা
কার আত্মজীবনী?

৩| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: একই জিনিস প্রথম পাতায় ২বার দিয়েছেন।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৬:১৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
তাতো হবার কথা নাহ!
মনে হয় বিনের ভূত!
মন্ত্র পড়লেই চলে
যাবে!

৪| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৯

মোহাম্মদ গোফরান বলেছেন: আপনি খুব ভালো ছড়া লিখেন।

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনিও খুব ভালো ) শ্যূট করতে
পারেন, একেবারে বুকের মাঝে
গেথে থাকে!

৫| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:২৬

রাজীব নুর বলেছেন: চমৎকার।

২৬ শে জুন, ২০২২ রাত ৮:৩৫

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ!

৬| ২৬ শে জুন, ২০২২ রাত ১০:০৬

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সুন্দর কবিতা।

২৭ শে জুন, ২০২২ রাত ১:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অসুন্দরকে নিয়ে লিখলে
কেন যেনো কবিতা
সুন্দর হয়!
আপনাকে
ধন্যবাদ।

৭| ২৭ শে জুন, ২০২২ সকাল ৯:২৯

জুল ভার্ন বলেছেন: চমতকার!

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:৩০

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
আপনাকে ধন্যবাদ জুল ভার্ন
লেখাটি পড়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.